• Bengali Word mail 1 English definition [মেইল্] (noun) [uncountable noun] বর্ম।
      mailed (adjective) (কেবল) the mailed fist সশস্ত্রবাহিনী (এর দ্বারা আক্রমণের হুমকি)।
    • Bengali Word mail 2 English definition [মেইল্‌] (noun) ১ [uncountable noun] ডাকব্যবস্থা: air mail.
      the mail coach (অতীতে) ডাকব্যবস্থায় ব্যবহৃত ঘোড়ায় টানা গাড়ি। mailbag (noun) মেলব্যাগ। mailboat (noun) ডাকবহনকারী নৌকা। mailbox (noun) (America(n)) ডাকবাক্স। mailman [মেইল্‌ম্যান্‌] (noun) (plural মেইল্‌মেন) (America(n)) ডাকপিয়ন; পোস্টম্যান। mail order (noun) ডাকব্যবস্থার মাধ্যমে মাল সরবরাহের নির্দেশ। mail-train (noun) ডাকগাড়ি। (২) [countable noun, uncountable noun] ডাকযোগে প্রেরিত চিঠিপত্র অথবা পারসেল। □ (verb transitive) প্রধানত America(n) এতে ব্যবহৃত; British/Britain post-এর প্রচলন বেশি। send by -ডাকযোগে পাঠাও। mailing-card (noun) (America(n)) পোস্টকার্ড। mailing-list (noun) নিয়মিতভাবে কোনোকিছু (যেমন নতুন বইয়ের তালিকা) পাঠাতে হবে এমন লোকদের তালিকা; ডাকতালিকা।
    • Bengali Word mailbomb English definition [মেইল্‌বম্] (noun) (plural mailbombs, America(n) letter bomb) (বিকল্প বানান 'mail bomb') মেইলবোমা; কোনো ব্যক্তি বা সিস্টেমের ঠিকানায় পাঠানো অজস্র ই-মেইল: What happens if advertisers don’t respond to entreaties and mailbombs?
    • Bengali Word e-mail English definition [ই-মেইল্] (noun) ই-মেইল; মূল নাম ইলেকট্রনিক মেইল।
      এটা ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়: Jobs by e-mail is easy to set up . □(verb transitive) ই-মেইল পাঠানো: Fahim can e-mail me if he wants. বিকল্প বানান E-mail, email.
    • Bengali Word junk mail English definition [জাঙ্ক মেইল্] (noun) কোনো বিতর্কিত বিজ্ঞাপনী প্রচারপত্র, ভুয়া সংবাদ বা সাহায্যের আবেদনের জন্য অযাচিতভাবে অন্যের ই-মেইল ঠিকানায় পাঠানো মেইল।
      এতে কম্পিউটার ভাইরাসও থাকতে পারে। এটা spam mail নামেও পরিচিত: Put an end to receiving junk mail.