• Bengali Word let 1 English definition [লেট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle let) (letted or let, letting, lets) ১ (noun/pronoun অথবা 'to ছাড়া 'infinitive- এর আগে বসে, সাধারণত 'passive হয় না) অনুমতি দেওয়া; He did not let me go.
    (২) (imperative) (me বা America(n)- এর পূর্বে বসে) (ক) করতে দেওয়া: Please let me/us go (এখানে let’s হয়না); (খ) (প্রস্তাব করা) ‘এস করি’ অর্থে: Let’s go to the cinema (যাকে উদ্দেশ্য করে বলা সে যখন কর্মে শামিল থাকে তখন let’s হয়। (৩) (imperative) (ক) (যুক্তি প্রদান করতে) ধরা যাক, মনে করি এরূপ অর্থে: Let A be equal to B. (খ) (কাউকে কিছু করতে অনুমতি দেওয়া কিংবা সে ব্যাপারে অসন্তোষ প্রকাশ করা): Let him do whatever he likes. (গ) (কার কী করা উচিত বা কে কী করবেন এই ধারণা প্রকাশ করতে): Let each man decide for himself. (৪) (let+noun+infinitive= Let her go; let+infinitive+noun= Let go my hand; let+infinitive= let fly এরূপ phrase-সমূহ): let drive at somebody/something আঘাত তাক করা; কোনো কিছু ছুড়ে মারা: She let drive at me with a pot. let drop/fall (লাক্ষণিক) অসতর্কভাবে বা ইচ্ছাকৃতভাবে মন্তব্য করা। let fly (at somebody/something) কাউকে আঘাত করার জন্য কোনো কিছু তার দিকে সজোরে নিক্ষেপ করা; (লাক্ষণিক) কারো উদ্দেশে বাক্যবাণ ছোড়া বা কাউকে কথায় আঘাত করা। let go ছেড়ে দেওয়া: let go my hand, you’re hurting me. let someone go কাউকে মুক্তি দেওয়া; পালিয়ে বা চলে যেতে দেওয়া। let oneself go নিজের অনুভূতি, ইচ্ছা, বাসনা ইত্যাদি অনুযায়ী চলা। let it go at that (কোনো প্রসঙ্গে) অধিক কিছু না-বলা: Well, you’ve missed your favourite programme so we’ll let it go at that. let something pass ভ্রুক্ষেপ না-করা; যেতে দেওয়া। let something slip (ক) (কোনো সুযোগ) হারানো। (খ)= let something drop/fall (উপরে দ্রষ্টব্য)। (৫) (বিভিন্ন adjective-এর সঙ্গে) let somebody/something alone স্বেচ্ছায় চলতে দেওয়া; না-ঘাঁটানো: হস্তক্ষেপ না-করা; যেভাবে আছে সেভাবে চলতে দেওয়া: Let it alone! let well alone (প্রবাদ) যে অবস্থায় আছে তাই ভালো; হস্তক্ষেপ করলে খারাপ হতে পারে। let somebody/something loose মুক্ত করে দেওয়া; ছেড়ে দেওয়া; (লাক্ষণিক) ক্ষোভ, দুঃখ ইত্যাদি প্রকাশ করা। (৬) let something ভাড়া দেওয়া: We are planning to let this house. to let ভাড়ায় দেওয়া হবে এমন কিছু: The house is to let. let out ভাড়া দেওয়া হয় এমন কিছু: He lets out houses. (৭) (শল্যবিদ্যা) let blood রক্ত প্রবাহিত বা মোক্ষণ করা। blood-letting রক্তমোক্ষণ। (৮) (adverbial particle ও preposition(al)- এর সঙ্গে) let something down নামানো; পড়তে দেওয়া: She let down her hair. let somebody down (লাক্ষণিক) কারো কাছে প্রদত্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া; বিশ্বাসের মর্যাদা ক্ষুণ্ণ করা; আনুগত্য সম্পর্কে কাউকে হতাশ করা; প্রয়োজনের সময়ে সাহায্য করতে ব্যর্থ হওয়া: She felt badly let down by her friends. let-down (noun) এ ধরনের কাজ; হতাশা। let in প্রবেশ করতে দেওয়া: Open the door and let me in. let something in কোনো পোশাকের ঘের কমানো বা তা চিপা করা: This shirt needs letting in at the chest. let in for অপছন্দনীয়, বিরক্তিকর বা শ্রমসাধ্য কাজে জড়িয়ে পড়া: What have we let ourselves in for. let somebody into something গোপন তথ্য জানতে দেওয়া। let somebody off শাস্তি থেকে কাউকে অব্যাহতি দেওয়া: The police won’t let you off so easily. let something off বিস্ফোরিত হতে দেওয়া: Children were letting off fire works. let somebody off the hook কাউকে ঝামেলা থেকে মুক্ত করা। let on গোপন ব্যাপার ফাঁস করে দেওয়া: let on a secret. let somebody/something out প্রবাহিত হতে দেওয়া; বের হতে দেওয়া; চলে যেতে দেওয়া: He let the water out of the tub. let out পোশাক ইত্যাদি চওড়া বা প্রশস্ত করা। let out at somebody কারো প্রতি সজোরে ঘুসি বা লাথি তাক করা; (লাক্ষণিক) কারো প্রতি রূঢ় ভাষা ব্যবহার করা। let somebody/something through (something) পরীক্ষা ইত্যাদি পাস করতে দেওয়া। let up তীব্রতা হ্রাস পাওয়া: The rain has let up. let-up (noun) (কথ্য) বিরাম: let-up in work due to strike. let up on (somebody) (কথ্য) কারো প্রতি সদর ব্যবহার করা বা কঠোর ব্যবহার না-করা।