Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word misgive Bengali definition [মিস্‌গিভ] (verb transitive) (plural misgave [গেইভ্‌], past participle misgiven [গিফন্]) (নৈর্ব্যক্তিকরূপে ব্যবহৃত, প্রাচীন প্রয়োগ) My heart/mind misgives me, আমি সংশয় বা সন্দেহে আকুল/আমি সংশয়াকুল; দুর্ভাবনাগ্রস্তmisgiving [মিসগিভিঙ] (noun) [countable noun, uncountable noun] সন্দেহ; সংশয়; অবিশ্বাস; আশঙ্কা।
  • English Word misgovern Bengali definition [মিসগাভ্‌ন্‌] (verb transitive) (রাষ্ট্র ইত্যাদি) কুশাসন করা; অপশাসিত করাmisgovernment (noun) [uncountable noun] অপশাসন; কুশাসন।
  • English Word misguide Bengali definition [মিস্‌গাইড্‌] (verb transitive) ভুল বা বিভ্রান্তিকর তথ্য বা নির্দেশ দেওয়া; ভুলপথে চালিত করা; বিভ্রান্ত করাmisguided (adjective) বিভ্রান্ত; বিপথগামী; উন্মার্গগামী: misguided conduct; misguided boys.
  • English Word mishandle Bengali definition [মিস্‌হ্যানড্‌ল্‌] (verb transitive) স্থুলভাবে বা আনাড়ির মতো কাজ করা
  • English Word mishap Bengali definition [মিস্‌হ্যাপ্] (noun) [countable noun] অঘটন; বিপত্তি; আপদ; অনর্থপাত; দুর্দৈব; দুর্বিপাক: meet with a slight mishap; arrive home after many mishaps; [uncountable noun] দুর্ভাগ্য; দুর্ঘটনা; বিঘ্ন: arrive without mishap.
  • English Word mishear Bengali definition [মিসহিআ(র্‌)] (verb transitive) ভুল শোনা
  • English Word mishit Bengali definition [মিস্‌হিট্] (verb transitive) লক্ষ্যভ্রষ্ট হওয়া
  • English Word mishmash Bengali definition [মিশ্‌ম্যাশ্‌] (noun) [uncountable noun] জগাখিচুড়ি; বিসদৃশ সংমিশ্রণ
  • English Word misinform Bengali definition [মিসিনফোম্‌] (verb transitive) ভুল তথ্য দেওয়া; বিভ্রান্ত করা; বিপথে চালিত করাmisinformation [মিসিনফামেইশ্‌ন্‌] (noun) অতথ্য; অতথ্য প্রদান; ভুল তথ্য।
  • English Word misinterpret Bengali definition [মিসিনট্রাপ্রিট্] (verb transitive) ভুল অর্থ বা ব্যাখ্যা করা; ভুল অনুমান করাmisinterpretation [মিসিনটাপ্রিটেইশ্‌ন্‌] (noun) ভ্রান্ত ব্যাখ্যা; অন্যথা ব্যাখ্যা; মিথ্যা অনুমান।
  • English Word misjudge Bengali definition [মিস্‌জাজ্‌] (verb transitive), (verb intransitive) বিচারে/হিসাবে ভুল করা; ভুল বিচার/ধারণা করা; অন্যথা বিচার করাmisjudgement (America(n) misjudgment) (noun) অন্যথা বিচার; বিচারের ভুল; বিচারবিভ্রাট।
  • English Word mislay Bengali definition [মিস্‌লেই] (verb transitive) (plural, past participle mislaid [মিস্‌লেইড্]) অস্থানে বা ভুল জায়গায় রাখা; হারিয়ে ফেলা; রাখতে ভুল করা
  • English Word mislead Bengali definition [মিস্‌লীড্] (verb transitive) (past tense, past participle misled [মিস্‌লেড্‌]) ভুলপথে/বিপথে চালানো; বিপথগামী/উন্মার্গগামী করা; ভুল ধারণা দেওয়া; বিভ্রান্ত/বিভ্রষ্ট করাmisleading (adjective) বিভ্রান্তিকর।
  • English Word mismanage Bengali definition [মিস্‌ম্যানিজ্‌] (verb transitive) অসম্যকরূপে পরিচালনা করা; বেবন্দোবস্তু করা
  • English Word misname Bengali definition [মিস্‌নেইম্] (verb transitive) (সাধারণত passive) ভুল বা অনুচিত নামে ডাকা/অভিহিত করাmisnameed (participial adjective) মিথ্যাভিহিত।
  • English Word misnomer Bengali definition [মিস্‌নোউমা(র্‌)] (noun) [countable noun] নাম বা শব্দের অপপ্রয়োগ; মিথ্যাভিধান
  • English Word misogynist Bengali definition [মিসঅজিনিস্‌ট্] (noun) নারীবিদ্বেষী
  • English Word misplace Bengali definition [মিসপ্লেইস্] (verb transitive) (১) অস্থানে বা ভুল জায়গায় রাখা(২) (সাধারণত passive) (স্নেহ, ভালোবাসা, আস্থা ইত্যাদি) অপাত্রে বর্ষণ বা স্থাপন করা; misplaced confidence.
  • English Word misprint Bengali definition [মিসপ্রিন্‌ট্‌] (verb transitive) মুদ্রণে/ছাপাতে ভুল করা; ভুল ছাপানো। (noun) [মিসপ্রিন্‌ট্] ছাপার ভুল; মুদ্রণপ্রমাদ।
  • English Word mispronounce Bengali definition [মিসপ্রানাউন্‌স্‌] (verb transitive) অশুদ্ধ উচ্চারণ করাmispronunciation [মিস্‌প্রানান্‌সিএইশ্‌ন্‌] (noun) অশুদ্ধ উচ্চারণ।
  • English Word misquote Bengali definition [মিস্‌কোওউট্] (verb transitive) ভুলভাবে উদ্ধৃত করাmisquotation [মিস্‌কোওউটেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] অশুদ্ধ উদ্ধৃতি/ উদ্ধরণ।
  • English Word misread Bengali definition [মিস্‌রীড্‌] (verb transitive) (past tense, past participle misread [মিস্‌রেড্‌]) ভুল পড়া; ভুল অর্থ করা
  • English Word misrepresent Bengali definition [মিসরেপ্রিজান্‌ট্‌] (verb transitive) অযথার্থভাবে উপস্থাপন করা; অসত্য/অতথ্য বিবরণ দেওয়াmisrepresentation [মিসরেপ্রিজেনটেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] অতথ্য/অসত্য/ভ্রমাত্মক উপস্থাপনা; অসত্য/অতথ্য বিবরণ।
  • English Word misrule Bengali definition [মিস্‌রূল] (noun) [uncountable noun] কুশাসন; গোলযোগ; বিশৃঙ্খলা
  • English Word miss 1 Bengali definition [মিস্] (noun) [countable noun] আঘাত করা, ধরা, নাগাল পাওয়া ইত্যাদির ব্যর্থতা; বিফলতা; বিচ্যুতি: six hits and one miss; a lucky miss, সৌভাগ্যপূর্ণ পলায়ন। give something a miss (কথ্য) বাদ দেওয়া। A miss is as good as a mile (কথ্য) অল্পের জন্য বাঁচাও বাঁচা; অনেক ব্যবধানে বাঁচাও বাঁচা।
  • English Word miss 2 Bengali definition [মিস্] (noun) (১) Miss অবিবাহিত নারীর বংশনামের পূর্বে ব্যবহৃত উপাধি; কুমারীMiss (a country name)America, Jamaica, India, etc/World রূপসৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়িনী তরুণীর খেতাব। (২) (সম্বোধনে, যেমন শিক্ষয়িত্রীকে উদ্দেশ করে পডুয়াদের মুখে): Good morning, miss! (৩) (ব্যবসায়ী প্রয়োগ, (plural); আজকাল অনেক সময়ে এই অর্থে teenager ব্যবহৃত হয়) বালিকা: shoes, gowns etc. for Junior Misses.
  • English Word miss 3 Bengali definition [মিস্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle missed) (১) (কাঙ্ক্ষিত বস্তু ইত্যাদি) ধরতে; আঘাত করতে; নাগাল পেতে ব্যর্থ হওয়া; ভ্রষ্ট হওয়া; বিপল হওয়া: miss one’s aim, লক্ষ্যভ্রষ্ট হওয়া: She missed her footing. তার পা পিছনে গেছে; miss an accident, সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া। (২) অনুপস্থিতি বা অভাব টের পাওয়া/অনুভব করা এবং সেজন্য দুঃখবোধ করা: You can’t miss it, it’s on the table. (৩) miss out (on something) (কথ্য) (কোনোকিছু থেকে উপকৃত হওয়ার বা কিছু উপভোগ করার) সুযোগ হারানো; নিজেকে বঞ্চিত করা: I missed out on his offer of a free holiday in Spain. miss something out বাদ দেওয়া; ছাড় দেওয়া; উহ্য রাখা: miss out a word/ line missing (adjective) হারানো; হারিয়ে যাওয়া; নিখোঁজ; নিরুদ্দিষ্ট: miss persons. the missing link দ্রষ্টব্য link 1 [uncountable noun]
  • English Word missal Bengali definition [মিস্‌ল্‌] (noun) রোমান ক্যাথলিক ধর্মমতে সমবেত প্রার্থনা-অনুষ্ঠানের নির্দেশাবলিযুক্ত পুস্তক; প্রার্থনা-পুস্তক
  • English Word missed call Bengali definition [মিস্‌ড্‌ কল্‌] (noun) [countable noun] (১) মিসড কল; ব্যর্থ কল; অক্ষম কল; ফোন রিসিভ করার আগেই যে কল কলদাতা ইচ্ছাকৃতভাবে কেটে দেন এবং যার সঙ্কেত ফোনের স্ক্রিনে মিসড কল হিসেবে ওঠে: I just noticed I have a miss. (২) (কথ্য সাধারণত বাংলাদেশে উচ্চারিত) মিস কল
  • English Word misshapen Bengali definition [মিস্‌শেইপ্‌ন্‌] (adjective) (বিশেষত শরীর বা অঙ্গপ্রত্যঙ্গ) বিকৃত; বেঢপ; বিকলাঙ্গ; কদাকার