Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word missile Bengali definition [মিসাইল America(n) মিস্‌ল্] (noun) নিক্ষিপ্ত বা অভিক্ষিপ্ত বস্তু বা অস্ত্র; ক্ষেপণীয়; ক্ষেপণাস্ত্র: missile sites/bases. guided missile নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র। intercontinental ballistic missile (সংক্ষেপ lCBM) বোমাবাহী দূরপাল্লার রকেট; আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র।
  • English Word mission Bengali definition [মিশ্‌ন্‌] (noun) (১) বিশেষত দায়িত্ব দিয়ে (সাধারণত বিদেশে) প্রেরত ব্যক্তিবর্গ; ঐরূপ প্রেরণ; প্রেরণ; প্রেষ্য: go/come/send somebody on a mission of inquiry. (২) প্রচার, শিক্ষণ ইত্যাদির মাধ্যমে দীক্ষিত করার উদ্দেশ্যে প্রেরিত ধর্মশিক্ষকবৃন্দ: (missionaries); ঐরূপ প্রেরণ; ধর্মপ্রচারণা; ধর্মপ্রচারকবৃন্দ; প্রেষ্যবৃন্দ: Foreign Missions; Home Missions. (৩) যে স্থানে ধর্মপ্রচারণার কাজ সম্পন্ন হয়; ধর্মপ্রচারের জন্য প্রয়োজনীয় ভবন, সংগঠন ইত্যাদি; (বিশেষত দরিদ্রদের মধ্যে) দাতব্য বা রোগনিরাময়মূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বসতি; মিশন(৪) mission in life যে কাজের জন্য কোনো ব্যক্তি অন্তরের তাগিদ অনুভব করেন; জীবনের ব্রত/প্রেরণা
  • English Word missionary Bengali definition [মিশান্‌রি America(n) মিশানেরি] (noun) (plural missionaries) বিশেষত বিধর্মীদের মধ্যে স্বধর্ম প্রচারে প্রেরিত ব্যক্তি; ধর্মপ্রচারক; মিশনারি; (attributive(ly)) মিশন বা মিশনারি সম্বন্ধী: a missionary meeting; a missionary box, দাতব্য মিশনের জন্য অর্থসংগ্রহের বাক্স।
  • English Word missis Bengali definition [মিসিজ্‌] (noun) দ্রষ্টব্য missus.
  • English Word missive Bengali definition [মিসিভ] (noun) (হাস্যরসাত্মক) (বিশেষত দীর্ঘ, গুরুগম্ভীর ধরনের) পত্রাদি, পত্র
  • English Word misspell Bengali definition [মিস্‌স্পেল্‌] (verb transitive) (past tense, past participle 'misspelled' বা 'misspelt' [মিস্‌স্পেল্‌ট্]) বানান ভুল করা; ভুল বানান করাmisspelling (noun) ভুল/অশুদ্ধ বানান।
  • English Word misspend Bengali definition [মিসস্পেন্‌ড্‌] (verb transitive) (past tense, past participle misspent [মিসস্পেন্‌ট্‌] অপব্যয়/অপচয়/অপব্যবহার করা; বাজে খরচ করা: misspent youth, অপব্যয়িত যৌবন।
  • English Word misstate Bengali definition [মিসস্টেইট্] (verb transitive) অযথার্থরূপে বিবৃত করা; অন্যথা বিবৃত করা: misstate one’s case.
  • English Word missus, misis Bengali definition [মিসিজ্‌] (noun) (কথ্য বা অপশব্দ) (the, my, his ও' your - এর সঙ্গে ব্যবহৃত) স্ত্রী; গিন্নি
  • English Word missy Bengali definition [মিসি] (noun) (plural missies) (কথ্য, ঘরোয়া) বালিকা, তরুণী বা কিশোরীদের উদ্দেশে সম্বোধন: Well, missy, what can I do for you?
  • English Word mist Bengali definition [মিস্‌ট্] (noun) (১) [countable noun] ভূপৃষ্ঠের উপর বা নিকটবর্তী হালকা জলীয় বাষ্প; এরকম বাষ্পপূর্ণ এলাকা বা সময়; গ্লাস ইত্যাদির গায়ে ঘনীভূত জলীয় বাষ্প; ফিকে/হালকা কুয়াশা(২) [countable noun] অশ্রুবাষ্প; (লাক্ষণিক) মনকে আচ্ছন্ন করে এমন কিছু: see things through a mist. □ (verb intransitive), (verb transitive) mist (over) ফিকে কুয়াশায় বা অশ্রুবাষ্পে আচ্ছন্ন করা/হাওয়া: The glass misted over.misty (adjective) (mistier, mistiest) (১) ফিকে কুয়াশায় ঢাকা; কুয়াশাচ্ছন্ন; কুয়শাময়: misty weather; a misty view. (২) অস্বচ্ছ; ঝাপসা: a misty idea. mistily [মিস্‌টিলি] (adverb) ঝাপসাভাবে; অস্পষ্টভাবে; কুয়াশার মধ্য দিয়ে। mistiness (noun) কুয়াশাচ্ছন্নতা; অস্বচ্ছতা; অস্পষ্টতা; অনচ্ছতা।
  • English Word mistake 1 Bengali definition [মিস্‌টেইক্] (noun) [countable noun] ভুল; ভ্রম; প্রমাদby mistake ভুল করে;ভ্রান্তিবশত; ভ্রমক্রমে। and no mistake (কথ্য) সন্দেহাতীতভাবে; কোনো সন্দেহ নেই।
  • English Word mistake 2 Bengali definition [মিস্‌টেইক্‌] (verb transitive), (verb intransitive) (past tense) mistook [মিসটুক্] past participle mistaken [মিসটেইকন] (১) ভুল করা; ভুল বোঝাThere is no mistaking ভুলের কোনো সম্ভাবনা নেই। (২) mistake somebody/something for অন্য ব্যক্তি বা বস্তু বলে ভুল করাmistaken (past participle) (adjective) (১) ভ্রান্ত; ভ্রমাত্মক; ভুল: mistaken ideas. be mistaken (about something) ভুল করা: He’s mistaken. (২) অবিবেচনাপ্রসূত: mistaken kindness and zeal. mistakenly (adverb) ভুলক্রমে; ভুলবশত।
  • English Word mister Bengali definition [মিসটা(র্‌)] (noun) (১) (লিখিতরূপ সর্বদা 'Mr') অন্য কোনো খেতাব না থাকলে পুরুষের বংশনাম বা পদের পূর্বে যৌজিত খেতাব; জনাব; শ্রী: Mr (John) Kent; Mr President. দ্রষ্টব্য Mrs; Ms. (২) (নাম ছাড়া ব্যবহৃত; অপশব্দ বা শিশুদের মুখে): Please mister let me in.
  • English Word mistime Bengali definition [মিস্‌টাইম্] (verb transitive) (সাধারণত past participle রূপে ব্যবহৃত) অসময়ে কিছু বলা বা করা; অনুচিত সময়ে নির্বাচন করা: a mistimed (অকালোচিত) intervention.
  • English Word mistletoe Bengali definition [মিসল্‌টোউ] (noun) [uncountable noun] (ফল ও অন্য গাছের উপর উদ্গত) ছোট ছোট সাদা আঠালো ফলবিশিষ্ট পরজীবী চিরহরিৎ উদ্ভিদবিশেষ (এই উদ্ভিদের ফল পাখি ধরার আঠা ও বড়দিনের সজ্জা হিসেবে ব্যবহৃত হয়)।
  • English Word mistook Bengali definition [মিস্‌টুক্‌] mistake-এর past tense
  • English Word mistral Bengali definition [মিস্‌ট্রাল] (noun) ফ্রান্সের রোন (Rhône) উপত্যকায় উত্তর থেকে প্রবাহিত ঠাণ্ডা বায়ু বা ঝড়; মিস্ত্রাল
  • English Word mistranslate Bengali definition [মিসট্র্যানজলেইট] (verb transitive) অশুদ্ধ/ভুল অনুবাদ করাmistranslation [মিসট্র্যানজলেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] অশুদ্ধ/ভুল অনুবাদ।
  • English Word mistress Bengali definition [মিসট্রিস] (noun) (১) গৃহকর্ত্রী(২) (বিদ্যালয়ের) শিক্ষিকা; শিক্ষয়িত্রী: the English mistress. (৩) কোনো বিষয়ে ভালো জ্ঞান বা নিয়ন্ত্রণের অধিকারিণী নারী; নিপুণা: She is mistress of the situation. (৪) (১৮ শতকের পূর্ববর্তী সময়ের পটভূমিকায় রচিত গল্প, নাটক প্রভৃতিতে এবং স্কটল্যান্ডে এখনো কিছু কিছু লোকের মুখে) মিসেস বা মিস-এর তুল্য শব্দ(৫) (কাব্যিক) প্রণয়পাত্রী; দয়িতা; হৃদয়েশ্বরী: ‘O mistress mine!’৬ কোনো পুরুষের সঙ্গে যে নারী (ঐ পুরুষকে বিবাহ না করে) প্রতিনিয়ত যৌন সঙ্গমে লিপ্ত হয়; উপপত্নী; উপস্ত্রী; রক্ষিতা। দ্রষ্টব্য concubine.
  • English Word mistrial Bengali definition [মিসট্রাইআল] (noun) (আইন সম্বন্ধীয়) পদ্ধতিগত কোনো ভুলের জন্য বাতিলকৃত বিচার; অবিহিত বিচার
  • English Word mistrust Bengali definition [মিসট্রাস্‌ট্] (verb transitive) আস্থা/বিশ্বাস না থাকা: mistrust one’s own powers.  (noun) [uncountable noun] (অপিচ indefinite article- সহ) (a) mistrust (of) অবিশ্বাস; অপ্রত্যয়। mistrustful [মিসট্রাস্‌টফল্] (adjective) অবিশ্বাস্যপূর্ণ; সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ। mistrust fully [মিসট্রাস্‌টফালি] (adverb) অবিশ্বাসের সঙ্গে ইত্যাদি।
  • English Word misty Bengali definition [মিস্‌টি] দ্রষ্টব্য mist.
  • English Word misunderstand Bengali definition [মিসআনডাস্‌ট্যান্‌ড্] (verb transitive) (past tense, past participle misunderstood [মিসআনডাসটুড্] (নির্দেশ, বার্তা ইত্যাদি) ভুল বোঝা; (কারো সম্বন্ধে) ভুল/ভ্রান্ত ধারণা করা। misunderstanding (noun) [countable noun, uncountable noun] ভুল বোঝা; অন্যথাগ্রহণ; ভুল বোঝাবুঝি; মনোমালিন্য; মনকষাকষি।
  • English Word misuse Bengali definition [মিসইউজ্‌] (verb transitive) অপব্যবহার/অপপ্রয়োগ করা; দুর্ব্যবহার করা।  (noun) [মিস্ইঊস] (noun) [uncountable noun, countable noun] অপব্যবহার অপপ্রয়োগ।
  • English Word mite 1 Bengali definition [মাইট্] (noun) (১) অত্যল্প পরিমাণ: anybody with a mite of common sense could see that. (২) ক্ষুদ্র বস্ত্র, বিশেষত (সহানুভূতির পাত্র) ছোট শিশু; এক রত্তি: a mite of a child.
  • English Word mite 2 Bengali definition [মাইট্] (noun) [countable noun] কোনো কোনো খাদ্যদ্রব্যে (যেমন পনিরে) উপস্থিত ক্ষুদ্র পরজীবী কীটবিশেষ
  • English Word miter Bengali definition [মাইটা(র্‌)] (noun) (America(n))= mitre.
  • English Word mitigate Bengali definition [মিটিগেইট্] (verb transitive) তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করাmitigating circumstances প্রমাদ, অপরাধ ইত্যাদি কম গুরুতররূপে প্রতিপন্ন করা; উপশমিত পরিস্থিতি। mitigation [মিটিগেইশ্‌ন্] (noun) [uncountable noun] উপশম; নিবৃত্তি।
  • English Word mitosis Bengali definition [মিটোউসিস্‌] (noun) (plural mitoses [মিটোউসিজ্‌]) (জীববিদ্যা) জীবকোষের বিভাজন, যাতে ক্রোমোসমের সংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয় এবং বিভাজের পরে প্রতিটি কোষে প্রথম কোষটির সমানসংখ্যক ক্রোমোসম থাকে; বিশদ কোষবিভাজনmitotic (adjective) বিশদ বিভাজনজনিত।