M পৃষ্ঠা ৪০
- English Word muse 2 Bengali definition [মিঊজ্] (verb intransitive) muse (over/on/upon) গভীর বা তন্ময় হয়ে ভাবা/চিন্তা করা; ধ্যান করা: musing over memories. musingly (adverb) তন্ময় হয়ে; ধ্যানঘোরে; স্বপ্নাচ্ছন্নভাবে।
- English Word museum Bengali definition [মিঊজিআম্] (noun) প্রদর্শশালা; জাদুঘর। a museum piece প্রদর্শনশালায় সংরক্ষণযোগ্য উৎকৃষ্ট নমুনা; (লাক্ষণিক) সেকেলে বস্তু বা ব্যক্তি; জাদুঘরের সামগ্রী।
- English Word mush Bengali definition [মাশ্] (noun) [uncountable noun] নরম, ঘন মিশ্রণ বা পিণ্ড; মণ্ড; (America(n)) ভুট্টার ঝাউ। mushy (adjective) মণ্ডবৎ; থকথকে; (কথ্য) ভাবকোমল; ভাবালু; ছিঁচকাদুনে।
- English Word mushroom Bengali definition [মাশরুম America(n) মাশরূম্] (noun) ব্যাঙের ছাতা; ছত্রাক: (attributive(ly)) the mushroom (= দ্রুত) growth of English medium schools. The mushroom cloud of a nuclear explosion. □ (verb transitive) (১) go mushrooming ছত্রাক কুড়াতে মাঠে যাওয়া। (২) দ্রুত বৃদ্ধি পাওয়া বা বিস্তৃতি হওয়া: Private clinics are mushrooming in the city.
- English Word music Bengali definition [মিঊজিক্] (noun) [uncountable noun] সংগীত; গীতবাদ্য: (attributive(ly)) a music lesson/teacher, সংগীতপাঠ/সংগীতশিক্ষক। face the music সমালোচকদের মোকাবিলা করা; সাহসের সঙ্গে বিপদ-বাধার মুখোমুখি হওয়া। set/put something to music (কবিতা ইত্যাদিতে) সুর সংযোজন করা। music-box (noun)= (America(n) musical-box, দ্রষ্টব্য musical. music-hall (noun) (British/Britain) বিচিত্রানুষ্ঠানের (যেমন গান, শারীরিক কসরত) জন্য ব্যবহৃত হল বা রঙ্গালয়; রঙ্গশালা। দ্রষ্টব্য concert 1 (২) ভুক্তিতে concert-hall. music-stand (noun) মুদ্রিত স্বরলিপি ধরে রাখার জন্য (সাধারণত ভাঁজ করা যায় এমন) হালকা কাঠামো; সংগীতপীঠিকা। music-stool (noun) পিয়ানো বাজানোর সময়ে ব্যবহৃত (সাধারণত উচ্চতা মিলিয়ে নেওয়া যায় এমন) হেলানবিহীন আসন; বাজনার টুল।
- English Word musical Bengali definition [মিঊজিক্ল্] (adjective) সাংগীতিক; সংগীতধর্মী; সংগীতপ্রিয়; সংগীতামোদী; সুরেলা: musical instruments; a musical nation. musical-box (noun) খুললেই একটা সুর ঝংকৃত হয়ে ওঠে এমন যান্ত্রিক কৌশলযুক্ত বাক্স; বাদ্যবাক্স। musical chairs সংগীতের তালে তালে আসন গ্রহণের খেলা। খেলোয়াড়দের চেয়ে চেয়ারের সংখ্যা একটি কম বলে প্রত্যেকবার বাজনা থামলেই একজন করে খেলোয়াড় আসন গ্রহণে ব্যর্থ হয় এবং খেলা থেকে বাদ পড়ে, সাংগীতিক আসন। musical comedy নৃত্যগীত প্রধান হালকা সরস নাটক; সংগীতনাট্য। □ (noun) [countable noun] (১) সংগীতনাট্য। (২) যে ছায়াছবিতে গান একটি অপরিহার্য অঙ্গ; গীতিপ্রধান চলচ্চিত্র। musically [মিঊজিক্লি্] (adverb) সাংগীতিকভাবে।
- English Word musician Bengali definition [মিঊজিশ্ন্] (noun) সংগীত; সংগীতবিশারদ; সুরস্রষ্টা; সুরকার। musicianship (noun) [uncountable noun] সংগীতনৈপুণ্য।
- English Word musk Bengali definition [মাস্ক্] (noun) [uncountable noun] (১) কস্তুরী; মৃগনাভি; মৃগমদ। musk-deer (noun) মধ্য এশিয়ার শিংবিহীন ছোট হরিণ; কস্তুরীমৃগ। musk-rat (কিংবা musquash) (noun) উত্তর আমেরিকার বৃহৎ ইঁদুরসদৃশ জলচর প্রাণী, যার লোমশ চামড়া মূল্যবান; গন্ধমূষিক। muskmelon (noun) মিষ্টি রসালো তরমুজবিশেষ। muskrose (noun) বড় বড় সুগন্ধি পুষ্পবিশিষ্ট লতানো গোলাপ; কস্তুরী-গোলাপ। musky (adjective) (muskier, muskiest) কস্তুরীর গন্ধবিশিষ্ট; কস্তুরীগন্ধ।
- English Word musket Bengali definition [মাসকিট্] (noun) (১৬ থেকে ১৯ শতকে) পদাতিক সৈনিকদের ব্যবহৃত গাদাবন্দুকবিশেষ; তবক। musketeer [মাসকিটিআ(র্)] (noun) উক্ত বন্দুকসজ্জিত সৈনিক; তবকি। musketry (noun) [uncountable noun] (১) রাইফেলে গুলিচালনা; রাইফেলে গুলিচালনার বিদ্যা/প্রশিক্ষণ। (২) (প্রাচীন প্রয়োগ) তবকবাহিনী।
- English Word Muslim Bengali definition [মুজলিম্ America(n) মাজলাম্] (noun) মুসলিম; মুসলমান; (attributive(ly)) মুসলিম: Muslim scientists.
- English Word muslin Bengali definition [মাজলিন্] (noun) [uncountable noun] (১) মিজি; সূক্ষ্ম সুতিবস্ত্রবিশেষ; মসলিন।
- English Word musquash Bengali definition [মাস্কোয়শ্] (noun) গন্ধমূষিকের লোমশ চামড়া। দ্রষ্টব্য musk (১)।
- English Word muss Bengali definition [মাস্] (noun) (America(n)) [uncountable noun, countable noun] বিশৃঙ্খলা; অব্যবস্থা; গোলযোগ; নৈরাজ্য; অরাজকতা; হাঙ্গামা। muss (up) অবিন্যস্ত/এলোমেলো করা: mussup somebody’s hair.
- English Word Mussalman Bengali definition [মূসলমান্] (অপিচ Mussulman [মূসলমান্]) (noun) ইসলামধর্মে বিশ্বাসী; মুসলমান। = Muslim
- English Word mussel Bengali definition [মাস্ল্] (noun) দ্বিধাবিভক্ত কালো খোলসবিশিষ্ট বিভিন্ন ধরনের ঝিনুকবিশেষ।
- English Word must 1 Bengali definition [মাস্ট্] (noun) [uncountable noun] গাঁজিয়ে মদে পরিণত করার আগে আঙুরের রস; দ্রাক্ষারস।
- English Word must 2 Bengali definition [দুর্বল রূপ: মাস্ট্, জোরালো রূপ: মাস্ট্] (auxiliary verb), (anomalous finite) (infinitive, participle or inflected forms; must not- কে' mustn’t [মাস্ন্ট্] রূপে সংক্ষেপ করা যেতে পারে) (১) বাধ্যবাধকতা বা আবশ্যকতা প্রকাশক; must not নিষেধাত্মক। তুলনীয় অনুজ্ঞাসূচক may ও দায়নিরপেক্ষ need not. তুলনীয় অতীত বাধ্যবাধকতা বোঝাতে had to এবং ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝাতে shall/will have to-এর ব্যবহার) বাংলায় প্রায়ই -তে প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়া + হবে এই অর্থে প্রকাশ করে: must pay her. ক Must you leave so soon? খ. Yes, I must, কিংবা No, I needn’t. (২) (= had to, অতীতে কোনো এক সময়ের অপরিহার্যতা নির্দেশক): He said he must have a shawl for winter; As he had lost his pen, he agreed that he must buy new one. (৩) (আবশ্যকতার উপর অপেক্ষাকৃত কম জোর দিয়ে; কাঙ্ক্ষিত বা বিবেচনাসম্মত বোঝাতে) I must ask you not to make similar mistakes. (৪) (নিশ্চয়াত্মক): All men must die. (৫) (প্রবল সম্ভাব্যতাসূচক): You must be very tired after a long journey. (৬) (অশুভ বা অবাঞ্ছিত ঘটনা নির্দেশ করতে) : He must come and disturb me when I am busy with my assignments. □ (noun) (কথ্য) অত্যাবশ্যক কিছু: This book is a must for everbody, অবশ্যপাঠ্য।
- English Word must 3 Bengali definition [মাস্ট্] (noun) হাতি বা উটের মারাত্মক ক্ষিপ্ততা; মদমত্ততা।
- English Word must-have Bengali definition [মাস্ট্-হ্যাভ] (noun) [countable noun, uncountable noun] প্রয়োজনীয় জিনিস; বহুল আকাঙ্ক্ষিত দ্রব্য: Now, I know where to go for all my fave beauty must-haves. (adjective) অর্জন বা পাওয়া খুবই দরকারি: must-have tool for every little problem in life.
- English Word mustache Bengali definition [মাস্ট্যাশ্] (noun) (America(n))= moustache.
- English Word mustachio Bengali definition [মাস্টা:শিউ America(n) মাসট্যাশিউ] (noun) (plural mustachios [মাস্টা:শিউজ্] (সাধারণত দীর্ঘ লোমযুক্ত) মোটা গোঁফ।
- English Word mustang Bengali definition [মাস্ট্যাঙ্] (noun) আমেরিকান সমতলভূমির বন্য বা প্রায় বন্য ছোট ঘোড়াবিশেষ; মাসট্যাং।
- English Word mustard Bengali definition [মাস্টাড্] (noun) [uncountable noun] (১) সরিষা; রাইসরিয়া। (২) শর্ষের গুঁড়া; সরষের চাটনি বা সস। mustardgas (প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত) বাষ্পযুক্ত তরল বিষবিশেষ, এর বাষ্পের সংস্পর্শে চামড়া পুড়ে যায়। as keen as mustard অতি তীব্র। grain of mustardseed অতি বৃহৎ কিছুতে পরিণত হওয়ার যোগ্যতাসম্পন্ন অতি ক্ষুদ্র কিছু; সরষেদানা।
- English Word muster Bengali definition [মাস্টা(র্)] (noun) (বিশেষত পরিদর্শনের উদ্দেশ্যে) সমাবেশ। pass muster সন্তোষজনক বিবেচিত হওয়া; (পরীক্ষায়) উৎরানো। (verb transitive), (verb intransitive) mustard (up) একত্র বা এক জায়গায় ডাকা, সংগ্রহ বা জড়ো করা: He mustarded (up) all his courage.
- English Word musty Bengali definition [মাস্টি] (adjective) (১) (mustier, mustiest) বালি; ছাতাপড়া; ছেতো; ছাতার গন্ধযুক্ত: musty book। (২) (লাক্ষণিক) সেকেলে; বস্তাপচা; বালি: We found the preacher full of musty ideas. mustiness [মাস্টিনিস্] (noun) ছাতার গন্ধ; বাসিভাব।
- English Word mutable Bengali definition [মিঊটাব্ল্] (adjective) পরিবর্তনশীল; বিকারযোগ্য; বিকারী। mutability [মিঊটাবিলাটি] (noun) পরিবর্তনশীলতা; বিকার্যতা।
- English Word mutation Bengali definition [মিঊটেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] পরিব্যক্তি; পরিবৃত্তি; বিকার; রূপান্তর।
- English Word mutatis mutandis Bengali definition [মূটা:টিস্ মূট্যান্ডিস্] (adverb) (লাতিন) (বিভিন্ন দৃষ্টান্তের তুলনায় সময়) প্রয়োজনীয় পরিবর্তন পরিযোজনপূর্বক।
- English Word mute Bengali definition [মিঊট্] (adjective) (১) নীরব; নিঃশব্দ; শব্দহীন: Her attitude was one of mute resistance. (২) (ব্যক্তি) মূক; বোকা; বাকশক্তিহীন। (৩) (শব্দ মধ্যস্থ বর্ণ) অনুচ্চারিত; বোবা: The ‘b’ in ‘dumb’ is mute. (noun) (১) বোঝা। (২) তারের বাদ্যযন্ত্রের আওয়াজ কোমল করতে ব্যবহৃত হাড় বা ধাতুর টুকরা। (verb transitive) (বিশেষত বাদ্যযন্ত্রের) শব্দরোধ করা; শব্দ ভোঁতা করা। mutely (adverb) নীরবে, নিঃশব্দে ইত্যাদি।
- English Word mutilate Bengali definition [মিঊটিলেইট্] (verb transitive) অপরিহার্য কোনো অংশ ভেঙে, ছিঁড়ে বা কেটে ক্ষতিগ্রস্ত করা; অঙ্গহানি করা; বিকলাঙ্গ করা। mutilation [মিঊটিলেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] অঙ্গহানি; অঙ্গচ্ছেদ।