L পৃষ্ঠা ১১
- English Word liberator Bengali definition [লিবারেটা(র্)] (noun) মুক্তিদাতা। liberation [লিবারেইশন্] (noun) মুক্তি: war of liberator, মুক্তিযুদ্ধ।
- English Word libertine Bengali definition [লিবাটীন্] (noun) অসচ্চরিত্র, লম্পট বা কামুক ব্যক্তি। chartered libertine যে ব্যক্তির অস্বাভাবিক চালচলন বা উদ্ভট ব্যবহার সহ্য করা হয়।
- English Word liberty Bengali definition [লিবার্টি] (noun) (plural liberties) (১) [uncountable noun] স্বাধীনতা; বন্দিদশা, দাসত্ব, বৈদেশিক শাসন বা নিপীড়ন থেকে মুক্তি; স্ব-ইচ্ছায় কাজকর্ম বা চলাফেরা করার অধিকার। at liberty (ব্যক্তি) মুক্ত; স্বাধীন; অবকাশযুক্ত: You are at liberty to go. set somebody at liberty মুক্ত করা; মুক্ত করে দেওয়া। liberty of conscience (বিশেষত ধর্ম) স্বীয় মত অনুসারে চলার অধিকার। liberty of speech বাকস্বাধীনতা, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার (রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো বিষয়ে)। liberty of press সংবাদপত্রের স্বাধীনতা; সরকার বা কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতি ছাড়া খোলাখুলিভাবে মত প্রকাশের অধিকার। (২) [uncountable noun] ভদ্রতার সীমা ছাড়িয়ে কথাবার্তা বা কাজ; অপরিমিত বা অত্যধিক স্বাধীনতা। take the liberty of doing something/to do something ঝুঁকি নেওয়া। take liberties with ভদ্রতার সীমা ছাড়িয়ে যাওয়া; রূঢ় ব্যবহার করা; ইতিহাস বা কোনো রচনায় নিজের ইচ্ছামতো পরিবর্তন ঘটানো। (৩) (plural) বিশেষ অধিকার বা সুবিধা।
- English Word libidinous Bengali definition [লিবিডিনাস্] (adjective) লম্পট; কামুক; কামলালসাপূর্ণ।
- English Word libido Bengali definition [লিবীডোউ] (noun) [uncountable noun, countable noun] (মনোবিজ্ঞান) কামবাসনা বা কামেচ্ছা; প্রাণশক্তি বা কর্মপ্রেরণা।
- English Word Libra Bengali definition [লীব্রা] (noun) তুলারাশি, রাশিচক্রের সপ্তম রাশি।
- English Word library Bengali definition [লাইব্রারি America(n) লাইব্বেরি] (noun) (plural libraries) (১) লাইব্রেরি; গ্রন্থাগার; যে কক্ষ বা দালানে পাঠকদের জন্য বই সংগ্রহ করে রাখা হয়। (২) এ ধরনের পুস্তকের সংগ্রহ (অধুনা টেপ, স্লাইড, ভিডিও ক্যাসেট ও কম্পিউটার ডিস্কের সংগ্রহও অন্তর্ভুক্ত)। the public library স্থানীয় কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক পরিচালিত লাইব্রেরি। a circulating/lending library যে লাইব্রেরি থেকে চাঁদা প্রদানকারী সভ্যগণ বাড়িতে পড়ার জন্য বই ধার করে নিয়ে যেতে পারেন। a reference library যে লাইব্রেরির বই বাইরে নিয়ে যাওয়া যায় না, পাঠাগারেই পড়তে হয়। (২) (attributive(ly)) a librarybook, a library edition বড় মুদ্রাক্ষরে ছাপানো ও মজবুত করে বাঁধানো বই যা লাইব্রেরিতে রাখা হয়। (৩) কোনো গৃহে লেখাপড়ার কক্ষ। (৪) প্রকাশক কর্তৃক প্রকাশিত বিশেষ ধরনের পুস্তকের সিরিজ: Everyman’s Library. librarian [লাইব্রারিআন্] (noun) গ্রন্থাগারিক; লাইব্রেরিয়ান।
- English Word libretto Bengali definition [লিব্রেটো] (plural 'librettos' [লিব্রেটোটোউজ্] বা 'libretti' [লিব্রেটী]) librettist [লিব্রেটিস্ট্] (noun) এ ধরনের রচনার লেখক।
- English Word lice Bengali definition [লাইস্] (noun) = louse শব্দের plural
- English Word licence Bengali definition (America(n) = license) [লাইসন্স্] (noun) (১) [countable noun] কোনো কাজ করার অনুমতিপত্র; (সাধারণত নিয়ন্ত্রিত পণ্য) উৎপাদন বা বিক্রির অনুমতি; লাইসেন্স; [uncountable noun] প্রদত্ত অধিকার বা অনুমতি: a driving licence; a licence to sell alcohol. licence-plate (noun) (America(n) = number-plate) দ্রষ্টব্য number ২। on-licence (noun) [countable noun] (British/Britain) যে গৃহ বা দোকানে মদ ক্রয় করে সেখানেই পান করার অনুমতি রয়েছে। off-licence (noun) [countable noun] (British/Britain) যে গৃহ বা দোকানের মদ বিক্রির অনুমতি রয়েছে, কিন্তু সেখানে পান করা যায় না। (২) [uncountable noun] স্বেচ্ছাচারিতা; স্বাধীনতার অপব্যবহার; লাম্পট্য। poetic licence কবিতায় ভাষা ব্যবহারের স্বাধীনতা; যেমন স্বাভাবিক শব্দ পরম্পরা বা অনুযায়িতার ছেদ।
- English Word license Bengali definition (অপিচ licence) [লাইসন্স্] (verb transitive) অনুমতি দেওয়া; ক্ষমতা দেওয়া: license a doctor to practice medicine. a licensed house হোটেল বা রেস্তোরাঁ যেখানে মদ বিক্রির অনুমতি আছে। licensed quarters কোনো কোনো দেশে যে সমস্ত এলাকায় অনুমতিপ্রাপ্ত গণিকালয় আছে। licensee [লাইসেন্সী] (noun) ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি; অনুমতিপত্রের অধিকারী।
- English Word licentiate Bengali definition [লাইসেন্শিআট্] (noun) কোনো বৃত্তি বা জীবিকা গ্রহণের অনুমতিপ্রাপ্ত হয়েছেন এমন ব্যক্তি।
- English Word licentious Bengali definition [লাইসেন্শাস্] (adjective) লম্পট; অসচ্চরিত্র; কামুক। licentiously (adverb) licentiousness (noun)
- English Word lichee, lichi Bengali definition [লাইচী]= lychee, লিচু।
- English Word lichen Bengali definition [লাইকান্, লিচান্] (noun) [uncountable noun] দেওয়াল; পাথর বা গাছের গুঁড়িতে শৈবালের ন্যায় এক প্রকার ছত্রাক; চর্মরোগ (বিশেষত উদ্ভিদজাতীয়); (লাক্ষণিক) ভুঁইফোড়।
- English Word lichgate, lychgate Bengali definition [লচ্গেইট্] (noun) শবাধার রাখার জন্য গির্জার অঙ্গনে আচ্ছাদিত তোরণ।
- English Word licit Bengali definition [লিসিট্] (adjective) বৈধ (বিপরীতে illicit)
- English Word lick Bengali definition [লিক্] (verb transitive), (verb intransitive) (১) চাটা; অবলেহন করা: The dog jumped up and licked her face. lick somebody’s boot কারো জুতা চাটা অর্থাৎ মোসাহেবি করা বা হীনভাবে তোষামোদ করা। lick one’s lips আগ্রহ বা সন্তোষ প্রদর্শন করা। lick one’s wounds পরাজয়ের গ্লানি কাটিয়ে ওঠার চেষ্টা করা। lick something off চেটে পরিষ্কার বা সাফ করা। lick something up চেটে তোলা বা ওঠানো। lick something into shape (লাক্ষণিক) প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা। lick the dust (আলংকারিক অর্থ) ভূপতিত হওয়া; পরাজিত বা নিহত হওয়া। (২) (বিশেষত তরঙ্গ বা অগ্নিশিখা) মৃদু সঞ্চালিত হওয়া বা ছুঁয়ে যাওয়া। (৩) (কথ্য) জেতা; মারা। (৪) (অপশব্দ) দ্রুতবেগে যাওয়া বা ধাবিত হওয়া। (noun) (১) লেহন। give something a lick and a promise কোনো কিছু পরিষ্কার বা ঝকমকে করার সামান্য প্রচেষ্টা ও পরে তা আরো ভালোভাবে করার প্রতিজ্ঞা। (২) (অপিচ salt lick) যে স্থানে জীবজন্তুরা লবণ চাটতে যায়। (৩) (অপশব্দ) at a great lick; at full lick তড়িত্গতিতে; খুব দ্রুতবেগে। licking (noun) (কথ্য) প্রহার বা মার; পরাজয়: Our team got a licking in the match.
- English Word licorice Bengali definition [লিকারিস্] (noun) দ্রষ্টব্য liquorice.
- English Word lid Bengali definition [লিড্] (noun) (১) ঢাকনা; ঢাকনি: the lid of a pan. (২) চোখের পাতা। lidless (adjective)
- English Word lido Bengali definition [লিডোউ] (noun) (plural lidos [লিডোউজ্]) জনসাধারণের জন্য উন্মুক্ত খোলা জায়গায় সাঁতার দেওয়ার পুকুর বা সমুদ্রতট।
- English Word lie 1 Bengali definition [লাই] (verb transitive) (past tense, past participle lied, present participle lying) মিথ্যা কথা বলা: I could tell from her face that she was lying. □ (noun) মিথ্যা কথা: I always know when he’s telling lies. white lie, দ্রষ্টব্য white 1 lie (৩). give somebody the lie মুখের উপর কাউকে মিথ্যাবাদী বলা। lie-detector (noun) মিথ্যাচার বা মিথ্যাভাষণ নির্ণয়ের যন্ত্রবিশেষ।
- English Word lie 2 Bengali definition [লাই] (verb intransitive) (past tense) lay [লেই] past participle lain [লেইন্] present participle lying) (১) শয়ন করা; শোয়া: lie on one’s back; শায়িত থাকা: My father lies in our family graveyard. lie back আরাম করে হেলান বা ঠেস দেওয়া। take something lying down প্রতিবাদ না-করে, মুখ বুজে বা নীরবে কোনো আঘাত বা অপমান সহ্য করা। lie along পূর্ণ প্রসারিত হয়ে পড়ে থাকা। lie down শুয়ে পড়া। lie down under কোনো অপমান বা আঘাতের প্রতিবাদ বা প্রতিরোধ করতে না-পারা। lie in (ক) শয্যাত্যাগের নিয়মিত সময়ের পরও বিছানায় শুয়ে থাকা। lie-in (noun) বিছানায় শায়িত অবস্থা। (খ) সন্তান প্রসবের জন্য শয্যাশায়িনী হওয়া বা থাকা। lying-in hospital (প্রাচীন প্রয়োগ) প্রসূতিদের হাসপাতাল। lie in ambush wait ওত পেতে থাকা। lie low (কথ্য) লুকিয়ে বা সংগোপনে থাকা; শান্ত বা নীরব থাকা lie up শয্যাশায়ী থাকা বা ঘরে থাকা (অসুস্থতা বা অন্য কোনো কারণে)। lie with (বর্তমানে সাধারণত sleep with) সহবাস বা যৌনসঙ্গম করা। lie -abed (noun) যে ব্যক্তি যথাসময়ের পরও শয্যাত্যাগ না-করে শুয়ে থাকে। (২) (বস্তু) শায়িত: The book is lying on the table. (৩) কোনো বিশেষ অবস্থায় থাকা: The snow lay on the field. lie heavy on something পীড়া দেওয়া: The matter lay heavy on his conscience. lie over ভবিষ্যতের জন্য মুলতবি বা স্থগিত রাখা/থাকা। (৪) সম্মুখে পড়ে থাকা: The fields lay before us. find out/see how the land lies (লাক্ষণিক) অবস্থাটা কী তা জানতে পারা। (৫) অবস্থিত হওয়া: The ship is lying at the bay. lie to (জাহাজ) বায়ুপ্রবাহের অভিমুখী হয়ে স্থির থাকা। (৬) (ভাবমূলক বস্তু) থাকা; কোনো বিশেষ অবস্থায় থাকা: The trouble lies in the gear. She will do everything that lies in her power. lie something at somebody’s door, দ্রষ্টব্য door (২). lie with somebody কারো দায়িত্বের মধ্যে পড়া; The matter lies with you. as far as in me lies যথাশক্তি। (৭) আইনের আওতায় না-পড়া; গ্রহণযোগ্য না-হওয়া: The case will not lie. □ (noun) (শুধু singular) যেভাবে কোনো বস্তু পড়ে থাকে; (গল্ফ) বল থামার পর তার অবস্থান। the lie of the land কোনো স্থানের প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ; (লাক্ষণিক) কোনো বিষয়ের হালহকিকত।
- English Word lieutenant Bengali definition [লেফটেনান্ট্ America(n) লূটেনান্ট্] (noun) (১) ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; [লটেনান্ট্] নৌবাহিনীর অধস্তন অফিসার। (২) lieutenant-general (noun) প্রধান সেনাপতির অধস্তন অফিসার। lieutenant-colonel (noun) সহকারী কর্নেল। lieutenant-governor (noun) ছোটলাট। (৩) উপ-/প্রতিনিধি কর্মচারী। lieutenancy (noun) প্রতিনিধি কর্মচারীর পদ বা কাজ।
- English Word life Bengali definition [লাইফ্] (noun) (plural lives [লাইভজ্]) (১) [uncountable noun] জীবন; প্রাণ। life force (noun) জীবনীশক্তি। (২) [uncountable noun] জীবিত বা চেতন বস্তুসমূহ; জীব; প্রাণী। (৩) [uncountable noun] জীবিতাবস্থা; অস্তিত্ব (বিশেষত মানুষের)। bring to life জীবন সঞ্চার করা; পুনরুজ্জীবিত করা; মূর্ছা ভাঙানো। come to life জীবন লাভ করা; পুনরুজ্জীবিত হওয়া; চেতনা হওয়া। run for one’s life প্রাণ বাঁচানোর জন্য পালানো। a matter of life and/or death বাঁচামরার প্রশ্ন; জীবনমরণ সমস্যা। kiss of life, দ্রষ্টব্য kiss. this life on earth ইহজীবন। the other life; after/eternal/everlasting life পরকাল; মরণোত্তর জীবন; অনন্ত জীবন। (৪) [countable noun] এক একটি জীবন বা প্রাণ: Many lives were lost in the war. take somebody’s life কাউকে বধ করা বা হত্যা করা। take one’s own life আত্মহত্যা করা। a life for a life প্রাণের বদলে প্রাণ। (৫) [countable noun] আয়ু; পরমায়ু; জীবনকাল। life imprisonment যাবজ্জীবন কারাদণ্ড। life annuity বেঁচে থাকা পর্যন্ত বার্ষিক বৃত্তি। life cycle জীবনচক্র: the life cycle of a fish. life interest (আইন সম্বন্ধীয়) জীবদ্দশায় সম্পত্তি থেকে যে সুবিধা ভোগ করা যায়। life member জীবন-সদস্য। early/late in life জীবনের প্রথম বা পরবর্তী পর্যায়ে। have the time of one’s life (কথ্য) জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করা। (৬) [uncountable noun] জীবন সম্বন্ধীয় ঘটনাবলি, সামাজিক অবস্থা ইত্যাদি: life is probably harder for women. There is not much life in this place. true to life (নাটক বা উপন্যাস সম্বন্ধে) মানুষের জীবনধারা সম্পর্কে সঠিক চিত্র প্রদানকারী। (৭) [countable noun, uncountable noun] জীবনযাত্রা প্রণালি; জীবনের ধারা বা গতি: town/country life. high life (noun) [uncountable noun] (ক) বিলাসবহুল জীবনযাত্রা।; কেতাদুরস্ত সমাজের জীবনযাত্রা বা নরনারী। (৮) [countable noun] জীবনকাহিনী; জীবন। life story জীবনেতিহাস; জীবনী। (৯) [uncountable noun] কর্মব্যস্ততা; প্রাণচঞ্চলতা: Children are full of life, সজীব; প্রাণবন্ত। (১০) [uncountable noun] জীবন্ত আকার বা আদর্শ। to the life সুনিপুণভাবে, বিশ্বস্ততার সঙ্গে: draw somebody to the life দ্রষ্টব্য lifelike. as large as life (ক) স্বাভাবিক আকৃতির: a statue as large as life, পূর্ণাবয়ব। (খ) (কথ্য) অভ্রান্তভাবে; নিঃসন্দেহে। (১১) [countable noun] বিপদ, মৃত্যু বা ধ্বংসের হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার পর নতুনভাবে কর্ম বা জীবন শুরু; (ক্রিকেট) নিশ্চিত আউট হওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা: The batsman got a new life after the fieldsman missed an easy catch. (১২) life assurance/insurance জীবনবিমা। expectation of life মানুষের আয়ুষ্কালের প্রত্যাশিত গড়। life expectancy (জীবনবিমা) গড় আয়ু। a good/bad life (জীবনবিমা) যে ব্যক্তি গড় আয়ুষ্কাল অপেক্ষা বেশি/অল্পকাল বাঁচে। (১৩) (যৌগশব্দ) life belt (noun) পানিতে ভেসে থাকার জন্য পরিহিত কটিবন্ধ। life blood (noun) [uncountable noun] জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় রক্ত; (লাক্ষণিক) যা জীবন বা শক্তি সঞ্চার করে; জীবনীশক্তির উৎস। life boat (noun) (ক) সমুদ্র-উপকূলবর্তী সাগরে জীবন রক্ষার জন্য ব্যবহৃত নৌকা। (খ) সমুদ্রে জাহাজ ডুবে গেলে যাত্রী ও নাবিকদের জীবন রক্ষার্থে ব্যবহৃত নৌকা। life-buoy (noun) পানিতে ধরে ভেসে থাকার জন্য গোলাকার চাকা বা ভেলাবিশেষ। life cycle (noun) জীবনচক্র, ৫ দ্রষ্টব্য । life estate (noun) জীবনস্বত্ব; যে সম্পত্তি আজীবন ভোগ করা যায়, কিন্তু বিক্রয় বা হস্তান্তর করা যায় না। life-giving (adjective) বলকারক; জীবনসঞ্চারক; জীবনপ্রদ; সঞ্জীবনী। life-guard (noun) (ক) নদী বা সাগরের বিপজ্জনক যে স্থানে সাঁতার কাটা হয় সেখানে নিমজ্জমান ব্যক্তিদের রক্ষার কাজে নিয়োজিত দক্ষ সাঁতারু। (খ) সৈনিকের বর্ম। Life Guards (noun) (plural) ব্রিটিশ সেনাবাহিনীর অশ্বারোহী দল। lifehold (noun) ইজারা নেওয়া যে জমি আজীবন অধিকারে থাকে। life history প্রাণীদের জীবনচক্রের ইতিহাস। life-jacket (noun) পানিতে ভেসে থাকার জন্য পরিহিত হাতকাটা জামাবিশেষ। life like (adjective) জীবনসদৃশ; জীবন্ত বলে প্রতীয়মান: a life like portrait. life line (noun) সহসা পানিতে পতিত ব্যক্তির জীবন রক্ষা করতে জাহাজে যে দড়ি থাকে; লাইফবয়ের সঙ্গে সংযুক্ত দড়ি, শরীরে বাঁধা যে দড়ি নেড়ে ডুবুরি জাহাজে সংকেত পাঠায়; প্রবল ঝড়ের সময় জাহাজের ডেকে যে দড়ি রাখা হয় লোকজন যাতে তা আঁকড়ে থাকতে পারে; (লাক্ষণিক) এমন বস্তু যার উপর কারো জীবন নির্ভর করে; (জ্যোতির্বিদ্যা) আয়ুরেখা। lifelong (adjective) আমৃত্যু; জীবনভর; সারা জীবনব্যাপী। life-office (noun) জীবনবিমার কার্যালয় বা ব্যবসা। life-presenter (noun) (ক) (British/Britain) আত্মরক্ষার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের কাঠি। (খ) (America(n)= life-jacket; life-saver (noun(s)) (বিশেষত অস্ট্রেলিয়ায়)= life guard. life saving (adjective) জীবন রক্ষাকারী: life saving drugs. life-size(d) (adjective) (ছবি বা মূর্তি) প্রমাণ বা স্বাভাবিক আকারের। life-span (noun) জীবনের দীর্ঘতম মেয়াদ। life-support system নভোযানের বিশেষ ব্যবস্থা যার সাহায্যে নভশ্চারীরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। lifetime (noun) আয়ু বা জীবনকাল। the chance of a life time যে সুযোগ জীবনে মাত্র একবারই আসে। life-work (noun) জীবনের (প্রধান) কাজ, জীবনভর যে কাজ করা হয়। life less (adjective) (১) প্রাণহীন: life less objects. (২) মৃত। (৩) নিষ্প্রাণ; নির্জীব। lifelessly (adverb) lifer [লাইফা(র্)] (noun) জীবনযাপনকারী: a simple lifer. (২) (অপশব্দ) যাবজ্জীবন কারাদণ্ড ভোগকারী বা এরূপ সাজাপ্রাপ্ত ব্যক্তি।
- English Word lifestyle Bengali definition [লাইফ্স্টাইল্] (noun) (১) ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায়ের জীবননির্বাহ পদ্ধতি, রীতি-আচার-সংস্কার-আদব-কায়দা ইত্যাদির সমাহার; লাইফস্টাইল: Mom was used to a different lifestyle. (২) (বিপণনে) ক্রেতার কেনাকাটার মধ্য দিয়ে তাদের পছন্দ-অপছন্দ ও জীবননির্বাহ পদ্ধতির যে চিত্র ফুটিয়ে ওঠে: Technology provide an exciting lifestyle experience.
- English Word lift Bengali definition [লিফ্ট্] (১) (verb transitive) তোলা; উত্তোলন করা; উঁচু করা; তুলে ধরা; তুলে নিয়ে যাওয়া; ভার রক্ষা করা; (অশিষ্ট) গ্রেফতার করা। lift up one’s eyes (to...) (কারো প্রতি) চোখ তুলে তাকানো। have one’s faces lifted, দ্রষ্টব্য face 1 (২). not lift a finger, দ্রষ্টব্য finger. lift up one’s voice উচ্চরবে/উচ্চৈঃস্বরে কথা বলা; চিৎকার করে ওঠা। (২) lift off (রকেট বা মহাশূন্যযান সম্বন্ধে) উৎক্ষেপণ; উড্ডয়ন; উত্তোলন করা। (৩) ঊর্ধ্বে ওঠা: This shutter won’t lift. (৪) (মেঘ, কুয়াশা ইত্যাদি) দূর হওয়া; কেটে যাওয়া: The fog began to lift. (৫) খুঁড়ে তোলা (বিশেষত শিকড়জাতীয় ফসল); মাটি থেকে উদ্ভিদ, গুল্ম ইত্যাদি অপসারণ করা: lift potatoes. (৬) চুরি করা: lift goods from a shop; অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া। (৭) কোনো নিষেধাজ্ঞা বা অবরোধের অবসান ঘটানো বা তা তুলে নেওয়া: lift a ban, prohibition, blockade or siege. □ (noun) [countable noun] (১) উত্তোলন। give somebody a lift (ক) কাউকে মোটরগাড়ি বা অন্য কোনো যানবাহনে কোনো স্থানে পৌঁছে দেওয়া। air lift, দ্রষ্টব্য air 1 (৭). (খ) (কোনো ব্যক্তির মন বা মানসিক অবস্থা) সন্তুষ্ট বা উল্লসিত করা; পদোন্নতি: He got a lift in his job. (২) (America(n)= elevator) লিফট; বহুতল দালানে লোকজন ও মালপত্র এক তলা থেকে অন্যতলায় নিতে ব্যবহৃত বাক্সসদৃশ যান্ত্রিক প্রকোষ্ঠ; লিফট। lift man (noun) লিফট পরিচালক lifter (noun) উত্তোলক ব্যক্তি বা বস্তু; চোর; shop-lifter.
- English Word light 1 Bengali definition [লাইট্] (adjective) (lighter, lightest) (বিপরীত dark) (১) (স্থান) আলোকবিশিষ্ট; উজ্জ্বল: a light room. (২) (রং) হালকা; লঘু; ফিকে; গাঢ় নয় এমন: a light coloured suit.
- English Word light 2 Bengali definition [লাইট্] (adjective) (lighter, lightest) (বিপরীত heavy) (১) হালকা; লঘুভার: a light rain; as light as air, light traffic. light horse হালকা অস্ত্রসজ্জিত অশ্বারোহী সেনাদল। light-armed হালকা অস্ত্রে সজ্জিত। light brigade, light infantry লঘু অস্ত্রে সজ্জিত ব্রিগেড; সেনাদল। (২) মৃদু; আলতো; টের পাওয়া যায় না এমন: a light touch; have a light hand. light-handed (adjective) ক্ষিপ্র; চটপটে। light-handedly (adverb) ক্ষিপ্রতার সঙ্গে। light-fingered (adjective) আঙুল ব্যবহারে দক্ষ; চুরি, বিশেষত পকেট মারতে ওস্তাদ; চোর প্রকৃতির। light-footed (noun) লঘুপদ; ক্ষিপ্রগতিসম্পন্ন। (৩) অল্প ওজনের; স্বল্প পরিমাণ। (৪) (চা, কফি ইত্যাদি) কড়া নয় এমন; অনুগ্র (খাদ্যদ্রব্য) সহজপাচ্য; (আহার) প্রচুর নয়; পরিমাণে কম: a light supper; a light eater; (নিদ্রা সম্বন্ধে) গাঢ় নয়, হালকা; (কোনো ব্যক্তির নিদ্রাভ্যাস সম্বন্ধে) সহজে ঘুম ভেঙে যায় এমন; (সাহিত্য, সংগীত) গভীর ভাবপূর্ণ নয় এমন: light verse; light music; (মৃত্তিকা) সহজে ভেঙে যায় এমন; (কাজ) সহজ, সুসাধ্য; (কর বা সাজা) সহজে সহনীয়; (শব্দাংশ) উচ্চারণে জোর দেওয়া হয়নি এমন। (৫) গুরুত্বপূর্ণ, গুরুতর বা সংকটজনক নয় এমন: a light attack of illness. make light of গুরুত্ব না- দেওয়া। (৬) চিন্তাভাবনাহীন; চপল: light conduct, a man of light character. light-minded (adjective) চপল; লঘুচিত্ত। mindedness (noun) চপলতা। (৭) আনন্দিত, দুঃখহীন: a light heart. light-hearted (adjective) প্রফুল্লচিত্ততা; নিরুদ্বেগ। light-heartedness (noun) প্রফুল্ল; নিরুদ্বিগ্নতা। (৮) দুশ্চরিত্র; শিথিল চরিত্র: a light woman. (৯) হতবুদ্ধি; উদভ্রান্ত; বিকারগ্রস্ত। light-headed (adjective) light-headedly (adverb) light-headedness (noun). (১০) (যৌগশব্দ) lightweight (noun), (adjective) (মানুষ বা প্রাণী) স্বাভাবিক গড় ওজনের চেয়ে কম; মুষ্টিযোদ্ধার ওজনবিশেষ (১২৬ থেকে ১৩৫ পাউন্ড বা ৫৭ থেকে ৬১ কেজির মধ্যে); (লাক্ষণিক) (ব্যক্তি) ভাবগাম্ভীর্যহীন; চপলতাপূর্ণ। light-heavyweight (noun) (১৬০) থেকে ১৭৫ পাউন্ড বা ৭২. (৫) থেকে ৭৯. (৩) কেজির মধ্যবর্তী ওজনবিশিষ্ট মুষ্টিযোদ্ধা। □ (adverb) হালকাভাবে: sleep light, travel light (বেশি মালপত্র বহন না-করে)। get off lightly (কথ্য) লঘু শাস্তি পেয়ে অব্যাহতি পাওয়া। lightly (adverb) মৃদুভাবে। lightness (noun) লঘুত্ব; হালকাভাব। lightsome (adjective) প্রফুল্লচিত; স্ফূর্তিবাজ।
- English Word light 3 Bengali definition [লাইট্] (noun) (বিপরীত dark 1) (১) [uncountable noun] আলোক; আলো: a bright light, moon light; দিবস: The light appeared.in a good/bad light (ক) পরিচ্ছন্ন বা অপরিচ্ছন্ন আলোকে;(খ) (লাক্ষণিক) ভালো বা মন্দ দৃষ্টিতে। see the light (ক) (সাহিত্যিক ও আলংকারিক অর্থ) জন্মগ্রহণ করা;(খ) প্রকাশিত হওয়া;(গ) সত্য উপলব্ধি করা;(ঘ) ধর্মান্তরিত হওয়া। be/stand in somebody’s light (ক) কারো দৃষ্টিপথ অন্ধকারময় বা অস্পষ্ট করা; রুদ্ধ করা। (খ) (লাক্ষণিক) কারো সাফল্য বা উন্নতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা বাধাদান করা। stand in one’s own light (ক) নিজের কাজকে অস্পষ্ট বা অন্ধকারময় করা; গোপন করা; ক্ষীণ বা ম্লান করা। (খ) (লাক্ষণিক) নিজের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করা। light year (জ্যোতির্বিদ্যা) আলোকবর্ষ; এক বছরে আলো যতটুকু পথ অতিক্রম করতে পারে (প্রায় ৬ লাখ কোটি মাইল)। (২) [countable noun] আলোকের উৎস বা কারণ; আলোকদায়ী বস্তু (যেমন সূর্য, প্রদীপ)। Light out (সাম্য.) আলো নিভিয়ে দেওয়ার সময় বাজানো বিউগল ধ্বনি। northern/southern lights, দ্রষ্টব্য aurora. (৩) [countable noun] শিখা; স্ফুলিঙ্গ; শিখা বা স্ফুলিঙ্গ উৎপাদনে ব্যবহৃত বস্তু: strike a light. (৪) [uncountable noun] (খুশি বা আনন্দিত হওয়ার কারণে কারো চোখে মুখে প্রকাশিত) ঔজ্জ্বল্য বা দ্যুতি। (৫) [uncountable noun] জ্ঞানালোক; [countable noun] সত্য ঘটনা বা আবিষ্কার। come/bring something to light কোনো কিছু দৃশ্যমান বা প্রকাশিত হওয়া বা করা। shed/throw light স্পষ্টতর করা; নতুন তথ্য প্রদান করা। by the light of nature প্রাকৃতিক বা স্বাভাবিক উপায়ে। in the light of আলোকে। (৬) [countable noun] দৃষ্টিভঙ্গি; দৃষ্টিকোণ: in the light of new evidence. (৭) (plural) (প্রকৃতিগত বা অর্জিত) দক্ষতা; মানসিক বা আধ্যাত্মিক জ্ঞান। according to one’s lights যথাসাধ্য;কারো যোগ্যতা বা দক্ষতার সর্বোচ্চ সীমা পর্যন্ত। (৮) [countable noun] বিখ্যাত ব্যক্তি; আদর্শ বা অনুকরণযোগ্য ব্যক্তি: He will remain as a guiding light for all of us. (৯) [countable noun] ঘরে আলো ঢুকতে ছাদের কাছে দেওয়fলে বসানো জানালা: a sky-light.১o [countable noun] (চিত্রকলা) চিত্রের আলোকিত অংশ: light and shade. (১১) (যৌগশব্দ) light bulb (noun) দ্রষ্টব্য bulb (২). lighthouse (noun) আলোকস্তম্ভ; বাতিঘর; সমুদ্রে চলাচলকারী জাহাজসমূহকে বিপদ এড়িয়ে চলার জন্য সংকেত দানকারী আলোকবর্তিকা। lightship (noun) আলোকতরি, পূর্বানুরূপ কাজে ব্যবহৃত জাহাজ।