M পৃষ্ঠা ২৫
- English Word minority Bengali definition [মাইনরাটি America(n) মাইনোরাটি] (noun) (plural minorities) (১) [uncountable noun] (আইন সম্বন্ধীয়) নাবালকত্ব; অপ্রাপ্তবয়স্কতা (ব্রিটেনে ১৮ বছরের নিচে)। (২) [countable noun] বিশেষত সমগ্র ভোটের মধ্যে ন্যূনতর সংখ্যা যা অংশ; কোনো সম্প্রদায়, জাতি ইত্যাদির মধ্যে ক্ষুদ্রতর ধর্মীয় গোষ্ঠী; জাতিসত্তা ইত্যাদি; সংখ্যালঘু; ঊনজন be in a/the minority সংখ্যালঘিষ্ঠ/ঊনজন হওয়া: I’m in a minority of one, কারো সমর্থন না পাওয়া। minority government সংখ্যালঘু সরকার। minority programme (টিভি বেতার) যে অনুষ্ঠান সমগ্র দর্শক বা শ্রোতৃমণ্ডলীর একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র অংশ দেখেন বা শোনেন; সংখ্যালগিষ্ঠদের অনুষ্ঠান। minority report (সরকারি তদন্ত বা অনুসন্ধানের পর) সংখ্যালঘু দল কর্তৃক প্রণীত প্রতিবেদন, যাতে সংখ্যাগরিষ্ঠ দল থেকে ভিন্ন মত ইত্যাদি প্রকাশিত হয়; সংখ্যালঘু প্রতিবেদন।
- English Word Minotaur Bengali definition [মাইনাটো(র্)] (noun) the Minotaur (গ্রিকপুরাণ) ক্রিটদ্বীপের গোলকধাধায় রক্ষিত, মনুষ্যমাংসপুষ্ট অর্ধমানব অর্ধবৃষ দানববিশেষ; মিনোতাউর; নরবৃষভ; নৃবৃষভ।
- English Word minster Bengali definition [মিনসটা(র্)] (noun) বিশেষত একদা কোনো মঠের অধিকারভুক্ত ছিল এমন বৃহৎ বা গুরুত্বপূর্ণ গির্জা: York minster.
- English Word minstrel Bengali definition [মিনিসট্রাল্] (noun) (১) (মধ্যযুগে) ভ্রাম্যমাণ সুরকার, অভিনেতা ও গীতিকার; চারণ (কবি)। (২) পেশাদার বিনোদনদলের সদস্য। minstrelsy [মিনিসট্রালসি] (noun) [uncountable noun] চারণশিল্প; চারণগীতি।
- English Word mint 1 Bengali definition [মিন্ট্] (noun) [uncountable noun] (বিভিন্ন ধরনের) পুদিনা; mint sauce, ভেড়ার মাংস ইত্যাদির সঙ্গে খাওয়ার জন্য সির্কা ও চিনি মিশ্রিত পুদিনার কুচি।
- English Word mint 2 Bengali definition [মিন্ট্] (noun) (১) টাকশাল; টাঙ্কশালা। (২) make/earn a mint (of money) কাড়ি কাড়ি টাকা বানানো/আয় করা। (৩) (attributive(ly)) (পদক, ডাকটিকিট, মুদ্রণ, বই ইত্যাদি আনকোরা; কড়কড়ে। in mint condition নতুনের মতো, আনকোরা, নিখুঁত, ঝকঝকে ও টাটকা অবস্থায়। □ (verb transitive) (১) (মুদ্রা) তৈরি করা। (২) (লাক্ষণিক) শব্দ, বাক্য ইত্যাদি উদ্ভাবন করা।
- English Word minuet Bengali definition [মিনিউএট্] (noun) [countable noun] (১৭ শতক থেকে প্রচলিত) ধীর লয়ের লীলায়িত যুগলনৃত্যবিশেষ; ঐ নাচের জন্য সংগীত।
- English Word minus Bengali definition [মাইনাস্] (adjective) (১) the minus sign বিয়োগচিহ্ন; হীনিত দ্রষ্টব্য plus. (২) দ্রষ্টব্য positive. ঋণাত্মক; অপর; অপরা: a minus quantity, শূন্যের চেয়ে কম পরিমাণ; হীনিত পরিমাণ। □ (preposition(al)) কম; নিয়োগ: 9 minus 5 is 4; (কথ্য) বাদে: He came back here minus his wife. □ (noun) বিয়োগচিহ্ন; হীনিত পরিমাণ।
- English Word minuscule Bengali definition [মিনাস্কিঊল্] (adjective) অতি ক্ষুদ্র; পুঁচকে; পিচ্চি; ক্ষুদ্রাতিক্ষুদ্র।
- English Word minute Bengali definition [মিনিট্] (noun) (১) মিনিট। দ্রষ্টব্য পরি. ৪। minute-gun (noun) যে কামানে এক মিনিট অন্তর গোলা বর্ষিত হয় (যেমন কোনো মহতী অন্ত্যেষ্টিক্রিয়ায়)। minute-hand (noun) (ঘড়ির) মিনিটের কাঁটা। minuteman [মিনিট্ মান্] (noun) (plural men) (America(n) ইতিহাস) এক মিনিটের এত্তেলায় যুদ্ধে যেতে তৈরি রক্ষীসৈনিক। in a minute অচিরে; এক্ষুণি। to the minute কাঁটায় কাঁটায়: 7 o’clock to the minute the minute (that) যে মুহূর্তে; যেইমাত্র: I will call you the minute (that) I receive the information. up to the minute সাম্প্রতিকতম বা ফ্যাশানদুরস্ত। up-to-the-minute (attributively adjective) অধুনাতম; হলফ্যাশানের; হালনাগাদ; সাম্প্রতিকতম ফ্যাশানদুরস্ত: up-to-the-minute information/ hairstyles. (২) (কোণের) ডিগ্রির ষাট ভাগের এক ভাগ মিনিট; কলা: 2 3° 5 1'. (৩) [countable noun] কর্তৃত্ব ও নির্দেশ দান কিংবা মন্তব্য ও মতামতের দাপ্তরিক লেখ্যপ্রমাণ; লেখ্যবিবরণ: make a minute of something.৪ (plural (সভার) কার্যবিবরণী। minute-book (noun) যে পুস্তকে কার্যবিবরণী লিপিবদ্ধ করা হয়; বিবরণপুস্তক। □ (verb transitive) বিবরণপুস্তকে লিপিবদ্ধ করা; স্মারকলিপিতে লিপিবদ্ধ করা।
- English Word minute 2 Bengali definition [মাইনিঊট America(n) মাইনূট্] (adjective) (১) অতিক্ষুদ্র, অতিসূক্ষ্ম; সূক্ষ্মাতিসূক্ষ্ম: minute particles of gold dust. (২) পুঙ্খানুপুঙ্খ; যথাযথ এবং সতর্ক; আনুপুঙ্খিক: a minute description; the minutest details. minutely (adverb) সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে; খুঁটিয়ে খুঁটিয়ে। minuteness (noun) সূক্ষ্মানুসূক্ষ্মতা; পুঙ্খানুপুঙ্খতা।
- English Word minutiae Bengali definition [মাইনিঊশী America(n) মিনূশী] (noun) (plural) যথাযথ বা তুচ্ছাতিতুচ্ছ খুঁটিনাটি; সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়।
- English Word minx Bengali definition [মিঙ্ক্স্] (noun) বেয়াদব মেয়ে; ধৃষ্টা তরণী; অবিনীতা।
- English Word miracle Bengali definition [মিরাকল্] (noun) (১) অলৌকিক ঘটনা/কার্য/ব্যাপার: work/accomplish miracles. miracle play (মধ্যযুগে) যিশু বা খ্রিষ্টান সন্তদের জীবনভিত্তিক নাটক। (২) miracle of অসামান্য/অলোকসামান্য দৃষ্টান্ত বা নমুনা: a miracle of ingenuity. miraculous [মির্যাকুলাস] (adjective) অলৌকিক; অতিলৌকিক; অতি বিস্ময়কর: miraculously (adverb) অলৌকিকভাবে।
- English Word mirage Bengali definition [মিরা:জ্ America(n) মিরা:জ্] (noun) [countable noun] (১) মরীচিকা; মৃগতৃষা; মৃগতৃষ্ণা; মৃগতৃষ্ণিতা। (২) (লাক্ষণিক) মায়া; বৃথা আশা; ছলনা।
- English Word mire Bengali definition [মাইআ(র্)] (noun) [uncountable noun] পাঁক; পঙ্ক; কর্দম; কাদা। be in the mire (লাক্ষণিক) অসুবিধায় পড়া; পাঁকে পড়া। drag somebody/somebody’s name through the mire কালিমালিপ্ত/কলঙ্কিত কথা; চুনকালি মাখানো। (verb transitive), (verb intransitive) (১) কাদা মাখানো; কর্দমাক্ত/পঙ্কিল করা; পাঁকে আটকে যাওয়া। (২) পাঁকে ডুবে যাওয়া। (৩) (লাক্ষণিক) (কাউকে) পাঁকে/বিপদে ফেলা। miry [মাইআরি] (adjective) কর্দমাক্ত; কর্দমিত; পঙ্কিল: mire road.
- English Word mirror Bengali definition [মিরা(র্)] (noun) (১) আয়না; আরশি; দর্পণ; মুকুর। mirror image কোনো বস্তুর ডান ও বামের অবস্থান ঐ বস্তুর প্রতিবিম্বে বা প্রতিরূপে উলটে যাওয়া; উলটা ছবি। (২) (লাক্ষণিক) যা কোনোকিছু প্রতিফলিত করে; দর্পণ: Dickens’s novels are a mirror of his times. □ (verb transitive) (সাহিত্যিক বা লাক্ষণিক) প্রতিফলিত/প্রতিবিম্বিত/মুকুরিত করা।
- English Word mirth Bengali definition [মাথ্] (noun) [uncountable noun] আমোদ-আহ্লাদ; আনন্দোচ্ছলতা; হাস্যকলরব; আনন্দোচ্ছ্বাস; mirthful [মাথ্ফল] (adjective) আনন্দোচ্ছল; হাস্যকলরবপূর্ণ। mirthfully [মাথ্ফালি] (adverb) আনন্দোচ্ছ্বাসে; সহর্ষে; হাস্যকলরবসহকারে। mirthless (adjective) আনন্দহীন; আনন্দ উল্লাসহীন: a mirthless laugh.
- English Word misadventure Bengali definition [মিসাডভেনচা(র্)] (noun) [countable noun, uncountable noun] দুর্ভাগ্য; দুর্ঘটনা। death by misadventure দুর্ঘটনাজনিত মৃত্যু; অপঘাত।
- English Word misadvise Bengali definition [মিসাডভাইজ] (verb intransitive) (সাধারণত passive) ভুল পরামর্শ দেওয়া।
- English Word misalliance Bengali definition [মিসালাইআন্স্] (noun) অনুপযোগী মৈত্রী, বিশেষত বিবাগ; অশুভযোগ; অশুভবিবাহ; অবাঞ্ছিত মিলন।
- English Word misanthropist, misanthrope Bengali definition [মিস্যানথাপিসট, মিসানথৌপ্] (noun) যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ; মানববৈরী। misanthropic [মিসনথপিক] (adjective) নরবিদ্বেষী। misanthropy [মিসঅ্যানথাপি] (noun) [uncountable noun] নরবিদ্বেষ; নৃবিদ্বেষ; মানববৈরভাব।
- English Word misapply Bengali definition [মিসাপ্লাই] (verb intransitive) (past tense, past participle misapplied) অপপ্রয়োগ/অপব্যবহার করা: misapply public funds. misapplication [মিস্যাপ্লিকেইশ্ন্] (noun) অপপ্রয়োগ; অপব্যবহার।
- English Word misapprehend Bengali definition [মিস্যাপিহেন্ড্] (verb transitive) ভুল বোঝা; ভুল অর্থে গ্রহণ করা; অন্যথা গ্রহণ করা। misapprehension [মিস্যাপ্রিহেনশ্ন্] (noun) অন্যথাগ্রহণ। do something/be under a misapprehend ভুল ধারণাবশত কিছু করা/ভুল ধারণা থাকা।
- English Word misappropriate Bengali definition [মিসাপ্রোউপ্রিইট্] (verb transitive) অন্যায়ভাবে গ্রহণ ও ব্যবহার করা। misappropriation [মিসাপ্রোউপ্রিইশ্ন্] (noun) আত্মসাৎ।
- English Word misbecome Bengali definition [মিসবিকাম] (verb transitive) অশোভন বা অনুপযুক্ত হওয়া। misbecoming [মিস্বিকামিঙ্] (adjective) অশোভন; অনুপযুক্ত।
- English Word misbegotten Bengali definition [মিসবিগট্ন্] (adjective) অবৈধ; জারজ; বেজন্মা; বিজাত; (কথ্য; অবজ্ঞাসূচক বিশেষণহিসেবে) উৎকট; অপদার্থ; অবিবেচনাপ্রসূত: a misbegotten scheme.
- English Word misbehave Bengali definition [মিসবিহেইভু] (verb transitive), (verb intransitive) অভদ্র/অশোভন আচরণ করা। misbehavior (America(n)= misbehavior) [মিসবিহেইভিআ(র্)] (noun) অশোভন/অভদ্র আচরণ।
- English Word miscalculate Bengali definition [মিসক্যালকিউলেইট] (verb transitive), (verb intransitive) ভুল হিসাব করা/গোণা। miscalculation [মিসক্যালকিউলেইশ্ন্] (noun) ভুল গণনা/হিসাব।
- English Word miscall Bengali definition [মিসকোল] (verb transitive) ভুল নামে ডাকা।