M পৃষ্ঠা ২৩
- English Word mill 1 Bengali definition [মিল্] (noun) (১) শস্যভাণ্ডারের কল বা কারখানা; মিল: flour-mill আটার কল; (পুরনো আমলে) water mill; wind mill. put somebody/go through the mill কঠিন প্রশিক্ষণ বা অভিজ্ঞতা লাভ করা বা করানো। run-of-the-mill, দ্রষ্টব্য run 1 (১০). mill-dam (noun) মিলে জল সরবরাহ করতে জলস্রোতের উপর নির্মিত বাঁধ। mill-pond (noun) মিলে সরবরাহ করতে বাঁধ দিয়ে ধরে রাখা পানি: like a mill-pond, (সাগর) একবারে শান্ত। mill-race (noun) যে জলপ্রবাহে মিলের চাকা ঘোরে। millstone (noun) যাঁতার দুটি পাথরের যেকোনো একটি। a mill stone round one’s neck (লাক্ষণিক ভারী বোঝা। be between the upper and the nether mill stone অপ্রতিরোধ্য চাপের মুখে পড়া; যাঁতাকলে পড়া। mill-wheel (noun) (বিশেষত জলচালিত) যে চাকার শক্তিতে মিল চলে; মিলের চাকা। mill-wright (noun) যে ব্যক্তি জল ও বায়ু চালিত মিল নির্মাণ ও মেরামত করে; মিলমিস্ত্রি। (২) শিল্পকারখানা; কল: a cotton/paper/silk/steel mill. mill-hand (noun) কারখানার শ্রমিক। mill-girl (noun) কারখানায়, বিশেষত বস্ত্রকলে কর্মরত মেয়ে; মিলের মেয়ে। (৩) গুঁড়া করার ছেটি যন্ত্র; a coffee-mill; a pepper-mill.
- English Word mill 2 Bengali definition [মিল্] (verb transitive), (verb intransitive) (১) কলে গুঁড়া করা; পেষা; ভাঙা; কলে দেওয়া: mill grain; millflour; mill steel, ইস্পাতের বার তৈরি করা। (২) (মুদ্রার) কিনারে খাঁজ কাটা। gold coins with a milled edge. (৪) (গবাদিপশু, ভিড় ইত্যাদি) বিশৃঙ্খলভাবে/ঠেলাঠেলি করে চলা।
- English Word millboard Bengali definition [মীলবোড] (noun) [uncountable noun] (বই বাঁধাইয়ের) মজবুত পিচবোর্ড।
- English Word millennium Bengali definition [মিলেনিআম্] (noun) (plural millennia [মিলেনিআ] (১) সহস্রাব্দ; বর্ষসহস্রক। (২) (লাক্ষণিক) সবার জন্য অপরিমিত সুখসমৃদ্ধিপূর্ণ ভাবীকল; অনাগত স্বর্ণযুগ। millenarian [মিলিনেআরিআন্] (noun) যে ব্যক্তি অনাগত স্বর্ণযুগের অবশ্যম্ভাবিতায় বিশ্বাস করে; সহস্রাব্দিক; সহস্রবার্ষিক।
- English Word millepede Bengali definition [মিলিপীড] (noun) অসংখ্য পাওয়ালা কীটসদৃশ ক্ষুদ্র প্রাণিবিশেষ; সহস্রপদী।
- English Word miller Bengali definition [মিলা(র্)] (noun) বিশেষত পুরনো ধাঁচের বায়ু বা জলচালিত মিলের মালিক বা ভাড়াদার; কলওয়ালা।
- English Word millet Bengali definition [মিলিট্] (noun) [uncountable noun] উদ্ভিদ যা ৩-৪ ফুট লম্বা হয় ও ছোট ছোট দানাযুক্ত বড় আকারের শস্য উৎপাদন করে।
- English Word milli Bengali definition [মিলি] (prefix) (মেট্রিক পদ্ধতিতে) একসহস্রাংশ: milligram; millimetre দ্রষ্টব্য পরি. ৫।
- English Word milliard Bengali definition [মিলিআ:ড্] (noun) (British/Britain) একশত কোটি (১০০০,০০,০০,০০০) (America(n)= billion). দ্রষ্টব্য পরি. ৪।
- English Word millibar Bengali definition [মিলিবা:(র্)] (noun) বায়ুমণ্ডলের চাপের একক; মিলিবার।
- English Word milliner Bengali definition [মিলিনা(র্)] (noun) যে ব্যক্তি মহিলাদের টুপি তৈরি বিক্রি করে এবং টুপির জন্য ছাদ, ফিতা, ঝালর ইত্যাদি বেচে; স্ত্রীবস্ত্রকৃৎ। millinery [মিলিনারি America(n) মিলিনেরি] (noun) [uncountable noun] ছাদ, ফিতা, ঝালর ইত্যাদিসহ নারীর টুপি; উক্ত সামগ্রী তৈরি ও বিক্রি।
- English Word million Bengali definition [মিলিআন] (noun), (adjective) দশ লাখ (১০,০০,০০০)। (দ্রষ্টব্য সংখ্যার পরে plural-এর ব্যবহার বিরল): millions of people; five million people. make a million দশ লাখ ডলার, পাউন্ড ইত্যাদি উপার্জন করা। millionaire [মিলিআনেআ(র্)] (noun) দশ লাখ ডলার, পাউন্ড ইত্যাদির মালিক; কোটিপতি; অতিধনাঢ্য ব্যক্তি। million fold (adverb) দশ লাখ গুণ। millionth [মিলিআন্থ্] (noun), (adjective) দশ লাখ ভাগের একভাগ। দ্রষ্টব্য পরি. ৪।
- English Word millipede Bengali definition [মিলিপিড]= millepede.
- English Word milometer Bengali definition [মাইলমিটা(র্)] (noun)= mileometer দ্রষ্টব্য mile.
- English Word milord Bengali definition [মিলোড্] (noun) (ফরাসি শব্দ, পূর্বকালে ব্যবহৃত হত) ইংরেজ লর্ড; ধনাঢ্য ইংরেজ।
- English Word milt Bengali definition [মিল্ট্] (noun) [uncountable noun] পুরুষ মাছের (নরম, ডিমসদৃশ) শুক্র; মাছের রেণু।
- English Word mime Bengali definition [মাইম্] (noun) [uncountable noun, countable noun] (রঙ্গমঞ্চ ইত্যাদিতে) কাহিনিকথনের জন্য কেবল মুখাভিব্যক্তি ও অঙ্গভঙ্গির ব্যবহার; মূকাভিনয়; মূকাভিনেতা। (verb intransitive), (verb transitive) (১) মূকাভিনয় করা। (২) মূকাভিনয়ের সাহায্যে প্রকাশ করা।
- English Word mimeograph Bengali definition [মিমিআগ্রা:ফ্ America(n) মিমিআগ্র্যাফ] (noun) লিখিত বা টাইপ করা থেকে প্রতিলিপি তৈরির যন্ত্রবিশেষ; অনুলেখযন্ত্র। □ (verb transitive) এ যন্ত্রের সাহায্যে প্রতিলিপি তৈরি করা।
- English Word mimetic Bengali definition [মিমেটিক্] (adjective) অনুকরণমূলক; অনুকারী; অনুকারাত্মক; অনুকরণপ্রিয়/পটু।
- English Word mimic Bengali definition [মিমিক্] (attributively adjective) অনুকৃত বা ভান করা; নকল; কপট-: mimic warfare, যেমন শান্তির সময় যুদ্ধের মহড়া; নকল/কপটযুদ্ধ; mimic colouring, যেমন পশু, পাখি, কীটপতঙ্গের পরিবেশের অনুরূপ রং; ছদ্ম-বর্ণ। □ (noun) (বিশেষত কৌতুকির জন্য) অনুকরণপটু ব্যক্তি; অনুকর্তা। □(verb transitive) (past tense, past participle mimicked) (১) তামাশার উদ্দেশ্যে নকল করা; The boy mimicked the postman cleverly. (২) (বস্তু) অবিকল অনুরূপ হওয়া: A mausoleum to mimic Tajmahal. তাজমহলের নকল একটি সমাধিসৌধ। mimicry (noun) [uncountable noun] অনুকরণ; (তামাশার উদ্দেশ্যে) নকল; অনুকৃতি: protective mimicy, শত্রুর হাত থেকে কিছুটা আত্মরক্ষাস্বরূপ পরিবেশের সঙ্গে পশু, পাখি ও কীটপতঙ্গের সাদৃশ্য; আত্মরক্ষামূলক অনুকৃতি/সাদৃশ্য।
- English Word mimosa Bengali definition [মিমোউজা America(n) মিমোউসা] (noun) [uncountable noun, countable noun] থোকা থোকা ছোট, কন্দুকাকৃতি, মিষ্টিগন্ধ হলুদ ফুলবিশিষ্ট গুল্মবিশেষ।
- English Word minacious Bengali definition [মিনেইশাস্] (adjective) ভীতিপ্রদ। minaciously (adverb) ভীতিপ্রদভাবে।
- English Word minaret Bengali definition [মিনারেট্] (noun) (মসজিদের) মিনার।
- English Word minatory Bengali definition [মিনাটারি America(n) মিনাটোরি] (adjective) ভীতিপ্রদ; মারমুখো; সহুংকার; হুংকৃত।
- English Word mince Bengali definition [মিনস্] (verb transitive), (verb intransitive) (১) (মাংস) কেটে কুচিকুচি করা; কিমা করা। not to minceone’s words কোনো বস্তু বা ব্যক্তির নিন্দায় খোলাখুলি বা কথা বলা; ভদ্রতার সীমার মধ্যে থাকার চেষ্টা না-করা। (২) কায়দা করে/চিবিয়ে চিবিয়ে/কৃত্রিম ভঙ্গিতে কথা বলা; কৃত্রিম চালে ঠমক করে/জাঁক করে হাঁটা। □ (noun) (মাংসের) কিমা। mincemeat (noun) [uncountable noun] কিশমিশ, মনাক্কা, চিনি, চিনিতে জ্বাল দেওয়া ফলের খোসা, আপেল, শক্ত চর্বি ইত্যাদির মিশ্রণ, যা দিয়ে ‘মিনস্-পাই’ নামক মিষ্টান্ন তৈরি হয়। make mince meat of (কথ্য) (ব্যক্তি/যুক্তিতর্ক ইত্যাদি) পরাভূত করা; কুপোকাত/ধরাশায়ী করা; খণ্ডন করা। mince-pie (noun) কিশমিশ, চিনি ইত্যাদির মিশ্রণ (উপরে mincemeat দ্রষ্টব্য) দিয়ে তৈরি কেকসদৃশ, গোলাকার ছোট মিষ্টান্ন বিশেষ। mincer (noun) খাদ্যদ্রব্য কুচিকুচি করে কাটার জন্য যন্ত্রবিশেষ; কিমাকল। mincing (noun) কৃত্রিম ভঙ্গিপূর্ণ; ঠাটঠমকপূর্ণ: She was speaking mincingly. উপরে ২ দ্রষ্টব্য । mincely (adverb) কৃত্রিমভঙ্গিতে; ঠাটঠমক করে; ঠমক করে।
- English Word mind 1 Bengali definition [মাইন্ড্] (noun) (১) [uncountable noun] মন; স্মৃতি; স্মরণ bear/keep something in mind মনে/স্মরণ রাখা। bring/call to mind মনে/স্মরণ করা। go/pass from/out of one’s mind মন/স্মৃতি থেকে হারিয়ে যাওয়া; বিস্মৃত হওয়া। put somebody in mind of something মনে/স্মরণ করিয়ে দেওয়া। Out of sight, out of mind (প্রবাদ) চোখের আড়াল হলে স্মৃতিরও আড়াল হয়ে যায়। (২) [uncountable noun] (তবে কোনো-কোনো বাক্যাংশে indefinite article-সহ কিংবা plural যেমন নিচে দ্রষ্টব্য) চিন্তা; অনুভূতি; চিন্তাভঙ্গি; মতামত; অভিপ্রায়; উদ্দেশ্য; মন; মানস। absence of mind অন্যমনস্কতা; অমনোযোগ; অনবধান; অনবধানতা; ঔদাসীন্য। presence of mind প্রত্যুৎপন্নমতিত্ব; উপস্থিত বুদ্ধি; প্রত্যুৎপন্ন বুদ্ধি। be out of one’s mind /not in one’s right mind পাগল/উন্মাদগ্রস্ত/মতিচ্ছন্ন/মতিভ্রষ্ট/মতিভ্রান্ত; বিকৃত মস্তিষ্ক হওয়া। be of one mind (about something) একমত/অভিন্নমত হওয়া। be of the same mind (ক) (একাধিক ব্যক্তি) একমত হওয়া। (খ) (এক ব্যক্তি) অভিন্ন মত পোষণ করা: Are you still of the same mind? be in two minds about something দ্বিধান্বিত/সংশয়ান্বিত হওয়া; দ্বিধা করা। bend one’s mind মনকে এমনভাবে প্রভাবিত করা, যাতে তা স্থায়ীভাবে (বিশ্বাস ইত্যাদির দ্বারা) আবিষ্ট থাকে; মনকে মুচড়ে দেওয়া। সুতরাং mind-bending (adjective) মন আবিষ্ট করা। blow one’s mind (কথ্য) (মাদকদ্রব্য, অসাধারণ বা অত্যদ্ভুত দৃশ্য, শব্দ ইত্যাদি) মানসিক উত্তেজনা, উন্মাদনা ইত্যাদি সৃষ্টি করা; উন্মাদিত করা। সুতরাং, mind-blowing (adjective) উন্মাদক; উন্মাদনাকর। mind-boggling (adjective) আতঙ্কজনক; অসামান্য; ভিরমি ধরানো; চিত্তবিভ্রমজনক। change one’s mind মন টলা, সংকল্প/মত পরিবর্তন করা; মতের নড়চড় হওয়া। give one’s mind to something মন/মনোযোগ দেওয়া; মন ঢালা/লাগানো; মনোনিবেশ/দৃষ্টিনিবদ্ধ করা। give somebody a piece of one’s mind, দ্রষ্টব্য piece (২). have a good mind to do something কিছু করার তীব্র ইচ্ছা থাকা। have half a mind to do something কিছু করার বেশ ইচ্ছা থাকা। have something on one’s mind (অসমাপ্ত দায়িত্ব) মনকে পীড়া দেওয়া; মনের উপর ভার হয়ে থাকা; মন খচখচ করা। keep one’s mind on something দৃষ্টি নিবদ্ধ রাখা; মনোযোগ অক্ষুণ্ণ রাখা। know one’s own mind নিজের ইচ্ছা, অভিপ্রায় ইত্যাদি সম্পর্কে সচেতন থাকা; নিজের মনকে জানা। make up one’s mind (ক) মনঃস্থ করা;(খ) (অপরিবর্তনযোগ্য কোনোকিছু) মেনে নেওয়া। read somebody’s mind কারো অন্তরের ভাব বা অভিপ্রায় অবগত হওয়া; মন জানা/বোঝা। সুতরাং, mind-reading (noun) অনুমান; আন্দাজ; মন-জানা; মর্মপঠন। mind-reader (noun) মর্মজ্ঞ; মর্মবিদ। set one’s mind on something মনেপ্রাণে কামনা করা; কিছু পাওয়ার জন্য সংকল্পবদ্ধ হওয়া। speak one’s mind মনের ভাব খোলাখুলি প্রকাশ করা। take one’s/somebody’s mind off something মনোযোগ সরিয়ে নেওয়া; দৃষ্টি বিভ্রষ্ট করা। in the mind’s eye কল্পনায়; মনশ্চক্ষুতে; মানসনেত্রে। to my mind আমার দৃষ্টিতে। (৩) [countable noun, uncountable noun] মেধা; মনীষা; মেধাবী/মনস্বী ব্যক্তি: This writer has a first rate mind.
- English Word mind 2 Bengali definition [মাইন্ড্] (verb transitive), (verb intransitive) (১) মনোযোগ দেওয়া; যত্ন নেওয়া দেখাশোনা করা; সাবধান হওয়া; সামলানো: Will you kindly mind the bady while I am away? Mind the dog. mind out for (something) সাবধান বা হুঁশিয়ার হওয়া; সতর্ক থাকা; Could you mind out please — the lady wants to pass. mind one’s P’s and Q’s নিজের কথাবার্তা ও কার্যকলাপ সম্বন্ধে সতর্ক থাকা এবং সৌজন্য বজায় রাখা। Mind your own business নিজের চরকায় তেল দিন। mind you কিংবা mind (interjection হিসেবে ব্যবহৃত) মনে/খেয়াল রাখবেন। (২) (সাধারণত প্রশ্নবোধক, নঞর্থক ও সাপেক্ষ বাক্যে এবং প্রশ্নোত্তরে হাঁ সূচক বাক্যে) কিছু মনে করা; আপত্তি করা/থাকা; ভাবিত হওয়া; পরোয়া করা: I do not mind the nasty sea. ‘Do you mind if I open the window?’ ‘Yes, I do mind’ ‘I shouldn’t mind a cup of coffee’, পেলে মন্দ হতো না। never mind (ক) এতে কিছু যায় আসে না। (খ) ও নিয়ে ভাববেন না। minder (noun) কোনোকিছুর দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, তত্ত্বাবধায়ক; (যৌগশব্দে) machine-mind, baby-minder.
- English Word mind-ful Bengali definition [মাইনডফ্ল্] (adjective) mindful of মনোযোগী; সচেতন: mindful of one’s duties. mindfully [মাইনডফালি] (adjective) মনোযোগসহকারে; অভিনিবিষ্ট হয়ে। mindfulness (noun) মনোযোগ; মনোযোগিতা; অভিনিবেশ।
- English Word minded Bengali definition [মাইন্ডিড] (adjective) (১) (কেবল predicative(ly)) minded to do something ইচ্ছুক; (কিছু করার) মানসিকতা বিশিষ্ট: He could help you if he were so minded. (২) -চিত্ত; -চেতা; -মনা; -মনস্ক; a strong-minded man; high-minded leaders. (৩) (মূল্য বা গুরুত্ব) সচেতন: food-minded tourists.
- English Word mindless Bengali definition [মাইন্ড্লিস] (adjective) (১) mindless of অমনোযোগী; অসতর্ক: mindless of danger. নির্বোধ; চৈতন্যহীন; বোধহীন; মূঢ়োচিত: mindless drudgery; mindless cruelty. mindlessly (adverb) নির্বোধের মতো। mindlessness (noun) নির্বুদ্ধিতা; মূঢ়তা।