R পৃষ্ঠা ১৬
- English Word relapse Bengali definition [রিল্যাপ্স্] (verb transitive) relapse (into) (বদ-অভ্যাস, প্রমাদ, রোগ, নীরবতা ইত্যাদিতে) পুনরায় পতিত বা লিপ্ত হওয়া; পূর্বাবস্থাপন্ন হওয়া: He relapsed into silence, সে আবার নীরব হয়ে গেল। □ (noun) [Countable noun] বিশেষত আরোগ্যলাভের পর রোগের পুনরাক্রমণ; পুনঃপতন: have a relapse.
- English Word relate Bengali definition [রিলেইট্] (verb transitive), (verb intransitive) (১) relate (to) (আনুষ্ঠানিক) (গল্প ইত্যাদি) বলা; (তথ্য, অভিজ্ঞতা ইত্যাদির) বর্ণনা দেওয়া। (২) relate to/with (চিন্তায় বা তাৎপর্যের দিক থেকে) সম্পর্কিত করা: I don’t know how to relate this fact with our previous experience. (৩) relate to সম্বন্ধ থাকা: That remark does not relate to you. (৪) be related (to) আত্মীয়তাসূত্রে সম্পর্কিত হওয়া: Are you related to the poet?
- English Word relation Bengali definition [রিলেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] (গল্প ইত্যাদি) কথন; বিবরণ দান: the relation of his adventures; [Countable noun] কাহিনি; গল্প; বিবরণ। (২) [Uncountable noun] (=relationship) সম্বন্ধ; সম্পর্ক; সংশ্রব in/with relation to সম্পর্কে; বিষয়ে। (৩) (সাধারণত (plural) সম্পর্ক; কারবার; লেনদেন: friendly relations; diplomatic relations; business relations. public relations officer, দ্রষ্টব্য public, (adjective). (৪) [Uncountable noun] জ্ঞাতিত্ব; আত্মীয়তা (সাধারণতrelationship); [Countable noun] জ্ঞাতি; আত্মীয়; কুটুম্ব: near relation. relationship [রিলেইশ্ন্শিপ্] (noun) (১) সম্বন্ধ; সম্পর্ক। (২) [Uncountable noun] আত্মীয়তা; কুটুম্বিতা। (৩) [Countable noun] বিশেষ সম্বন্ধ; আত্মীয়তা: relation ( between/to/with).
- English Word relationship complicated Bengali definition [রিলেইশনশিপ কমপ্লিকেইটিড্] (noun) এটা ফেসবুকের ‘Relationship Status’ থেকে বাছাই করে নেওয়ার একটি স্বাধীন মঞ্চ, যা ব্যবহারকারীকে নিজের কিছু ব্যক্তিগত অভিব্যক্তি বা মানসিক অবস্থা তুলে ধরার একটি অনলাইন সুযোগ দেয়। এটা সাধারণত সেই দম্পতিকে নির্দেশ করে, যারা তাদের চলমান সম্পর্ককে ‘বন্ধু’ অথবা ‘বৈবাহিক সম্পর্ক’ দিয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারছেন না। অথবা যা বিদ্যমান সম্পর্ক নিয়ে তাদের অসন্তোষ নির্দেশ করে।
- English Word relative Bengali definition [রেলাটিভ্] (adjective) (১) তুলনামূলক; আপেক্ষিক; অপেক্ষাকৃত: relative comfort. (২) relative to সংক্রান্ত; সম্পর্কিত; বিষয়ক। (৩) (ব্যাকরণ) relative adverb সাপেক্ষ ক্রিয়াবিশেষণ (যেমন ‘the country where it never rains’- এ where). relative clause যে বাক্যাংশ সর্বনাম বা ক্রিয়াবিশেষণ দ্বারা পূর্বপদের সঙ্গে যুক্ত থাকে; সাপেক্ষ বাক্যাংশ। relative pronoun সাপেক্ষ সর্বনাম। □ (noun) [countable noun] (১) সাপেক্ষ শব্দ, বিশেষত সর্বনাম। (২) আত্মীয়। relatively (adverb) তুলনামূলকভাবে; অপেক্ষাকৃত; আপেক্ষিকভাবে।
- English Word relativity Bengali definition [রেলাটিভাটি] (noun) [Uncountable noun] বিশেষত গতি, দেশ ও কালের পরিমাপ আপেক্ষিক, এই মূলসূত্রের উপর প্রতিষ্ঠিত আইনস্টাইনের বিশ্বতত্ত্ব; আপেক্ষিক তত্ত্ব।
- English Word relax Bengali definition [রিল্যাক্স্] (verb transitive), (verb intransitive) (১) শিথিল/আলগা/ঢিলা/শ্লথ করা বা হওয়া; এগিয়ে দেওয়া: a relaxing climate (bracing- এর বিপরীত) ম্যাজম্যাজে জলবায়ু। (২) কম কঠোর; কড়া; কর্মচঞ্চল; উদ্বিগ্ন হওয়া; শরীর-মন শিথিল করা; নিরুদ্বেগ করা; শমিত/প্রশমিত করা; আরাম করা: feel relaxed, শমিত বোধ করা। relaxation [রীল্যাকসেইশ্ন্] (noun) (১) [uncountable noun] শ্লথন; শমন: relaxation of the muscles. (২) [uncountable noun, countable noun] বিনোদন।
- English Word relay 1 Bengali definition [রীলেই] (noun) (১) [Countable noun] পরিশ্রান্ত অশ্বদলের স্থলে নতুন অশ্বদলের সরবরাহ; অশ্বপর্যায়; অনুরূপভাবে ব্যবহৃত দল বা রসদ সরবরাহ: working in/by relays, পর্যায়ক্রমে কর্মরত। relay race (noun) দৌড়, সাঁতার ইত্যাদির দলীয় প্রতিযোগিতা, যাতে দলের প্রত্যেক সদস্য মোট দূরত্বের একটি অংশ অতিক্রম করে, পরবর্তী সদস্য পরবর্তী অংশ অতিক্রম করে; পালা-দৌড়। (২) (তারবার্তা সম্প্রচার) বার্তা, বেতার-অনুষ্ঠান ইত্যাদি গ্রহণ করে তা অধিকতর শক্তিতে সম্প্রচার করার কৌশল, যাতে তা দূরত্ব অতিক্রম করতে পারে; অনুপ্রচার। relay station যে স্থান থেকে অন্য বেতারকেন্দ্রজাত অনুষ্ঠান সম্প্রচার করা হয়; অনুপ্রচার-কেন্দ্র। (৩) পালা-দৌড়; অন্য কেন্দ্র থেকে প্রাপ্ত এবং পুনরায় সম্প্রচারিত অনুষ্ঠান; পর্যায়-সম্প্রচার। □ (verb transitive) [রিলেই] (past tense, past participle relayed) (অন্য কেন্দ্র থেকে প্রাপ্ত সম্প্রচারিত অনুষ্ঠান) প্রচার করা; অনুপ্রচার করা।
- English Word relay 2 Bengali definition [রীলেই] (verb transitive) (past tense, past participle relay-laid [রীলেইলেইড্] (গালিচা ইত্যাদি) পুনরায় স্থাপন করা।
- English Word release Bengali definition [রিলীস্] (verb transitive) release (from) (১) মুক্তি/অব্যাহতি দেওয়া; ছাড়া, ছেড়ে দেওয়া; বিমুক্ত/নির্মুক্ত করা; বাঁধন খোলা। (২) (সংবাদ) প্রচার বা প্রকাশের অনুমতি দেওয়া; (চলচ্চিত্র) মুক্তি দেওয়া; (পণ্য) বাজারে ছাড়া। (৩) (আইন সম্বন্ধীয়) (অধিকার, ঋণ, সম্পত্তি) অন্যকে ছেড়ে দেওয়া বা হস্তান্তর করা। □ (noun) (১) [Uncountable noun] মুক্তি; অব্যাহতি; নিষ্কৃতি; রেহাই; খালাস: a press release, সংবাদ বিজ্ঞপ্তি: on general release, (চলচ্চিত্র) স্থানীয় প্রেক্ষাগৃহসমূহে দর্শনের জন্য উন্মুক্ত। (২) [Countable noun] হাতল, উত্তোলক, ছিটকিনি প্রভৃতি, যা যন্ত্রের অংশবিশেষকে মুক্ত করে; মোচক: the carriage release (মুদ্রাক্ষর যন্ত্রে); (attributive(ly)) release gear; the release button/knob.
- English Word relegate Bengali definition [রেলিগেইট্] (verb transitive) relegate something/somebody to something ১ দ্রষ্টব্য delegate 2. (২) নিম্ন পদ বা অবস্থায় অপসারিত করা; পর্যবসিত করা। relegation [রেলিগেইশ্ন্] (noun) [uncountable noun] দায়িত্ব অর্পণ; প্রতিনিধি নিয়োজন; নিম্নপদে অপসারণ।
- English Word relent Bengali definition [রিলেন্ট্] (verb intransitive) কোমল/নরম হওয়া; নির্দয় বা নিষ্ঠুর অভিপ্রায় ত্যাগ করা; সদয় হওয়া। relentless (adjective) নির্মম; নির্দয়; অবিশ্রান্ত: relent persecution. relentlessly (adverb) নির্মমভাবে।
- English Word relevant Bengali definition [রেলাভান্ট্] (adjective) relevant (to) সম্পৃক্ত; প্রাসঙ্গিক; ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত; সম্পর্কীয়: supply the facts relevant to the case; relevant facts. relevantly (adverb) প্রাসঙ্গিকভাবে। relevance [রেলাভান্স্], relevancy [রেলাভান্সি] (noun(s)) প্রাসঙ্গিকতা; প্রসঙ্গানুগতা।
- English Word reliable Bengali definition [রিলাইআব্ল্] (adjective) নির্ভরযোগ্য; বিশ্বাসযোগ্য। reliably [রিলাইআব্লি] (adverb) নির্ভরযোগ্যভারে; বিশ্বাসযোগ্যভাবে। reliability [রিলাইআবিলাটি] (noun) [Uncountable noun] নির্ভরযোগ্যতা; বিশ্বাসযোগ্যতা।
- English Word reliance Bengali definition [রিলাইআন্স্] (noun) (১) [Uncountable noun] reliance on/upon আস্থা; ভরসা; বিশ্বাস: place much reliance upon a friend. (২) আস্থার পাত্র; ভরসা; নির্ভর। reliant [রিলাইআন্ট্] (adjective) আস্থাবান; নির্ভরশীল।
- English Word relic Bengali definition [রেলিক্] (noun) [Countable noun] (১) সাধুপুরুষদের দেহের অংশ, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি কিংবা তাদের অধিকারভুক্ত বা তাদের সঙ্গে সম্পৃক্ত কোনো বস্তু, যা তাদের মৃত্যুর পরে পূজ্যবস্তু হিসেবে সংরক্ষণ করা হয় এবং ক্ষেত্রবিশেষে অলৌকিক শক্তির আধার বলে বিবেচিত হয়; পবিত্র স্মৃতিচিহ্ন। (২) অতীতের ধ্বংসাবশেষ, যা স্মৃতিকে জাগ্রত রাখে; পুরাতাত্ত্বিক নিদর্শন। (৩) (plural) দেহাবশেষ; ধ্বংস বা বিলুপ্তির পর যা থেকে যায়; ধ্বংসাবশেষ।
- English Word relief 1 Bengali definition [রিলীফ্] (noun) [Uncountable noun] (১) (বেদনা, কষ্ট, উদ্বেগ ইত্যাদির) লাঘব; উপশম; নিবৃত্তি; মোচন; ত্রাণ; আরাম; স্বস্তি: a sigh of relief, স্বস্তির নিশ্বাস। (২) যা বেদনা ইত্যাদি লাঘব বা উপশম করে; ত্রাণসামগ্রী: a relief fund; a relief road, যানবাহনের চাপে বিপর্যস্ত সড়কের বিকল্প সড়ক; ত্রাণসড়ক। (৩) যা একঘেয়েমি বা উদ্বেগ কমায়; বৈচিত্র্য: stretches of moorland without relief. (৪) relief (of) অবরুদ্ধ নগরীর রক্ষা ব্যবস্থার দৃঢ়ীকরণ; (অবরোধ) উত্তোলন/প্রত্যাহার: hasten to the relief of the stronghold. (৫) কর্তব্যে নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্থলে অন্যব্যক্তি বা ব্যক্তিবর্গের নিয়োগ; অনুরূপভাবে নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ; বদলনিয়োগ; অব্যাহতি; বদলির লোক: on duty from 9 am to 5 pm with two hours relief; (attributive(ly)) a relief driver, বদলি গাড়িচালক।
- English Word relief 2 Bengali definition [রিলীফ্] (noun) দ্রষ্টব্য . bas-relief. (১) [Uncountable noun] সমতল পৃষ্ঠদেশে অভিক্ষিপ্তভাবে প্রতিমা ইত্যাদি খোদাই করা বা গড়ার পদ্ধতি; উদ্গত শিল্পকর্ম: a profile of Newton in relief. (২) [Countable noun] উক্তরূপে নির্মিত নকশা বা খোদাই; উদ্গত কার্য। (৩) [Uncountable noun] (অঙ্কন ইত্যাদিতে) ছায়াসম্পাত, রং ইত্যাদির ব্যবহারে উদ্গত কম বলে প্রতীয়মানতা। relief map যে মানচিত্রে উচ্চাবচতা দেখানোর জন্য শুধু অভিক্ষেপরেখা নয়, ছায়াসম্পাত ও অন্য উপায়ও ব্যবহৃত হয়; বন্ধুরতার/উদ্গত মানচিত্র। (৪) [Uncountable noun] (আক্ষরিক বা লাক্ষণিক) স্পষ্টতা; রূপরেখার সুস্পষ্টতা। be/stand out in relief against পটভূমিতে স্পষ্ট/প্রকটভাবে ফুটে ওঠা; তীব্র বৈপরীত্যে উদ্ভাসিত হওয়া: His actions stand out in sharp relief against his professions of loyalty.
- English Word relieve Bengali definition [রিলীভ্] (verb transitive) (১) স্বস্তি দেওয়া; (কষ্ট, বেদনা, দুশ্চিন্তা ইত্যাদি) লাঘব, মোচন, উপশম বা নিরাকরণ করা; দুশ্চিন্তামুক্ত করা। relieve one’s feelings আবেগ মোচন করা (যেমন কেঁদে)। relieve oneself মল বা মূত্রত্যাগ করা; ভারমুক্ত হওয়া। (২) নিজের পালা অনুযায়ী বা দল বদলির কর্তব্যে নিয়োজিত হওয়া: relieve the guard, প্রহরীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া: He was relieved at 6 pm. দ্রষ্টব্য relief 1 (৫). (৩) relieve somebody of something (ক) কারো কাছ থেকে নিয়ে নেওয়া: He relieved me of my briefcase. (খ) (কৌতুকাত্মক) চুরি করা: The thief relieved me of my purse. (গ) বরখাস্ত করা; জবাব দেওয়া। (৪) (গাঢ় পটভূমিতে) স্পষ্ট বা প্রকটতর করে তোলা।
- English Word religion Bengali definition [রিলিজান্] (noun) (১) [Uncountable noun] ধর্মবিশ্বাস। (২) [Countable noun] ধর্ম: the great religions of the world. (৩) [Uncountable noun] আশ্রমজীবন: His name in religion is Brother Peter, তার আশ্রমিক নাম পিটার। (৪) বিবেকের বিষয়; অবশ্যকর্তব্য; ধর্মাচরণ; He makes a religion of keeping regular hours.
- English Word religious Bengali definition [রিলিজাস্] (adjective) (১) ধর্মীয়। (২) (ব্যক্তি) ধার্মিক; নৈষ্ঠিক; ধর্মনিষ্ঠ। (৩) আশ্রম সম্বন্ধীয়: a religious house, আশ্রম বা মঠ। (৪) বিবেকী; ধর্মীয়: do one’s work with religious care. ধর্মীয় নিষ্ঠার সঙ্গে কাজ করা। □ (noun) a religious আশ্রমজীবনযাপনের ব্রতগ্রহণকারী ব্যক্তি; সন্ন্যাসী বা সন্ন্যাসিনী; সন্ন্যাসব্রতী; (plural অপরিবর্তিত) the/some/several religious.
- English Word reline Bengali definition [রীলাইন্] (verb transitive) (পোশাক ইত্যাদিতে) নতুন আস্তর লাগানো।
- English Word relinquish Bengali definition [রিলিঙ্কুয়িশ্] (verb transitive) (১) ছেড়ে দেওয়া; ত্যাগ করা; বর্জন/উৎসর্জন করা: relinquish a hope/a habit/a belief. relinquish one’s hold of/over somebody/something নিয়ন্ত্রণ পরিত্যাগ করা। (২) relinquish something/(to somebody) কাউকে ছেড়ে দেওয়া: relinquish one’s rights to a partner.
- English Word reliquary Bengali definition [রেলিকোয়ারি America(n) রেলিকোয়েরি] (noun) (plural reliquaries) সাধুপুরুষদের স্মৃতিচিহ্ন বা দেহাবশেষ রাখার বাক্স।
- English Word relish Bengali definition [রেলিশ্] (noun) (১) [Countable noun, Uncountable noun] বিশেষ স্বাদগন্ধযুক্ত বা আকর্ষণীয় গুণ; ঐরূপ স্বাদগন্ধ আছে বা ঐরূপ স্বাদগন্ধযুক্ত করার জন্য ব্যবহৃত কোনো বস্তু; রুচি; স্বাদ; তার; মসলা। (২) [Uncountable noun] অভিরুচি; রুচি; পছন্দ; আগ্রহ; উৎসাহ: I have no relish for that kind of activity. □ (verb transitive) উপভোগ করা; কারো পক্ষে) রুচিকর হওয়া: I won’t relish having to spend a morning with a man like him.
- English Word relive Bengali definition [রীলিভ্] (verb transitive) পুনর্যাপনকরা: to relive an experience.
- English Word relocate Bengali definition [রীলোকেইট্ America(n) রীলোকেইট্] (verb transitive), (verb intransitive) নতুন স্থান বা এলাকায় প্রতিষ্ঠিত করা বা হওয়া। relocation [রীলোকেইশ্ন্] (noun) [Uncountable noun] নতুন স্থান বা এলাকায় প্রতিস্থাপন; পরিস্থাপন: the relocation of industry.
- English Word reluctant Bengali definition [রিলাক্টান্ট্] (adjective) reluctant (to do something) অনিচ্ছুক; বিমুখ; অনীহ; নারাজ: reluctant to help.
- English Word rely Bengali definition [রিলাই] (verb transitive) (past tense, past participle rely-lied) rely on/upon নির্ভর/ভরসা করা।
- English Word remain Bengali definition [রিমেইন্] (verb intransitive) (১) অবশিষ্ট/বাকি থাকা। (২) থাকা; অবস্থান করা।