Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word methought Bengali definition [মিথোট্‌] methinks-এর plural
  • English Word meths Bengali definition [মেথ্‌স] (noun) (plural) (কথ্য) methylated spirit এর সংক্ষিপ্ত রূপ
  • English Word methyl Bengali definition [মেথিল্‌] (noun) methyl alcohol বিভিন্ন জৈবরাসায়নিক যৌগপদার্থে বিদ্যমান সুরাসারবিশেষ; মেথিল(অ্যালকোহল)। methylated [অ্যালকোহলেইটিড্‌] (adjective) মেথিলযুক্ত। methylated spirit(s) [uncountable noun] আগুন জ্বালানোর বা তাপ সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহৃত (অপেয়) অ্যালকোহলবিশেষ।
  • English Word meticulous Bengali definition [মিটিকিউলাস্] (adjective) meticulous (in) খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথmeticulously (adverb)
  • English Word métier Bengali definition [মেটিএই] (noun) ব্যক্তিগত বৃত্তি, পেশা বা ব্যবসায়
  • English Word metre 1 Bengali definition (America(n) = meter) [মীটা(র্‌)] মেট্রিক প্রণালিতে দৈর্ঘ্যের একক; মিটার
  • English Word metre 2 Bengali definition (America(n) = meter) [মীটা(র্‌)] (noun) ছন্দ
  • English Word metric Bengali definition [মেট্‌রিক্] (adjective) মিটারসম্পর্কিতthe metric system মেট্রিক পরিমাপব্যবস্থা; যে দশমিক পরিমাপব্যবস্থায় মিটারকে দৈর্ঘ্যের একক, কিলোগ্রামকে ভরের একক এবং লিটারকে আয়তনের একক ধরা হয়।
  • English Word metrical Bengali definition [মেট্রিক্‌ল্‌] (adjective) (১) ছন্দোবদ্ধ; ছন্দসংক্রান্ত(২) পরিমাপসম্পর্কিত: metrical geometry. metrically (adverb)
  • English Word metrication Bengali definition [মেট্রিকেইশ্‌ন্‌] (noun) মেট্রিক ব্যবহার রূপান্তকরণ
  • English Word Metro Bengali definition [মেট্‌রোউ] (noun) (the) Metro পাতাল রেলপথ ব্যবস্থা (বিশেষত প্যারিসে)।
  • English Word metronome Bengali definition [মেটরানোউম্] (noun) (সংগীত) তাল নির্দেশ করার যন্ত্রবিশেষ, যাতে একটি পেনডিউলাম প্রতি মিনিটে নির্দিষ্টসংখ্যক বার শব্দ করার মাধ্যমে তাল সৃষ্টি করে
  • English Word metropolis Bengali definition [মেট্রপালিস্] (noun) (plural metropolises) কোনো দেশের প্রধান নগর; মহানগরী; রাজধানী
  • English Word metropolitan Bengali definition [মেটাপলিটান্‌] (adjective) (১) রাজধানী সম্পর্কিত রাজধানীস্থ(২) প্রধান গির্জার এলাকাসম্পর্কিতmetropolitan bishop রাজধানীর গির্জার বিশপ; আর্চ বিশপ। (৩) Metropolitan France বৈদেশিক উপনিবেশসমূহ ছাড়া শুধু ফ্রান্স। (noun) (ক) মহানগরী বা রাজধানীতে বসবাসকারী ব্যক্তি;(খ) আর্চবিশপ বা রাজধানীর গির্জার বিশপ।
  • English Word mettle Bengali definition [মেট্‌ল্‌] (noun) [uncountable noun] তেজ; সাহসbe on one’s mettle তেজোদ্দীপ্ত হওয়া। put somebody on his mettle যথাসাধ্য চেষ্টার জন্য কাউকে উদ্দীপিত করা। mettlesome (adjective) তেজস্বী; তেজোদ্দীপ্ত।
  • English Word mew Bengali definition [মিউ] (অপিচ miaow) (noun) বিড়ালের/সামুদ্রিক পাখির মিউ বা মেও মেও ডাক।  (verb intransitive) মিউ মিউ ধ্বনি করা।
  • English Word mezzanine Bengali definition [মেজানীন] (noun), (adjective) একতলা ও দোতলার মধ্যবর্তী (তল)।
  • English Word mezzo Bengali definition [মেৎসোউ] (adverb) (সংগীত নির্দেশনা) মাঝারিরকম; আধা: mezzo force, মাঝারিরকমের উচ্চৈঃস্বরে। mezzo-soprano [মেৎসোসাপ্রা:নোউ America(n) মেৎসোসাপ্র্যানোউ] (noun) মাঝারি আওয়াজ; মাঝারি আওয়াজবিশিষ্ট ব্যক্তি।
  • English Word mezzotint Bengali definition [মেৎসোউটিন্‌ট্] (noun) [countable noun, uncountable noun] খোদাই বা চাঁছা ধাতুপাত থেকে ছবি মুদ্রণের পদ্ধতি বা ঐ পদ্ধতিতে মুদ্রণ
  • English Word mi, me Bengali definition [মী] (noun) সংগীতে অষ্টকের তৃতীয় স্বর বা স্বরলিপি
  • English Word miaou, miaow Bengali definition [মীআ:উ] (noun), (verb intransitive)= mew
  • English Word miasma Bengali definition [মিঅ্যাজ্‌মা] (noun) জলাভূমি বা মাটির পচা আবর্জনাদি থেকে নির্গত বাষ্প বা দুর্গন্ধ; (লাক্ষণিক) অস্বাস্থ্যকর পরিবেশ বা প্রভাব।
  • English Word mica Bengali definition [মাইকা] (noun) [uncountable noun] অভ্র
  • English Word mice Bengali definition [মাইস্] (noun) mouse-এর plural
  • English Word Michaelmas Bengali definition [মিক্‌লমাস্] (noun) সাধু মাইকেলের জন্মতিথি উপলক্ষে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় খ্রিষ্টীয় পর্ববিশেষMichaelmas daisy শরৎকালে নীল, সাদা, গোলাপি বা বেগুনি ফুল ফোটে এমন ফুলগাছবিশেষ।
  • English Word mickle Bengali definition [মিক্‌ল্‌] (অপিচ muckle [মাক্‌ল্‌]) (noun) (স্কটল্যান্ডীয়) প্রচুর পরিমাণ: Many a little makes a mickle, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু একত্রে বড় কিছু গড়ে তোলে।
  • English Word micro Bengali definition [মাইক্রোউ] (adjective) অতি ক্ষুদ্র; দশ লাখ ভাগের এক ভাগ
  • English Word micro 2 Bengali definition [মাইক্রোউ] (noun) = micro computer.
  • English Word microbe Bengali definition [মাইক্রোউব] (noun) অণুজীব; জীবাণু
  • English Word microbiology Bengali definition [মাইক্রৌবাইঅলাজি] (noun) [uncountable noun] অণুজীববিদ্যা