Bengali Word point 1English definition [পয়ন্ট্] (noun) ১ (পিন, পেনসিল, ছুরি ইত্যাদির) অগ্র; মুখ; অগ্রাংশ: point of a needle, সূচ্যগ্র।
not to put too fine a point on it বেশি ঘষামাজা না-করা; স্পষ্টাস্পষ্টি/সোজাসুজি বলা।
(২) [Countable noun] অগ্রভাগ; মাথা; সুচালো অংশ: the point of the jaw, সমুদ্র, হ্রদ ইত্যাদির মধ্যে প্রবিষ্ট ভূভাগ; উদগ্রভূমি; উদগ্রস্থল; ভূমিনাসিকা; শৈলান্তরীপ: a point of land.
(৩) বিন্দু; ফোঁটা: a decimal point, a full point, পূর্ণচ্ছেদ।
(৪) [countable noun] স্থান বা কালে প্রকৃত বা কাল্পনিক অবস্থানবিন্দু; মুহূর্ত: a point of departure.
a/the point of no return, দ্রষ্টব্য return 1 (১).
point of view যে অবস্থান থেকে কিছু দেখা হয়; (লাক্ষণিক) দৃষ্টিভঙ্গি। দ্রষ্টব্য angle 1 (২).
(America(n)) at this point এই স্থলে বা মুহূর্তে।
be at the point of death মুমূর্ষু/মরণোম্মুখ/মরণাপন্ন/মরমর হওয়া।
be on the point of doing something কিছু করতে উদ্যত/উম্মুখ হওয়া।
If/when it comes to the point চূড়ান্ত মুহূর্তে; কার্যকালে: When it comes to the point, he backs out.
point-duty (noun) [uncountable noun] বিশেষ বিশেষ অবস্থান নিয়ে (পুলিশের) যানচলাচল নিয়ন্ত্রণের কর্তব্য; অবস্থানিক কর্তব্য।
turning- point, দ্রষ্টব্য turning.
point-to-point race নির্ধারিত কতকগুলো বিন্দু অতিক্রম করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে (অশ্বারোহীদের) দৌড়।
(৫) [uncountable noun] (মুদ্রণ) মুদ্রাক্ষরের মাপের একক; পয়েন্ট: The book was printed in 10 point.
(৬) [countable noun] তুলাযন্ত্রের চিহ্ন; পরিমাপের একক; অঙ্ক; ডিগ্রি; মাত্রা: boiling-point স্ফুটনাঙ্ক।
melting point গলনাঙ্ক।
possession is nine points (= নয়-দশমাংশ) of the law দখলই দখলদার ব্যক্তির পক্ষে সবচেয়ে বড় প্রমাণ।
(৭) [countable noun] কোনো কোনো খেলায় সাফল্যাঙ্ক; প্রদর্শিত বস্তুর উৎকর্ষ মাপার একক; পয়েন্ট: score twenty points.
give somebody points; give points to somebody কিছু বাড়তি সুবিধা দিয়েও জিততে পারা: You can give me points at golf, অর্থাৎ তুমিই ভালো খেলোয়াড়।
score a point (against/off/over somebody) দ্রষ্টব্য score 2(৩).
win/be beaten on points (মুষ্টিযুদ্ধ) (ধরাশায়ী না-করে বা না-হয়ে) পয়েন্টে জেতা বা হারা।
(৮) [countable noun] দিগ্নির্ণয় যন্ত্রের বত্রিশটি দাগের যেকোনো একটি; দিক; দিশা; দিগ্বিভাগ: intermediate point.
(৯) [countable noun] বিষয়; প্রসঙ্গ; পদ; প্রকরণ; প্রস্তাব; দফা; অনুপুঙ্খ: I shall discuss the proposal point by point.
carry/gain one’s point নিজ উদ্দেশ্যের প্রতি সমর্থন আদায় করা।
come to/get to/reach the point মূলপ্রসঙ্গে/বিষয়ে আসা।
get/see/miss the point of something (কিছুর) মর্ম বুঝতে পারা/ধরা/ধরতে না-পারা: I did not miss the point of the story.
make one’s point নিজ বক্তব্য/যুক্তি প্রতিষ্ঠিত করা।
make a point of doing something গুরুত্বপূর্ণ/অপরিহার্য কর্তব্য বলে বিবেচনা করা।
stretch a point নীতির আংশিক ব্যত্যয়/ব্যতিক্রম করা: I won’t ask you to stretch a point in my favour.
take somebody’s point (আলোচনাকালে) কারো বক্তব্য, প্রস্তাব ইত্যাদির মর্ম অনুধাবন/গ্রহণ করা।
(get/wander) away from/off the point প্রসঙ্গচ্যুত হওয়া; অপ্রাসঙ্গিক কথা বলা।
a case in point প্রাসঙ্গিক দৃষ্টান্ত।
in point of fact বস্তুত; প্রকৃত প্রস্তাবে।
a point of honour/conscience আত্মমর্যাদা/বিবেকের প্রশ্ন/অতীব গুরুত্বপূর্ণ।
on a point of order, দ্রষ্টব্য order 1 (৪).
(১০) [uncountable noun] হেতু; যুক্তি; লাভ।
no/not much point in doing something কোনো কিছু করে (তেমন) লাভ নেই/হবে না: There is very little point in helping such an incorrigible rogue.
What’s the point? মাথা ঘামিয়ে লাভ কী?
(১১) [countable noun] বিশিষ্টতা; বৈশিষ্ট্য; গুণ; বিশেষ গুণ; স্বভাবলক্ষণ: What are your best points as an administrator?
(১২) [countable noun] (British/Britain) বৈদ্যুতিক প্রবাহের নির্গমপথ বা কোটর (সকেট); বিদ্যুৎসন্ধি।
(১৩) (past participle) রেলগাড়ির এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য ক্রমসংকুচিত; সঞ্চালনক্ষম রেল; পয়েন্ট।
pointsman [পয়ন্ট্সমান্] (noun) (plural men) রেললাইনের পয়েন্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মচারী; পয়েন্টসম্যান।
(১৪) [uncountable noun] কার্যকারিতা; সারবত্তা; ভার: Your comments lack point.
Bengali Word point 2English definition [পয়ন্ট্] (verb transitive), (verb intransitive) ১ point (to) মনোযোগ আকর্ষণ/দিকনির্দেশ/অঙ্গুলিনির্দেশ/সূচিত করা: The needle of a compass points to the north. He pointed to the door. It’s rude to point. Both the hour hand and the minute hand pointed to twelve, তখন দুপুর হয়েছিল।
He pointed to the door. It’s rude to point. Both the hour hand and the minute hand pointed to twelve, তখন দুপুর হয়েছিল।
(২) point something at/towards লক্ষ্য/মুখ/তাক করা: point a gun at somebody; point a telescope at the moon.
(৩) point something out নির্দেশ/অঙ্গুলি নির্দেশ/মনোযোগ আকর্ষণ করা; দেখানো: point out a mistake; point out to somebody the unsoundness of a proposal.
(৪) (পেনসিল ইত্যাদি) সুচালো করা; (লাক্ষণিক) (উপদেশ, তাৎপর্য ইত্যাদি) শানিত/তীক্ষ্ণাগ্র করা।
(৫) (ইটের কাজে) চুনসুরকি বা সিমেন্ট দিয়ে বা কণা দিয়ে জোড়া ভরাট করা।
(৬) (কুকুর) শিকারের দিকে মুখ করে নিশ্চল হয়ে দাঁড়ানো। দ্রষ্টব্য pointer (৩).
pointed (adjective) (১) (লাক্ষণিক) কোনো ব্যক্তি বা তার আচরণের বিরুদ্ধে সুস্পষ্টভাবে উদ্দিষ্ট; তীক্ষ্ণাগ্র: a pointed reproof.
(২) (রসিকতা) মর্মঘাতী; মর্মচ্ছেদী।
pointedly (adverb) সুনির্দিষ্টভাবে; উদ্দেশ্যপূর্ণভাবে; মর্মঘাতীরূপে।
Bengali Word pointblankEnglish definition [পয়ন্ট্ব্ল্যাঙ্ক্] (adjective) ১ (গুলি) অতিকাছ থেকে নিক্ষিপ্ত; অব্যবহিত: fired at a pointblank range.
(২) (লাক্ষণিক) (উক্তি) সোজাসুজি; স্পষ্ট: a pointblank refusal.
□ (adverb) অতিকাছ থেকে; সোজাসুজি: fire pointblank at somebody; refuse pointblank to help.
Bengali Word pointerEnglish definition [পয়নটা(র্)] (noun) ১ ম্যাপ ইত্যাদিতে কিছু নির্দেশ করার জন্য লাঠিবিশেষ; যষ্টিকা।
(২) (ঘড়ি বা তুলাযন্ত্রের) কাঁটা; সূচক।
(৩) খাটো লোমওয়ালা বড় জাতের শিকারি কুকুরবিশেষ, এরা যেদিক থেকে শিকারের গন্ধ পায়, সেদিকে নাক উঁচু করে নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে; পয়েন্টার।
Bengali Word pointlessEnglish definition [পয়ন্ট্লিস্] (adjective) ১ (লাক্ষণিক) নিরর্থক; উদ্দেশ্যহীন; অর্থহীন: It is pointless to argue with you.
(২) (খেলায়) পয়েন্টহীন: a pointless draw.
pointlessly (adverb) নিরর্থকভাবে।