I পৃষ্ঠা ৭
- English Word imprecision Bengali definition [ইম্প্রিসিজ্ন] (noun) [uncountable noun] অযথার্থতা; অযথার্থ্য।
- English Word impregnable Bengali definition [ইম্প্রেগ্নাব্ল্] (adjective) দুর্জয়; অজেয়; অলঙ্ঘনীয়: an impregnable fortress; impregnable defences/arguments. impregnably [ইম্প্রেগ্নাব্লি] (adverb) দুর্জয়রূপে ইত্যাদি। impregnability (noun) [uncountable noun] দুর্জয়ত্ব; অজেয়তা; অলঙ্ঘনীয়তা।
- English Word impregnate Bengali definition [ইম্প্রেগ্নেইট America(n) ইমপ্রেগনেইট ] (verb transitive) impregnate (with) (১) গর্ভবর্তী/অন্তঃসত্ত্বা করা; (ডিম্বকোষ) নিষিক্ত করা। (২) পূর্ণ করা; সম্পৃক্ত করা: water impregnated with salt. (৩) (নৈতিক গুণাবলি, অনুভূতি) পরিনিষিক্ত করা।
- English Word impresario Bengali definition [ইম্পিসা:রিউ] (noun) (plural impresarios [ইম্পিসা:রিউজ্]) (১) অপেরা বা বাদকদলের কর্মাধ্যক্ষ; অধিকারী; প্রযোজক। (২) বাণিজ্যিক বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যয়ভারবহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান; প্রযোজক।
- English Word impress Bengali definition [ইম্প্রেস্] (verb transitive) impress (on/upon)/(with) (১) ছাপ দেওয়া/ফেলা; মুদ্রিত/অঙ্কিত করা; মুদ্রাঙ্কিত করা: impress wax with a seal; impress a figure/design on something. (২) রেখাপাত করা; দাগ কাটা; নিষ্ঠিত হওয়া; মুদ্রিত/প্রোথিত/নিবেশিত হওয়া; His speech did not impress us; The candidate impressed me unfavourably, প্রার্থী সম্বন্ধে আমার মনে একটা অনুকূল ধারণা সৃষ্টি হয়েছে। □ (noun) [ইম্প্রেস্] ছাপ; মুদ্রা।
- English Word impression Bengali definition [ইম্প্রেশন্] (noun) [countable noun] (১) ছাপ; মুদ্রা: the impression of a seal on wax. (২) (খোদাই ইত্যাদির) মুদ্রণ। (৩) একবারে মুদ্রিত গ্রন্থসমূহ; মুদ্রণ: a first impression of 5000 copies. দ্রষ্টব্য edition. (৪) মনোগত বা অনুভূতিগত প্রতিক্রিয়া; চিত্তসংস্কার; মনঃসংস্কার; অন্তর্মুদ্রা; ধারণা; আভাস: It is my impression that... আমার ধারণা..., My first impression of New York was not very favourable. He got an uncavourable impression of the whole affair. The Prime Minister’s statement made a strong impression on the House, একটা জোরালো অভিঘাত সৃষ্টি করে। (৫) (অস্পষ্ট বা অনিশ্চিত) ধারণা, বিশ্বাস বা আভাস: It is my impression that she doesn’t want to see you. Be under the impression that... একটা অস্পষ্ট ধারণার বশবর্তী হওয়া; মনে হওয়া। impressionism [ইম্প্রেশনিজাম্] (noun) [uncountable noun] চিত্রকলা বা রচনার পদ্ধতিবিশেষ, যাতে আনুপঙ্খিকতা পরিহার করে একটি সামগ্রিক অভিঘাত সৃষ্টির চেষ্টা করা হয়; অন্তর্মুদ্রাবাদ। impressionist [ইম্প্রেশনিস্ট্] (noun) অন্তর্মুদ্রাবাদী। impressionistic [ইমপ্রেশানিস্টিক্] (adjective) (১) অন্তর্মুদ্রাবাদী; কেবল একটা সামগ্রিক আভাস দেয় এমন; অন্তর্মুদ্রণাশ্রয়ী; অন্তর্মুদ্রাসর্বস্ব।
- English Word impressionable Bengali definition [ইম্প্রেশানাবল্] (adjective) সহজে প্রভাবিত হয় এমন; সহজপ্রবণ; কাঁচা; কচি: children who are at the impressionable age, সহজপ্রবণ/কাঁচা বয়সের ছেলেমেয়েরা; an impressionable young lady, কোমলপ্রাণ বা সহজপ্রবণ তরুণী, যেমন যে তরুণী সহজে প্রেমে পড়ে।
- English Word impressive Bengali definition [ইম্প্রেসিভ্] (Adjective) মনের উপর গভীর ছাপ ফেলে এমন; হৃদয়গ্রাহী; চিত্তাকর্ষক an impressive ceremony.impressively (adverb) হৃদয়গ্রাহীরূপে। impressiveness (noun) হৃদয়গ্রাহিতা; চিত্তাকর্ষিতা।
- English Word imprimatur Bengali definition [ইমপ্রিমেইটা(র্)] (noun) (Roman Catholic গির্জা) কোনোকিছু মুদ্রণের দাফতরিক অনুমতি; মুদ্রণাজ্ঞা; (লাক্ষণিক) অনুমোদন; মঞ্জুরি।
- English Word imprint Bengali definition [ইম্প্রিন্ট্] (verb transitive) imprint with/on মুদ্রিত করা; ছাপ দেওয়া/মারা; ছাপানো: imprint a letter with a postmark; ideas imprinted on the mind, মনের উপর মুদ্রিত/হৃদয়নিষ্ঠ/হৃদয়নিবেশিত ভাবরাশি। □ (noun) [ইম্প্রিন্ট্] [countable noun] ছাপ; মুদ্রা; চিহ্ন; অঙ্ক: the imprint of a foot, পদাঙ্ক/পদচিহ্ন; the imprint of suffering, দুঃখদুর্দশার ছাপ; a publisher’s/printer’s imprint, বইয়ের নামপত্রে বা পশ্চাতে তার নাম ঠিকানা ইত্যাদি; প্রকাশকের/মুদ্রকের ছাপ।
- English Word imprison Bengali definition [ইম্প্রিজ্ন্] (verb transitive) কারারুদ্ধ করা/কয়েদ করা। imprisonment (noun) [uncountable noun] কারাবন্ধন; কারাবিরোধ; কয়েদ।
- English Word improbable Bengali definition [ইম্প্রবাব্ল্] (adjective) ঘটার বা সত্য হওয়ার সম্ভাবনারহিত; অভাবনীয়; অঘটনীয়; অসম্ভাব্য; অসম্ভাবনীয়; অসম্ভব; অসম্ভাবিত: an improbable story/result. improbably [ইম্প্রবাব্লি] (adverb) অভাবনীয়রূপে ইত্যাদি improbability [ইম্প্রবাবিলাটি] (noun) (১) [uncountable noun] অসম্ভাব্যতা; অভাবনীয়/অঘটনীয় বিষয়, ব্যাপার ইত্যাদি। [countable noun] (plural improbabilities)
- English Word impromptu Bengali definition [ইম্প্রম্পটিউ America(n) ইম্প্রম্পটু] (adjective), (adverb) প্রত্যুৎপন্ন; অযত্নপূর্ব; অচিন্ত্যপূর্ব; উপস্থিতমতো; প্রত্যুৎপন্নভাবে ইত্যাদি: an impromptu speech; speak impromptu. □ (noun) উপস্থিতভাবে রচিত বলে প্রতীয়মান সাংগীতিক রচনাবিশেষ; প্রত্যুৎপন্ন সংগীত।
- English Word improper Bengali definition [ইম্প্রপা(র্)] (adjective) (১) অনুপযুক্ত; অনুচিত; অনুপযোগী; অসঙ্গত; অসমীচীন: Such a fancy dress is improper at a funeral procession. (২) ভ্রান্ত; অযথার্থ; ভুল: improper diagnosis of disease. (৩) অশোভন; অশালীন; অশ্লীল: improper stories. improperly (adverb) অসঙ্গতভাবে, অসমীচীনভাবে।
- English Word impropriety Bengali definition [ইম্প্রাপ্রাইআটি] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] অনৌচিত্য; অযুক্ততা; অনুপযুক্তকতা; ভ্রান্তি; অযাথার্থ্য; [countable noun] (plural improprieties) অনুচিত/অযথার্থ/ভ্রান্ত কার্যকলাপ; মন্তব্য ইত্যাদি।
- English Word improve Bengali definition [ইম্প্রূভ] (verb transitive), (verb intransitive) (১) উন্নতিসাধন/উন্নতি বিধান/শ্রীবৃদ্ধি/উৎকর্ষবিধান করা; উন্নতি বা উৎকর্ষ লাভ করা। improve on/upon উৎকৃষ্টতর কিছু উৎপন্ন করা: He writes well; but you can always try to improve upon him. (২) সদ্ব্যবহার করা: improve the occasion. improvement (noun) (১) [uncountable noun] উন্নতিসাধন; উন্নতিবিধান; উন্নতি; উৎকর্ষ; উৎকর্ষসাধন; শ্রীবৃদ্ধি: Do you see any improvement in his composition? (২) [countable noun] উন্নতি বিধায়ক কিছু; সৌন্দর্য, উপযোগিতা; মূল্য ইত্যাদি বৃদ্ধি করে এমন কিছু; উন্নতি; উৎকর্ষ: Do you notice any improves in the town since your last visit?
- English Word improvident Bengali definition [ইম্প্রভিডান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) অপব্যয়ী; অদূরদর্শী; অপরিণামদর্শী। improvidently (adverb) অদূরদর্শিতাবশত; অপরিণামদর্শিতাবশত ইত্যাদি। improvidence [[ইম্প্রভিড্যান্স্] (noun) অপব্যয়; অদূরদর্শিতা; অপরিণামদর্শিতা; অদূরদৃষ্টি।
- English Word improvise Bengali definition [ইম্প্রভাইজ্] (verb transitive), (verb intransitive) (১) বাজাতে বাজাতে সুর সৃষ্টি করা কিংবা আবৃত্তি করতে করতে কবিতা রচনা করা; প্রত্যুৎপন্নভাবে/উপস্থিত মতো রচনা করা: The actor improvised most of his dialogues. (২) প্রয়োজনের মুহূর্তে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে তাৎক্ষণিকভাবে কিছু তৈরি করা বা জোগান দেওয়া; তাৎক্ষণিকভাবে উদ্ভাবন/প্রস্তুত করা: an improvised meal for unexpected guests, অপ্রত্যাশিত অতিথিদের জন্যতাৎক্ষণিকভাবে/প্রত্যুৎপন্নভাবে প্রস্তুত আহার্য; an improvised bed, প্রত্যুৎপন্নভাবে রচিত শয্যা। improvisation [ইম্প্রাভাইজেইশ্ন্ America(n) ইম্প্রাভিজেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] প্রত্যুৎপন্নমতিত্ব; উদ্ভাববনা।
- English Word imprudent Bengali definition [ইম্প্রূড্ন্ট্] (adjective) অবিমৃষ্যকারী; অবিবেচক; অবিচক্ষণ; হঠকারী: It was imprudent of him to trust the boy with such a big sum of money. imprudently (adverb) অবিমৃষ্যকারিতা-পূর্বক ইত্যাদি। imprudence [ইম্প্রূডান্স্] (noun) [uncountable noun] অবিমৃষ্যকারিতা; অবিবেচনা; অবিচক্ষণতা; হঠকারিতা; [countable noun] বিবেচনাশূন্য/হঠকারী/দুর্বিনীত কার্যকলাপ, মন্তব্য ইত্যাদি।
- English Word impudent Bengali definition [ইমপিউডান্ট্] (adjective) ধৃষ্ট; প্রগল্ভ; নির্লজ্জ: How dare you call me a liar, you impudent little twit! impudence [ইমপিউডান্স্] (noun) [uncountable noun] ধৃষ্টতা; প্রগল্ভতা; নির্লজ্জতা; ধৃষ্ট/প্রগলভ উক্তি বা কার্যকলাপ।
- English Word impugn Bengali definition [ইম্পিউন্] (verb transitive) (আনুষ্ঠানিক) বিরোধিতা করা; (বিবৃতি, কার্য, গুণ) সংশয় ব্যক্ত করা; প্রত্যাখ্যান করা।
- English Word impulse Bengali definition [ইমপাল্স্] (noun) (১) [countable noun] বেগ; প্রণোদনা; প্রেরণা; give an impulse to trade/education. (২) [countable noun] পরিণাম চিন্তা না-করে কিছু করার প্রবণতা; তাড়না; আবেগ; প্রবর্তনা: seized with an impulse to do something; feel an irresistible impulse to kill somebody. (৩) [uncountable noun] যে মানসিক অবস্থায় এ রকম প্রবণতা দেখা দেয়; অগ্রপশ্চাৎ বিবেচনা না-করে কাজে যুক্ত হওয়ার প্রবণতা; প্ররোচনা: a man of impulse, হৃদয়ভাবক/হৃদয়াবেগচালিত মানুষ। on (an) impulse প্রণোদনাবশে: phone somebody on impulse. impulse-buy □ (verb transitive), (verb intransitive) প্রণোদনাবশে কেনা। (৪) (বিজ্ঞান) ক্ষণস্থায়ী; আকস্মিক বল; ঘাত।
- English Word impulsion Bengali definition [ইম্পাল্শ্ন্] (noun) [uncountable noun, countable noun] প্রেরণা; অনুপ্রাণন; প্রণোদন; তাড়া।
- English Word impulsive Bengali definition [ইম্পালসিভ্] (adjective) (১) (ব্যক্তি, ব্যক্তির আচরণ) আবেগপ্রবৃত্ত; আবেগতাড়িত; অন্তরাবেগচালিত; হৃদয়ভাবক: a girl with an impulsive nature, আবেগীপ্রকৃতিবিশিষ্ট মেয়ে। (২) (বল) প্রবর্তক। impulsively (adverb) ঝোঁকের বশে; অন্তরাবেগবশত ইত্যাদি। impulsiveness (noun) হৃদয়ভাবকতা; আবেগপ্রবৃত্ততা।
- English Word impunity Bengali definition [ইম্পিউনাটি] (noun) [uncountable noun] দণ্ড থেকে অব্যাহতি; অদণ্ড; দণ্ডাভাব; দণ্ডমুক্ততা। with impunity আঘাত/অনিষ্ট ও শাস্তির ঝুঁকি ব্যতিরেকে।
- English Word impure Bengali definition [ইমপিউআ(র্)] (adjective) অশুচি; অশুদ্ধ; অপবিত্র; দূষিত; সমল; গর্হিত; অসাধু: the impure air of cities; impure milk; impure motives. impurity [ইমপিউআরাটি] (noun) [uncountable noun] অশুচিতা; অশুদ্ধতা; সমলতা; দূষিতত্ব; মালিন্য; অশৌচ; গর্হিতত্ব: [countable noun] (plural impurities) অশুচি/অপবিত্র/দূষিত দ্রব্যাদি; অপদ্রব্য: impurities in food.
- English Word impute Bengali definition [ইম্পিউট] (verb transitive) impute to (আনুষ্ঠানিক) (কোনোকিছুর) কার্য, গুণ বা পরিণামস্বরূপ বিবেচনা করা; আরোপ/অধ্যারোপ করা; দোষারোপ করা: They imputed the crime to the victim’s associate. imputation [ইম্পিউটেইশ্ন্] (noun) [uncountable noun] আরোপণ; অধ্যারোপণ; [countable noun] দোষারোপণ: imputations on a person’s character.
- English Word in 1 Bengali definition [ইন্] (adverbial particle) (out-এর বিপরীত) (১) (বহু ক্রিয়াপদের সঙ্গে ব্যবহৃত হয়; এদের কতকগুলির অর্থ স্বতঃস্পষ্ট; যেমন, come in (enter), আবার কতকগুলির অর্থ স্বতঃস্পষ্ট নয়, যেমন give in (=surrender); ঐসব ক্রিয়াপদ দ্রষ্টব্য)। (২) be in (ক) বাড়িতে থাকা: I’ll not be in until ৪ o’clock. (খ) আসা; এসে পৌঁছা: The train is not in yet. (গ) (ফসল সম্বন্ধে) সংগৃহীত/গোলাজাত হওয়া The rice crop is safely in. (ঘ) প্রাপণীয় হওয়া; Mangoes are in now, বাজারে উঠেছে; পাওয়া যাচ্ছে। (ঙ) ঢল হওয়া: Bell-bottomed trousers are in again. (চ) নির্বাচিত/ক্ষমতাসীন হওয়া: The Democrats are in. (ছ) জ্বলা: The fire is still in. (ঝ) (ক্রিকেট, বেসবল) ব্যাট করা: The local team is in. (৩) be in for something (ক) (বিশেষত কোনো অপ্রীতিকর) সম্ভাব্য অভিজ্ঞতার মুখোমুখি হওয়া: We are in for an unpleasant surprise, আমরা বোধ করি একটা অপ্রীতিকর চমকের সম্মুখীন। (খ) যোগ দেওয়া; অংশ নেওয়া: She is in for the 100 meters sprint. have it in for somebody প্রতিশোধ নিতে অধীর হওয়া। be in on something (কথ্য) যোগ দেওয়া; শরিক হওয়া: Do you like to be in on this project? day in, day out; week in, week out; year in, year out একটানা দিনের পর দিন; সপ্তাহের পর সপ্তাহ; বছরের পর বছর। in and out একবার ভিতরে; একবারে বাইরে: The old man is always in and out of hospital, (বারবার অসুস্থ হয়ে) কেবলই হাসপাতালের ভিতর-বাইর করছেন। be (well) in with somebody কারো সঙ্গে সম্পর্ক গড়ে তোলা (এবং তার বন্ধুত্ব থেকে সম্ভবমতো লাভবান হওয়া)। (৪) (বিশেষ্যের আগে): ভেতরকার; আভ্যন্তর; অন্তর্বর্তী: an in-hospital patient, অভ্যন্তর-রোগী-চিকিৎসাকালে যে রোগী হাসপাতালে অবস্থান করে (out-patient-এর বিপরীত)।
- English Word in 2 Bengali definition [ইন্] (preposition(al)) (বহু (noun(s) ও 'verb(s)' -এর সহযোগে in-এর প্রয়োগ ঐসব 'noun' ও 'verb'-এর ভুক্তিতে দ্রষ্টব্য , যেমন 'in print', in memory, fall in an examination). (১) (স্থান সম্বন্ধে; at 'দ্রষ্টব্য) -এ, -য়, -তে: in the world; in London; in the village; in the country; in the sky; in town; sitting in the corner of the room (তুলনীয় at the seaside); lying in bed (তুলনীয় Sitting on the bed) in an arm-chair (তুলনীয় on a chair without arms). (২) (দিকনির্দেশনায়) - এ: in this/that direction; ৩ (গতি বা কাজের দিক-সূচক; into দ্রষ্টব্য) –এ ইত্যাদি: break in two. He put his hands in his pocket. She fell in love. (৪) (সময় সম্বন্ধে: সেই সময়) -এ ইত্যাদি: in the 20th c; in the reign of, in autumn etc; in his youth; in the morning etc (তুলনীয় on Sunday morning); at 9 o’clock in the night (তুলনীয় at night); in the beginning; in the day time; in the past/(the) future; in the hour of joy/death etc; She was a beauty in her days, যৌবনকালে; He has known many celebrities in his time, জীবদ্দশায়; The town was a quiet little place in my time, আমি যখন সেখানে ছিলাম। (৫) (সময় সম্বন্ধে) -এর মধ্যে/ভেতরে: in a moment; in a short time/a few days (তুলনীয় in time). (৬)(অন্তর্ভুক্তি -সূচক) -এ ইত্যাদি: 2 4 hours in a day; 2 pints in a quart; a woman in her forties, চল্লিশের কোঠায় বয়স (৪০ থেকে ৪৯ বছর); in the early twenties of this century, বিশের দশকের গোড়ার দিকে (১৯২০ থেকে ২৪ বা ২৫)। There is 20 percent sales tax in the bill, ২০% বিক্রয় করে অন্তর্ভুক্ত। (৭) (অনুপাত-সূচক) -এ; এর মধ্যে; প্রতি… এ: a slope/gradient of one in five. Only two in fifteen candidates could answer the question. (৮) (পোশাকপরিচ্ছদ) পরিহিত: dressed in tattered clothes; the woman in white, শুভ্রবসনা; a prisoner in chains, হাতকড়া-পরানো বন্দি। (৯) (পারিপার্শ্বিক, পরিস্থিতি ইত্যাদির সূচক) ইত্যাদি: in an accident; in arms; sleep in the open; in the dark. (১০) (অবস্থা-দশা-সূচক:in good health; in his sleep; in despair; in secret; in debt; in doubt; in fun/jest/joke; in ruins; in earnest; in tears. (১১) (আকার, রূপ ও বিন্যাসসূচক): a novel in four parts; in appearance; in good order; packed in bundles of five; sitting in rows; dancing in a ring; in alphabetical order. (১২) (প্রকাশের পদ্ধতি, মাধ্যম, উপায়, উপকরণ ইত্যাদি সূচক): in German; in this manner/way; in print; in round figure; in a word. (১৩) (বিস্তার ও মান-সূচক): in part; in some measure; in great number; in great strength; in all মোট; সর্বসাকুল্যে। ১৪ (একাত্মতা-সূচক) We have lost a great friend in him, তার মৃত্যুতে আমরা একজন অভিন্নহৃদয় বন্ধু হারিয়েছি। (১৫) (সম্পর্ক, সম্বন্ধ ও সম্মানসূচক) : five metres in length/depth/height; in some/all respects; week in intelligence; deficient in courage; a country rich/poor in minerals. (১৬) (পেশা, কার্যকলাপ ইত্যাদিসূচক) He is in the civil service/ in business. He was killed in action, যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। (১৭) (in + noun + preposition(al) প্যাটার্নের অসংখ্য prepositional phrase- এ ব্যবহৃত হয়, যেমন) in defence of; in exchange for; in remembrance of; in obedience to. সংশ্লিষ্ট (noun) দ্রষ্টব্য । (১৮) in camera (আইন সম্বন্ধীয়) বিচারকের একান্ত কক্ষে; প্রকাশ্য বিচারসভায় নয়; (কথ্য) গোপনে in that যেহেতু; কেননা; কারণ: Children should not be given too much freedom in that they may misuse it. in as/so far as যতটা…ততটা: He is a Russian in so far as he was born in Russia, but be become a French citizen in 1 9 20. in itself প্রকৃতিগতভাবে; নিরঙ্কুশভাবে; সর্বস্ব; অনন্য সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেখলে; এমনিতে: Horse-racing is not bad in itself.
- English Word in 3 Bengali definition [ইন্] (noun) (কেবল) the ins and (the) outs (ক) ক্ষমতাসীন ও ক্ষমতাচ্যুত (রাজনৈতিক) দল। (খ) বিভিন্ন অংশ; খুঁটিনাটি ও জটিলতা; নাড়িনক্ষত্র।