• Bengali Word credit 1 English definition [ক্রেডিট্‌] (noun) ১ [uncountable noun] ঋণের টাকা ফেরত পেতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আস্থা: He will not be given any credit.
    by/sell on credit ধারে মাল কেনা/বেচা। credit account (America(n))= charge account কোনো দোকান অথবা স্টোরের সঙ্গে নির্দিষ্ট সময়ের ঋণের টাকা পরিশোধের চুক্তি। credit card (noun) ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক কোনো ব্যক্তিকে বাকিতে মালসংগ্রহের জন্য ইস্যুকৃত কার্ড। creditnote অতিরিক্ত মূল্য-ধার্যকৃত মাল অথবা ফেরত দেওয়া মালের জন্য বিক্রেতা-কর্তৃক ঋণের স্বীকৃতি। creditsales ধারে মাল বিক্রির চুক্তি। letter of credit ঋণপত্র। credit-worthy (adjective) ঋণযোগ্য; (ঋণগ্রহীতা সম্বন্ধে) বিশ্বাসী। (২) [uncountable noun] ব্যাংকের হিসাবে জমার ঘরের টাকা: I do not have money to my credit. (৩) [countable noun] (কোনো অর্থলগ্নি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত) অগ্রিম ঋণ। creditsqueeze মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকারের ঋণসংকোচন নীতি। (৪) (বুককিপিং) লেনদেনসংক্রান্ত নথি। credit-side অর্থপ্রাপ্তির হিসাব রাখতে লেনদেন খাতার ডান দিকের অংশ। (৫) [countable noun] (America(n)) শিক্ষাকার্যক্রম সমাপ্তিসূচক তালিকায় অন্তর্ভুক্তি: credits in Bengali and English. (৬) সম্মান; কৃতিত্ব; সুনাম; স্বীকৃতি: The highest goes to the organizer. get/take credit (for something) স্বীকৃতি/সম্মান অর্জন করা। give credit (to somebody) (for something) স্বীকৃতি প্রদান করা। (৭) do somebody credit; do credit to somebody; be/stand to somebody’s credit; reflect credit on somebody সুনামবৃদ্ধি। be a credit to somebody/something কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সুনামবৃদ্ধির কারণ। credititles সিনেমা-টিভির পরদায় প্রদর্শিত শিল্পী-কুশলীদের নামের তালিকা। (৮) [uncountable noun] আস্থা অর্জন: The false statement is gaining credit. lend credit to আস্থাবৃদ্ধি।