I পৃষ্ঠা ১২
- English Word incredulous Bengali definition [ইন্ক্রেডিউলাস্ America(n) ইন্ক্রেজুলাস্] (adjective) অপ্রত্যয়ী; অবিশ্বাসী: incredulous looks/smiles, অবিশ্বাসের দৃষ্টি/হাসি। incredulously (adverb) অবিশ্বাসের সঙ্গে। incredulity [ইন্ক্রিডিউলাটি America(n) ইন্ক্রেডূউলাস্] (noun) অবিশ্বাস; অপ্রতীতি।
- English Word increment Bengali definition [ইঙ্ক্রামানট্] (noun) (১) [uncountable noun] লাভ; বৃদ্ধি; বর্ধন; উপচর্য: unearned increment, পরিশ্রম ছাড়া অন্য কোনো কারণে কোনোকিছুর বর্ধিত মূল্য, যেমন চাহিদাবৃদ্ধির জন্য জমির মূল্য বৃদ্ধি; অনর্জিত লাভ। (২) [uncountable noun] incremental (adjective) বৃদ্ধিজনিত; বৃদ্ধিঘটিত।
- English Word incriminate Bengali definition [ইন্ক্রিমিনেইট্] (verb transitive) অভিযুক্ত/দোষী/দোষারোপ করা; (অপরাধের সঙ্গে) জড়ানো: The police produced some evidence incriminating both the father and the son. incrimination (noun) দোষারোপণ; অপরাধী সংসৃষ্টতা।
- English Word incrustation Bengali definition [ইন্ক্রাস্টেইশ্ন্] (noun) [uncountable noun] আচ্ছাদন; অন্তর্নিবেশন; [countable noun] বহিরাবেষ্টন; শক্ত আবরণ; বাহ্যকোষ।
- English Word incubate Bengali definition [ইঙ্কিউবেইট্] (verb transitive), (verb intransitive) (১) ডিমে তা দেওয়া; তা দিয়ে বাচ্চা ফোটানো। (২) (রোগজীবাণু সম্বন্ধে) অনুকূল পরিবেশে বিকাশ লাভ করা। incubation [ইঙ্কিউবেইশ্ন্] (noun) [uncountable noun] (১) ডিম্বস্ফোটন: artificial incubation, কৃত্রিম ডিম্বস্ফোটন। (২) incubate (period)(প্যাথলজি) রোগসঞ্চার থেকে প্রথম রোগলক্ষণ দেখা দেওয়া পর্যন্ত কাল; সুপ্তাবস্থা। incubator [[ইঙ্কিউবেইটা(র্)] (noun) কৃত্রিম তাপে ডিম ফোটানো কিংবা (বিশেষত অপূর্ণকালিক) ক্ষুদ্র, দুর্বল শারকদের লালনের যন্ত্রবিশেষ; ডিম্বস্ফোটনযন্ত্র।
- English Word incubus Bengali definition [ইঙ্কিউবাস্] (noun) (plural 'incubuses' [ইঙ্কিউবাসিজ], কিংবা 'incubi' [ইঙ্কিউবাই]) দুঃস্বপ্ন; ঘুমন্ত ব্যক্তির উপর ভারী হয়ে চেপে থাকে বলে কল্পিত প্রেতাত্মাবিশেষ; দুঃস্বপ্নের মতো কোনোকিছু; যেমন ঋণ, আসন্ন পরীক্ষা ইত্যাদি।
- English Word inculcate Bengali definition [ইন্কালকেইট্ America(n) ইন্কাল্কেইট্] (verb transitive) inculcate something (in somebody) (আনুষ্ঠানিক) (ভাব, আদর্শ ইত্যাদি) হৃদয়ে নিবিষ্ট/প্রোথিত করা; চিত্তনিষ্ঠ করা: inculcate in young people the sence of duty.
- English Word inculpable Bengali definition [ইন্কালপাব্ল্] (adjective) নির্দোষ; নিরপরাধ।
- English Word inculpate Bengali definition [ইন্কাল্পেইট্ America(n) ইন্কাল্পেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (কাউকে) কোনো দুষ্কৃতির জন্য দোষী করা; অপরাধের সঙ্গে জড়িত করা।
- English Word incumbent Bengali definition [ইন্কাম্বান্ট্] (adjective) be incumbent on/up somebody (to do something) (আনুষ্ঠানিক) দায়িত্ব/অবশ্য কর্তব্য: It is incumbent upon the teacher to maintain discipline. incumbency [ইন্কাম্বান্সি্] (noun) (plural incumbencies) পদাধিকার।
- English Word incur Bengali definition [ইন্কা(র্)] (verb transitive) (incurred, incurring, incurs) (নিজের উপর) ডেকে আনা; ভাজন/গ্রন্ত হওয়া; নিজ স্কন্ধে গ্রহণ করা: incur debts; ঋণগ্রন্ত হওয়া; ঋণের বোঝা মাথায় নেওয়া; incur hatred, ঘৃণার পাত্র হওয়া।
- English Word incurable Bengali definition [ইন্কিউআরাব্ল্] (adjective) অচিকিৎসা; অন্যরোগ্য: incurable diseases/habits. □ (noun) অচিকিৎসা ব্যক্তি: a home for incurables. incurably [ইন্কিউআরাব্লি] (adverb) অচিকিৎসনীয়রূপে ইত্যাদি
- English Word incurious Bengali definition [ইন্কিউআরিআস্] (adjective) (আনুষ্ঠানিক) অনুৎসুক; অজিজ্ঞাসু; কৌতূহলশূন্য; উদাসীন; অমনোযোগী।
- English Word incursion Bengali definition [ইন্কাশ্ন্ America(n) ইন্কাজ্ন্] (noun) incursion on/upon আকস্মিক আক্রমণ বা হামলা, যা সাধারণত স্থায়ী কার্যক্ষেত্রে সংঘটিত হয় না; অভিনির্মাণ। (লাক্ষণিক) উপদ্রব; হামলা: incursions upon one’s leisure time.
- English Word incurved Bengali definition [ইন্কাভ্ড্] (adjective) ভিতরের দিকে বাঁকানো; বক্রীকৃত; অন্তর্নমিত।
- English Word indebted Bengali definition [ইন্ডেটিড্] (adjective) indebted to somebody ঋণী; ঋণবদ্ধ; কৃতজ্ঞতাপাশে আবদ্ধ; অনুগৃহীত। indebtedness (noun) ঋণবদ্ধতা; ঋণ।
- English Word indecent Bengali definition [ইন্ডীস্ন্ট্] (adjective) (১) (আচরণ, কথাবার্তা ইত্যাদি) গর্হিত; অশিষ্ট; শিষ্টাচারবিরুদ্ধ; অশ্লীল; অশ্রাব্য। (২) (কথ্য) অশোভন; অনুচিত; অসঙ্গত: leave a party in indecent haste. indecently (adverb) অশোভনভাবে, শিষ্টাচারবিগর্হিতভাবে ইত্যাদি। indecency [ইন্ডীন্সি] (noun) [uncountable noun] অশিষ্টতা; অশ্লীলতা; [countable noun] (plural indecencies) গর্হিত/অশ্লীল কার্যকলাপ/অঙ্গভঙ্গি/অভিব্যক্তি ইত্যাদি।
- English Word indecipherable Bengali definition [ইন্ডিসাইফরাব্ল্] (adjective) পাঠোদ্ধারযোগ্য নয় এমন; বোধগম্য নয় এমন; অনির্ণেয়।
- English Word indecision Bengali definition [ইন্ডিসিজ্ন্] (noun) সিদ্ধান্তহীনতা; সংশয়; অস্থিরচিত্ততা; অনিশ্চয়; দ্বিধা।
- English Word indecisive Bengali definition [ইন্ডিসাইসিভ্] (adjective) অনিশ্চায়ক; অনির্ণায়ক; অনিশ্চিত: an indecisive battle/answer; indecisive evidence; দ্বিধান্বিত; অস্থির; অনবস্থিত: a man with an indecisive manner. indecisively (adverb) অনিশ্চায়কভাবে, দ্বিধান্বিতভাবে ইত্যাদি।
- English Word indeclinable Bengali definition [ইন্ডিক্লাইনাব্ল্] (adjective) (ব্যাকরণ) বিভক্তিযোগে পরিবর্তিত হয় না এমন; অবিকার্য; অবিভক্তিক: an indeclinable word, অব্যয়; অব্যয়শব্দ। indeclinably (adverb) অবিকার্যভাবে।
- English Word indecorous Bengali definition [ইন্ডেকারাস্] (adjective) (আনুষ্ঠানিক) শিষ্টাচারবিরোধী; সভ্যাচারবিরুদ্ধ; অমার্জিত; কুরুচিপূর্ণ; অভব্য; অশালীন। indecorously (adverb) শিষ্টাচারবিরুদ্ধভাবে, অশালীনভাবে ইত্যাদি।
- English Word indecorum Bengali definition [ইন্ডিকোরাম্] (noun) [uncountable noun] অশিষ্টাচার; অসভ্যতা; অশালীনতা; কুরীতি; কদাচার; কুচর্যা; দুঃশীলতা।
- English Word indeed Bengali definition [ইন্ডীড্] (adjective) (১) সত্যি; বস্তুত; অবশ্য: It was indeed a pleasant trip. ‘Are you glad of my success?’ ‘Yes, indeed’. (২) (জোর দিতে) সত্যিই; Thank you very much indeed. (৩) আগ্রহ, বিস্ময়, শ্লেষ ইত্যাদি প্রকাশে ব্যবহৃত; সত্যি: He is a kind-hearted man’ ‘oh, বটে। indeed!’
- English Word indefatigable Bengali definition [ইন্ডিফ্যাটিগাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) অক্লান্ত; ক্লান্তিহীন; অশ্রান্ত; শ্রান্তিহীন; অতন্দ্রিত: indefatigable workers.
- English Word indefeasible Bengali definition [ইন্ডিফাজাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) বিলোপ বা বাতিল করা যায় না এমন; আলোপ্য; আলোপনীয়; অবিনাশ্য: indefeasible rights/claims.
- English Word indefensible Bengali definition [ইন্ডিফেন্সাব্ল্] (adjective) পক্ষসমর্থন; প্রতিপাদন বা ক্ষমা করা যায় না এমন; অরক্ষণীয়; অমার্জনীয়; অক্ষমণীয়।
- English Word indefinable Bengali definition [ইন্ডিফাইনাব্ল্] (adjective) অনিরূপণীয়; অনির্বচনীয়; অনির্ধারণীয়।
- English Word indefinite Bengali definition [ইন্ডেফিনাট্] (adjective) অনির্দিষ্ট; অনিশ্চিত; অস্পষ্ট; ভাসাভাসা: give an indefinite answer. indefinite article অনির্দিষ্ট সন্ধিকা (a বা an). indefinitely (adverb) অনির্দিষ্টভাবে।
- English Word indelible Bengali definition [ইন্ডেলাব্ল্] (adjective) (দাগ, চিহ্ন, কালি কিংবা (লাক্ষণিক) অসম্মান) অনপনেয়; অমোচনীয়; অমোচ্য; দুরপনেয়: an indelible pencil; indelible shame. indelibly [ইন্ডেলাব্লি্] (adverb) অনপনেয়রূপে ইত্যাদি।