• Bengali Word leave 1 English definition [লীভ্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle left [লেফ্‌ট্‌])
    (২) স্থায়ীভাবে কোনো স্থান ত্যাগ করা; কোনো স্থানে বসবাসে বিরত হওয়া; কোনো স্কুল বা প্রতিষ্ঠান পরিত্যাগ করা; কোনো কাজ ত্যাগ করা বা সে কাজ থেকে বিরত হওয়া: He left England to live in Australia. He left school and went to a college for higher education. be/get nicely left (কথ্য) প্রতারিত বা পরিত্যক্ত হওয়া। (৩) কোনো কিছু ভুলে ফেলে যাওয়া বা ছেড়ে আসা; কোনো কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়া। leave something/somebody behind সঙ্গে না নিয়ে ফেলে যাওয়া। (৪) কাউকে কোনোখানে বা কোনো অবস্থায় থাকতে দেওয়া। leave somebody/something alone না-ঘাঁটানো; বিরক্ত না-করা; শান্তিতে থাকতে দেওয়া। leave off থামা: Let us start again from where we left off. leave something off (ক) শেষ করা: leave off shouting. (খ) পরিধান না-করা: Woolen sweaters can be left off when it gets warm. leave something out কোনো কিছু খোলা জায়গায় ফেলে রাখা। leave somebody out কাউকে বাদ দেওয়া; গণনায় অন্তর্ভুক্ত না-করা: Haven’t you left out a zero in the phone number? leave over পরে করা হবে বলে ফেলে রাখা; The matter cannot be left over until next meeting. leave it at that কোনো বিষয় যেভাবে আছে সেভাবে থাকতে দেওয়া। leave somebody to himself/to his own devices স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। leave something unsaid অব্যক্ত রাখা; না-বলা। leave much/a lot/something/nothing to be desired সন্তোষজনক হওয়া বা না-হওয়া। leave go/hold (of something) (সাধারণত let go) ধরে না-রাখা; ছেড়ে দেওয়া; মুক্ত করে দেওয়া। (৫) থাকতে দেওয়া। to be left until called for (কোনো চিঠি, মোড়কে আবদ্ধ বস্তু ইত্যাদি সম্বন্ধে) কেউ না নিতে আসা পর্যন্ত ফেলে রাখতে হবে এই নির্দেশ। to leave to chance দৈবের উপর ছেড়ে দেওয়া। (৬) অন্যের জন্য রেখে যাওয়া: Did he leave anything for me? leave word (with somebody) (for somebody) একজনকে জানানোর জন্য অন্যকে সংবাদ দেওয়া; He has left word that he would come soon. (৭) সমর্পণ করা; ছেড়ে দেওয়া; তুলে দেওয়া: I’ll leave the matter in your hands. (৮) leave something (to somebody); leave somebody something উইল করে দিয়ে যাওয়া; মৃত্যুকালে রেখে যাওয়া; দানপত্র লিখে দেওয়া। (৯) কোনো স্থান অতিক্রম করে যাওয়া: We left the school on our way. leavings (noun) পরিত্যক্ত দ্রব্যাদি; আবর্জনা; স্মৃতিচিহ্ন।