R পৃষ্ঠা ১৭
- English Word remainder Bengali definition [রিমেইন্ডা(র্)] (noun) অবশিষ্টাংশ; বাদবাকি: The people come in and the remainder stayed outside.
- English Word remains Bengali definition [রিমেইন্জ্] (noun) (১) অবশেষ; অবশিষ্টাংশ; ধ্বংসাবশেষ: the remains of an old temple. (২) মৃতদেহ; দেহাবশেষ; মরদেহ।
- English Word remake Bengali definition [রীমেইক্] (verb transitive) (past tense, past participle remade [রীমেইড্]) আবার তৈরি বা নির্মাণ করা। □ (noun) [রীমেইড্] পুনর্নির্মিত বস্তু: a remake of a film.
- English Word remand Bengali definition [রিমা:ন্ড্ America(n) রিম্যান্ড্] (verb transitive) আরো সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য (অভিযুক্ত ব্যক্তিকে আদালত থেকে) পুলিশের হেফাজতে পাঠানো; পুনঃপ্রেষণ করা: remanded for a week. □ (noun) [Uncountable noun] পুনঃপ্রেষণ: detention on remand. remand centre/remand home তদন্ত চলাকালে কিংবা আদালত কর্তৃক সিদ্ধান্ত গ্রহণের আগে আইন ভঙ্গকারী শিশু ও কিশোরদের রাখার জন্য প্রতিষ্ঠান; পুনঃপ্রেষণকেন্দ্র।
- English Word remark Bengali definition [রিমা:ক্] (Verb transitive), (verb intransitive) (১) বলা (যে); মন্তব্য করা: She remark ed that she would come back next year. (২) remark on/upon (কিছুর উপর) মন্তব্য করা। (৩) (আনুষ্ঠানিক প্রাচীন প্রয়োগ) লক্ষ করা। □ (noun) (১) [Countable noun] মন্তব্য। (২) [Uncountable noun] দৃষ্টি; লক্ষ্য: something worthy of remark, লক্ষণীয় কিছু। remark able [রিমা:কাব্ল্] (adjective) অসামান্য; লক্ষণীয়; আকর্ষণীয়: a remarkable performance. remarkably [রিমা:কাব্লি] (adverb) অনন্যসাধারণরূপে; লক্ষণীয়ভাবে।
- English Word remarry Bengali definition [রীম্যারি] (verb transitive), (verb intransitive) (past tense, past participle remarried) আবার বিয়ে করা। remarriage [রীম্যারেইজ্] (noun) পুনর্বিবাহ।
- English Word remedy Bengali definition [রেমাডি] (noun) [Countable noun, Uncountable noun] (plural remedies) remedy for প্রতিকার; প্রতিষেধক; প্রতিবিধান ওষুধ। □ (verb transitive) প্রতিকার করা; প্রতিবিধান করা; সংশোধন করা। remedial [রিমীডিআল্] (adjective) প্রতিকারক; সংশোধক; সংশোধনমূলক: remedy education /classes. remediable [রিমীডিআব্ল্] (adjective) প্রতিকারযোগ্য; প্রতিকার্য; সংশোধনীয়।
- English Word remember Bengali definition [রিমেম্বা(র্)] (verb transitive), (verb intransitive) (১) মনে করা বা রাখা; মনে পড়া; মনে থাকা; স্মরণ করা বা স্মরণে রাখা; স্মরণে থাকা। (২) (কিছু দেওয়ার জন্য) মনে রাখা: Did you remember the frontman? (৩) remember somebody to somebody প্রীতিসম্ভাষণ জানানো: Don’t forget to remember me to your father.
- English Word remembrance Bengali definition [রিমেম্ব্রান্স্] (noun) (১) [Uncountable noun] স্মৃতি; স্মরণ: have no remembrance of something; to the best of my remembrance, যতদূর মনে পড়ে। Remembrance Day/Sunday (British/Britain) (১১) নভেম্বর বা এর নিকটতম রবিবার; দুই বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণদিবস। (২) [Countable noun] (৩) (plural) শ্রদ্ধা; শুভেচ্ছা; সাদরসম্ভাষণ। দ্রষ্টব্য regard 1 (৫)।
- English Word remilitarize, remilitarise Bengali definition [রীমিলিটারাইজ্] (verb transitive) পুনরায় সশস্ত্রবাহিনী ও সমরসজ্জা সরবরাহ করা; সশস্ত্রবাহিনী ও সমরসজ্জা নিয়ে পুনরাধিকার করা; পুনরায় সেনায়িত করা। remilitarization, remilitarisation [রীমিলিটারাইজেইশ্ন্ America(n) রীমিলিটারিজেই] (noun) পুনরায় সেনায়ন।
- English Word remind Bengali definition [রিমাইন্ড্] (verb transitive) remind somebody (to do something/that...); remind somebody of something/somebody স্মরণ/মনে করিয়ে দেওয়া। reminder (noun) স্মারক; স্মারকপত্র; তাগিদ।
- English Word reminisce Bengali definition [রেমিনিস্] (verb intransitive) reminisce (about) স্মৃতিচারণ করা; অতীত স্মরণ করা।
- English Word reminiscence Bengali definition [রেমিনিস্ন্স্] (noun) reminiscence (of) (১) [Uncountable noun] স্মৃতিচারণ; অনুস্মরণ। (২) (plural) পূর্বস্মৃতি; স্মৃতিকথা। (৩) (অন্য কিছুর) ইঙ্গিত বহন করে এমন কিছু; অনুস্মৃতি: There is a reminiscence of her mother in the way she smiles.
- English Word reminiscent Bengali definition [রেমিনিস্ন্ট্] (adjective) reminiscent (of) (১) স্মৃতিবাহী; ইঙ্গিতবহ; স্মরণ করিয়ে দেয় এমন: His voice is reminiscent of his father’s. (২) স্মৃতিচারী: become reminiscent. reminiscently (adverb) স্মৃতি বহন করে; স্মৃতিবহরূপে।
- English Word remiss Bengali definition [রেমিস্] (adjective) remiss in কর্তব্য অবহেলাকারী; অমনোযোগী: remiss in one’s duties. remiss of অমনোযোগী; শিথিল। remissness (noun) [Uncountable noun] কর্তব্যে অবহেলা; অমনোযোগিতা; শৈথিল্য।
- English Word remission Bengali definition [রিমিশ্ন্] (noun) (১) [Uncountable noun] (ঈশ্বরকর্তৃক পাপ) মোচন; ক্ষমা; মার্জনা। (২) [Uncountable noun, Countable noun] (ঋণ, শাস্তি ইত্যাদি থেকে) অব্যাহতি; রেহাই; মুক্তি; মওকুফ: remission of a claim; (কারাদণ্ড থেকে) remission for good conducts. (৩) [Uncountable noun] (বেদনা, চেষ্টা ইত্যাদি) লাঘব; হ্রাস: remission of a fever.
- English Word remit Bengali definition [রিমিট্] (verb transitive), (verb intransitive) (remitted, remitting, remits) (১) (ঈশ্বর সম্বন্ধে) (পাপ) ক্ষমা করা)। (২) (ঋণ, দণ্ড) মওকুফ করা; ছেড়ে দেওয়া: His examination fees have been remitted. (৩) ডাকযোগে (অর্থ ইত্যাদি) পাঠানো: kind remit by cheque. (৪) করা বা কমানো; হ্রাস পাওয়া: remit one’s efforts. (৫) remit something to somebody (সিদ্ধান্তের জন্য কোনো প্রশ্ন কোনো কর্তৃপক্ষের কাছে) পাঠানো: The case will be remitted to an expert committee. remittance [রিমিট্ন্স্] (noun) [uncountable noun, countable noun] অর্থপ্রেরণ; প্রেরিত অর্থ।
- English Word remittent Bengali definition [রিমিট্ন্ট্] (adjective) (বিশেষত জ্বর) সবিরাম।
- English Word remnant Bengali definition [রেম্নান্ট্] (noun) [Countable noun] (১) অবশেষ; ছিটেফোঁটা; যৎকিঞ্চিৎ; অবশিষ্টাংশ: remnants of a banquet; remnants of former glory. (২) (বিশেষত) কাপড়ের খানের অধিকাংশ বিক্রি হয়ে যাওয়ার পরে অবশিষ্ট টুকরা, যা কম দামে বিক্রি করা হয়; ছিটকাপড়: a remnant sale.
- English Word remonstrance Bengali definition [রিমন্স্ট্রান্স্] (noun) [Uncountable noun, Countable noun] আপত্তি উত্থাপন; প্রতিবাদ; ক্ষোভ-প্রকাশ।
- English Word remonstrate Bengali definition [রেমান্স্ট্রেইট্] (verb intransitive) remonstrate with somebody (about something/that...) প্রতিবাদ করা; প্রতিবাদে তর্কবিতর্ক করা: remonstrate with somebody about his misconduct.
- English Word remorse Bengali definition [রিমোস্] (noun) [Uncountable noun] (১) remorse (for) গভীর অনুশোচনা/অনুতাপ; বিবেকদংশন: feel remorse for wrongdoing. (২) করুণা; বিবেক-যন্ত্রণা; অনুকম্পা: without remorse, নির্মম(ভাবে); অনুশোচনাহীন(ভাবে)। অনুশোচনার সঙ্গে। remorseful [রিমোস্ফ্ল্] (adjective) অনুতপ্ত; বিবেকদংশিত; অনুশোচনাপূর্ণ। remorsefully [রিমোস্ফালি] (adverb) অনুশোচনার সঙ্গে। remorseless (adjective) অনুশোচনাশূন্য; অনুকম্পাহীন। remorselessly (adverb) অনুশোচনাহীনভাবে; নির্মমভাবে।
- English Word remote Bengali definition [রিমোউট্] (adjective) (remoter, remotest) remote (from) (১) দূর; সুদূর; দূরস্থ; দূরবর্তী: a remote place; in the remote part.remote control (noun) (২) বেতারসংকেতের সাহায্যে দূর থেকে যন্ত্রের নিয়ন্ত্রণ; দূর নিয়ন্ত্রণ। (২) (অনুভূতি, আগ্রহ ইত্যাদি দিক থেকে) বহুদূরবর্তী; ব্যবহিত। (৩) উষ্ণতা বা অন্তরঙ্গতাবর্জিত; নিস্পৃহ। (৪) (বিশেষত superlative) যৎসামান্য; সামান্য: a remote possibility. remotely (adverb) দূরের থেকে: remotely related, দূরসম্পর্কিত। remoteness (noun) সুদূর; দূরবর্তিতা।
- English Word remount 1 Bengali definition [রীমাউন্ট্] (verb transitive), (verb intransitive) (ঘোড়া, সাইকেল, মই, পাহাড় ইত্যাদিতে) আবার চড়া; পুনরারোহণ করা।
- English Word remount 2 Bengali definition [রীমাউন্ট্] (verb transitive) (১) (ব্যক্তিবিশেষ বা সেনাবাহিনীকে) নতুন অশ্ব সরবরাহ করা। (আলোকচিত্র) নতুন ভিত্তি বা ফ্রেমে স্থাপন করা। □ (noun) [রীমাউন্ট্] নতুন বাহন (অশ্ব); নতুন অশ্বসরবরাহ।
- English Word remove 1 Bengali definition [রিমূভ্] (verb intransitive), (verb transitive) remove (from) সরানো; সরিয়ে নেওয়া; remove one’s overcoat; remove one’s hand from the table. (২) remove (from) দূর করা; দূরীভূত করা: remove doubts; remove ink stains. (৩) remove (from) বরখাস্ত/অপসারণ করা: remove somebody from office . (৪) বাসা বদলানো; অন্যত্র বসবাস করতে যাওয়া: When are they removing from Dhaka to Chittagong? (৫) removed from দূরবর্তী: a statement far removed from the truth. (৬) removed (চাচাতো, মামাতো প্রভৃতি ভাইবোন) এক প্রজন্মের পার্থক্য রয়েছে এমন: first cousin once removed, আপন চাচাতো, মামাতো প্রভৃতি ভাইবোনের সন্তান। removable [রিমূভাব্ল্] (adjective) অপসারণযোগ্য। remover (noun) (১) (বিশেষত) বাড়ি বদলানোর সময় আসবাবপত্র স্থানান্তর করা যার ব্যবসা। (২) (যৌগশব্দে) কোনো কিছু দূর করার জন্য ব্যবহৃত বস্তু (রিমূভ্ ২ দ্রষ্টব্য): superfluous hair remover, লোমনাশক। removal [রিমূভ্ল্] (noun) [uncountable noun, countable noun] অপসারণ; স্থানান্তর; বাসা-বদল; অপনয়ন: the remove of furniture; (attributive(ly)) a remove van, আসবাবপত্র সরানোর গাড়ি; the remove of dissatisfaction.
- English Word remove 2 Bengali definition [রিমূভ্] (noun) স্তর; মাত্রা; ধাপ: only a few removes from...
- English Word remunerate Bengali definition [রিম্যিঊনারেইট্] (verb transitive) remunerate somebody (for something) (কাজ বা সেবার জন্য) পারিতোষিক দেওয়া; পুরস্কৃত করা। remuneration [রিম্যিঊনারেইশ্ন্] (noun) [uncountable noun] পারিতোষিক; পারিশ্রমিক; পুরস্কার। remunerative [রিম্যিঊনারাটিভ্ America(n) রিম্যিঊনারেইটাভ্] (adjective) লাভজনক।
- English Word renaissance Bengali definition [রিরেইস্ন্স্ America(n) রেনাসা:ন্স্] (noun) (১) the Renaissance ১৪, ১৫ ও ১৬ শতকের ইউরোপে প্রাচীন গ্রিক জ্ঞানবিজ্ঞানের উপর ভিত্তি করে সাহিত্য; চিত্রকলা ইত্যাদির পুনরুজ্জীবন; পুনর্জন্ম; রেনেসাঁ। (২) [Countable noun] উক্তরূপ যেকোনো পুনরুজ্জীবন; নবজাগরণ।
- English Word renal Bengali definition [রীন্ল্] (adjective) (ব্যবচ্ছেদবিদ্যা) বৃক্কঘটিত; বৃক্কসংশ্লিষ্ট: renal artery.