Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word inboard Bengali definition [ইন্‌বোড্] (adjective) জাহাজের খোলের ভিতরে; খোলস্থ: an inboard motor. দ্রষ্টব্য out broad.
  • English Word inborn Bengali definition [ইন্‌বোন্] (adjective) (গুণ) সহজ; সহজাত; স্বভাবজ; অন্তর্জাত: an inborn-talent for acting; an inborn love of mischief.
  • English Word inbound Bengali definition [ইন্‌বাউন্‌ড্‌] (adjective) (জাহাজ) স্বদেশাভিমুখী
  • English Word inbred Bengali definition [ইন্‌ব্রেড্‌] (adjective) (১) সহজাত; স্বভাবজ; সহজ(২) কয়েক বা বহু প্রজন্ম ধরে নিকটসম্পর্কিত পূর্বপুরুষের প্রজন্ম থেকে উদ্ভূত; আন্তর্জনিতinbreeding [ইন্ব্রীডীঙ্] (noun) [uncountable noun] আন্তর্জনন।
  • English Word inbuilt Bengali definition [ইন্‌বিল্‌ট্‌] (adjective) = built-in build 1 (৩).
  • English Word incalculable Bengali definition [ইন্‌ক্যালকিউলাব্‌ল্‌] (adjective) (১) অপরিমেয়: The failure of the scheme has done incalculable harm to his reputation. (২) আগে থেকে গণনা করা যায় না এমন। (ব্যক্তি, ব্যক্তিচরিত্র ইত্যাদি) অনিশ্চিত; অস্থির: a lady of incalculable moods, অস্থিরমতি মহিলা।
  • English Word incandescent Bengali definition [ইনক্যান্‌ডেস্‌ন্‌ট্‌] (Adjective) উত্তপ্ত হলে আলো দেয় বা দিতে পারে এমন; ভাস্বর: an incandescent filament. incandescence [ইনক্যান্‌ডেস্‌স্‌ন্‌স্‌] (noun) [uncountable noun] ভাস্বরতা।
  • English Word incantation Bengali definition [ইন্‌ক্যান্‌টেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] মন্ত্র; মন্ত্রোচ্চারণ; জাদু
  • English Word incapable Bengali definition [ইন্‌কেইপাব্‌ল্‌] (adjective) incapable (of) অসমর্থ; অক্ষম: incapable of telling a lie. drunk and incapable বদ্ধ মাতাল; বেহেড মাতাল। incapability [ইন্‌কেইপাবিলাটি] (noun) [uncountable noun] অসমর্থতা; অক্ষমতা।
  • English Word incapacitate Bengali definition [ইন্‌কাপ্যাসিটেইট্] (verb transitive) incapacitate somebody (for)/(from) (১) অক্ষম/অসমর্থ করা; (কারো) শক্তি হরণ করা: I incapacitated by poor health, he could not undertake any hard work. (২) অযোগ্য/অনুপযুক্ত করা
  • English Word incapacity Bengali definition [ইন্‌ক্যাপাসাটি] (noun) [uncountable noun] (for something/for doing something/to do something) অক্ষমতা; অশক্তি; অসামর্থ্য
  • English Word incarcerate Bengali definition [ইন্‌কা:সারেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) কারারুদ্ধ করাincarceration [ইন্‌কা:সারেইশ্‌ন্] (noun) কারাবরোধ।
  • English Word incarnate Bengali definition [ইন্‌কা:নেইট্‌] (adjective) (১) মূর্তিমান; মূর্ত: a devil incarnate /an incarnate fiend, মূর্তিমান শয়তান/শয়তানের প্রতিমূর্তি। (২) (ভাব, আদর্শ ইত্যাদি) মনুষ্যরূপে আবির্ভূত; প্রমূর্ত; মূর্তিমান: Liberty incarnate. □ (verb transitive) (১) মূর্ত/প্রমূর্ত/মূর্তিমান করা: incarnate an idea/ideal. (২) (ব্যক্তি) (কোনো গুণের) প্রতিমূর্তি হওয়া: He incarnated love and kindness.
  • English Word incarnation Bengali definition [ইন্‌কা:নেইশ্‌ন্‌] (noun) (১) the Incarnation যিশুর মধ্যে ঈশ্বরের শরীরপরিগ্রহ; যিশুরূপী ঈশ্বর(২) [countable noun] কোনো গুণের আদর্শরূপে বিবেচিত ব্যক্তি; অবতার; প্রতিমূর্তি: She was the incarnation of faithfulness.
  • English Word incautious Bengali definition [ইনকোশাস্‌] (adjective) অসাবধান; অসতর্কincautiously (adverb) অসতর্কভাবে; অসাবধানে।
  • English Word incendiary Bengali definition [ইন্‌সেন্‌ডিআরি America(n) ইন্‌সেন্‌ডিএরি] (noun) (plural incendiaries) (adjective) (১) (ব্যক্তি) অসদুদ্দেশে বেআইনিভাবে সম্পত্তিতে অগ্নিসংযোগকারী; গৃহদাহক(২) উস্কানি/প্ররোচনাদায়ক: an incendiary speech/newspaper article. (৩) (বোমা) আগ্নেয়; আগুনেincendiarism [ইন্‌সেন্‌ডিআরিজাম্] (noun) [uncountable noun] অগ্নিসংযোগ।
  • English Word incense 1 Bengali definition [ইনসেন্‌স্] (noun) [uncountable noun] ধুনা; ধূপ
  • English Word incense 2 Bengali definition [ইন্‌সেন্‌স্‌] (verb transitive) ক্রুদ্ধ/কোপান্বিত/প্রকোপিত করা: incensed by somebody’s conduct; incensed at somebody’s remarks.
  • English Word incentive Bengali definition [ইন্‌সেন্‌টিভ] (noun) (to/something/to do something/to doing something) [Countable noun, uncountable noun] যা উৎসাহিত, উত্তেজিত বা উদ্দীপিত করে; উদ্দীপক; উদ্দীপনা; উত্তেজক; উত্তেজনা: The workers need some incenses to hard work.
  • English Word inception Bengali definition [ইন্‌সেপ্‌শ্‌ন্‌] (noun) (আনুষ্ঠানিক) শুরু; আরম্ভ; উপক্রম
  • English Word incertitude Bengali definition [ইন্‌সাটিটিউড্ America(n) [ইন্‌সাটিটূড্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) অনিশ্চয়; অনিশ্চয়তা
  • English Word incessant Bengali definition [ইন্‌সেস্‌ন্‌ট্‌] (adjective) অবিরাম; অবিরত; অনবরত; নিরন্তর; অবিরল; অবিশ্রান্ত; বিরামহীন: a week of incessant rain. incessantly (adverb) অবিরাম, অবিশ্রান্তভাবে।
  • English Word incest Bengali definition [ইনসেস্‌ট্] (noun) [uncountable noun] নিকটাত্মীয়ের মধ্যে, যেমন ভাইবোন কিংবা পিতাকন্যার মধ্যে যৌনসংসর্গ; অজাচারincestuous [ইনসেস্টিউআস্] (adjective) অজাচারী; অজাচারমূলক; অগম্যাগামী; অগম্যগামিনী।
  • English Word inch Bengali definition [ইন্‌চ্‌] (noun) (১) ইঞ্চি। পরি. ৫ দ্রষ্টব্য(২) অল্প পরিমাণinch by inch ক্রমশ; ক্রমে ক্রমে। by inches (ক) অল্পের জন্য: The stone misses him by inches. (খ) অল্প; ক্রমশ। every inch পুরোপুরি: He’s every inch a poet. within an inch of খুব নিকটে; প্রায়: I came within an inch of being hit by a stray bullet. not yield an inch আদৌ হার না-মানা; একটুও না-হটা; সূচ্যগ্রপরিমাণ স্থানও ছেড়ে না-দেওয়া। □ (verb transitive), (verb intransitive): inch one’s way forward.
  • English Word inchoate Bengali definition [ইন্‌কোউএইট] (adjective) (আনুষ্ঠানিক) সদ্য আরব্ধ; প্রারব্ধ; অপরিণত অর্ধগঠিত রূপবিশিষ্ট; অপূর্ণগঠিতinchoative [ইনকোউআটিভ্] (adjective) প্রারম্ভিক: (ব্যাকরণ) inchoative verbs প্রারম্ভিক ক্রিয়া, যেমন, get dark -এ get.
  • English Word incidence Bengali definition [ইনাসিডান্‌স্‌] (noun) কোনো বস্তু অন্য কিছুর উপর ক্রিয়াশীল হলে সেই ক্রিয়ার ধরন; আপতন; প্রকোপ; প্রাদুর্ভাব: the incidence of a disease, রোগের বিস্তার, আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা, শ্রেণি ইত্যাদি; the incidence of a tax, যেভাবে কোনো-কোনো শ্রেণির মানুষের উপর এই করের ভার আপতিত হয়।
  • English Word incident 1 Bengali definition [ইনসিডান্‌ট্] (adjective) incident to (আনুষ্ঠানিক) স্বাভাবিক বা প্রত্যাশিত অংশস্বরূপ; স্বাভাবিকভাবে সম্পর্কিত: the risks incident to the life of a test pilot.
  • English Word incident 2 Bengali definition [ইন্‌সিডান্‌ট্] (noun) (১) (বিশেষত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ) ঘটনা: frontier incidents, যেমন সংঘর্ষ। (২) সর্বসাধারণের দৃষ্টি-আকর্ষণ করে এমন ঘটনা(৩) (আধুনিক প্রয়োগ) যেসব ঘটনা-যেমন, বোমা-বিস্ফোরণ, বিদ্রোহ, যুদ্ধ-নানাবিধ কারণে কর্তৃপক্ষ যথাযথভাবে বর্ণনা করতে চান না(৪) (নাটক বা কাব্যে) ঘটনা; উপাখ্যান
  • English Word incidental Bengali definition [ইন্‌সিডেন্‌টা্‌ল্‌] (adjective) incidental (to) (১) অনুগামী তবে আবশ্যিক অংশ নয়; প্রাসঙ্গিক: incidental music to a play. (২) অল্প এবং অপেক্ষাকৃতলঘু; নৈমিত্তিক; আনুষঙ্গিক: sufferings incidental to living an honest life. incidentally [ইন্‌সিডেন্‌টা্‌লি] (adverb) প্রসঙ্গক্রমে; দৈবাৎ।
  • English Word incinerate Bengali definition [ইন্‌সিনারেইট্] (verb transitive) ভস্মীভূত করাincinerator [ইন্‌সিনাটা(র্)] (noun) জঞ্জাল পোড়ানোর জন্য চুল্লি; দাহনযন্ত্র। incineration [ইন্‌সিনারেইশ্‌ন্] (noun) [uncountable noun] ভস্মসাৎকরণ।