M পৃষ্ঠা ২২
- English Word midsummer Bengali definition [মিড্সামা(র্)] (noun) [uncountable noun] উত্তরায়নান্ত বা কর্কটক্রান্তি (২১ জুনের কাছাকাছি সময়ে)। Midsummer ২৪ জুন। midsummer madness চরম উন্মাদ অবস্থা।
- English Word midway Bengali definition [মিড্ওয়েই] (adjective), (adverb) midway (between) মধ্যে অবস্থিত; অর্ধপথে।
- English Word midweek Bengali definition [মিড্উইক্] (noun) [uncountable noun] সপ্তাহের মাঝামাঝি বা মধ্যভাগ (অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার, বিশেষ করে বুধবার)। (adjective) সপ্তাহের মধ্যভাগীয়: a midweek holiday.
- English Word midwife Bengali definition [মিডওয়াইফ] (noun) (plural midwives) ধাত্রী; দাই। midwifery [মিডউইফরি] (noun) [uncountable noun] ধাত্রীর পেশা ও কাজ; ধাত্রীবিদ্যা।
- English Word mien Bengali definition [মীন্] (noun) (সাহিত্যিক) চেহারা; ভাবভঙ্গি; আচার-আচরণ।
- English Word might 1 Bengali definition [মাইট্] mav- এর past tense
- English Word might 2 Bengali definition [মাইট্] (noun) [uncountable noun] প্রবল ক্ষমতা; বল; জোর; শক্তি: Might is right, জোর যার মুল্লুক তার। with might and main শারীরিক বল প্রয়োগের সাহায্যে।
- English Word mighty Bengali definition [মাইটি] (adjective) (mightier, mightiest) (১) (সাহিত্যিক) পরাক্রমশালী: a mighty nation. (২) প্রকাণ্ড ; বিরাট: the mighty ocean. high and mighty অত্যন্ত অহংকারী। □ (adverb) (কথ্য) খুব: to think oneself mighty clever. mightily (adverb) প্রবলভাবে; (কথ্য) চরমভাবে; একেবারে: mightily indignant.
- English Word migraine Bengali definition [মীগ্রেইন] (noun) (সাধারণত মাথার বা কপালের এক পাশের) প্রচণ্ড মাথাব্যথা; আধকপালে।
- English Word migrant Bengali definition [মাইগ্রান্ট্] (noun) বসবাসের উদ্দেশ্যে এক স্থান ত্যাগ করে অন্যত্র গমনকারী (বিশেষত পাখি)।
- English Word migrate Bengali definition [মাইগ্রেইট America(n) মাইগ্রেইট] (verb intransitive) migrate (from/to) (১) এক স্থান ত্যাগ করে অন্য স্থানে (বসবাসের উদ্দেশ্যে) চলে যাওয়া; বিদেশে বসবাসের উদ্দেশ্যে চলে যাওয়া; এক বিশ্ববিদ্যালয় ত্যাগ করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। (২) (পাখি ও মাছ) বিশেষ ঋতুতে এক স্থান বা এক দেশে থেকে অন্য স্থানে আ অন্য দেশে পরিভ্রমণ করা। migration [মাইগ্রেইশন] (noun) [uncountable noun] এক স্থান বা দেশ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্য স্থান, দেশ বা বিশ্ববিদ্যালয়ে গমন; অভিপ্রয়াণ; [countable noun] একত্রে অভিপ্রয়াণকারী ব্যক্তি বা প্রাণীর দল। migratory [মাইগ্রেট্রি America(n) মাইগ্রেটোরি] (adjective) ভ্রমণশীল; প্রচরণশীল: migrate birds.
- English Word mikado Bengali definition [মিকাডোউ] (noun) (পূর্বে বিদেশে ব্যবহৃত) জাপান সম্রাটের আখ্যা।
- English Word mike Bengali definition [মাইক্] (noun) (কথ্য) মাইক্রোফোন (microphone)-এর সংক্ষিপ্ত রূপ।
- English Word Milad-un-Nabi Bengali definition [মিলাদ-উন-নোবি] (অপিচ Milad [মিলাদ]) (noun) [uncountable noun] ইসলামধর্মের প্রবর্তক হজরত মুহম্মদ (স.) - এর জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে আয়োজিত মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান মিলাদ-উন নবী; মিলাদ।
- English Word milage Bengali definition [মাইলিজ] (noun)= mileage.
- English Word milch Bengali definition [মিলচ] (adjective) (গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী) দুগ্ধবর্তী; দুগ্ধদাত্রী; দুধেল: milchcows.
- English Word mild Bengali definition [মাইলড্] (adjective) (milder, mildest) (১) নরম; শান্তপ্রকৃতির; কোমল; মৃদু বা লঘু: mild weather; mild attack; mild punishments. (২) (খাদ্য, পানীয়, তামাক ইত্যাদি) অনুগ্র; কড় নয় এমন; কোমল: mild cigar. draw it mild (লাক্ষণিক) মাত্রা বা সীমা মেনে চলা। (৩) mild steel পিটিয়ে ইচ্ছামতো আকার দেওয়া যায় এমন নমনীয় ইস্পাত। mildly (adverb) শান্তভাবে; মৃদুভাবে। to put it mildly রেখে ঢেকে বলতে গেলে; অতিরঞ্জন না করে বলতে গেলে। mildness (noun)
- English Word mildew Bengali definition [মিলডিউ America(n) মিলডূ] (noun) [uncountable noun] গরম ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় গাছপালা, কাগজ, চামড়া প্রভৃতির গায়ে যে ক্ষয়কর ছত্রাক জন্মে। (verb transitive), (verb intransitive) উক্ত ছত্রাক হওয়া বা ছত্রাক আক্রান্ত হওয়া।
- English Word mile Bengali definition [মাইল] (noun) দূরত্বের পরিমাপবিশেষ; মাইল (১৭৬০ গজ): for miles and miles, মাইলের পর মাইল; This candidate is mile better than the others, এই প্রার্থী অন্যদের চেয়ে অনেক ভালো (কথ্য)। mileometer [মাইলোমিটা(র্)] (noun) মোটরগাড়িতে অতিক্রান্ত দূরত্ব মাইলে নির্দেশ বা রেকর্ড করার যন্ত্র; মাইলমিটা milestone (noun) মাইলফলক; (লাক্ষণিক) ইতিহাসের বা মানবজীবনের গুরুত্বপূর্ণ পর্যায়, ধাপ বা ঘটনা।
- English Word mileage Bengali definition [মাইলিজ] (noun) (১) মাইলের হিসেবে অতিক্রান্ত দূরত্ব: a used car with a small mileage, যে ব্যবহৃত গাড়ি বেশি চালানো হয়নি। (২) মাইলের হিসেবে প্রদেয় ভ্রমণভাতা।
- English Word miler Bengali definition [মাইলা(র্)] (noun) (কথ্য) এক মাইলের দৌড়ে বিশেষ পারদর্শী দৌড়বিদ; মাইলার।
- English Word milieu Bengali definition [মীলিউআ America(n) মীলিউআ] (noun) পরিবেশ; সামাজিক পারিপার্শ্বিকতা; পারিপার্শ্বিক অবস্থা; প্রতিবেশ।
- English Word militant Bengali definition [মিলিটান্ট] (adjective) যুদ্ধের জন্য তৈরি; শক্তি বা জোরালো চাপপ্রয়োগে নিয়োজিত বা এর সমর্থক; যুদ্ধংদেহি; জঙ্গি; রণমুখো: militant students/workers. □ (noun) শ্রমিক আন্দোলন; রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে জঙ্গি ব্যক্তি। militancy [মিলিটান্সি[ (noun) জঙ্গিত্ব; রণমুখিতা।
- English Word militarism Bengali definition [মিলিটারিজাম্] (noun) [uncountable noun] সামরিক শক্তি ও সদ্গুণাবলির উপর আস্থা ও নির্ভরশীলতা; সমরবাদ। militarist [মিলিটারিসট] (noun) সমরবাদে বিশ্বাসী বা এই মতবাদের সমর্থক; সমরবাদী। militaristic [মিলিটারিসটিক্] (adjective) সমরবাদী।
- English Word military Bengali definition [মিলিট্রি America(n) মিলিটেরি] (adjective) সৈনিক বা সেনাবাহিনী সম্বন্ধীয়; সশস্ত্রবাহিনী সম্বন্ধীয়; সামরিক। (noun) [uncountable noun] (singular বা (plural verb-সহ) the military সেনাবাহিনী; সশস্ত্রবাহিনী।
- English Word militate Bengali definition [মিলিটেইট্] (verb intransitive) militate against (সাক্ষ্যপ্রমাণ, তথ্য ইত্যাদি) বিরুদ্ধে সক্রিয় হওয়া/কাজ করা; বিরোধী হওয়া: several thing that militate militate against a relationship.
- English Word militia Bengali definition [মিলিশা] (noun) (সাধারণত the militia) বেসামরিক বাহিনী, যার সদস্যরা সামরক প্রশিক্ষণপ্রাপ্ত হলেও নিয়মিত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয় না। militiaman [মিলিমান্] (noun) (plural militiamen) এরূপ বাহিনীর সদস্য।
- English Word milk 1 Bengali definition [মিল্ক্] (noun) [uncountable noun] (১) দুধ; দুগ্ধ; ক্ষীর। the milk of human kindness মানুষের স্বাভাবিক দয়াধর্ম/দয়াদাক্ষিণ্য। it’s no use crying over split milk গতস্য শোচনা নাস্তি। milk and water (লাক্ষণিক) দুর্বল আলোচনা বা হৃদয়াবেগ। (২) (যৌগশব্দ) milkbar (noun) দুগ্ধজাত পানীয়; আইসক্রিম ও অন্যান্য হালকা জলখাবারের দোকান। milk-churn (noun) দুগ্ধ বহনের জন্য ঢাকনাওয়ালা বড় পাত্রবিশেষ। milkloaf মিষ্টিস্বাদের সাদা রুটি। milkmaid (noun) যে স্ত্রীলোক গোখামারে কাজ করে এবং দুগ্ধদোহন করে, গোয়ালিনী; গোপী। milkman [মিল্ক্ মান্] (noun) (plural milkmen) দুগ্ধবিক্রেতা; দুধওয়ালা গোয়ালা। milk-powder (noun) গুঁড়ো দুধ। milkround (noun) দুধওয়ালা যে পথে বাড়ি বাড়ি বা রাস্তায় রাস্তায় দুধ দিতে যায়। milk-shake (noun) দুধের সঙ্গে আইসক্রিম মিশিয়ে ফেটিয়ে তৈরি করা পানীয়বিশেষ। milksop [মিল্ক্ সপ] (noun) নিতান্ত নিরীহ প্রকৃতির নির্জীব পুরুষ; গোবেচারা। milk-tooth (noun) (plural milk-teeth) দুধদাঁত। milk-white (adjective) দুধের মতো সাদা; দুগ্ধধবল। (৩) কোনো কোনো উদ্ভিদ বা গাছের দুগ্ধসদৃশ রস, যেমন ডাবের পানি। milkweed (noun) দুগ্ধসদৃশ রসবিশিষ্ট বিভিন্ন ধরনের বুনো উদ্ভিদের সাধারণ নাম। (৪) গাছগাছড়া বা ওষধি থেকে তৈরি দুগ্ধসদৃশ তৈরিসামগ্রী: milk of magnesia.
- English Word milk 2 Bengali definition [মিল্ক্] (verb transitive), (verb intransitive) (১) দুধ দোয়া; (উদ্ভিদ থেকে) রস নিষ্কাশন করা; সাপের বিষ সংগ্রহ করা; কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে (অসৎ উপায়ে বা ছলনার সাহায্যে) অর্থ, তথ্য ইত্যাদি হস্তগত করা; দোহন কর। (২) দুধ দেওয়া। milking-machine (noun) দুধ দোয়ার যন্ত্র; দোহনযন্ত্র।
- English Word milky Bengali definition [মিল্কি] (adjective) (milkier, milkiest) দুধের; দুধের মতো; দুধ মেশানো; দুগ্ধমিশ্রিত; (তরল পদার্থ) ঘোলাটে; অস্বচ্ছ; দুধে; দুধালো। the Milk way ছায়াপথ; আকাশগঙ্গা।