• Bengali Word major 1 English definition [মেইজার্‌] (adjective) ১ (minor-এর বিপরীত) সংখ্যায় অধিকতর; পরিমাণে বেশি; আয়তনে বড়; অধিক গুরুত্বপূর্ণ ইত্যাদি।
      major premise, দ্রষ্টব্য premise. major scale (noun) (সংগীত) ‘কি-নোট’ এবং ‘থার্ড-নোটে’র মধ্যবর্তী দুটি পূর্ণস্বরবিশিষ্ট স্কেল। major suit (noun) (তাস) ‘স্পেড’ অথবা ‘হার্টজ’। (২) (নামের পরে ব্যবহৃত) বয়সে বড় অথবা একই নামের দুই ব্যক্তির প্রথম ব্যক্তি: John major. □ (verb intransitive) major in something কলেজ-বিশ্ববিদ্যালয়ে (কোনো বিষয়) বিশেষভাবে অধ্যয়ন করা: He majored in Linguistics. □ (noun) বিশেষভাবে অধীত বিষয়।
    • Bengali Word major 2 English definition [মেইজা(র্‌)] (noun) মেজর।
      major-general (noun) মেজর জেনারেল।
    • Bengali Word majordomo English definition [মেইজাডোউমোউ] (noun) (plural majordomos [মেইজাডোমোউজ]) প্রধান পরিচারক; (অতীতে) ইতালির রাজপুত্রের প্রধান সেবক।
    • Bengali Word majority English definition [মাজরাটি America(n) মাজোরটি] (noun) (plural majorities) ১ (singular বা' plural verb -সহ) a/the majority (of) সংখ্যাগরিষ্ঠ।
      (২) [countable noun] সংখ্যাগরিষ্ঠ ভোট: He was elected by a majority. be in the/a majority সংখ্যাগরিষ্ঠ হওয়া। a majority verdict সংখ্যাগরিষ্ঠের রায়। (৩) one’s majority বয়ঃপ্রাপ্তি; সাবালকত্ব।