Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word texture Bengali definition [টেক্‌স্‌চা(র্‌)] (noun) [countable noun, uncountable noun] (১) বুনট; কাপড়ে সুতার বয়নবিন্যাস(২) কোনো বস্তুর ভিতরে তার সাংগঠনিক উপাদানসমূহের বিন্যাস: the texture of a mineral. textured (past participle) বয়নগত; বুনটসংক্রান্ত।
  • English Word thalidomide Bengali definition [থালিডামাইড্] (noun) [uncountable noun] বেদনানাশক ও ঘুমের ওষুধ, গর্ভাবস্থায় এই ওষুধ খেলে বিকলাঙ্গ শিশু ভূমিষ্ঠ হয়
  • English Word thallium Bengali definition [থ্যালিআম্‌] (noun) [uncountable noun] (রসায়ন) নরম, অত্যন্ত বিষাক্ত ধাতব মৌলিক পদার্থবিশেষ; (প্রতীক Ti)
  • English Word than Bengali definition [দান্‌] (conjunction) অপেক্ষা; চেয়ে; তুলনায়: Ali is taller than his brother. no other than (এ ছাড়া) অন্য কেউ নয়: It was no other than my old friend Ali (অর্থাৎ আলী স্বয়ং)। nothing else than একমাত্র; সমগ্রভাবে: What he has done is nothing else than foolishness. rather than, দ্রষ্টব্য rather (১). Sooner than = soon(৫).
  • English Word thana Bengali definition [থানা] (noun) (১) পুলিশের দফতর; থানা(২) বাংলাদেশের প্রশাসনিক একক; উপজেলা
  • English Word thank Bengali definition [থ্যাঙ্ক্] (verb transitive) ধন্যবাদ দেওয়া; কৃতজ্ঞতা জানানো। □(noun) (কেবল plural) ধন্যবাদ; কৃতজ্ঞতাজ্ঞাপন। thank to thank কারণে (যার জন্য কোনো ব্যাপার সম্ভব হয়েছে): Thanks to Our boss’s help, we could finish the work in time. small thanks to (পরিহাসের ছলে বলা) ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়: Small thanks to you, তুমি ধন্যবাদ দাবি করতে পারো না। thank-offering কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ কোনো ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানে দান। thanks giving (noun) ধন্যবাদ দান; আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য শোকরানা নামাজ। thankful (adjective) কৃতজ্ঞ। thankfully (adverb) thankness (noun) thankless (adjective) ধন্যবাদ বা প্রশংসা মেলে না এমন: a thankless job.
  • English Word that 1 Bengali definition [দ্যাট্] (plural those) (adjective), (pronoun) (১) দূরবর্তী ব্যক্তি বা বস্তু নির্দেশক; ঐ; this- এর বিপরীত: Look at that picture. at that time সেই সময়। so that’s that! কোনো আলোচনা শেষ করার জন্য ব্যবহৃত ফর্মুলা বাক্যাংশ। (২) relative pronoun- এর antecedent হিসেবে (কখনো কখনো অনুক্ত): The book (that) I bought yesterday... (৩) plural noun-এর সঙ্গে ব্যবহার collective singular হিসেবে: What have you done with that one hundred taka I gave you? (৪) that এবং possessive একসঙ্গে ব্যবহার হয় না, তবে that এবং possessive একসঙ্গে ব্যবহার করতে হলে এ রকম বাক্য গঠনের আশ্রয় নিতে হয়: Where is that red dress of yours? I don’t like that new student of mine. □(adverb) (কথ্য) অতটা; অতখানি: I can’t go that far. the dog is about that big. It’s not all that hot in Bangladesh. (অতটা গরম নয় যে তা অসহনীয় হবে)।
  • English Word that 2 Bengali definition [দ্যাট্] (conjunction) (১) noun clause- এর প্রারম্ভিকে (প্রায়ই অনুক্ত): He said (that) he would come. the problem is (that) we don’t gave much time. (২) So that; in order that (clause of purpose-এর প্রারম্ভিকে): Sit in the front row so that you may hear better. I will work in order that I can earn a lot of money. (৩) (clause of result- এর প্রারম্ভিকে): The weather was so bad that we stayed in. (৪) (clause of condition- এর প্রারম্ভিকে): Supposing that; on condition that. (৫) (clauses of reason or cause –এর প্রারম্ভিকে)। দ্রষ্টব্য not 4
  • English Word that 3 Bengali definition [দ্যাট্] (relative pronoun) (১) (which এবং who- এর পরিবর্তে ব্যবহৃত): The letter that I received was from my friend. This is the house that Jack built. The man that came yesterday is my brother. (২) (Superlative- এর পরে who- এর বদলে that- এর ব্যবহারই বেশি চলনসই): Shakespeare was one of the greatest poets that ever lived. She is the nicest girl that I have ever met. (only, all, any- এর পরে ব্যবহার): You’re the only one that can help me. (৩) (clause- এ verb- এর object হিসেবে ব্যবহার): whom এখানে পরিত্যাজ্য (প্রায়ই অনুক্ত): The book (that) you gave me is lost. All the people (that) I met were dishonest. (৪) (সময় বোঝানোর জন্য) The year (that) I got married...
  • English Word thatch Bengali definition [থ্যাচ্] (noun) [uncountable noun] শুকনা খড় (যা দিয়ে ঘর হাওয়া হয়); (কথ্য) মাথার ঘন চুল। □(verb transitive) (ঘর ইত্যাদি) ছাওয়া: to cover with thatch.
  • English Word thaw Bengali definition [থো] (verb intransitive), (verb transitive) thatch (out) (১) (বরফ ইত্যাদি) গলা(২) হিমায়িত কোনো জিনিসকে পুনরায় নরম বা তরল হতে দেওয়া: You should thaw the frozen food before cooking. (৩) (ব্যক্তি বা তার ব্যবহার) অধিকতর উষ্ণ বা বন্ধুত্বপূর্ণ হওয়া। □(noun) বরফের গলন।
  • English Word the Bengali definition [consonant- এর পূর্বে 'দা'; vowel- এর পূর্বে 'দি'] (definite article) (১) পূর্বোক্ত ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার: A man had a cow. One day the man took the cow to the market to sell it. (২) নির্দিষ্ট করে বোঝাতে অথবা যখন উল্লেখিত বস্তুটি বা ব্যক্তিটি খুবই পরিচিত: Take this letter to the post office (ভাকঘরটি কোথায় বা কোন ডাকঘরটি তা জানা): Please close the window, যে জানালাটি খোলা তা বন্ধ করো (ঘরে একটি জানালাই আছে, এমন ক্ষেত্রে হতে পারে)। (৩) এমন noun- এর পূর্বে যা একক ও অনন্য: the sun, the moon, the universe, the year 2015 ইত্যাদি(৪) (ক) সমুদ্র বা মহাসাগরের নামের আগে: the Arabian sea. the Pacific ocean. (খ) নদীর নামের আগে: the Meghna. (গ) ভৌগোলিক নামের আগে: the Himalayas; the Punjab. (৫) কোনো শ্রেণি বা গোত্রের সবাইকে বোঝাতে: the rich; the poor; the young; the dying; the dead. (৬) প্রাণী বা উদ্ভিদের কোনো শ্রেণির সবাইকে বোঝাতে: The tiger is a ferocious animal.
  • English Word theatre Bengali definition (America(n)= theater) [থিআটা(র্‌)] (noun) অভিনয়মঞ্চ; নাট্যশালাtheatre-goer নিয়মিত থিয়েটারদর্শক। (২) গ্যালারিযুক্ত কক্ষ, যেখানে বক্তৃতা কিংবা বিজ্ঞানবিষয়ক আলোচনা হয়operating theatre হাসপাতালে অপারেশন করার কক্ষ। (৩) গুরুত্বপূর্ণ ঘটনার (যেমন যুদ্ধের) স্থল: Several battles were fought in the eastern theatre during the Second World War. theatrical (adjective) (১) নাটকসম্পর্কিত(২) (আচরণ, বাগভঙ্গি, ব্যক্তি) নাটকীয়। □(noun) (প্রায়ই plural) (সাধারণত অপেশাদার) নাট্যাভিনয়; থিয়েটার। theatrically (adverb)
  • English Word theft Bengali definition [থেফ্‌ট্] (noun) [countable noun, uncountable noun] চুরি; চুরির ঘটনা
  • English Word theif Bengali definition [থীফ্‌] (noun) (past participle thieves [থীভ্‌জ্‌]) চোর; তস্কর; কুম্ভিলক। দ্রষ্টব্য bandit, burglar, robber. thieve [থীভ্‌] (verb transitive), (verb intransitive) চৌর্যবৃত্তি করা; চুরি করা। theifry [থীভারি] (noun) চুরি; চুরিবিদ্যা; চৌর্যবৃত্তি। thievish [থীফ্‌ভিশ্] (adjective) চৌর্যবৃত্ত; চৌর্যাসত্ত; তস্করসুলভ। theifly (adverb) চোরের মতো।
  • English Word their Bengali definition [দেআ(র্‌)] them- এর (adjective): They have finished their work. theirs them- এর pronoun: This house is their.
  • English Word theism Bengali definition [থী:ইজাম্‌] (noun) [uncountable noun] ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস; আস্তিক্যtheist (noun) আস্তিক। theistic (adjective) আস্তিকতামূলক। theistical (adjective)
  • English Word them Bengali definition [দাম্] (pronoun) দ্রষ্টব্য they.
  • English Word theme Bengali definition [থীম্] (noun) [countable noun] (১) বিষয়বস্তু; কোনো বক্তৃতা বা রচনার বিষয়(২) ছাত্রের জন্য নির্ধারিত রচনার বিষয়(৩) গানের রাগ বা রাগিণীtheme song গীতিনাট্য বা সিনেমায় যে গান বা সুরটি একাধিকবার বাজানো হয়।
  • English Word themselves Bengali definition [দাম্‌সেল্‌ভ্‌জ্‌] (pronoun) (১) (reflexive): They earn for themselves. (২) (গুরু): They themselves had agreed to the plan which they reject now.
  • English Word then Bengali definition [দেন্] (adverb) (১) তখন: We lived in Barisal then. (every) now and then, দ্রষ্টব্য now (৩). then and there; there and then, দ্রষ্টব্য there 1 (৫). (২) তদানীন্তন: the then Principal. (৩) (preposition(al))- এর পরে ব্যবহার) : from then onwards; until then; since then. (৪) পরবর্তীকালে; তার পরে: We’ll first take lunch, and then go to work. (৫) (সাধারণত কোনো বাক্যের প্রথমে বা শেষে) সে ক্ষেত্রে; তবে: ‘the lighter is not in my pocket’, ‘It must be in your bag, then. (৬) তাছাড়া; উপরন্তু: then there’s Mr Ali- We must invite him too. (৭) now then (দৃষ্টি-আকর্ষণে): Now then, who can answer my question?
  • English Word thence Bengali definition [দেন্‌স্‌] (adverb) (আনুষ্ঠানিক) সেখান থেকে; সেই কারণেthenceforth, thence forward (adverb) (verb) সেই সময় থেকে শুরু করে।
  • English Word theocracy Bengali definition [থিঅক্রাসি] (noun) [countable noun, uncountable noun] ধর্মরাষ্ট্র; এমন রাষ্ট্র যেখানে সব আইনকে ঈশ্বরের আইন বলে ধরে নেওয়া হয়; পুরোহিতশাসিত; মোল্লাতান্ত্রিক রাষ্ট্রtheocratic (adjective)
  • English Word theodolite Bengali definition [থিঅডালাইট্] (noun) অনুভূমিক ও আলম্ব কোণ মাপতে জরিপকারীদের ব্যবহৃত যন্ত্র
  • English Word theology Bengali definition [থিঅলাজি] (noun) (১) [uncountable noun] ধর্মতত্ত্ব; ঈশ্বরের প্রকৃতি এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিসম্পর্কিত জ্ঞানশাখা(২) [countable noun] ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাtheologian (noun) ধর্মতত্ত্বের ছাত্র বা বিশেষজ্ঞ। theological (adjective) theologically (adverb)
  • English Word theorem Bengali definition [থিআরাম্] (noun) (১) যুক্তির মাধ্যমে প্রতিপাদনকৃত সত্য(২) (গণিত) উপপাদ্য
  • English Word theoretic, theoreticcal Bengali definition [থিআরেটিক্, থিআরেটিক্‌ল্] (adjective(s)) তত্ত্বগত; তাত্ত্বিক (অভিজ্ঞতাভিত্তিক নয়)। theoretically (adverb)
  • English Word theory Bengali definition [থিআরি] (noun) (১) [countable noun, uncountable noun] মতবাদ; তত্ত্ব(২) [countable noun] অনুমিত ধারণা (যুক্তির উপর প্রতিষ্ঠিত নাও হতে পারে): He has a theory that afternoon naps make a man healthy. theorist (noun) তাত্ত্বিক। theorize, theorise (verb intransitive) তত্ত্ব প্রদান করা।
  • English Word theosophy Bengali definition [থীঅসাফি] (noun) [uncountable noun] দর্শনের একটি শাখা, যাতে প্রত্যক্ষভাবে ঈশ্বরদর্শন বা ঐশ্বরিক প্রেরণা লাভের উদ্দেশ্য থাকেtheosophist (noun) theosophical (adjective)
  • English Word therapeutic, therapeutical Bengali definition [থেরাপ্যিউটিক্, থেরাপ্যিউটিক্‌ল্] (adjective) চিকিৎসাবিদ্যাসংক্রান্তtherapeutics (noun) চিকিৎসাবিদ্যা; রোগনিরাময় বিদ্যা।