• Bengali Word indirect English definition [ইন্‌ডিরেক্‌ট] (adjective) ১ অসরল; বক্র; কুটিল; বাঁকা; তির্যক; অপ্রত্যক্ষ: an indirect road make an indirect reference to somebody; an indirect answer to a question, পরোক্ষ জবাব; indirect lighting, প্রতিফলিত আলো; তির্যক আলো।
    (২) (কর সম্বন্ধে) পরোক্ষ। (৩) indirect object গৌণ কর্ম যেমন ‘I gave him a book’ বাক্যে him গৌণকর্ম। indirect question পরোক্ষ উক্তিতে প্রশ্ন; পরোক্ষ প্রশ্ন। (৪) সরাসরিভাবে উদ্দিষ্ট নয় এমন; পরোক্ষ: an indirect result. indirectly (adverb) পরোক্ষতা; অপ্রত্যক্ষতা; অসারল্য; বক্রতা। indirectness (noun)