• Bengali Word leaf English definition [লীফ্‌] (noun) (plural leaves [লীভ্‌জ্‌]) ১ (গাছের) পাতা; পত্র; পল্লব; পাপড়ি (কথ্য): rose-leaves.
    in leaf পাতা ধরেছে এমন; পত্রশোভিত; পল্লবিত। come into leaf পাতা ধরা; পাতা গজানো। leaf-bud (noun) পত্রমুকুল; পত্রমঞ্জরি। leaf-mould (noun) [uncountable noun] গাছের পাতা পচে যে মাটির সৃষ্টি হয়। leafage (noun) [uncountable noun] পত্ররাজি। (২) বইয়ের এক পাতা বা দুই পৃষ্ঠা। take a leaf out of somebody’s book কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করা। turn over a new leaf নতুনভাবে, উন্নততর জীবন শুরু করা। (৩) দরজা বা টেবিলের পাল্লা, যা টেনে বা ঠেলে বড় বা ছোট করা যায়। (৪) [uncountable noun] (সোনা, রুপা ইত্যাদির) পাতলা পাত: gold leaf. □ (verb intransitive) leaf through a book, etc তেমন কিছু না-পড়ে দ্রুত পাতা উলটিয়ে যাওয়া। leaf out পাতা বের হওয়া। leafed, leaved (adjective(s) সপত্র; পত্রযুক্ত। leafless (adjective) নিষ্পত্র; পত্রহীন। leafy (adjective) (leafier, leafiest) (১) পাতার তৈরি; পত্রময়; a leaf vegetable. (২) পত্রসদৃশ।