M পৃষ্ঠা ৩৯
- English Word multistoried, multistoreyed Bengali definition [মালটিসটোরিড] (adjective) বহুতলবিশিষ্ট; বহুতল।
- English Word multitude Bengali definition [মালটিটিঊড্ America(n) মালটিটূড্] (noun) (১) [countable noun] বিপুল সংখ্যা (বিশেষত সমবেত মানুষ); সমুচ্চয়; নিচয়; নিকর। (২) the multitude জনতা; জনসাধারণ। (৩) [uncountable noun] সংখ্যাধিক্য; পুঞ্জ; রাশি: like the stars in multitude. multitudinous [মালটিটিউডিনাস্ America(n) মালটূডানাস] (adjective) বিপুলসংখ্যক; অগণিত।
- English Word mum 1 Bengali definition [মাম্] (interjection), (noun) চুপ! মুখ খুলবেন না। mum’s the word! একদম চুপ! টু শব্দটি করবেন না। (adverb) keep mum নীরব/মৌন থাকা; চুপ করে থাকা।
- English Word mum 2 Bengali definition [মাম্] (noun) (কথ্য) মা।
- English Word mumble Bengali definition [মাম্ব্ল্] (verb transitive), (verb intransitive) (১) অস্ফুট বা অস্পষ্টভাবে কিছু বলা; মিন মিন করা। (২) দন্তহীন মাড়ি দিয়ে চিবানোর মতো করে চিবানো বা কামড়ানো।
- English Word mumbo-jumbo Bengali definition [মামবোউ জামবোউ] (noun) অর্থহীন বা দুর্বোধ্য আচার অনুষ্ঠান; আগড়বাগড়; আবোলতাবোল।
- English Word mummer Bengali definition [মামা(র্)] (noun) এক ধরনের প্রাচীন মূক নাটকের অভিনেতা; মুকাভিনেতা। mummery (noun) (plural mummeries) [countable noun] মূক নাটকে অভিনয়; মূকাভিনয়। [uncountable noun, countable noun] (বিশেষত ধর্মীয়) নির্বোধ, অপ্রয়োজনীয় অনুষ্ঠান; বোবা নাটক।
- English Word mummify Bengali definition [মামিফাই] (verb transitive) (past tense, past participle mummified) (মৃতদেহকে) সুগন্ধ প্রলেপাদি প্রয়োগে সংরক্ষণ করা; মমি করা; বিশুষ্ক করা। mummification [মামিফিকেইশন্] (noun) মমীকরণ।
- English Word mummy Bengali definition [মামি] (noun) (plural mummies) (১) সমাহিত করার জন্য মমি করা মানব বা প্রাণিদেহ; মমি। (২) ক্ষয় থেকে সংরক্ষিত শুষ্ক দেহ; মমি।
- English Word mummy 2 Bengali definition [মামি] (noun) (plural mummies) (প্রধানত শিশুবুলি) মা।
- English Word mummy porn Bengali definition [মামি পোন্] (noun) [uncountable noun] (অপিচ mommy porn) (অনানুষ্ঠানিক) (‘মাম্মি পর্ন’ শব্দটি জনপ্রিয়তা পায় প্রাপ্তবয়স্কদের উপন্যাস ‘ফিফটি শেডস অব গ্রে’- এর কারণে। শব্দটি দিয়ে ‘যৌনবাসনা উদ্রেককারী ফিকশন’- এর একটি ধারাকে বোঝায়); যৌন-উত্তেজক পর্নো বই, ফটো, ভিডিও ইত্যাদি যা নারীদের প্রিয়, বিশেষত মধ্যবয়সী নারীদের কাছে: The expression mummy porn popped up in 20 1 2
- English Word mumps Bengali definition [মাম্প্স্] (noun) (singular verb- সহ) গলায় বেদনাদায়ক স্ফীতিযুক্ত ছোঁয়াচে রোগবিশেষ; পনসিকা।
- English Word munch Bengali definition [মান্চ] (verb transitive), (verb intransitive) কচকচ/কড়মড় করে চিবানো।
- English Word mundane Bengali definition [মানডেইন] (adjective) (১) জাগতিক; পার্থিব; ইহলৌকিক (আধ্যাত্মিক বা স্বর্গীয়ের বিপরীত)। (২) নীরস; নিরানন্দ; মামুলি; গতানুগতিক: mundane occupations/speeches. mundanely (adverb) জাগতিকভাবে; গতানুগতিকভাবে।
- English Word municipal Bengali definition [মিঊনিসিপল] (adjective) স্বায়ত্তশাসিত শহর বা নগর সম্বন্ধীয়; পৌর: municipal buildings, পৌরভবনসমূহ (যেমন নগরভবন, গণগ্রন্থাগার)। municipally [মিঊনিসিপালি] (adverb) municipality [মিঊনিসিপ্যালিটি] (noun) (plural municipalities) পৌরসভা; পৌরসংঘ।
- English Word munificent Bengali definition [মিঊনিফিসনট্] (adjective) (আনুষ্ঠানিক) দানবীর; মহাপ্রাণ; (প্রদত্ত কোনো বস্তু) পরিমাণে বিশাল কিংবা গুণগতভাবে অতুলনীয়। munificently (adverb) মুক্তহস্তে; উদারভাবে। munificence [মিঊনিফিস্ন্স্] (noun) [uncountable noun] অপরিমিত দানশীলতা।
- English Word muniments Bengali definition [মিঊনিমানটস] (noun) (আইন সম্বন্ধীয়) স্বত্ব, বিশেষাধিকার ইত্যাদির প্রমাণস্বরূপ রক্ষিত দলিলপত্র; স্বত্বপ্রমাণ।
- English Word munition Bengali definition [মিঊনিশন্] (noun) (plural, তবে 'attributive(ly) হিসেবে নয়) সামরিক রসদ, বিশেষত কামান, গোলাবারুদ, বোমা ইত্যাদি যুদ্ধোপকরণ। (verb transitive) যুদ্ধোপকরণে সজ্জিত করা: to munition a fort.
- English Word munsif Bengali definition [মূনসিফ] (অপিচ moonsiff মূনসিফ]) (noun) নিম্ন দেওয়ানি আদালতের বিচারক; মুনসেফ।
- English Word mural Bengali definition [মিউআরাল] (adjective) দেওয়াল সম্বন্ধীয়; দেওয়ালসদৃশ; দেওয়ালস্থ: a mural painting. প্রাচীরচিত্র। (noun) [countable noun] প্রাচীরচিত্র; প্রাচীরাঙ্কন।
- English Word murder Bengali definition [মাডা(র্)] (noun) (১) [uncountable noun, countable noun] খুন, নরহত্যা: commit murder. cry blue murder (কথ্য) আতঙ্কে চিৎকার করা। Murder will out (প্ৰবাদ) খুন গোপন থাকে না। দ্ৰষ্টব্য homicide, manslaughter, regicide ইত্যাদি। (২) [uncountable noun] অযৌক্তিক জীবনহানি (যেমন যুদ্ধে); খুন: murder in the name of justice. □ (verb transitive) (১) খুন করা। (২) দক্ষতা বা অভিজ্ঞতার অভাবে নষ্ট করা; পণ্ড করা: murder a piece of music. Do you ever murder the English language? murderer (noun) খুনি। murderess [মাডারিস] (noun) স্ত্রীখুনি, হন্ত্রী। murderous [মাডারাস] (adjective) খুনসূচক; খুনের উদ্দেশ্যে পরিকল্পিত; জিঘাংসু; ঘাতক; রক্তপিপাসু; a murderous-looking villain. murderously (adverb) খুনের উন্মাদনায়।
- English Word murk Bengali definition [মাক্] (noun) [uncountable noun] তমিস্র; গাঢ় অন্ধকার। murky (adjective) (murkier, murkiest) তমসাচ্ছন্ন; ঘোর অন্ধকার; তমিস্রনিবিড়: a murky night; (অন্ধকার) গাঢ়; ঘন। murkily [মাকিলি] (adverb) তমোনিবিড়রূপে।
- English Word murmur Bengali definition [মামা(র্)] (noun) (১) গুঞ্জন; গুঞ্জরণ; মর্মর; ঝিরঝির (শব্দ); কুলুকুলু ধ্বনি: the murmur of bees in the garden; the murmur of a distant brook. (২) (কথাবার্তার) মৃদুগুঞ্জন: a murmur of conversation. (৩) অনুভূতির চাপা প্রকাশ; গুঞ্জন: a murmur of delight. They accepted the verdict without a murmur, টুঁ শব্দটি না করে। (verb intransitive), (verb transitive) (১) গুঞ্জন/কুলুকুলু করা: a murmuring brook. (২) murmur (at/against) অসন্তোষ জ্ঞাপন করা; গজগজ করা: murmur at injustice. (৩) বিড়বিড় করা: murmur a prayer.
- English Word murphy Bengali definition [মাফি] (noun) (plural murphies) (অপশব্দ) গোল আলু।
- English Word murrain Bengali definition [মারিন্] (noun) (১) [uncountable noun] গবাদিপশুর সংক্রামক রোগবিশেষ; মহামারী। (২) (প্রাচীন প্রয়োগ) A murrain on you! নিপাত যাও; যমের বাড়ি যাও।
- English Word muscatel Bengali definition [মাসকাটেল] (noun) [uncountable noun] কস্তুরীগন্ধ আঙুর থেকে তৈরি দামি মিষ্টি মদবিশেষ, মাস্কাটেল।
- English Word muscle Bengali definition [মাসল্] (noun) [countable noun, uncountable noun] পেশি; মাংসপেশি। muscle-man [ম্যান] (noun) (plural men) দৃঢ়গঠিত পেশিসম্পন্ন মানুষ; শক্তিধর পুরুষ; পেশিপুরুষ। muscle-bound (adjective) অতিপ্রশিক্ষণ বা অতিরিক্ত ব্যায়ামের ফলে দড়ি-পাকানো; পেশিবলয়িত। □ (verb transitive) muscle in (on something) (কথ্য) (সুবিধাজনক বিবেচনা করে কোনোকিছুর) অংশলাভের জন্য বল প্রয়োগ করা।
- English Word Muscovite Bengali definition [মাসকাভাইট] (noun), (adjective) মস্কো সম্বন্ধীয়; মস্কোবাসী।
- English Word muscular Bengali definition [মাসকিঊলা(র্)](adjective) (১) পেশি সম্বন্ধীয়: muscular tissue, পেশীকোষ; muscular rheumatism. (২) পেশিবহুল।
- English Word muse 1 Bengali definition [মিঊজ] (noun) (১) the Muses (গ্রিকপুরাণ) কাব্য, সংগীত, নৃত্য, ইতিহাস ও অন্যান্য বিদ্যার সংরক্ষয়িত্রী ও উৎসাহদাত্রী জিউসকন্যা নয় দেবী। (২) the Muse কাব্যলক্ষ্মী; কবিপ্রতিভা।