• Bengali Word cast 1 English definition [কা:স্‌ট্ America(n) ক্যাস্‌ট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle cast) ১ নিক্ষেপ করা, ছোড়া, পড়তে দেওয়া।
    cast anchor নিচু করা; নোঙর ফেলা। be cast down ভারাক্রান্ত বা হতাশাগ্রস্ত হওয়া। দ্রষ্টব্য downcast. cast lots; cast in one’s lot with, দ্রষ্টব্য lot 2. cast a vote ভোট দেওয়া। casting vote It পরস্পরবিরোধী পক্ষদ্বয়ের ভোট সমান হলে জয়পরাজয় নির্ধারণে সভাপতি যে ভোটটি দিয়ে থাকেন। cast something in somebody’s teeth, দ্রষ্টব্য tooth. (২) কোনো নির্দিষ্ট দিকে বা লক্ষ্যে ঘোরানো বা চালিত করা: cast one’s eye over something, (খুঁটিয়ে) দেখা; পরীক্ষা করা। cast a gloom/shadow on something কোনো কিছুকে বিষণ্ণ বা ভারাক্রান্ত করে তোলা: cast a new light on a problem, স্পষ্টতর, সহজতর করে তোলা; নতুন আলোকপাত করা। cast about for (উৎকণ্ঠিতচিত্তে মিত্র, অজুহাত ইত্যাদি) সন্ধান করা; খুঁজে পেতে চেষ্টা করা। (৩) (গণিত ধাতু) ছাঁচে ঢালা; ছাঁচে ঢেলে (মূর্তি ইত্যাদি) তৈরি করা: a figure cast in bronze, ব্রোঞ্জনির্মিত মূর্তি। cast iron (noun) ঢালাইলোহা। castiron (adjective) (ক) ঢালাইলোহা দিয়ে তৈরি; (খ) (লাক্ষণিক) লৌহকঠিন; অক্লান্ত; অদম্য: a man with a castiron will. (৪) cast (somebody/something) aside পরিত্যাগ করা; খারিজ করা। cast (something) off (ক) (নৌকার) বাঁধন খুলে ভাসিয়ে দেওয়া; (খ) পরিত্যাগ করা। castoffs (noun) (plural) মালিকের পরিত্যক্ত বস্ত্রাদি। (৫) (অভিনেতা/নেত্রীদেরকে) নাটকের ভূমিকা বণ্টন করা। casting (noun) (১) [countable noun] ছাঁচে ঢালাইসহযোগে তৈরি করা বস্তু। (২) [uncountable noun] নাটক, ছায়াছবি ইত্যাদিতে অভিনয়ের জন্য অভিনেতা/অভিনেত্রী নির্বাচনের প্রক্রিয়া।