• Bengali Word lead 2 English definition [লীড্] (noun) ১ [uncountable noun, countable noun] (কেবল singular) পরিচালনা; নির্দেশনা; পথ প্রদর্শন; নজির বা উদাহরণ।
    lead follow somebody’s কারো প্রদর্শিত পথে চলা। give somebody a lead নিজে আগে করে অথবা কোনো সমস্যায় কীভাবে সমাধান করা যায় সে সম্পর্কে সহায়তামূলক ইঙ্গিত দিয়ে কাউকে কোনো কাজ করতে উৎসাহিত করা। take the lead কাজ শুরু করা; কাজের নেতৃত্ব গ্রহণ করা; আদর্শ স্থাপন করা। (২) the lead প্রথম স্থান; অগ্রগামী অবস্থান। (attributive(ly)) the lead story (সাংবাদিকতা) প্রধান খবর। a lead distance অন্য প্রতিযোগী থেকে যতটা পরিমাণ অগ্রসর হওয়া গিয়েছে। lead time কোনো কাজ শুরু করার সময় থেকে প্রার্থিত ফললাভের সময়ের ব্যবধান। take over/lose the lead প্রতিযোগিতা বা ব্যবসায়ে প্রথম স্থান নেওয়া বা তা হারানো। (৩) [countable noun] কুকুরকে নিয়ন্ত্রণে রাখার জন্য তার গলায় বেল্টের সঙ্গে বাঁধা দড়ি, রশি, রজ্জু বা চামড়ার ফিতা। দ্রষ্টব্য leash. (৪) [countable noun] চলচ্চিত্র বা নাটকের প্রধান চরিত্র; এই চরিত্রে রূপদানকারী অভিনেতা বা অভিনেত্রী। (৫) [countable noun] জাঁতাকলের (শস্য চূর্ণ করার কল) চাকা ঘোরানোর জন্য পানি বয়ে নিয়ে যাওয়ার কৃত্রিম নহর বা নালা; বরফক্ষেত্রের মধ্যে উন্মুক্ত পানির নালা বা প্রণালি। (৬) [countable noun] (বিদ্যুৎ) উৎস থেকে যন্ত্রে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত তার। (৭) [countable noun] (তাস) প্রথম চাল বা দান দেওয়ার কাজ বা অধিকার: Whose lead is it?