I পৃষ্ঠা ৩
- English Word illicit Bengali definition [ইলিসিট্] (adjective) নিষিদ্ধ; অবৈধ; ধর্মবিরুদ্ধ: The illicit sale of opium. illicitly (adverb) অবৈধভাবে।
- English Word illimitable Bengali definition [ইলিমিটাব্ল্] (adjective) অনন্ত; অন্তহীন; অমেয়; সীমাহীন; অসীম: illimitable space/ambition.
- English Word illiterate Bengali definition [ইলিটারাট্] (adjective) নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; মূর্খ; অজ্ঞ: an illiterate letter, বানান ও ব্যাকরণগত ত্রুটিযুক্ত। □ (noun) নিরক্ষর ব্যক্তি illiteracy [ইলিটারাসি] (noun) [uncountable noun, countable noun] নিরক্ষরতা।
- English Word illiterati Bengali definition [ইলিতারেতি] (noun) (সাধারণত plural) (অনানুষ্ঠানিক) (১) স্বল্পশিক্ষিত। (২) কোনো বিষয়ে বা তৎপরতার ব্যাপারে যারা বেশ খোঁজখবর রাখে; ইলিতারেতি: The difference between the twitterati and the internet illiterati comes down to much more than broadband speed.
- English Word illness Bengali definition [ইলানিস্] (noun) (১) [uncountable noun] রোগ; পীড়া; ব্যাধি; অসুস্থতা; রুগ্ণতা; রোগব্যাধি; অসুখ। (২) [countable noun] বিশেষ বিশেষ রোগ/ব্যাধি/পীড়া; অসুস্থতা; রুগ্ণাবস্থা: illnesses of children; a serious illness.
- English Word illogical Bengali definition [ইলজিক্ল্] (adjective) অযৌক্তিক; ন্যায়বিরুদ্ধ; অন্যায্য। illogically [ইলজিক্লি] (adverb) অযৌক্তিকভাবে। illogicality [ইলজিক্যালাটি], illogicalness (noun(s)) [uncountable noun, countable noun] অযৌক্তিকতা; ন্যায়বিরুদ্ধতা; অন্যায্যতা।
- English Word illude Bengali definition [ইলূড্] (verb) ছলনা বা প্রতারণা করা: She was also known to plant false evidence in order to illude them.
- English Word illuminate Bengali definition [ইলূমিনেইট্](verb transitive) (১) আলোকিত/প্রদ্যোতিত/উদ্ভাসিত করা: a street illuminated with electric lamps; poorly illuminated rooms. (২) (সড়ক, ভবন ইত্যাদি) আলোকসজ্জিত করা। (৩) (মধ্যযুগের রেওয়াজ অনুযায়ী পাণ্ডুলিপির আদ্যবর্ণ) সোনালি, রুপালি ও উজ্জ্বল রঙে রঞ্জিত করা; দীপিত করা। (৪) স্পষ্টতর ব্যাখ্যায় সহায়তা করা; উদ্দীপিত করা: illuminate a difficult passage in a book. illumination [ইলুমিনেইশ্ন্] (noun) (১) [uncountable noun] দীপন; প্রদীপন; প্রদ্যোতন; উদ্ভাসনা। (২) (সাধারণত plural) আলোকসজ্জা; দীপমালা। (৩) (plural) (পাণ্ডুলিপির) অলংকরণ। illumine [ইলুমিন] (verb transitive) (সাহিত্যিক) আধ্যাত্মিকভাবে উদ্দীপিত করা; অন্তরে আলোকস্ফুরণ ঘটানো; উজ্জ্বলিত করা।
- English Word illusion Bengali definition [ইলূজ্ন্] (noun) (১) [countable noun] মায়া; মোহ; ভ্রম; বিভ্রম; অলীকতা: an optical illusion, দৃষ্টিবিভ্রম। be under an illusion বিভ্রান্ত/মোহাচ্ছন্ন হওয়া। cherish an illusion /the illusion that...মোহ লালন করা। have no illusions about somebody/something মোহ না-থাকা। (২) [uncountable noun] মোহ; মোহাচ্ছন্নতা। illusionist [ইলূজ্নিস্ট্] (noun) ঐন্দ্রজালিক; মায়াজীবী; কুহকজীবী।
- English Word illusive Bengali definition [ইলূসিভ, illusory [ইলূসারি] (adjective(s)) মায়িক; অলীক; ইন্দ্রজালিক।
- English Word illustrate Bengali definition [ইলাস্ট্রেইট্] (verb transitive) (১) চিত্র, দৃষ্টান্ত ইত্যাদি দিয়ে ব্যাখ্যা করা। (২) পুস্তক; নিবন্ধ; বক্তৃতা ইত্যাদিতে চিত্রাদি সন্নিবিষ্ট করা: a well-illustrated text book. illustrator [ইলাস্ট্রাটা(র্)] (noun) যে ব্যক্তি পুস্তকাদির জন্য ছবি আঁকেন; চিত্রকর; বার্ণিক। illustration [ইলাস্ট্রেইশ্ন্] (noun) (১) [uncountable noun] সচিত্রীকরণ; নিদর্শন: He cited many instances in illustrate of his theory, তার তত্ত্বের নিদর্শনার্থ। (২) [countable noun] ব্যাখ্যামূলক চিত্র, নকশা ইত্যাদি; চিত্রণ। illustrative [ইলাস্ট্রাটিভ America(n) ইলাস্ট্রাটা(র্) (adjective) উদাহরণমূলক।
- English Word illustrious Bengali definition [ইলাস্ট্রিআস্] (adjective) কীর্তিমান; বিশ্রুতকীর্তি; প্রথিতযশা; মহাযশস্ক; লব্ধপ্রতিষ্ঠ।
- English Word image Bengali definition [ইমিজ্] (noun) [countable noun] (১) প্রতিমা; প্রতিমূর্তি: an image of Virgin Mary. (২) নিকটসাদৃশ্য; প্রতিচ্ছবি; প্রতিকৃতি; প্রতিরূপ; প্রতিমান; আদল: God created man in His own image. be the (very/spitting) image (of something/somebody) অবিকল/হুবহু প্রতিকৃতি হওয়া। (৩) মনোগত ছবি বা ভাব; ভাবমূর্তি; মানসচিত্র: The report did great damage to his image. (৪) চিত্রকল্প; প্রতিফলন; প্রতিচ্ছায়া। □ (verb transitive) (১) প্রতিকৃতি/প্রতিমা রচনা করা। (২) বিম্বিত/প্রতিবিম্বিত/প্রতিফলিত করা। imagery [ইমিজারি] (noun) [uncountable noun] চিত্রকল্পের ব্যবহার; প্রতিফলিত করা।
- English Word imaginable Bengali definition [ইম্যাজিনাব্ল্] (adjective) কল্পনীয়; চিন্তনীয়।
- English Word imaginary Bengali definition [ইম্যাজিনারি America(n) ইম্যাজনেরি] (adjective) কাল্পনিক; মনঃকল্পিত; অবাস্তব; অমূলক।
- English Word imagination Bengali definition [ইম্যাজিনেইশ্ন্] (noun) (১) [countable noun, uncountable noun] কল্পনা; কল্পনাশক্তি; কল্পনাপ্রতিভা; কল্পনাবৃত্তি; বিভাবনা: His works show that he looks in imagination. (২) যা কল্পনা করা হয়; কল্পনা: Did you really see the burglar, or was it imagination? imaginative [ইম্যাজিনাটিভ্ America(n) ইম্যাজানেইটিভ] (adjective) কল্পনাপ্রবণ; কল্পনাশ্রয়ী; কল্পনাশক্তিধর: imagination writers.
- English Word imagine Bengali definition [ইম্যাজিন] (verb transitive) কল্পনা/মনে করা; ধরা; ভাবা।
- English Word imam Bengali definition [ইমা:ম] (noun) ইমাম।
- English Word imbalance Bengali definition [ইম্ব্যালান্স্] (noun) ভারসাম্যহীনতা; বৈষম্য; অসামঞ্জস্য: imbalance in a country’s export and import.
- English Word imbecile Bengali definition [ইম্বাসীল্ America(n). ইম্বাস্ল্] (adjective) জড়বুদ্ধি; অল্পবুদ্ধি; নির্বোধ: imbecile remarks/conduct. □ (noun) হাবা; হাঁদা; হাঁদারাম; নির্বোধ। imbecility [ইম্বাসিলাটি] (noun) (১) [uncountable noun] জড়বুদ্ধিত্ব; মূঢ়তা; নিবুর্দ্ধিতা; বুদ্ধিজড়তা। (২) [countable noun] (plural imbecilities) নির্বোধ কার্যকলাপ, মন্তব্য ইত্যাদি।
- English Word imbibe Bengali definition [ইম্বাইব্] (verb transitive) (আনুষ্ঠানিক) পান/হজম করা; শুষে নেওয়া; আত্মসাৎ করা: imbibe ideas/knowledge.
- English Word imbroglio Bengali definition [ইম্ব্রোউলিওউ] (noun) (plural imbroglios [ইম্ব্রোউলিওউজ্]) জটিল, গোলমেলে বা বিব্রতকর পরিস্থিতি; (বিশেষত রাজনৈতিক বা মানসিক); (রাজনৈতিক) জটিলাবস্থা; (মানসিক) বৈক্লব্য।
- English Word imbue Bengali definition [ইম্বিউ] (verb transitive) (past tense, past participle imbued) imbue with (আনুষ্ঠানিক) পরিপূরিত/অনুপ্রাণিত করা: imbued with patriotism/hatred/love, etc.
- English Word imitate Bengali definition [ইমিটেইট্] (verb transitive) (১) অনুকরণ/অনুবর্তন করা। (২) নকল করা: Some birds imitate human speech; সদৃশ হওয়া; সাদৃশ্য তৈরি করা: wood painted to imitate marble, মর্মর পাথরের সাদৃশ্যে রঞ্জিত কাঠ। imitator [ইমিটেইটা(র্)] (noun) অনুকারক; অনুকারী; অনুবর্তী।
- English Word imitation Bengali definition [ইমিটেইশ্ন্] (noun) (১) [uncountable noun] অনুকরণ; অনুকৃতি; অনুক্রিয়া; অনুবর্তন। (২) (attributive(ly)) নকল; মেকি; কৃত্রিম: imitation leather/jewellery. (৩) [countable noun] অনুক্রিয়াজাত কোনোকিছু নকল: imitations of the cries of birds and animals.
- English Word imitative Bengali definition [ইমিটাটিভ্ America(n) ইমিটেইটিভ্] (adjective) অনুকরণমূলক; অনুকারাত্মক; অনুকরণপ্রবণ; অনুকরণশীল: The imitative arts, চিত্রকলা ও ভাস্কর্য; imitative words, অনুকরাত্মক শব্দ, যেমন ding-dong, hum.
- English Word immaculate Bengali definition [ইম্যাকিউলাট্] (adjective) (১) অকলঙ্ক; নিষ্কলঙ্ক; অনিন্দ্য; অনবদ্য; নির্মল; নিষ্কলুষ: immaculate conduct. the I immaculate Conception (Roman Catholic গির্জা) কুমারী মেরি আদিপাপ থেকে মুক্ত ছিলেন, এই ধর্মবিশ্বাস; নিষ্কলঙ্ক গর্ভাধান। (২) সম্পূর্ণ ত্রুটিমুক্ত; অনবদ্য; অনিন্দ্য; শুচিশুদ্ধ; পবিত্র; বেদাগ; নিষ্কলুষ: an immaculate suit/record. immaculately (adverb) অনবদ্যভাবে ইত্যাদি: immaculately dressed.
- English Word immanent Bengali definition [ইমানান্ট্] (adjective) immanent (in) (গুণাগুণ) অন্তর্নিহিত; অন্তর্ভব; (ঈশ্বর) সর্বব্যাপী। immanence [ইমানান্স্] (noun) [uncountable noun] ব্যাপিতা।
- English Word immaterial Bengali definition [ইমাটিআরিআল্] (adjective) (১) immaterial (to) গুরুত্বহীন; তাৎপর্যহীন: immaterial objections. (২) অশরীরী; নিরবয়ব: as immaterial as a ghost.
- English Word immature Bengali definition [ইমাটিউআ(র্) America(n) ইমাটুআ(র্)] (adjective) অপক্ব; অপরিপক্ব; অপরিণত: an immature boy; immature minds of young children. immaturity [ইমাটিউআরাটি America(n) ইমাটুআরাটি] (noun) [uncountable noun] অপক্বতা; অপরিপক্বতা; অপরিণতত্ব।