• through [থ্রু] (adverb) (ক্রিয়াসহযোগে প্রয়োগ যথাস্থানে দ্রষ্টব্য) ১ একপ্রান্ত থেকে অন্য প্রান্ত; শুরু থেকে শেষ; এক পাশ থেকে অন্য পাশ: The gatekeeper would not let her through, দরজার ভিতরে যেতে দেবে না; get through, যেমন পরীক্ষা সমাপ্ত বা পাস করা; Your shirt is through at the elbows, ছিঁড়েছে বা ফুটা হয়েছে। all through সারাক্ষণ; আগাগোড়া: He knew all through that his wife. was trying to deceive him. ২ একেবারে শেষ পর্যন্ত। be through with (ক) শেষ করা: Are you through with your meal? (খ) (কথ্য) ত্যক্তবিরক্ত হওয়া; আগ্রহ হারিয়ে ফেলা: He’s through with that job; he’s looking for something more exciting. go through with something শেষ না-হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া। see something through কতকগুলি ঘটনা পরম্পরায় শেষ অবধি উপস্থিত থাকা, সাহায্য করা। through and through সর্বতোভাবে; সম্পূর্ণভাবে She’s wet through/through and through. ৩ বরাবর; সোজা: I’ve booked my luggage through to London. ৪ (টেলিফোনকরণে) (ক) (British/Britain) সংযোগ দেওয়া হয়েছে এমন: Please put me through to the secretary, সচিবের সঙ্গে সংযোগ দিন। (খ) (America(n)) সমাপ্ত; কথা শেষ হয়েছে। ৫ (উপরে ৩- এর অর্থে noun(s)- কে বিশেষিত করার জন্য ব্যবহৃত): a through train to Glasgow; through traffic, সড়কপথে অন্য কোনো স্থানের ভিতর দিয়ে চলাচল (স্থানীয় যান চলাচলের সঙ্গে বৈপরীত্যক্রমে)। throughput [থ্রুপুট্] (noun) [uncountable noun, countable noun]= output; উৎপাদন; কোনো প্রক্রিয়ার মধ্যে ন্যস্ত বস্তুর পরিমাণ। throughway (noun) (দ্রুত যানচলাচলের) মহাসড়ক। দ্রষ্টব্যexpress 1 (২) ভুক্তিতে express way.
      • play 2 [প্লেই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle played [প্লেইড্‌]) (adverbial particle ও 'preps-সহ বিশিষ্ট প্রয়োগ নিচে ১৫-তে দ্রষ্টব্য) ১ খেলা; খেলা/ক্রীড়া করা; মজা/আমোদ/কৌতুক করা। play with কোনো কিছুর সঙ্গে খেলা করা: play with the kitten. ২ play (at doing something) ভান করা; খেলা করা: play (at being) pirates, দস্যু দস্যু খেলা। ৩ play joke/prank/trick (on somebody) কৌতুক/ঠাট্টা/তামাশা/চালাকি করা; ঠকানো। ৪ খেলতে পারা; খেলায় অংশগ্রহণ করা; খেলা: He plays football; He will play me at chess/ play chess with me. ৫ play (as/at) বিশেষ অবস্থানে খেলা: play (as/at) centre half; play in goal/as goalkeeper. play somebody (as/at) খেলতে দেওয়া: We shall play him as centre forward. ৬ (ক্রিকেট, ফুটবল ইত্যাদিতে) (বল) মারা: play the ball to mid-on; play (the ball) on to one’s own wicket. play ball (with) (লাক্ষণিক কথ্য) সহযোগিতা করা: He has agreed to play ball. (ক্রিকেটে মাঠ) খেলার জন্য ভালো, মন্দ ইত্যাদি অবস্থায় থাকা: The pitch does not play well. ৭ (দাবায় ঘুঁটি) চালা: play a pawn; (ব্রিজ ইত্যাদি খেলায়) তাস মারা/ছাড়া/ছোড়া: play one’s ace of spade/trump. play one’s cards well/badly (লাক্ষণিক) সুযোগের সদ্ব্যবহার করা/না-করা। ৮ play fair বিধিসম্মতভাবে খেলা; সাধুতাপূর্ণ আচরণ করা। playhard (খেলোয়াড়) প্রাণপণে খেলা। play the ball, not the man বলে আঘাত করো, প্রতিদ্বন্দ্বীকে নয়। play the game খেলার নিয়ম মেনে চলা; (লাক্ষণিক) ন্যায়নীতি বজায় রাখা; সদাচারবিধি মেনে চলা। ৯ (বাদ্যযন্ত্র) বাজানো; (বাজনা) বাজানো; (রেকর্ডপ্লেয়ার, টেপরেকর্ডার ইত্যাদি) বাজানো: play the piano/accordian, etc. We are playing a jazz disc. play something back (সংগীত, বক্তৃতা ইত্যাদি) ধারণ করার পর পুনরায় বাজানো: The episode will be played back after recording. play-back (noun) (ক) টেপরেকর্ডারে ধারণকৃত কথা, সুর ইত্যাদি পুনরায় বাজানোর জন্য যান্ত্রিক কৌশল; পুনর্বাদন। (খ) যে সময়ে উক্তরূপে কোনো কিছু পুনরায় বাজানো হয়; পুনর্বাদন। play second fiddle (to somebody), দ্রষ্টব্যfiddle. play something by. ear/at sight, দ্রষ্টব্যear 1 (২), দ্রষ্টব্যsight 2 (২) ভুক্তিতে at/on sight. play it cool, দ্রষ্টব্যcool 1 (৫)। ১০ মঞ্চস্থ করা; ভূমিকায় অভিনয় করা: play ‘Hamlet’; play ‘Othelo’ ‘Tempest’ is now playing at the National Theatre. play the fool বোকার মতো কাজ করা। play the man পুরুষের মতো আচরণ করা; পুরুষোচিত হওয়া। play a (big/small, etc) part (in something) দ্রষ্টব্যpart 1 (৪)। ১১ অস্থির বা চঞ্চলভাবে নড়াচড়া করা; (আলো) ফেলা; খেলা: Sunlight playing on the water. My fancy played round the idea of becoming an actor. We played coloured lights on the lake. ১২ নিরবচ্ছিন্নভাবে কাজ করা বা চালু থাকা; অবিচ্ছিন্ন ধারায় (জল ইত্যাদি) নিক্ষেপ করা; The fountains did not play this weekend. The workers played the fire hoses to put out the fire. ১৩ play (something) on/upon something (বন্দুক ইত্যাদি) দাগা: Play the guns upon the ship. ১৪ play a fish (বড়শিতে) মাছ খেলানো। ১৫ (adverb phrase ও preps-সহ বিশিষ্ট প্রয়োগে): play at something (ক) উপরে ২, ৫ দ্রষ্টব্য হেলাফেলার সঙ্গে বা কেবল আমোদের জন্য রত থাকা: They are not fighting, they are only playing at fighting, তারা যুদ্ধ যুদ্ধ খেলছে। play something back উপরে ৯ দ্রষ্টব্য। play down to somebody সমর্থন বা আনুকূল্য লাভের আশায় কারো সঙ্গে ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করা বা এমনভাবে কথা বলা যাতে সে হীনমন্যতা বোধ না করে। play something down গুরুত্ব ছোট করে দেখা বা দেখানো। play somebody in; play somebody into a place কারো আগমন উপলক্ষে বাজনা বাজানো; বাদ্যধ্বনিসহকারে অভ্যর্থনা জানানো। play into somebody’s hands/the hands of somebody নিজের আচরণের দ্বারা অন্যের সুবিধা করে দেওয়া; নিজের দোষে অন্যের পথ সুগম করা: He played into the hands of his enemy. play one person off against another (নিজের সুবিধার জন্য) একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া। play (something) off (খেলা অমীমাংসিতভাবে শেষ হলে) আবার খেলা: play off a draw/tie. play-off (noun) নিষ্পত্তিমূলক খেলা। play on/upon something কারো অনুভূতি, সহানুভূতি ইত্যাদি জাগানোর বা এসবের সুযোগ নেওয়ার চেষ্টা করা: Don’t try to play on my feelings. play on/upon words শব্দ নিয়ে খেলা। play something out (সাধারণত লাক্ষণিক) শেষ অবধি খেলা: The conflict between the two rival groups is not yet played out. be played out নিঃশেষিত/অবসন্ন/চলচ্ছক্তি রহিত হওয়া; কোনো কিছুর প্রয়োজন ফুরিয়ে যাওয়া; সেকেলে হয়ে যাওয়া: When we reached our destination, our horses were played out. The theory is already played out. play up (ক) (বিশেষত imperative) (খেলাধুলা) বিক্রমের সঙ্গে/জোরসে খেলা। (খ) (কথ্য) দুষ্টামি/অসদাচরণ করা: He won’t let the boys play up. play something up অত্যধিক গুরুত্ব দেওয়া: Don’t let her play up her domestic troubles. (কিছু না-করার অজুহাতরূপে) দাঁড় করানো। play (somebody) up (কথ্য) জ্বালাতন করা; পীড়া দেওয়া: The migraine is playing her up again. play up to somebody (ক) অন্য অভিনেতার অভিনয়ে সহায়তা হয় এমনভাবে অভিনয় করা। (খ) (কথ্য) (অনুগ্রহ লাভে) স্তাবকতা করা: You always play up to your superiors. play with somebody (ক) উপরে ১ ও ৪ দ্রষ্টব্য। (খ) তুচ্ছতাচ্ছিল্য/হেলাফেলা করা; (লঘুচিত্তে) নাড়াচাড়া করা: Don’t play with the young girl’s affection. I am playing with the idea of writing an autobiography.
      • Let her/it rip (কথ্য) নৌকা, গাড়ি, কলকবজার ক্ষেত্রে) সর্বোচ্চ গতিতে চলতে দাও।