M পৃষ্ঠা ২৯
- English Word mitre Bengali definition (America(n)= miter) (noun) (১) (কোনোকোনো অনুষ্ঠানে বিশপদের পরিধেয় সুউচ্চ টুপিবিশেষ। (২) mitre(-joint) (সূত্রধরের কাজ) যে জোড়ার সংযোগ রেখা দুটি খণ্ডের মধ্যবর্তী কোণকে (সাধারণত সমকোণ) দুই ভাগে বিভক্ত করে (যেমন ছবির ফ্রেমে); কৌণিক সংযোগ।
- English Word mitt Bengali definition [মিট্] (noun) (১) = mitten. (২) বেইসবলের দস্তানা; (কথ্য) মুষ্টিযুদ্ধের দস্তানা। (৩) (অপশব্দ) হাত; মুষ্টি; মুঠি।
- English Word mitten Bengali definition [মিট্ন্] (noun) (১) এক ধরনের দস্তানা, যাতে চার আঙুল একযোগে এবং বৃদ্ধ আঙুল আলাদাভাবে আবৃত হয়। (২) আঙুল বাদ দিয়ে কেবল হাতের পিঠ ও তালুর আবরণ।
- English Word mix 1 Bengali definition [মিক্স্] (verb transitive), (verb intransitive) (১) মেশা বা মেশানো; মিশ্রিত/সম্মিশ্রিত করা বা হওয়া। (২) mix (with) (ব্যক্তি) মেশা; মেলামেশা করা। (৩) mix something/somebody up (with something/somebody) উত্তমরূপে মেশানো; গুলিয়ে ফেলা; পার্থক্য করতে না-পারা; তালগোল পাকানো: Don’t mix her up with her twin sister. be/get mixed up in/with something জড়িত/সংশ্লিষ্ট হওয়া; সংস্রব রাখা; দূরে থাকা: get mixed up with politics/ in an affair. mixup (noun) বিশৃঙ্খলা; গোলমাল: What a mixup! mixed-up (adjective) মানসিকভাবে বিভ্রান্ত; উদ্ভ্রান্ত; বিভ্রান্তচিত্ত; mixed-up kids, সামাজিক সমস্যায় বিভ্রান্তচিত্ত শিশুরা।
- English Word mix 2 Bengali definition [মিক্স্] (noun) (প্রধানত বাণিজ্যে) কোনো উদ্দেশ্যে মিশ্রিত বা মিশ্রণীয় উপকরণসমূহ (কোনো খাদ্যবস্তুর); মিশ্রণ: an ice-cream mix; a cake mix (ময়দা, ডিমের গুঁড়া, চিনি)।
- English Word mixed Bengali definition [মিক্স্ট্] বিভিন্ন ধরনের; মিশ্রিত; মিশ্র; অবচ্ছুরিত: mixed biscuits/pickles; a mixed school, (বালকবালিকাদের জন্য) সহশিক্ষা-বিদ্যালয়: a mixed company, (বিভিন্ন শ্রেণি, রুচি ইত্যাদির মানুষের) মিশ্রসমাবেশ have mixed feelings (about something) মিশ্র অনুভূতি (যেমন যুগপৎ আনন্দ ও বেদনা) থাকা। mixed blessing সুবিধা ও অসুবিধা দুইই আছে এমন কোনো বস্তু; মিশ্র আশীর্বাদ। mixed doubles (টেনিস ইত্যাদি) প্রত্যেক পক্ষে একজন নারী ও একজন পুরুষ নিয়ে খেলা; মিশ্র দ্বৈত। mixed farming মিশ্র চাষাবাদ (যেমন একইসঙ্গে দুগ্ধখামার ও শস্যের চাষাবাদ)। mixed grill মিশ্র কাবাব (যেমন কলিজা, গুর্দা ইত্যাদি)। mixed marriage ভিন্ন জাতি বা ধর্মের নারীপুরুষের মধ্যে বিবাহ; মিশ্রবিবাহ। mixed metaphor হাস্যকর বা কৌতুককর দুই বা ততোধিক উপমা-উৎপেক্ষার অসঙ্গত ব্যবহার; সংকর অলংকার (যেমন ‘The scourage of tyranny had burnt his fingers’).
- English Word mixer Bengali definition [মিক্সা(র্)] (noun) (১) যে বস্তু বা ব্যক্তি মিশ্রিত হয়/করা হয়; মিশ্রক; মিশ্রকারী: a cement mixer; an electric food-mixer; (টিভি, চলচ্চিত্র) যে ব্যক্তি বা বস্তু একই দৈর্ঘ্যের ফিল্ম বা ভিডিও টেপে শর্টসমূহ সমন্বিত করে। (২) be a good mixer (কথ্য) সামাজিক অনুষ্ঠানাদিতে সহজে মিশতে পারা; মিশুক হওয়া। দ্রষ্টব্য mix 1 ( 2)।
- English Word mixture Bengali definition [মিক্স্চা(র্)] (noun) [uncountable noun] মিশ্রীকরণ বা মিশ্রীভবন; মিশ্রণ। [countable noun] মিশ্রণজাত বস্তু; মিশ্র; মিশ্রণ: a smoking mixture, বিভিন্ন জাতের তামাকের মিশ্রণ; a cough mixture, বিভিন্ন ভেষজের মিশ্রণ। the mixture as before (কথ্য) পূর্ববৎ প্রক্রিয়া, পদ্ধতি ইত্যাদি; তথৈবচ; যথাপূর্ব।
- English Word mizzen, mizzen Bengali definition [মিজ্ন্] (noun) (১) mizzen (-mast) তিন মাস্তুলওয়ালা জাহাজের সবচেয়ে পেছনের মাস্তুল। (২) mizzen (-sail) উক্ত মাস্তুলে খাটানো সবচেয়ে নিচের চৌকো পাল।
- English Word mnemonic Bengali definition [নিমনিক] (adjective) স্মৃতিসম্বন্ধীয়; স্মৃতির সহায়তার উদ্দেশ্যে পরিকলিপত; স্মার্ত; স্মারণিক; স্মৃতিপ্রবর্তক: mnemonic verses, স্মৃতিসহায়ক/স্মারণিক শ্লোক বা পঙক্তিমালা। mnemonics (noun) (plural) স্মৃতিশক্তির উৎকর্ষসাধনবিষয়ক বিদ্যা বা প্রণালি; স্মৃতিবর্ধনবিদ্যা; স্মরণবিদ্যা।
- English Word mo Bengali definition [মোউ] (noun) moment -এর অপশব্দ, সংক্ষেপ, মুহূর্ত: half a mo.
- English Word moan Bengali definition [মোউন] (noun) [countable noun] বেদনা বা অনুতাপের চাপা শব্দ বা যন্ত্রণাসূচক চাপা আওয়াজ; গোঙানি; কাতরানি; কোঁকানি; আহাজারি: the moan of the wind. (verb intransitive), (verb transitive) কাতরানো: moan (out) a plea for help, কাতরকণ্ঠে সাহায্য চাওয়া।
- English Word moat Bengali definition [মৌট্] (noun) রক্ষাব্যবস্থার অংশ হিসেবে দুর্গ প্রভৃতির চারদিকে জলপূর্ণ গভীর, প্রশস্ত পরিখা। moated (adjective) পরিখা বেষ্টিত।
- English Word mob Bengali definition [মব্] (noun) [countable noun] (১) বিশেষত দুষ্কৃতি বা হামলার উদ্দেশ্য সমবেত উচ্ছৃঙ্খল জনতা; জনসংকুল: (attributive(ly)) mob law; mob rule. (২) the mob সর্বহারা; লোকসাধারণ; জনতা: mob oratory, যে ধরনের বক্তৃতায় জনতার আবেগকে নাড়া দেয়, কিন্তু তাদের বৃদ্ধিবৃত্তিকে উদ্দীপ্ত করে না; লোক-খ্যাপানো বক্তৃতা। (৩) গুন্ডাদল। □ (verb transitive) (mobbed, mobbing, mobs) (মানুষ) হামলা বা শ্রদ্ধাপ্রকাশের জন্য ঘিরে ফেলা/ধরা: The politician was mobbed by agitated students. mobster [মব্স্টা(র্)] (noun) উচ্ছৃঙ্খল ব্যক্তিদের দল বা জনতার সদস্য; মস্তান; দাঙ্গাবাজ; গুণ্ডা।
- English Word mobcap Bengali definition [মব্ক্যাপ্] (noun) (১৮ শতক) মেয়েদের ঘরে পরার মস্তকাবরণবিশেষ, যাতে মাথার সব চুল ঢাকা পড়ে।
- English Word mobile Bengali definition [মোউবাইল্ America(n) মোউব্ল্] (adjective) (১) সচল; ভ্রাম্যমাণ; জঙ্গম; চলিষ্ণু; গতিময়; অস্থাবর: mobile troops/artillery. (২) নিয়তপরিবর্তী: mobile features. (noun) ভাস্কর্য বা অনুরূপ বস্তু, যার অংশসমূহ বাতাসে নড়ে। mobility [মোউবিলাটি] (noun) [uncountable noun] সচলতা; জঙ্গমতা; গতিময়তা; চলিষ্ণুতা।
- English Word mobile phone Bengali definition [মোউবাইল্ America(n) মোউব্ল্ ফোন্] (noun) মুঠোফোন, মোবাইল ফোন; (অপিচ cellular phone, cell phone, hand phone, mobe, mobey অথবা phone): He put the mobile phone beside him. দ্রষ্টব্য cellphone.
- English Word mobilize, mobilise Bengali definition [মোউবিলাইজ্] (verb transitive), (verb intransitive) (বিশেষত যুদ্ধে) ব্যবহার বা দায়িত্বে নিয়োজনের সজন্য একত্র করা; যুদ্ধার্থে সমবেত করা। mobilization, mobilisation [মোউবিলাইজেইশ্ন্ America(n) মোউবিলিজেইশ্ন্] (noun) যুদ্ধোদ্যম; যুদ্ধোদ্যোগ: (attributive(ly)) mobilzation orders.
- English Word mobster Bengali definition [মবসটা(র্)] (noun) দ্রষ্টব্য mob.
- English Word moccasins Bengali definition [মকাসিনজ্] (noun), (plural) নরম চামড়া দিয়ে তৈরি জুতাবিশেষ, যেমন উত্তর আমেরিকার আদিবাসীরা পরে, কিংবা অনুরূপ জুতা।
- English Word mocha Bengali definition [মকা: America(n) মোউকা] (noun) [uncountable noun] উৎকৃষ্ট মানের কফিবিশেষ, যা আদিতে আরবদেশের মোকা নামক বন্দর থেকে রপ্তানি করা হত; মকা।
- English Word mock Bengali definition ['মক্] (verb transitive), (verb intransitive) (১) mock somebody; mock at somebody কাউকে নিয়ে তামাশা করা; ভেংচানো; ব্যঙ্গ পরিহাস করা; উপহাস করা। mocking bird (noun) থ্রাসগোত্রের আমেরিকান পাখি, যা অন্য পাখির সুর নকল করে, হরবোলা পাখি। (২) অবজ্ঞাভরে উপেক্ষা/অগ্রাহ্য করা; উপহাস করা। mock-up (noun) (ক) কোনো প্রস্তাবিত যন্ত্রের (বা তার অংশবিশেষের) রূপ প্রদর্শনের জন্য কাষ্ঠনির্মিত পূর্ণাবয়ব মডেল (যেমন বিমানের); নকল রূপ। (খ) মুদ্রিত হবে এমন বস্তুর বিন্যাস, সজ্জা; গ্রন্থন। □ (attributively adjective) নকল: a mock battle; mock turtle soup; mock modesty, ছদ্মবিনয়; mock-heroic, বীরগাথার রচনাশৈলীর ব্যঙ্গাত্মক অনুকরণমূলক; ছদ্ম-মহাকাব্যিক। □ (noun) (পুরাতনী) উপহাস; ব্যঙ্গতামাশা। make a mock of উপহাস করা; তামাশা করা। mocker (noun) উপহাসকারী; বিদ্রূপকারী। mockingly (adverb) উপহাস করে।
- English Word mockery Bengali definition [মকারি] (noun) (plural mockeries) (১) [uncountable noun] উপহাস; ব্যঙ্গতামাশা; ব্যঙ্গবিদ্রূপ; হাসাহাসি: hold a person up to mockery. (২) [countable noun] উপহাসের পাত্র। (৩) [countable noun] গর্হিত বা নিন্দনীয় দৃষ্টান্ত প্রহসন: a mockery of justice.
- English Word mocktail Bengali definition [মক্টেইল্] (noun) (plural mocktails) ('mock' আর 'cocktail' মিলে তৈরি) (প্রধানত আমেরিকায়) দেখতে মদের মতো হলেও অ্যালকোহলমুক্ত পানীয়; মকটেইল: Nowadays mocktail drinks are much popular among teenagers.
- English Word mod Bengali definition [মড্] (adjective) (অপশব্দ) (বিশেষত পোশাকপরিচ্ছদে) হালনাগাদ ও ফিটফাট; কেতাদুরস্ত। (noun) (১৯৬০- এর দশক, British/Britain) মটরসাইকেল-আরোহী ফিটফাট তরুণ: Mods and Rockers. দ্রষ্টব্য rock 2.
- English Word modal Bengali definition [মোউড্ল্] (adjective) (substance- এর সঙ্গে বৈপরীত্যক্রমে) ধরন বা রীতিসম্পর্কিত; (ব্যাকরণ) ক্রিয়ার ভাব সম্বন্ধীয়; প্রকারাত্মক: modal auxiliaries (যেমন can, may). modality (noun) [uncountable noun] (১) প্রকার; প্রণালি। (২) [countable noun] কিছু করার ধরন; ক্রিয়াপদ্ধতি; সাধনপ্রণালি।
- English Word mode Bengali definition [মোউড্] (noun) [countable noun] (১) ধরন; কর্মপদ্ধতি; সাধনপ্রণালি; করণপ্রণালি; a mode of life, জীবনযাপন পদ্ধতি; a mode of dressing the hair, কেশবিন্যাসরীতি; ফ্যাশন: the latest modes (of clothes). (সংগীত) বৃহৎ বা ক্ষুদ্র গ্রাম: the major and the minor modes.
- English Word model 1 Bengali definition [মড্ল্] (noun) [countable noun] (১) কোনো বস্তুর ক্ষুদ্রাকার প্রতিরূপ; যে নকশা অনুযায়ী কোনোকিছু তৈরি করা হয়; ছাঁচ; প্রতিমান; আদর্শ; আদল; মডেল: model of an aircraft; (attributive(ly)) model aircraft/trains. (২) অনুকরণীয় ব্যক্তি বা আদর্শ: She is model of virtue. (৩) (কথ্য) এক বস্তু বা ব্যক্তির অবিকল অনুরূপ অন্য বস্তু বা ব্যক্তি. হুবহু/অবিকল প্রতিচ্ছবি; প্রতিচ্ছায়া: He is a model of his father. (৪) চিত্রকর, আলোচিত্রী বা ভাস্কর যে ব্যক্তিকে সামনে রেখে ছবি আঁকেন, তোলেন বা ভাস্কর্য নির্মাণ করেন; মডেল। (৫) সম্ভাব্য ক্রেতারা যাদে দেখতে পারেন সেজন্য পোশাক-পরিচ্ছদ, টুপি ইত্যাদি পরে দেখানোর কাজে নিয়োজিত ব্যক্তি, মডেল। (৬) উপর্যুক্ত মডেলরা যেসব পোশাক-পরিচ্ছদ, টুপি ইত্যাদি জনসমক্ষে প্রদর্শন করেন; মডেল: the latest New York models. (৭) যে নকশা বা ছাঁচ অনুসরণ করে একই বস্তু বহু সংখ্যায় উৎপাদিত হয়; মডেল: the latest models of Volkswagon cars. (৮) পরোৎকৃষ্ট; অনুকরণীয়; আদর্শ; আদর্শস্থানীয়: model behaviour; a model son.
- English Word model 2 Bengali definition [মড্ল্] (verb transitive), (verb intransitive) (modelled, modelling, models America(n) modeled, modeling, models ) (১) model (in) (কোনো নরম পদার্থে) রূপ দেওয়া; গড়া; প্রতিমান তৈরি করা; আদল করা: model somebody’s head in clay; (লাক্ষণিক) delicately modelled features, কমনীয় মুখরেখা। (২) (পোশাক-পরিচ্ছদ, হ্যাট ইত্যাদির) মডেলরূপে কাজ করা (উপরে model 1 (৪) ও (৫) দ্রষ্টব্য। (৩) model oneself on/up on somebody আদর্শে পড়া: model oneself on one’s teacher. modeller (noun) (১) যে ব্যক্তি প্রতিমান তৈরি করে; প্রতিমাকৃৎ। (২) যে ব্যক্তি মডেলরূপে কাজ করে। model (l)ing (noun) [uncountable noun] (১) প্রতিমা তৈরির বিদ্যা; প্রতিমাশিল্প; প্রতিমা গড়ার পদ্ধতি। (২) মডেলের কর্ম বা বৃত্তি।
- English Word moderate 1 Bengali definition [মডারাট্] (adjective) (১) মাঝারি; মাঝারির কম; সীমিত; পরিমিত; ন্যায়সংগত: Walking at a moderate pace; a moderate priced flat. (২) সংযত; মধ্যপন্থি; নরমপন্থি; পরিমিত; পরিমিতি রোধসম্পন্ন: man of moderate intelligence; a moderate smoker. □ (noun) (বিশেষত রাজনীতিতে) মধ্যপন্থি। moderately (adverb) মাঝারি রকম/গোছের; পরিমিতভাবে; সহনীয়ভাবে; বেশ: a moderately large house.