M পৃষ্ঠা ২
- English Word made Bengali definition [মেইড] = make - এর past tense, past participle
- English Word Madeira Bengali definition [মাডিআরা] (noun) মাডিআরা দ্বীপে (আটলান্টিক মহাসাগরীয়) তৈরি মদ। Madeiracake (noun) স্পঞ্জ পিঠাবিশেষ।
- English Word Mademoiselle Bengali definition [ম্যাডমোআজে্ল্] (noun) (সংক্ষেপ Mlle) (plural Mesdemoiselles [মেইডমোআজেল্] কোনো তরুণী অথবা অবিবাহিতার নামের আগে ব্যবহৃত ফরাসি পদবি।
- English Word Madonna Bengali definition [মাডনা] (noun) the Madonna ম্যাডোনা; মেরি অর্থাৎ যিশুখ্রিস্টের মা (এর ছবি বা মূর্তি)।
- English Word madrigal Bengali definition [ম্যাডরিগ্ল্] (noun) যন্ত্রসংগীতবিহীন সমবেত কণ্ঠসংগীত।
- English Word maelstrom Bengali definition [মেইল্স্ট্রাম্] (noun) প্রচণ্ড ঘূর্ণাবর্ত; (লাক্ষণিক) ধ্বংসাত্মক শক্তি; ঘটনার ঘূর্ণি: the maelstrom of politics.
- English Word maestro Bengali definition [মাইস্ট্রোউ] (noun) (plural 'maestros' বা 'maestri' [মাইসট্রি] প্রখ্যাত সুরস্রষ্টা; ওস্তাদ বা সংগীত পরিচালক।
- English Word maffick Bengali definition [মাফিক্] (verb) প্রচণ্ড হইচই সহকারে আনন্দ করা: maffick in the streets. mafficked past tense, past participle
- English Word Mafia Bengali definition [ম্যাফিআ America(n) মা:ফিআ] (noun) the Mafia মাফিয়াচক্র; ইতালি ও যুক্তরাষ্ট্রের অপরাধী চক্রবিশেষ।
- English Word mag Bengali definition [ম্যাগ্] (noun) (কথ্য) magazie (৩)- এর সংক্ষিপ্ত-রূপ: the weekly mags.
- English Word magazine Bengali definition [ম্যাগাজীন্ America(n) ম্যাগাজীন] (noun) (১) অস্ত্র, গোলাবারুদ ইত্যাদির গুদাম। (২) রাইফেল অথবা বন্দুকে কারতুজ রাখার কুঠুরি; ক্যামেরায় ফিল্মের রোল রাখার স্থান। দ্রষ্টব্য rifle. (৩) ম্যাগাজিন; (সাপ্তাহিক অথবা মাসিক) পত্রপত্রিকা।
- English Word magenta Bengali definition [মাজেন্টা] (adjective), (noun) ম্যাজেন্টা রং; টকটকে লাল।
- English Word maggot Bengali definition [ম্যাগাট্] (noun) লার্ভা; শূককীট। maggoty (adjective) কীটযুক্ত।
- English Word Magi Bengali definition [মেইজাই] (noun), (plural) the Magi পূর্বদেশের তিন জ্ঞানী যারা শিশু যিশুর জন্য নৈবেদ্য এনেছিলেন।
- English Word magic Bengali definition [ম্যাজিক্] (noun) [uncountable noun] (১) জাদুটোনা; মন্ত্র। like magic; as if by magic রহস্যজনকভাবে; ভোজবাজির মতো। black/white magic পাপাত্মাদের সহায়তা নিয়ে/সহায়তা ছাড়া বশীকরণ। (২) জাদুর খেলা। (৩) (লাক্ষণিক) মন্ত্রমুগ্ধতা; জাদুবল: The magic of Tagore’s song. □ (adjective) মন্ত্রবলে; জাদুর মতো: magic words. magic eye (কথ্য) স্বয়ংক্রিয় ইলেকট্রনিক দ্রব্যের ক্ষেত্রে ব্যবহৃত। magical [ম্যাজিকল্] (adjective) জাদুসম্পর্কিত; জাদুর মতো; (কথ্য) চমৎকার। magicly [ম্যাজিকলি] (adverb) magician [মাজিশ্ন্] (noun) জাদুকর।
- English Word magisterial Bengali definition [ম্যাজিস্টিআরিআল্] (adjective) ম্যাজিস্ট্রেট সম্পর্কিত; ম্যাজিস্ট্রেটের পদ। magisterially [ম্যাজিস্টিআরিইআলি] (adverb)
- English Word magistrate Bengali definition [ম্যাজিস্ট্রেইট্] (noun) ম্যাজিস্ট্রেট; নিম্ন আদালতের বিচারক। magistracy [ম্যাজিসট্রাসি] (noun) (plural magistracies) ম্যাজিস্ট্রেটের পদ। the magistracy শাসকবর্গ।
- English Word magnanimous Bengali definition [ম্যাগন্যানিমাস্] (adjective) মহানুভব। magnanimously (adverb) magnanimity [ম্যাগন্যানিমাটি] (noun) [uncountable noun] মহানুভবতা। [countable noun] (plural magnanimities)
- English Word magnate Bengali definition [ম্যাগনেইট্] (noun) বড় ব্যবসায়ী অথবা শিল্পপতি; বিত্তবৈভবশালী ব্যক্তি।
- English Word magnesia Bengali definition [ম্যাগ্নীশা] (noun) [uncountable noun] ম্যাগনেসিয়া; রাসায়নিক পাউডারবিশেষ।
- English Word magnesium Bengali definition [ম্যাগনীজিআম] (noun) [uncountable noun] (রসায়ন) ম্যাগনেসিয়াম (প্রতীক Mg); অ্যালুমিনিয়ামসহ অন্যান্য পাত তৈরিতে ব্যবহৃত রূপার মতো সাদা ধাতুবিশেষ।
- English Word magnet Bengali definition [ম্যাগনিট্] (noun) [countable noun] (১) চুম্বক। (২) (লাক্ষণিক) আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। magnetic [ম্যাগনেটিক] (adjective) (১) চুম্বকের গুণসম্পন্ন; আকর্ষণ করতে পারে এমন। magnetic tape রেকর্ডিংয়ে ব্যবহৃত ফিতাবিশেষ। (২) চুম্বকত্বসম্পর্কিত। magnetically [ম্যাগনিকটলি] (adverb)
- English Word magnetism Bengali definition [ম্যাগ্নিটিজাম্] (noun) [uncountable noun] চুম্বকত্ব; চুম্বকবিদ্যা; (লাক্ষণিক) ব্যক্তিগত মাধুর্য ও আকর্ষণ।
- English Word magnetize, magnetiise Bengali definition [ম্যাগ্নিটাইজ] (verb transitive) চুম্বকায়িত করা; (লাক্ষণিক) ব্যক্তিগত মাধুর্য; বিদ্যাবুদ্ধি দিয়ে চুম্বকের মতো আকর্ষণ করা।
- English Word magneto Bengali definition [ম্যাগনীটোউ] (noun) (plural magnetos [ম্যাগনীটোউজ্] ইনজিনের অগ্নিসংযোগ পদ্ধতিতে স্ফুলিঙ্গ সৃষ্টিকারী বৈদ্যুতিক যন্ত্রবিশেষ।
- English Word Magnificat Bengali definition [ম্যাগনিফিক্যাট্] (noun) বাইবেলে বর্ণিত (Luke 1. 4 6- 5 5) কুমারী মেরির গান।
- English Word magnificent Bengali definition [ম্যাগনিফিসন্ট্] (adjective) জাঁকজমকপূর্ণ; উল্লেখযোগ্য; চমকপ্রদ। magnificently (adverb) magnificence [ম্যাগনিফিসন্স্] (noun) (verb transitive) চমৎকারিত্ব।
- English Word magnify Bengali definition [ম্যাগ্নিফাই] (verb transitive) (past tense, past participle magnified) (১) বড় করে দেখানো (লেন্স বা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে)। (২) অতিরঞ্জিত করা। (৩) (স্রষ্টার) প্রশংসা করা। magnifier [ম্যাগ্নিফাআ(র্)] (noun) বিবর্ধক যন্ত্র। magnification [ম্যাগনিফিকেইশন্] (noun) (বিশেষভাবে) বিবর্ধন, যেমন লেন্স ইত্যাদি।
- English Word magnitude Bengali definition [ম্যাগনিটিয়ূড্ America(n) ম্যাগনিটূড্] (noun) [uncountable noun] বিস্তার; প্রসার; বিশালত্ব; গুরুত্ব; তারকাদের তুলনামূলক উজ্জ্বলতা।
- English Word magnolia Bengali definition [ম্যাগনোউলিআ] (noun) ম্যাগ্নোলিয়া; ফুলের গাছবিশেষ।