M পৃষ্ঠা ২৬
- English Word miscarriage Bengali definition [মিসক্যারিজ] (noun) (১) [uncountable noun, countable noun] miscarriage of justice সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতা; বিচার বা শাস্তিদানে ভুল; বিচারবিভ্রম; বিচারবিভ্রাট। (২) [uncountable noun, countable noun] গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যর্থতা; গন্তব্যবিভ্রাট: miscarriage of goods. (৩) [uncountable noun, countable noun] গর্ভপাত; গর্ভস্রাব: have a miscarriage
- English Word miscarry Bengali definition [মিস্ক্যারি] (verb transitive) (past tense, past participle miscarried) (১) (পরিকল্পনা ইত্যাদি) ব্যর্থ/পণ্ড/ভণ্ডুল হওয়া। (২) (চিঠিপত্র ইত্যাদি) গন্তব্যস্থানে না পৌঁছা । (৩) (স্ত্রীলোক) গর্ভপাত হওয়া।
- English Word miscast Bengali definition [মিসকা:স্ট্ America(n) মিসক্যাসট্] (verb transitive) (past tense, past participle miscast) (সাধারণত passive) (১) (অভিনেতা) ভূমিকাসমূহ অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বেমানান ভূমিকায় নির্বাচন করা। দ্রষ্টব্য cast 1 (৫)। (২) (নাটক) ভূমিকাসমূহ অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বেমানানভাবে বরাদ্দ হওয়া।
- English Word miscegenation Bengali definition [মিসিজিনেইশ্ন্] (noun) [uncountable noun] বিভিন্ন প্রবংশের মিশ্রণ; ভিন্ন ভিন্ন প্রবংশের নরনারীর মিলনে সন্তানোৎপাদন; বর্ণসাংকর্য; বর্ণসংকরত্ব।
- English Word miscellaneous Bengali definition [মিসালেইনিআস্] (adjective) বিবিধ। miscellany [মিসেলানি America(n) মিসালেইনি] (noun) (plural miscellanies) সংগ্রহ (যেমন বিভিন্ন বিষয়ে বিভিন্ন লেখকের রচনাসংগ্রহ); বিবিধসংগ্রহ।
- English Word mischance Bengali definition [মিসচা:ন্স্ America(n) মিসচ্যান্স্] (noun) [countable noun, uncountable noun] দুর্ভাগ্য; দুরদৃষ্ট; অঘটন: by mischance; through a mischance.
- English Word mischief Bengali definition [মিস্চীফ্] (noun) (১) [uncountable noun] ক্ষতি; অপকার; অনিষ্ট: the flood did great mischief to the crops. do somebody a mischief অনিষ্ট করা। (২) [uncountable noun] নৈতিক অনিষ্ট বা হানি; অপকার। make mischief (between...) কলহ বা বিবাদ সৃষ্টি করা; মনোমালিন্য সৃষ্টি করা। mischief maker (noun) কলহসৃষ্টিকারী। mischief making (noun) কলহসৃষ্টি। (৩) [uncountable noun] (ছোটদের) দুষ্টামি; বোকামি। (৪) তামাসাচ্ছলে উত্ত্যক্ত করার ইচ্ছা; দুষ্টামি। [countable noun] দুষ্ট; পাজি: Give me back my watch, you little mischief.
- English Word mischievous Bengali definition [মিসচীভাস্] (adjective) (১) অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর: a mischievous letter/rumour. (২) দুষ্টামিপূর্ণ; দুষ্টামি ভরা; পাজি; বজ্জাত: looks/tricks; as mischievous as a monkey. mischievously (adverb) দুষ্টামি করে ইত্যাদি। mischievousness (noun) অনিষ্টকরতা; নষ্টামি।
- English Word miscible Bengali definition [মিসিবল্] (adjective) মিশ্রণযোগ্য; মিশ্রণীয়। miscibillity [মিসিবিলাটি] (noun) মিশ্রণযোগ্যতা।
- English Word misconceive Bengali definition [মিস্কানসীভ] (verb transitive), (verb intransitive) ভুল বোঝা/ধারণা করা। misconception [মিসকানসেপশ্ন্] noun [uncountable noun, countable noun] ভুলধারণা; ভ্রান্তধারণা।
- English Word misconduct Bengali definition [মিসকনডাক্ট্] (noun) [uncountable noun] (১) অসদাচরণ: dismissed on a charge of misconduct. (২) কুপরিচালনা; অব্যবস্থা; অযোগ্য ব্যবস্থাপনা; দুর্ব্যবস্থা। (verb transitive) [মিসকানডাক্ট্] (১) misconduct oneself (with somebody) অসদাচরণ করা। (২) অযোগ্যতার সঙ্গে পরিচালনা করা; সঠিকভাবে পরিচালনা না করা।
- English Word misconstruction Bengali definition [মিসকানসট্রাক্শ্ন্] (noun) [uncountable noun, countable noun] ভুল ব্যাখ্যা; ভ্রান্ত ব্যাখ্যা।
- English Word misconstrue Bengali definition [মিসকানসট্র] (verb transitive) (কারো কথা, কাজ ইত্যাদি) ভুল বোঝা; ভুল ব্যাখ্যা করা।
- English Word miscount Bengali definition [মিসকা:উন্ট্] (verb transitive), (verb intransitive) ভুল গণনা করা। (noun) [countable noun] (বিশেষত ভোট) ভুলগণনা।
- English Word miscreant Bengali definition [মিসক্রিয়ান্ট্] (noun) (প্রাচীন প্রয়োগ) দুষ্কৃতকারী; দুর্বৃত্ত।
- English Word misdate Bengali definition [মিসডেইট্] (verb transitive) (কোনো ঘটনার) তারিখ ভুল করা বা ভুল তারিখ নির্দেশ করা; (চিঠিপত্রে) ভুল তারিখ দেওয়া।
- English Word misdeal Bengali definition [মিসডীল্] (verb transitive), (verb intransitive) (plural, past participle misdealt [মিসডেল্ট্]) (তাস) ভুল বাঁটা। □ (noun) তাস বাঁটার ভুল।
- English Word misdeed Bengali definition [মিসডীড্] (noun) অপকর্ম; দুষ্কৃতি; দুষ্কর্ম।
- English Word misdemeanour Bengali definition (America(n)= misdemeanor) [মিসডিমীনা(র্)] (noun) (আইন সম্বন্ধীয়) অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ; (গুরুতর অপরাধ felony দ্রষ্টব্য); লঘু অপরাধ; দুষ্টাচরণ।
- English Word misdirect Bengali definition [মিসডিরেকট্] (verb transitive) ভুল নির্দেশ দেওয়া; ভুল পথে/বিপথে চালিত করা; শক্তি-সামর্থ্যর অপব্যবহার করা: misdirect a letter, ভুল ঠিকানায় পাঠানো; misdirect a jury, (বিচারক) আইনের প্রশ্নে জুরিকে ভুল তথ্য দেওয়া; বিভ্রান্ত করা। misdirection [মিস্ডিরেক্শ্ন্] (noun) ভ্রান্ত পথনির্দেশনা; বিপথগামিতা।
- English Word misdoing Bengali definition [মিসডূইঙ্] (noun) (সাধারণত plural)= misdeed.
- English Word misdoubt Bengali definition [মিস্ডাউট্] (verb transitive) সন্দেহ বা আশঙ্কা করা।
- English Word mise en scéne Bengali definition [মীজ অনসেইন] (noun) (নাটকের) দৃশ্যপট ও মঞ্চসামগ্রী; (লাক্ষণিক) (কোনো ঘটনার) পারিপার্শিক অবস্থা।
- English Word miser Bengali definition [মাইজা(র্)] (noun) কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস। miserly (adjective) ব্যয়কুণ্ঠ; কৃপণ। miserlyness (noun) কার্পণ্য; কৃপণতা।
- English Word miserable Bengali definition [মিজরাব্ল্] (adjective) (১) দুঃস্থ; দুর্গত; অতিষ্ঠ; দুর্বিষহ: make life miserable. (২) দুর্দশাগ্রস্ত; দুর্বিষহ; শোচনীয়: the wedding was a miserable affair; the beggar looked miserable in her totter. (৩) গুণমানে হীন; যাচ্ছেতাই; কদর্য; অতি নগণ্য: a miserable meal, miserably [মিজরারাবলি] (adverb) শোচনীয়ভাবে: die miserably.
- English Word misery Bengali definition [মিজারি] (noun) (plural miseries) (১) [uncountable noun] দুঃখযাতনা; দুর্গতি; দুর্দশা; যন্ত্রণা; মর্মপীড়া; মর্মযন্ত্রণা; দুরবস্থা: His death put the family in untold misery. put the animal out of its misery কোনো প্রাণীকে হত্যা করে দুঃখক্লেশের অবসান ঘটানো। (২) (সাধারণত plural) বেদনাদায়ক ঘটনা; বিরাট দুর্ভাগ্যজনক ঘটনা; দুঃখদুর্দশা; অনিষ্টপাত। (৩) (কথা) সর্বদা দুর্দশাগ্রস্ত ও ঘ্যানঘ্যানে ব্যক্তি।
- English Word misfeasance Bengali definition [মিসফীজন্স্] (noun) (আইন সম্বন্ধীয়) বৈধ অধিকারের অবৈধ প্রয়োগ।
- English Word misfire Bengali definition [মিসফাইআ(র্)] (verb transitive) (বন্দুক) গুলি না ছোটা; (মোটর ইনজিন) সিলিন্ডারে আগুন না ধরা; (কথ্য; কৌতুক ইত্যাদি) না জমা; মাঠে মারা যাওয়া। (noun)
- English Word misfit Bengali definition [মিস্ফিট্] (noun) বেমানান বা বেখাপ্পা পোশাক; (লাক্ষণিক) (নিজের পদে বা সঙ্গীদের সঙ্গে) বেখাপ্পা/বেমানান লোক।
- English Word misfortune Bengali definition [মিস্ফোচূন্] (noun) (১) [Uncountable noun] দুর্ভাগ্য; দুর্দৈব; দুরদৃষ্ট: suffer misfortune. (২) [countable noun] দুর্ভাগ্যজনক ঘটনা; দুর্ঘটনা; দুর্বিপাক; অনর্থপাত।