• Bengali Word mention English definition [মেন্‌শ্‌ন্‌] (verb transitive) উল্লেখ করা; নামোল্লেখ করা।
    not to mention, without mentioning উল্লেখ নাই বা করা হলো। Don’t mention it ধন্যবাদ. ক্ষমাপ্রার্থনার প্রয়োজন নেই- এরূপ বোঝানোর জন্য ব্যবহৃত। □(noun) (১) [uncountable noun] উল্লেখ; নামোল্লোখ। (২) [countable noun] মন্তব্য। mentioned (adjective) উল্লিখিত; উল্লেখকৃত।