I পৃষ্ঠা ৩২
- English Word It girl Bengali definition [ইট্ গা:ল্] (noun) (অনানুষ্ঠানিক) (plural It girls) (১) যে যৌন আবেদনময়ী তরুণীর চৌম্বকীয় ব্যক্তিত্ব রয়েছে: She was one of the It girl of her day. (২) মিডিয়া কাভারেজের কারণে ব্যক্তিগত অর্জনের চেয়েও বেশি সেলিব্রিটি হয়ে গেছে যে তরুণী। বিকল্প বানান it girl ও It girl.
- English Word it'll Bengali definition [ইট্ল্] = it will.
- English Word it's Bengali definition [ইট্স্] = it is বা it has.
- English Word italic Bengali definition [ইট্যালিক্] (adjective) (মুদ্রিত হরফ) বাঁকা: italic type, বাঁকা ছাঁদের টাইপ। □ (noun) (plural) বাঁকাছাঁদের হরফ: in italics, বাঁকা ছাঁদে। italicize, italicise [ইট্যালিসাইজ্] (verb transitive) বাঁকাছাঁদে ছাপা।
- English Word itch Bengali definition [ইচ্] (noun) (১) (definite article or indefinite article -সহ, তবে 'plural' বিরল), চুলকানি: have/suffer from the itch /an itch. (২) (সাধারণত indefinite article বা possessive adjective-সহ) অস্থির বাসনা; অস্থিরতা; স্পৃহা: have an itch for money; his itch to go on the stage. □ (verb intransitive) (১) চুলকানো; চুলখানির ইচ্ছে হওয়া: My back is itching. (২) itch for (কথ্য) ছটফট/উশখুশ করা: The children were itching to go for an outing; have an itching palm, হাতের তালু চুলকাচ্ছে (অর্থাৎ টাকা পাওয়ার প্রবল ইচ্ছা হচ্ছে)। itchy (adjective) (itchier, itchiest) চুলকানিযুক্ত: an itchy scalp.
- English Word item Bengali definition [আইটেম্] (noun) (১) তালিকা ইত্যাদির অন্তর্ভুক্ত একক সামগ্রী; পদ; বিষয়; প্রকরণ; দফা; the first item on the agenda. (২) (সংবাদের) ক্ষুদ্রাংশ বা অনুচ্ছেদ; প্রকরণ: news items/ item s of news. □ (adverb) অপিচ; পুনশ্চ (জিনিসপত্র একের পর এক তালিকাবদ্ধকালে ব্যবহৃত হয়): Item; one book-shelf; item, four chairs. itemize, itemise [আইটেম্আইজ্] (verb transitive) দফাওয়ারি দেওয়া বা লেখা: an itemized account; itemize.
- English Word iterate Bengali definition [ইটারেইট্] (verb transitive) পুনঃপুন বলা; পুনরুক্তি/পুনরাবৃত্তি করা; (অভিযোগ ইত্যাদি) পুনঃপুন করা। iteration [ইটারেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] পুনরুক্তি; পুনরাবৃত্তি; পৌনরুক্ত্য।
- English Word itinerant Bengali definition [আইটিনারান্ট্] (adjective) স্থান থেকে স্থানান্তরে ভ্রমণশীল; পরিভ্রমী; আটমান; পর্যটনশীল: itinerant workers.
- English Word itinerary Bengali definition [আইটিনারারি America(n) আইটিনারেরি] (noun) (plural itineraries) [countable noun] ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ।
- English Word its, itself Bengali definition [ইট্স্, ইট্সেল্ফ্] দ্রষ্টব্য it.
- English Word ivory Bengali definition [আইভারি] (noun) [uncountable noun] হাতির দাঁত; গজদন্ত; (attributive(ly)) গজদন্তময়; হাতির দাঁতের রং, গজদন্তবর্ণ: an ivory skin/complexion. ivory-black (noun) কৃষ্ণবর্ণ চূর্ণবিশেষ (আগে হাতির দাঁত ভস্ম করে প্রস্তুত হত বলে); গজদন্তভস্ম। ivory tower জীবনের বাস্তবতা থেকে বিবিক্তদশা বা নিভৃত স্থান; গজদন্তমিনার।
- English Word ivy Bengali definition [আইভি] (noun) [uncountable noun] গাঢ় সবুজ; উজ্জ্বল (প্রায়ই পঞ্চশিখ) পত্রবিশিষ্ট চিরহরিৎ লতাবিশেষ; আইভি। ivied [আইভিড্] (adjective) আইভিবেষ্টিত: ivied walls.