Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word -in Bengali definition [ইন্‌] (suffix) যৌথ কার্যকলাপ ইত্যাদিতে অংশগ্রহণ সূচিত করতে অন্য শব্দ (বিশেষত verb) -এর সঙ্গে যুক্ত হয়। সংশ্লিষ্ট verb দ্রষ্টব্য যেমন sit-in, teach-in.
  • English Word I 1, I Bengali definition [আই] (plural I’s, i’s [আইজ্‌], ইংরেজি বর্ণমালার নবম বর্ণ; রোমক ১ সংখ্যার প্রতীক। দ্রষ্টব্য পরি. ৪।
  • English Word I 2 Bengali definition [আই] (Personal pronoun) আমি। তুলনীয় me, we, us.
  • English Word I'd Bengali definition [আইড্‌]= I had বা I would.
  • English Word I'll Bengali definition [আইল্] = I will বা I shall.
  • English Word I'm Bengali definition [আইম্]= I am. দ্রষ্টব্য be 1.
  • English Word I've Bengali definition [আইভ্‌] = I have.
  • English Word iambus Bengali definition [আইঅ্যাম্‌বাস্‌] (noun) (কবিতার ছন্দে) দ্বিমাত্রিক পর্ববিশেষ, যার প্রথম অক্ষর হ্রস্ব এবং দ্বিতীয় অক্ষর ঝোঁকপূর্ণ হয়iambic (adjective) দ্বিমাত্রিক। (noun) দ্বিমাত্রিক পর্ব; ব্যঙ্গছন্দ।
  • English Word ibex Bengali definition [আইবেক্‌স্] (noun) আল্‌প্‌স ও পিরেনিজ অঞ্চলের দীর্ঘ বাঁকানো শিংওয়ালা বুনোছাগল; আইবেক্স
  • English Word ibis Bengali definition [আইবিস্‌] (noun) গ্রীষ্মপ্রধান অঞ্চলের হ্রদ ও জলাভূমিতে পরিদৃষ্ট বক বা সারসসদৃশ বৃহৎ পাখিবিশেষ; আইবিস
  • English Word ice 1 Bengali definition [আইস্‌] (noun) [uncountable noun] (১) বরফ; তুষার; হিম; হিমানীbreak the ice (লাক্ষণিক) আনুষ্ঠানিকতা, দ্বিধাসংকোচ কাটিয়ে ওঠা; সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলা; কোনো নাজুক ব্যাপারে প্রথম পদক্ষেপ নেওয়া; বরফভাঙা। cut no ice (with somebody) প্রভাবপ্রতিপত্তি/জারিজুরি না-খাটা; হালে পানি না-পাওয়া। keep something on ice ফ্রিজে রাখা; (লাক্ষণিক) ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। be skating on thin ice (লাক্ষণিক) বিপজ্জনক বা নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে চলা। dry ice, dry 1(১২) দ্রষ্টব্য২ [countable noun] বিভিন্ন ধরনের জমানো মিষ্টান্ন:water-ice, cream ice; two strawberry ices, নিচে ice-cream দ্রষ্টব্য (৩) ( যৌগশব্দ) the ice Age (noun) তুষারযুগ; যখন উত্তর গোলার্ধের অধিকাংশ এলাকা তুষারাবৃত ছিলice-axe (noun) (পাহাড়ে বরফ কেটে পা রাখার স্থান তৈরি করার জন্য পর্বতারোহীদের ব্যবহৃত) বরফকাটারি। iceberg (noun) (সমুদ্রে ভাসমান) হিমশৈল; (লাক্ষণিক) আবেগবর্জিত মানুষ: an iceberg of a wife. iceboat (noun) হিমায়িত হ্রদ বা সাগরের উপর ভ্রমণের জন্য পালযুক্ত নৌকা; বরফের নাও। icebound (adjective) (পোতাশ্রয় ইত্যাদি) হিমবদ্ধ। icebox (noun) খাবার শীতল রাখতে বরফভরতি বাক্স; হিমাধার; (America(n)) হিমায়নযন্ত্র। icebreaker (noun) বরফ ভেঙে পথ তৈরি করার জন্য শক্তিশালী বাঁকানো সম্মুখভাগযুক্ত জাহাজ; বরফভাঙা জাহাজ। ice-cap (noun) উঁচু কোনো কেন্দ্রস্থলের সব দিক ঘিরে বরফের স্থায়ী আবরণ; হিমমুকুট। ice cream (noun) [countable noun, uncountable noun] মালাই বরফ; আইসক্রিম। ice cube (noun) (হিমাগারে বরফের খাঞ্জায় জমানো) বরফের ঘনক। ice fall (noun) হিমায়িত জলপ্রপাতের মতো দেখতে হিমবাহের খাড়া পার্শ্ব; হিমপ্রপাত। ice field (noun) মেরুঅঞ্চলে (বিশেষত সমুদ্রে) বরফের বিশাল বিস্তার; তুষারপ্রান্তর। ice floe [আইস্‌ফ্‌লোউ] (noun) ভাসমান বরফের বিশাল চাই; হিমরাশি। ice-free (adjective) (বন্দর বা পোতাশ্রয়) বরফমুক্ত। উপরে icebound দ্রষ্টব্য ice hockey, দ্রষ্টব্য hockey. ice house (noun) গ্রীষ্মকালে ব্যবহারের উদ্দেশ্যে শীতকালে বরফ মজুত করতে (সাধারণত) অংশত কিংবা সম্পূর্ণত ভূতলস্থ ভবন, বরফঘর। ice lolly (noun) কাঠির মাথায় চিনি, ফলের রস ইত্যাদির জমানো খণ্ড; বরফচুষি। iceman [আইস্‌ম্যান্‌] (noun) (plural icemen) (America(n)) খুচরো বরফবিক্রেতা; বরফওয়ালা। icepack (noun) (ক) সাগরের যে অংশ ভাঙা বরফের টুকরার সমবায়ে গঠিত বৃহৎ চাকের নিচে ঢাকা পড়েছে; বরফমোড়া সাগর। (খ) শুশ্রূষায় ব্যবহারের জন্য কুচা বরফপূর্ণ থলেবিশেষ; বরফের মোড়ক। icepick (noun) বরফভাঙা কুড়াল। ice rink (noun) (গৃহাভ্যন্তরে স্কেটিংয়ের জন্য কৃত্রিম) বরফচত্বর। ice show (noun) (কৃত্রিম বরফের মেঝের উপর) স্খলনপাদুকা-পরিহিত শিল্পীদের দ্বারা পরিবেশিত বিনোদনমূলক অনুষ্ঠান; বরফবিচিত্রা। ice-skate (noun) বরফের উপর স্কেটিং করার জন্য বুটের তলায় যুক্ত পাতলা ধাতব পাত, বরফের স্খলনপাদুকা। (verb intransitive) বরফের উপর স্কেটিং করা। ice-tray (noun) (হিমায়নযন্ত্রে বরফের ঘনক তৈরিতে) বরফের খাঞ্জা।
  • English Word ice 2 Bengali definition [আইস্‌] (verb transitive), (verb intransitive) (১) হিমশীতল করা: ice a bottle of orange juice; iced water. (২) ice over/up বরফে আস্তৃত হওয়া বা করা: The lake (was) iced in water. (৩) ( কেকের উপর) চিনির শিরা ইত্যাদির আস্তরণ দেওয়া। দ্রষ্টব্য icing
  • English Word ichnography Bengali definition [আইকনগ্রাফি] (noun) দালানকোঠার জমির নকশা; জমির নকশা তৈরির বিদ্যা: Its influence on the ichnography of medieval art was great. ichnograph (noun)
  • English Word icicle Bengali definition [আইসিক্‌ল্‌] (noun) চোয়ানো পানি জমাট বেঁধে গঠিত সূচ্যগ্র বরফখণ্ড
  • English Word icing Bengali definition [আইসিঙ্] (noun) [uncountable noun] কেকের উপর ছড়িয়ে দিতে চিনি, ডিমের সাদা অংশ, স্বাদগন্ধবর্ধক উপকরণ ইত্যাদির মিশ্রণ বা আস্তরণ
  • English Word icon Bengali definition [আইক্‌ন্‌] (noun) (প্রাচ্যদেশীয় খ্রিস্টান ধর্মীয় সংগঠনে) কোনো পুণ্য ব্যক্তির চিত্রাপিত, খোদাই-করা কিংবা মোজাইকের মূর্তি- এই মূর্তি পবিত্র বলেও পরিগণিত; প্রতিমা
  • English Word icy Bengali definition [আইসি] (adjective) (icier, iciest) অতিশয় শীতল; হিমেল; হিম: icy winds; তুষারাবৃত: icy roads; (লাক্ষণিক) নিরুত্তাপ; শীতল হিমশীতল: an icy welcome/manner. icily [আইসিলি] (adverb) (সাহিত্যিক, লাক্ষণিক) শীতলভাবে।
  • English Word id 1 Bengali definition [ইড্] (noun) (মনোবিজ্ঞান) (the) id ব্যক্তির অবচেতন উপজ্ঞা ও প্রবৃত্তিসমূহ; ইদম
  • English Word id 2 Bengali definition [ঈদ্‌] (অপিচ Eid) (noun) মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব- ঈদুল ফিতর ও ঈদুল আজহা; ঈদ
  • English Word idea Bengali definition [আইডিআ] (noun) (১) ভাব; চিন্তা; ধারণা; The exhibition gave a clear idea of the recent developments in technology. (২) পরিকল্পনা; সংকল্পনা; অভিপ্রায়; অভিসন্ধি; উদ্দেশ্য: We are not lacking in ideas. (৩) মতামত(৪) অস্পষ্ট বিশ্বাস; ভাবনা; ধারণা; অনুভূতি: I had an idea that he would fail to keep his word. (৫) ধারণা; উপলব্ধি: Can you give us your idea of a good life. put ideas into somebody’s head পূরণ হওয়ার সম্ভাবনা নেই এমন প্রত্যাশা দান করা; অমূলক ধারণা মাথায় ঢোকানো। (৬) (উৎক্রোশে) What an idea! (অবাস্তব, দৌরাত্ম্যপূর্ণ ইত্যাদি কারণে বিস্ময়সূচক) কী অদ্ভুত ধারণা!
  • English Word ideal Bengali definition [আইডিআল্] (adjective) (১) পরোৎকর্ষের ধারণাকে পরিতৃপ্ত করে এমন; আদর্শ: an ideal teacher. (২) (real-এর বিপরীত) মন; কল্পিত; মনোগত; ভাবজাগতিক; ভাবগত; আদর্শিক: ideal happiness; ideal schemes for changing the society. □ (noun) [countable noun] উৎকর্ষের পরাকাষ্ঠারূপে বিবেচিত ভাব; নিদর্শন ইত্যাদি; আদর্শ; ভাবাদর্শ: high ideals. The boy looked upon his father as his ideal. ideally [আইডিআলি্] (adverb) আদর্শিকভাবে; ভাবজাগতিক দিক থেকে।
  • English Word idealism Bengali definition [আইডিআলিজাম্] (noun) (১) আদর্শবাদ(২) (শিল্পকলায়, বাস্তববাদের বিপরীত) কল্পনাশ্রয়ী পরিচর্যা; ভাববাদ(৩) (দর্শনে) ভাবই একমাত্র বস্তু যার সম্পর্কে কিছু জানা সম্ভব, এই মতবাদ; ভাববাদidealist [আইডিআলিস্‌ট্‌] (noun) ভাববাদী। idealistic [আইডিআলিস্‌টিক্] (adjective) ভাববাদী।
  • English Word idealize, idealise Bengali definition [আইডিআলাইজ্‌] (verb transitive) আদর্শায়িত করা; an idealized portrait. idealization, idealisation [আইডিআলাইজেইশ্‌ন্‌ America(n) আইডিলিজেইশ্‌ন্‌] (noun) আদর্শায়ন।
  • English Word idem Bengali definition [আইডেম্] (noun) (লাতিন) অভিন্ন; একই লেখক, পুস্তক, পৃষ্ঠা ইত্যাদি
  • English Word identical Bengali definition [আইডেন্‌টিক্‌ল্‌] (adjective) identical (to/with) (১) এক; অভিন্ন; অভিন্নরূপ; অভিন্ন সত্তা(২) হুবহু অনুরূপ; সর্বতোভাবে একরূপ; তুল্যমূল্য; অনন্যরূপ: We hold identical views. (৩) identical twins একই নিষিক্ত ডিম্ব থেকে জাত যমজ; অভিন্ন যমজidentically [আইডেন্‌টিক্‌লি্] (adverb) অভিন্নরূপে।
  • English Word identify Bengali definition [আইডেনটিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle identified) (১) শনাক্ত/চিহ্নিত করা(২) identify something with something অভিন্ন বলে গণ্য করা; এক করে ফেলা; তুল্যমূল্য জ্ঞান করা(৩) identify (oneself) with somebody/something একাত্মতা বোধ করা; প্রকাশ করা; একাত্ম হওয়া: Would you identify yourself with the new movement? identification [আইডেনটিফিকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] শনাক্তকরণ; পরিচয় নির্ণয়; সমীকরণ; একীকরণ; সাযুজ্য।
  • English Word identikit Bengali definition [আইডেন্‌টিকিট] (noun) বহুজনের স্মৃতিবিধৃত মুখচ্ছবির সমন্বয়ে অঙ্কিত কোনো অজ্ঞাতপরিচয় ব্যক্তির (বিশেষত কোনো সন্দেহভাজন অপরাধীর) মুখাবয়বের যৌগিক চিত্র; যৌগপ্রতিকৃতি; বারোয়ারি প্রতিচ্ছবি
  • English Word identity Bengali definition [আইডেনটাটি্] (noun) (plural identities) [uncountable noun] (১) অভিন্নতা; অভেদ(২) [countable noun, uncountable noun] পরিচয়; স্বরূপ; স্বরূপতা: We know nothing about his identity. identity card/disc/certificate পরিচয়জ্ঞাপক পত্র ইত্যাদি।
  • English Word ideogram Bengali definition [ইডিআগ্র্যাম], ideograph [ইডিআগ্রা:ফ্ America(n) ইডিআগ্র্যাফ্] (noun(s)) লিখিত বা মুদ্রিত লিপিবিশেষ, যাতে উদ্দিষ্ট বস্তুর ভাবটিই শুধু প্রতীকায়িত হয়, কিন্তু যে ধ্বনির সমবায়ে যেমন চীনালিপিতে; ধারকলিপিideographic [ইডিআগ্র্যাফিক্] ধারকলিপিঘটিত।
  • English Word ideology Bengali definition [আইডিঅলাজি] (noun) (plural ideologies) (১) [countable noun] ব্যক্তি, গোষ্ঠী প্রভৃতির বৈশিষ্ট্যসূচক চিন্তারীতি, ভাবধারা, বিশেষত তা যখন একটি অর্থনৈতিক বা রাজনৈতিক ব্যবস্থার বুনিয়াদ রচনা করে; ভাবাদর্শ: bourgeois, Marxist and totalitarian ideologies. (২) [uncountable noun] নিষ্ফল/অজনক চিন্তাideological [আইডিআলজিক্‌ল্‌] (adjective) ভাবাদর্শগত; ভাবাদর্শিক। ideologically [আইডিআলজিক্‌লি্] (adverb) ভাবাদর্শিকভাবে; ভাবাদর্শের দিক থেকে।