M পৃষ্ঠা ৪১
- English Word mutinous Bengali definition [মিঊটিনাস্] (adjective) বিদ্রোহী; বিদ্রোহলিপ্ত; বিদ্রোহীসুলভ; বিদ্রোহাত্মক: mutinous soldiers; mutinous behaviour.
- English Word mutiny Bengali definition [মিঊটিনি] (noun) (plural mutinies) [uncountable noun, countable noun] (বিশেষত সৈনিক ও নাবিক) বিদ্রোহ; বৈধ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভ্যুত্থান। (verb intransitive) mutiny (against) বিদ্রোহ করা। mutineer [মিউটিনিআ(র্)] (noun) বিদ্রোহী।
- English Word mutt Bengali definition [মাট্] (noun) (অপশব্দ) (১) অজ্ঞ; আনাড়ি লোক; গাড়ল। (২) দো-আঁশলা কুকুর।
- English Word mutter Bengali definition [মাটা(র্)] (verb intransitive), (verb transitive) বিড়বিড় করে বলা; (অসন্তোষভরে) গজগজ/বিড়বিড় করা। (noun) বিড়বিড়; বিড়বিড়ানি; গজগজ। mutterer (noun) যে ব্যক্তি বিড়বিড় করে।
- English Word muttion Bengali definition [মাট্ন্] (noun) [uncountable noun] পূর্ণবয়স্ক ভেড়ার মাংস; মেষ মাংস। as dead as muttion সম্পূর্ণ মৃত। muttion dressed as lamb যুবকের সাজে সজ্জিত বৃদ্ধ। muttion-head (noun) (কথ্য) বোকাপাঁঠা।
- English Word mutual Bengali definition [মিঊচুআল্] (adjective) (১) পারস্পরিক: mutual love/respect; mutual suspicion/affection. (২) একে অপরের; পরস্পর: mutual enemies/well-wishers. mutual funds (America(n))= unit trusts দ্রষ্টব্য । a mutual insurance company যে কোম্পানিতে কিয়দংশ বা পুরো লাভ বিমাগ্রহীতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়; পারস্পরিক বিমা কোম্পানি। (৩) দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সাধারণ; পারস্পরিক: our mutual friend Johnson. mutually [মিঊচুআলি] (adverb) পারস্পরিকভাবে।
- English Word muzhik Bengali definition [মূজিক্] (noun) রুশ কৃষক।
- English Word muzzle Bengali definition [মাজ্ল্] (noun) (১) পশুর নাকমুখ; ঘোণা; জালতি; মুখোশ। (২) আগ্নেয়াস্ত্রের মুখ: muzzle-loading gun. muzzle-velocity কামান ইত্যাদির মুখ থেকে নিক্ষিপ্ত হওয়ার সময়ে গোলা ইত্যাদির বেগ, প্রস্থান বেগ। দ্রষ্টব্য breech. □ (verb transitive) জালতি পরানো; (লাক্ষণিক) (ব্যক্তি, সমাজ, সংবাদপত্র ইত্যাদির) স্বাধীন মতামত প্রকাশে বাধা দেওয়া; মুখ বন্ধ করা।
- English Word muzzy Bengali definition [মাজি] (adjective) (muzzier, muzziest) (১) হতভম্ব; ভ্যাবাচ্যাকা; বিহ্বল; মদপানের কারণে লুপ্তবুদ্ধি। (২) অস্পষ্ট; ঝাপসা।
- English Word my Bengali definition [মাই] (pass adjective) (১) আমার। (২) সম্বোধনের অংশরূপে: Yes, my lord. (৩) উৎক্রোশে: My God!
- English Word mycology Bengali definition [মাইকলাজি] (noun) [uncountable noun] ছত্রাকবিদ্যা।
- English Word myelitis Bengali definition [মাইআলাইটিস্] (noun) (প্যাথলজি) সুষুম্নাকাণ্ডের প্রদাহ।
- English Word myna(h) Bengali definition [মাইনা] (noun) myna (bird) ময়না।
- English Word myopia Bengali definition [মাইওউপিআ] (noun) [uncountable noun] দৃষ্টিক্ষীণতা; অদূরদর্শিতা। myopic [মাইঅপিক] (adjective) ক্ষীণদৃষ্টি; অদূরদর্শী।
- English Word myriad Bengali definition [মিরিআড্] (noun) [countable noun] myriad (of) বিপুল/অগণ্য সংখ্যা।
- English Word myrmidion Bengali definition [মা:ডিডান্ America(n) মা:ডিডন্] (noun) (অবজ্ঞাসূচক বা কৌতুককর আখ্যা) বিনা প্রশ্নে আজ্ঞা পালনকারী; আজ্ঞাবহ; সেবাদাস: myrmidions of the law, যেমন আদালতের পেয়াদা।
- English Word myrobalan Bengali definition [মাইরোউবালান্] (noun) হরীতকী।
- English Word myrrh Bengali definition [মা(র্)] (noun) [uncountable noun] গুল্ম থেকে প্রাপ্ত তিক্তস্বাদের সুগন্ধ আঠা, যা ধূপ ও সুগন্ধদ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়; গন্ধরস।
- English Word myrtle Bengali definition [মাট্ল্] (noun) চকচকে পাতা ও সুগন্ধি সাদা ফুলবিশিষ্ট বিভিন্ন ধরনের, চিরহরিৎ গুল্ম।
- English Word myself Bengali definition [মাইসেলফ] (pronoun) ('reflexive' ও 'emphat') আমি নিজে/স্বয়ং; নিজে নিজে।
- English Word mysterious Bengali definition [মিসটিআরিআস্] (adjective) রহস্যময়; রহস্যঘন; রহস্যাবৃত; দুর্বোধ্য। mysteriously (adverb) রহস্যজনকভাবে ইত্যাদি।
- English Word mystery Bengali definition [মিস্টারি] (noun) (plural mysteries) (১) [countable noun] রহস্য; রহস্যময় ব্যাপার: The motive of the murder is still a mystery! (২) [uncountable noun] গুহ্যত্ব; অস্পষ্টতা; রহস্যময়তা: The origin of the universe is lost in mystery. (৩) (plural) (প্রাচীন গ্রিক, রোমক প্রভৃতি জাতির) গুহ্য ধর্মানুষ্ঠান; গুহ্যাচার। (৪) [countable noun] mystery (play) যিশুখ্রিষ্টের জীবনোপাখ্যানমূলক মধ্যযুগীয় নাটক।
- English Word mystic Bengali definition [মিসটিক] (adjective) গূঢ় তাৎপর্যপূর্ণ বা আধ্যাত্মিক শক্তিসম্পন্ন; ভয় ও বিস্ময় উদ্রেকর; অতীন্দ্রিয়; মরমি: mystic rites; mystic teachings. □ (noun) ঈশ্বরের সঙ্গে মিলনপ্রত্যাশী এবং এর মাধ্যমে মানুষের বোধাতীত সত্যের সাক্ষাৎপ্রয়াসী ব্যক্তি; মরমি। mystical [মিস্টিকল্] (adjective)= mystic.
- English Word mysticism Bengali definition [মিস্টিসিজাম্] (noun) [uncountable noun] মন ও ইন্দ্রিয় নিরপেক্ষভাবে ধ্যান বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির মাধ্যমে ঈশ্বরজ্ঞান ও প্রকৃত সত্য লাভ করা যায় বলে বিশ্বাস এবং এতদ্বিষয়ক শিক্ষা; মরমিবাদ।
- English Word mystify Bengali definition [মিসটিফাই] (verb transitive) (past tense, past participle mystified) হতবুদ্ধি বা বিহ্বল করা; ধাঁধা লাগানো; বিভ্রান্ত করা। mystification [মিসটিফিকেইশ্ন] (noun) বিভ্রান্ত বা বিমূঢ় অবস্থা।
- English Word mystique Bengali definition [মিসটীক্] (noun) (১) অতীন্দ্রিয় ভক্তি ও শ্রদ্ধা থেকে উদ্ভূত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গূঢ় চরিত্র বা বৈশিষ্ট্য; গূঢ় মাহাত্ম্য: the mystique of the monarchy in Great Britain. (২) অন্যকে দেওয়া যায় না এমন কোনো গুণ; যে দক্ষতা কেবল কতিপয় অনুশীলনকারীর অধিকারভুক্ত; গূঢ় শক্তি।
- English Word myth Bengali definition [মিথ্] (noun) (১) [countable noun] প্রাচীনকাল থেকে পুরুষানুক্রমে প্রবহমান কাহিনী, বিশেষত কোনো জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস ও ধারণা এবং নৈসর্গিক ঘটনাবলির (যেমন ঋতুপর্যায়) ব্যাখ্যা; অতিকথা। (২) [uncountable noun] উপরোক্ত কাহিনির সমষ্টি; পুরাণ; অতিকথা। (৩) কাল্পনিক, উদ্ভাবিত বা বানোয়াট ব্যক্তি বা বস্তু; পুরাণ কথা; রূপকথা। mythical [মিথিক্ল্] (adjective) (১) পৌরাণিক। (২) কাল্পনিক; কল্পিত; অলীক: myth wealth.
- English Word mythology Bengali definition [মিথলাজি] (noun) (plural mythologies) (১) [uncountable noun] পুরাণ; পুরাণতত্ত্ব। (২) [uncountable noun, countable noun] সমষ্টিগতভাবে পৌরাণিক কাহিনিসমূহ; পুরাণসংগ্রহ; পুরাণ: Hindu mythology. mythologist [মিথলাজিস্ট্] (noun) পুরাণবেত্তা। mythological [মিথালজিক্ল্] (adjective) পৌরাণিক; অবাস্তব; অলীক।
- English Word myxomatosis Bengali definition [মিক্সামাটোউসিস্] (noun) [uncountable noun] খরগোশের মারাত্মক সংক্রামক রোগবিশেষ।