Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word mindset Bengali definition [মাইনডসেট্‌] (noun) ব্যক্তির মানসিক প্রবণতা বা চিন্তাধারা; অতীত ঘটনাবলি বা পূর্বাভিজ্ঞতার জাগতিক প্রভাবে মনোগত বদ্ধমূল ধারণা: That’s a dangerous mindset.
  • English Word mine 1 Bengali definition [মাইন্] (possessive) (pronoun) আমার: a friend of mine.(possessive) (adjective) (কেবল কাব্যিক বা বাইবেলি শৈলীতে, স্বরধ্বনি বা h- এর পূর্বে; কখনো কখনো noun -এর পূর্বে বসে) আমার: mine enemy; O mistress mine.
  • English Word mine 2 Bengali definition [মাইন্‌] (noun) (১) খনি; আকর; দ্রষ্টব্য (পাথর বা শ্লেটের জন্য) quarry: coal mine; gold mine, (লাক্ষণিক) সমৃদ্ধ বা পর্যাপ্ত উৎস: The book is a mine of information. (২) (শত্রুপক্ষের রক্ষাব্যূহ ধ্বংস করতে) শক্তিশালী বিস্ফোরক দ্রব্যের আধান (এবং সুড়ঙ্গ); দূর থেকে (যেমন বৈদ্যুতিকভাবে) বিস্ফোরিত শক্তিশালী বিস্ফোরক দ্রব্যের আধান; যানবাহনের সংস্পর্শে বা নিয়তকাল স্ফুর্জকের (টাইম ফিউজ) সাহায্যে বিস্ফোরিত, মাটির উপরে বা ঠিক নিচে স্থাপিত শক্তিশালী বিস্ফোরক দ্রব্যের আধান; মাইন(৩) (নৌযুদ্ধে) সমুদ্রে স্থাপিত ধাতব আধারে শক্তিশালী বিস্ফোরক দ্রব্যের আধান, যা সংস্পর্শে, বৈদ্যুতিক বা চৌম্বক শক্তিতে বিস্ফোরিত হয়; মাইন(৪) mine-detector (noun) মাইন খোঁজার জন্য বিদ্যুৎ-চুম্বকীয় কৌশল বিশেষ; মাইন-উদঘাটকmine-disposal (noun) (স্ফুর্জক সরিয়ে ফেলা বা অন্য উপায়ে) মাইন-নিষ্ক্রিয়করণ; মাইন অপসারণ; mine disposal squads.Minefield (noun) (ক) স্থল বা জলের যে অঞ্চলে মাইন পাতা হয়েছে; মাইন এলাকা। (খ) যে এলাকায় বহু মাইন রয়েছে; মাইন পাতা এলাকা; মাইনক্ষেত্র। minelayer (noun) সাগরে মাইন পাতার জন্য ব্যবহৃত জাহাজ বা বিমান; মাইন-সংস্থাপক। সুতরাং mine-laying (noun) মাইন-পাতা; মাইনসংস্থাপক: mine-laying vessel. minesweeper (noun) সাগর মাইনমুক্ত করার কাজে নিয়োজিত নৌযান (সাধারণত জেলে-জাহাজ বা ট্রলার)। সুতরাং; mine-sweeping (noun)
  • English Word mine 3 Bengali definition [মাইন্‌] (verb transitive), (verb intransitive) (১) mine (for) (কয়লা, আকরিক ইত্যাদি) খুঁড়ে তোলা; খনি থেকে উত্তোলন করা, খনন করা, খনি খোঁড়া: mine (for) coal/gold; mine the earth for coal. (২) (= undermine) (মাটির নিচে) সুড়ঙ্গ খনন করা; অন্তঃখনন/অধঃখনন করা mine the enemy’s trenches/forts. (৩) মাইন পাতা/স্থাপন করা; মাইন পেতে ধ্বংস করা: mine the entrance to a harbour. (৪) (লাক্ষণিক)= undermine (অধিক প্রচলিত) দুর্বল করা, শক্তিক্ষয় করা
  • English Word miner Bengali definition [মাইনা(র্‌)] (noun) খনিশ্রমিক: coal miners.
  • English Word mineral Bengali definition [মিনারাল] (noun) [countable noun] মাটি খুঁড়ে প্রাপ্ত নৈসর্গিক পদার্থ (উদ্ভিদ বা প্রাণী নয়); বিশেষ যেসব পদার্থের রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে; খনিজ; আকরিক। □ (adjective) খনিজ; আকরিক: mineral ores, খনিজ পদার্থ। the mineral kingdom প্রাকৃতিক খনিজ পদার্থরাশি; খনিজজগৎ। দ্রষ্টব্য animal ও vegetable. mineral oil খনিজতেল। mineral water (ক) যে পানিতে কোনো প্রাকৃতিক, বিশেষত ভেষজ গুণসম্পন্ন উপাদান থাকে; খনিকজল। (খ) (British/Britain) সোডা-জলসংবলিত (সাধারণত বোতল ভরতি এবং অনেক সময় স্বাদগন্ধযুক্ত) অমাদক পানীয়। mineral wool (অন্তরণ ইত্যাদি উদ্দেশ্যে ব্যবহৃত) অজৈব তন্তুময় পদার্থ; খনিজ তন্তু।
  • English Word mineralogy Bengali definition [মিনার‍্যালাজি] (noun) [uncountable noun] খনিজবিষয়ক বিজ্ঞান; খনিজবিজ্ঞানmineralogist [মিনার‍্যালাজিস্‌ট্‌] (noun) খনিজবিজ্ঞানী; খনিজবিদ।
  • English Word minestrone Bengali definition [মিনিসট্রোউনি] (noun) (ইতালীয়) বিভিন্ন সবজি; ভার্মিচেল্লি ও মাংসের ক্বাথসহযোগে তৈরি পুষ্টিকর স্যুপ
  • English Word mingle Bengali definition [মিঙগ্‌ল্‌] (verb transitive), (verb intransitive) mingle (with) মিশ্রিত/সম্মিশ্রিত/মিলিত/সম্মিলিত হওয়া বা করা; মেশা বা মেলানো; মেলামেশা করা: mingle with the crowds.
  • English Word mingy Bengali definition [মিন্‌জি] (adjective) (mingier, mingiest) (British/Britain কথ্য) নীচ; কৃপণ; ব্যয়কুণ্ঠ: a mingy fellow.
  • English Word mini Bengali definition [মিনি] (prefix) আকৃতি, দৈর্ঘ্য ইত্যাদিতে ছোট। দ্রষ্টব্য maxi-: minibus; minicab; miniskirt; mini tour.
  • English Word mini-me Bengali definition [মিনি-মী] (noun) [countable noun সাধারণত singular, plural mini-mes] (অনানুষ্ঠানিক) (mini আর me যোগে গঠিত) (১) (প্রধানত হাস্যরসাত্মক) ব্যক্তির পরিচয়জ্ঞাপক ক্ষুদ্রাকৃতির মিনিয়েচার বা প্রতিকৃতি: mini-me haircuts. (২) আনুকূল্য পাওয়া অথবা পদোন্নতি নিশ্চিতে যে ব্যক্তি তার সিনিয়র বা তারচেয়ে শক্তিমান ব্যক্তির মতামত বা পুরুষালি গুণাবলি ধারণ করতে চায় (বিশেষত কোনো নাটক বা ফিল্মে)।
  • English Word miniature Bengali definition [মিনিচা(র্‌)] America(n) মিনিচুআর] (noun) (১) [countable noun] বিশেষত গজদন্ত বা চর্মিকে (ভেলাম) অঙ্কিত ক্ষুদ্র প্রতিকৃতি; অনুচিত্র; [uncountable noun] অনুচিত্রকলাin miniature ক্ষুদ্রাকারে। (২) [countable noun] যেকোনো বস্তুর ক্ষুদ্রাকার প্রতিরূপ বা মডেল; অণুচিত্র; সূক্ষ্মচিত্র; (attributive(ly)) ক্ষুদ্রাকার; খুদে; অণু-: a miniature railway; a miniature camera, ৩৫ মি.মি.বা অপ্রমিত মানের ফিল্মের জন্য ক্যামেরা; খুদে ক্যামেরাminiaturist [মিনিচারিসট] (noun) অণুচিত্রী।
  • English Word minicomputer Bengali definition [মিনিকামপিঊটা(র্‌)] দ্রষ্টব্য computer ভুক্তিতে minicomputer.
  • English Word minim Bengali definition [মিনিম্] (noun) (সংগীত) এক মণ্ডলের (semibreve দ্রষ্টব্য) অর্ধেক স্থায়িত্বসূচক সংকেত; বিশদ
  • English Word minimal Bengali definition [মিনিম্‌ল] (adjective) ন্যূনতম যৎসামান্য; অল্পতম
  • English Word minimize, minimise Bengali definition [মিনিমাইজ্‌] (verb transitive) ন্যূনতম পরিমাণ বা মাত্রায় পর্যবিসতি করা বা মূল্যায়ন করা; ন্যূনতম গুরুত্ব আরোপ করা; ন্যূনতম করে দেখা বা দেখানো: minimize the loses.
  • English Word minimum Bengali definition [মিনিমাম্‌] (noun), (adjective) (plural minima [মিনিমা] minimums) (maximum-এর বিপরীত) ন্যূনতম; অল্পতম: reduce something to a minimum.
  • English Word mining Bengali definition [মাইনিঙ্] (noun) খনি থেকে খনিজ ইত্যাদি আহরণ; খনিবিদ্যা; খনিখনন: a mining engineer, খনিপ্রকৌশলী; the mining industry, খনিশিল্প; open-cast mining, যান্ত্রিক কোদাল ইত্যাদির সাহায্যে ভূপৃষ্ঠের নিকটবর্তী কয়লা প্রভৃতি আহরণ; ভূপৃষ্ঠবর্তী খনন।
  • English Word minion Bengali definition [মিনিআন্‌] (noun) (তুচ্ছার্থে) যে ভৃত্য প্রভুর মনোরঞ্জনের জন্যে ক্রীতদাসের মতো তার আদেশ পালন করে; গোলাম; দাসানুদাসhe minions of the law পুলিশ; কারারক্ষক।
  • English Word minister 1 Bengali definition [মিনিসটা(র্‌)] (noun) (১) মন্ত্রী; সচিব; অমাত্য(২) বিদেশে রাষ্ট্রদূতের চেয়ে নিম্নপদস্থ সরকারি প্রতিনিধি(৩) বিশেষত প্রেসবাইটেরিয়ান ও ননকনফর্মিস্ট গির্জা সংগঠনে পাদরি বা যাজক। তুলনীয়, রোমান ক্যাথলিক ‘priest’, ইংল্যান্ডীয় গির্জায় vicar, rector, curate.
  • English Word minister 2 Bengali definition [মিনিসটা(র্‌)] (verb intransitive) minister to সাহায্য বা সেবা দান করা; প্রয়োজন মেটানো: Master was busy ministering to the needs of her sick boy.
  • English Word ministerial Bengali definition [মিনিসটিআরিআল্] (adjective) (১) মন্ত্রী, তার পদমর্যাদা, দায়িত্বকর্তব্য ইত্যাদি বিষয়ক; মন্ত্রীর; মন্ত্রিত্বের: ministerial duties/functions. (২) মন্ত্রণালয়ের বা মন্ত্রণালয়ের জন্যministerially [মিনিসটিআরিআলি] (adverb) মন্ত্রিরূপে ইত্যাদি।
  • English Word ministrant Bengali definition [মিনিসট্রান্‌ট্‌] (attributively (adjective) (আনুষ্ঠানিক) প্রদায়ক; প্রদায়ী; প্রদাতা; নির্বাহী। □ (noun) অনুচর; সমর্থক।
  • English Word ministration Bengali definition [মিনিসট্রেইস্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] উপাচার্য; সেবা-শুশ্রূষা; পরিচর্যা; (বিশেষত) পৌরোহিত্য; যাজন: the ministrations of a loving wife.
  • English Word ministry Bengali definition [মিনিসট্রি] (noun) (plural ministries) (১) মন্ত্রণালয়(২) the ministry সংগঠন হিসেবে সকল যাজক; যাজক-বৃত্তি; যাজককুলenter the ministry পাদরি হওয়া; যাজক-বৃত্তি গ্রহণ করা। (৩) [countable noun] যাজকের পদ; দায়িত্বকর্তব্য ও কার্যকাল; যাজকত্ব
  • English Word miniver Bengali definition [মিনিভা(র্‌)] (noun) [uncountable noun] বেজিজাতীয় কোনো জন্তুর (ermine দ্রষ্টব্য) সাদা. লোমশ চামড়া দিয়ে তৈরি পরিচ্ছদ, যা বিচারক, অভিজাত ব্যক্তি (ডিউক, মার্কুইস, র‌্যাবন প্রভৃতি) প্রভৃতি আনুষ্ঠানিকভাবে পরিধান করেন; মিনিভার
  • English Word mink Bengali definition [মিঙ্‌ক্‌] (noun) [countable noun, uncountable noun] বেজিজাতীয় কোনো জন্তু এবং এর লোমশ চামড়া; মিল্ক: (attric) a mink coat.
  • English Word minnow Bengali definition [মিনোউ] (noun) মিঠা পানির (হরেক) ছোট মাছ
  • English Word minor Bengali definition [মাইনা(র্‌)] (adjective) (১) ক্ষুদ্রতর; কম গুরুত্বপূর্ণ; ছোটখাটো; সামান্য; গৌণ: minor repairs/alterations/injuries. (২) তুলনামূলকভাবে গুরুত্বহীন; গৌণ: the minor planets; minor poets; a minor suit, রুহিতন বা চিড়িতনের কেতা। (৩) (স্কুলে) দুজন ছাত্রের মধ্যে বয়ঃকনিষ্ঠ; কনিষ্ঠ; Thomson minor. (৪) (সংগীত) a minor third. তিনটি অর্ধস্বরের (semi-tones) ব্যবধান; a minor key, যে গ্রামে গা; ক্ষুদ্র গ্রাম। in a minor key (লাক্ষণিক) বিষণ্ণ বা অপ্রসন্ন মেজাজে। দ্রষ্টব্য major.  (noun) (আইন সম্বন্ধীয়) নাবালক; অপ্রাপ্তবয়স্ক।