M পৃষ্ঠা ২১
- English Word microchip Bengali definition [মাইক্রোউচিপ্] (noun) (কম্পিউটার) সংহত বর্তনীতে ব্যবহৃত সিলিকন ইত্যাদির অতি ক্ষুদ্র টুকরা; মাইক্রোচিপ।
- English Word microcomputer Bengali definition [মাইক্রোউকামপিউটা(র্)] (noun) দ্রষ্টব্য computer.
- English Word microcosm Bengali definition [মাইক্রোউক্জাম্] (noun) ক্ষুদ্র সৃষ্টি বা বিশ্ব (সৃষ্টির প্রতিনিধিত্বকারী হিসেবে গণ্য) মানুষ। দ্রষ্টব্য macrocosm.
- English Word microdot Bengali definition [মইক্রোউড্ট্] (noun) বিন্দুর আকারে পর্যবসিত ছবি; বিন্দুচিত্র।
- English Word microfiche Bengali definition [মাইক্রোউফীশ্] (noun) মাইক্রোফিল্মের পাত।
- English Word microfilm Bengali definition [মাইক্রোউফিল্ম্] (noun) [countable noun, uncountable noun] ক্ষুদ্রাকারে ছবি তোলার ফিল্ম্বিশেষ। (verb transitive) ঐরূপ ফিল্মের সাহায্যে ক্ষুদ্রাকারে ছবি তোলা।
- English Word micrometer Bengali definition [মাইক্রমিটা(র্)] (noun) অতি ক্ষুদ্র বস্তু মাপার যন্ত্রবিশেষ; মাইক্রোমিটার।
- English Word micron Bengali definition [মাইক্রন্] (noun) দৈর্ঘ্যের এককবিশেষ (প্রতীক); এক মিটারের দশ লাখ ভাগের এক ভাগ।
- English Word microorganism Bengali definition [মাইক্রোউওগানিজাম] (noun) অণুবীজ।
- English Word microphone Bengali definition [মাইক্রাফোন্] (noun) রেডিও, টেলিফোন ইত্যাদিতে ব্যবহৃত যে যন্ত্রের সাহায্যে শব্দতরঙ্গকে বিদ্যুৎপ্রবাহে রূপান্তরিত করা হয়; মাইক।
- English Word microprocessor Bengali definition [মাইক্রোউপ্রোউসেসা(র্)] (noun) (কম্পিউটার) কম্পিউটারে ব্যবহৃত এক ধরনের সংহত বর্তনী।
- English Word microscooter Bengali definition [মাইক্রোস্কুটা(র্)] (noun) [countable noun] শিশু ও বৃদ্ধদের জন্য অ্যালুমিনিয়ামের তৈরি দুই চাকার খুদে যান যা ভাঁজ করা যায়; মাইক্রোস্কুটার।
- English Word microscope Bengali definition [মাইক্রাস্কোউপ্] (noun) অণুবীক্ষণ। microscopic [মাইক্রাস্কপিক] (adjective) আণুবীক্ষণিক; সূক্ষ্মাতিসূক্ষ্ম।
- English Word microsoft word Bengali definition [মাইক্রোসফট ওয়াড] (noun) মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফটের তৈরি একটি ওয়ার্ড প্রসেসর। এটি ১৯৮৩ সালে জেনিক্স সিস্টেমের জন্য ‘মাল্টি-টুল ওয়ার্ড’ নামে বাজারে ছাড়া হয়, যা শিগগিরই মাইক্রোসফট ওয়ার্ড নামে বিশ্বে পরিচিতি পায়: Microsoft Word was designed to be used with a mouse.
- English Word microwave Bengali definition [মাইক্রোউওএইভ্] (noun) (বেতার সম্প্রচার রেডার ইত্যাদিতে ব্যবহৃত) অতি ক্ষুদ্র তরঙ্গ; মাইক্রোতরঙ্গ। microwave oven (noun) মাইক্রোতরঙ্গ চুল্লি।
- English Word mid 1 Bengali definition [মিড্] (adjective) (১) মধ্যস্থিত; মধ্যবর্তী; মাঝামাঝি: mid September, mid Winter. (২) (যৌগশব্দে বিশেষরূপে) মধ্য: mid-night, মধ্যরাত্রি। the Mid-West (অপিচ the Middle West) যুক্তরাষ্ট্রের দক্ষিণে কানসাস, মিসৌরি এবং ওহিও নদ পর্যন্ত বিস্তৃত মিসিসিপি অববাহিকার অংশ। mid-off/-on (ক্রিকেট) বোলারের কাছাকাছি দাঁড়ানো ডান/বাম দিকের ফিল্ডার।
- English Word mid 2 Bengali definition [মিড] (preposition(al)) (কাব্য) মধ্যে।
- English Word midday Bengali definition [মিড্ডেই] (noun) দুপুর; মধ্যাহ্ন: the midday meal, দুপুরের খাবার; মধ্যাহ্নভোজ।
- English Word middle Bengali definition [মিড্ল্] (noun) (১) the middle মধ্যবর্তী বিন্দু, অবস্থান বা অংশ; কেন্দ্র; মধ্য। middle-of-the-road (attributive(ly)) (নীতি ইত্যাদি) মধ্যপন্থা। (২) (কথ্য) কোমর: forty inches round the middle. (৩) (attributive(ly)) মধ্যবর্তী; মাঝের: the middle house in the row. middle age মাঝারি বয়স (যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী বয়স)। middle-aged [এইজ্ড্] (adjective) মাঝারি বয়সের; মধ্যবয়স্ক; প্রৌঢ়। middle-aged(d) spread (কথ্য) প্রৌঢ় বয়সে দেহে যে স্থূলতা দেখা দেয়। the Middle Ages মধ্যযুগ (ইউরোপীয় ইতিহাসে দ্বাদশ থেকে পঞ্চদশ খ্রিষ্টীয় শতক)। middle class মধ্যবিত্ত শ্রেণি। take/follow a middle course মধ্যপন্থা অবলম্বন করা। the middle distance ভূদৃশ্যাদির চিত্রে পুরোভূমি ও পশ্চাদ্ভূমির মধ্যবর্তী অংশ। the middle ear কানের মধ্যবর্তী শূন্যগর্ভ অংশ; মধ্যকর্ণ। the Midele East মধ্যপ্রাচ্য (দ্রষ্টব্য East). middle finger মধ্যমাঙ্গুলি। the Middle Kingdom চীনের প্রাচীন নাম। middleman (noun) (plural middlemen) (ক্রয়বিক্রয়াদির) দালাল; মধ্যগ। middle name নামের প্রথম অংশ ও পারিবারিক নামের মধ্যবর্তী অংশ (যেমন George Bernard Shaw নামের ‘Bernard’). middle school (কোনো কোনো দেশে) প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী বিদ্যালয়বিশেষ; মাধ্যমিক বিদ্যালয়। the middle watch (জাহাজে) মধ্যরাত্রি ও ভোর ৪ টার মধ্যবর্তী সময়। middleweight ১৪৭ থেকে ১৬০ পাউন্ড (৬৬.৬ থেকে ৭২.৫ কিলোগ্রাম) পর্যন্ত দেহিক ওজনবিশিষ্ট মুষ্টিযোদ্ধা। the Middle West দ্রষ্টব্য Midwest (mid 1).
- English Word middling Bengali definition [মিড্লিঙ্] (adjective) মাঝামাঝি; মাঝারি আকার বা মানের: middling size. (adverb) (কথ্য) মোটামুটি: middling tall.
- English Word midge Bengali definition [মিজ্] (noun) ক্ষুদ্র ডাঁশের আকারের ডানাওয়ালা পতঙ্গবিশেষ।
- English Word midget Bengali definition [মিজিট্] (noun) অতি ক্ষুদ্রকায় ব্যক্তি: (attributive(ly)) অতি ক্ষুদ্রকায়: a midget submarine.
- English Word midi Bengali definition [মিডি] (noun) মাঝারি ঝুলের পোশাক (বিশেষত মেয়েদের)।
- English Word midland Bengali definition [মিডলান্ড্] (noun) কোনো দেশের মধ্যভাগ; (বিশেষণ হিসেবে) কোনো দেশের মধ্যাঞ্চলীয়: the Midlands, ইংল্যান্ডের কাউন্টিসমূহ।
- English Word midnight Bengali definition [মিড্নাইট্] (noun) (১) মধ্যরাত্রি; রাত দুপুর; রাত বারোটা: at/after midnight. (২) (attributive(ly)) মধ্যরাত্রিকালীন: the midnight hours. burn the midnight oil অধিক রাত পর্যন্ত জেগে কাজ করা। the midnight sun নিশীথ সূর্য (মেরু অঞ্চলে গ্রীষ্মকালে মধ্যরাত্রিতেও সূর্য দৃশ্যমান বিধায় এই নাম)।
- English Word midriff Bengali definition [মিডরিফ] (noun) (১) (ব্যবচ্ছেদবিদ্যা) মধ্যচ্ছদা। (২) তলপেট।
- English Word midshipman Bengali definition [মিড্শিপ্মান্] (noun) (plural midshipmen) নৌবাহিনীর নিম্নপদস্থ কর্মচারীবিশেষ; আমেরিকান নৌবাহিনীর প্রশিক্ষণাধীন ছাত্র বা শিক্ষানবিশ।
- English Word midships Bengali definition [মিড্শিপ্স্] (adverb)= amidships.
- English Word midst Bengali definition [মিড্সট্] (noun) (সাহিত্যিক) মধ্যভাগ: in/into/from/out of the midst. □ (preposition(al)) (সাহিত্যিক/পুরাতনী) মাঝে।
- English Word midstream Bengali definition [মিডস্ট্রীম] (noun) [uncountable noun] নদীর (উভয় তীর থেকে দূরবর্তী) মধ্যভাগ; মধ্যনদী। in midstream ঘটনার মধ্যভাগে।