Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word in loco parentis Bengali definition [ইন্‌লোউকোউ পারেনটিস্‌] (লাতিন) পিতৃ বা মাতৃস্থানীয়রূপে: He stood me in loco parentis, তিনি আমার পিতৃস্থানে অধিণ্ঠিত।
  • English Word in memoriam Bengali definition [ইন্‌মামোরিআম্] (preposition(al)), (noun) (লাতিন) (সমাধিফলকে উৎকীর্ণ লিপিতে ব্যবহৃত হয়) স্মরণে
  • English Word in situ Bengali definition [ইন্‌ সিটিউ] (adverb) (লাতিন) আসল/মূল পরিস্থিতিতে
  • English Word inability Bengali definition [ইনাবিলাটি] (noun) [uncountable noun] inability (to do something) অক্ষমতা; অসামর্থ্য; অপারগতা
  • English Word inabsentia Bengali definition [ইন্‌অ্যাবসেন্‌শিআ] (adverb) অনুপস্থিতিতে
  • English Word inaccessible Bengali definition [ইন্‌অ্যাক্‌সেসাব্‌ল্] (adjective) inaccessible (to) (আনুষ্ঠানিক) অগম্য; দুর্গম; অনভিগম্য; অলভ্য; অপ্রাপ্য; অপ্রাণনীয়inaccessibility [ইন্‌অ্যাক্‌সেসাবিলাটি] (noun) [uncountable noun] অগম্যতা; অনতিগম্যতা; দুর্গমতা; অলভ্যতা; অপ্রাপণীয়তা।
  • English Word inaccurate Bengali definition [ইন্অ্যাকিউআরাট্] (adjective) অযথার্থ; অশুদ্ধ; অযথার্থিক; অসম্যকinaccurately (adverb) অযথার্থভাবে ইত্যাদি। inaccuracy [ইন্অ্যাকিউআরাসি] (noun) [uncountable noun] অযথার্থ্য; অশুদ্ধতা; অশুদ্ধি; অসম্যকত্ব; [countable noun] (plural inaccuracies) অযথার্থ বিবৃতি ইত্যাদি।
  • English Word inaction Bengali definition [ইন্‌অ্যাক্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] নিষ্ক্রিয়তা; নৈষ্কর্ম্য; অক্রিয়ত্ব; ঔদাসীন্য; অপ্রবৃত্তি
  • English Word inactive Bengali definition [ইন্‌অ্যাক্‌টিভ্‌] (adjective) অক্রিয়; নিষ্ক্রিয়; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিষ্কর্মা; অকর্মাinactivate [ইন্অ্যাকটিভেইট্‌] (verb transitive) অক্রিয়/নিষ্ক্রিয় করা: inactive a virus. inactivity [ইন্‌অ্যাক্‌টিভাটি] (noun) [uncountable noun] নিষ্ক্রিয়তা, অনুদ্যম, অপ্রবৃত্তি ইত্যাদি।
  • English Word inadaptability Bengali definition [ইনাড্যাপ্‌টাবিলাটি] (noun) খাপ খাওয়ানোর বা মানিয়ে নেওয়ার অক্ষমতা; অভিযোজনে অক্ষমতা
  • English Word inadequate Bengali definition [ইন্‌অ্যাডিকোয়াট্‌] (adjective) inadequate (for something/to do something) অপর্যাপ্ত; অপ্রভূতinadequately (adverb) অপর্যাপ্তভাবে। inadequacy [ইন্‌অ্যাডিকোয়াসি] (noun) [uncountable noun] অপর্যাপ্ততা।
  • English Word inadmissible Bengali definition [ইনাডমিসাব্‌ল্] (adjective) অনাদেয়; অগ্রাহ্য; অগ্রহণীয়: inadmissible evidence; inadmissible in evidence.
  • English Word inadvertent Bengali definition [ইনাডভাটান্‌ট্‌] (adjective) (আনুষ্ঠানিক) অনবধান; অসাবধান; অনবহিত; অমনোযোগীinadvertently (adverb) অনবধানতাবশত; অসাবধানতাবশত। inadvertence [ইনাডভাটান্‌স্‌] (noun) [uncountable noun, countable noun] অনবধানতা; অসাবধানতা; অমনোযোগিতা।
  • English Word inalienable Bengali definition [ইন্‌এইলিআনাব্‌ল্] (adjective) (আনুষ্ঠানিক) (অধিকার ইত্যাদি) হস্তান্তরের অযোগ্য; অবিভেদ্য; অনন্য-সমর্পণীয়
  • English Word inane Bengali definition [ইনেইন্] (adjective) অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা: an inane remark. inanely (adverb) অসাররূপে। inanity [ইন্যানাটি] (noun) [uncountable noun] অসারতা; [countable noun] (plural inanities) অসার মন্তব্য।
  • English Word inanimate Bengali definition [ইন্‌অ্যানিমাট্] (adjective) (১) নিষ্প্রাণ; প্রাণহীন: inanimate rocks and stones. (২) অচেতন; বিচেতন; জড়: inanimate nature. (৩) নীরস; বিরল; নিষ্প্রাণ; inanimate conversation.
  • English Word inanition Bengali definition [ইনানিশ্‌ন্‌] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) (১) শূন্যতা; অসারতা(২) খাদ্যাভাবজনিত চরম দুর্বলতা; নির্জীবতা; অবসন্নতা
  • English Word inapplicable Bengali definition [ইন্অ্যাপ্‌লিকাব্‌ল্] (adjective) inapplicable (to) অপ্রযোজ্য; অনুপযুক্ত
  • English Word inapposite Bengali definition [ইন্‌অ্যাপাজিট্] (adjective) অসঙ্গত; প্রস্তুত-বিরুদ্ধ; বেমানান; অবান্তরinappositeness (noun) প্রস্তুত-বিরুদ্ধতা।
  • English Word inapprehensible Bengali definition [ইন্অ্যাপ্রিহেনসিব্‌ল্] (adjective) উপলব্ধি করা যায় না এমন; অনুপলব্ধ
  • English Word inapproachable Bengali definition [ইনাপ্রোউচাব্‌ল্‌] (adjective) অনধিগম্য; অনুপগম্য
  • English Word inappropriate Bengali definition [ইনাপ্রোউপ্রিআট্] (adjective) inappropriate to অনুপযোপী; অযোগ্য
  • English Word inapt Bengali definition [ইন্অ্যাপ্‌ট্‌] (adjective) অকুশল; অবান্তর; অসঙ্গত; অপ্রাসঙ্গিক: inapt remarks. inaptitude [ইন্অ্যাপটিটিউট্ America(n) ইন্অ্যাপ্‌টুড্] (noun) [uncountable noun] অনুপযুক্ততা; অপাত্রতা; অনুচিতত্ব।
  • English Word inarticulate Bengali definition [ইনা: টিকিউলাট্‌] (adjective) (১) (ক) (বাকশক্তি) অস্ফুট; অপরিস্ফুট; অস্পষ্ট; অসম্বন্ধ। (খ) (ব্যক্তি) স্পষ্টভাবে সচ্ছন্দগতিতে ভাবপ্রকাশে অসমর্থ; আড়ষ্টবাক; অস্পষ্টবাক; অব্যক্তবাক; বাগ্‌দরিদ্র। (গ) ভাষার প্রকৃতির সঙ্গে সম্বন্ধহীন; অব্যক্ত; ভাষাহীন; বাগ্‌দুষ্ট: inarticulate letters/rage/sounds. (২) অসন্ধিত; অগ্রন্থিল: an inarticulate body, যেমন জেলি মাছের।
  • English Word inasmuch as Bengali definition [ইন্‌জ্‌মাচ্আজ্‌] (adverb) যেহেতু; কেননা
  • English Word inattention Bengali definition [ইনাটেন্‌শ্‌ন্] (noun) [uncountable noun] অমনোযোগ; অনভিনিবেশ; অনবধানতাinattentive [ইনাটেন্‌টিভ্‌] (adverb) অমনোযোগী, অনবধান।
  • English Word inaudible Bengali definition [ইন্ওডাব্‌ল্] (adjective) শ্রুতির অগোচর; শ্রবণাতীত; অশ্রবণীয়; শুনতে পাওয়া যায় না এমনinaudibility [ইনওডাবিলাটি্] (noun) [uncountable noun] অশ্রবণীয়তা; শ্রুতির অগোচরতা; অকর্ণশ্রবতা।
  • English Word inaugural Bengali definition [ইনোগিউরাল্] (adjective) উদ্বোধন; প্রারম্ভিক: an inaugural-lecture. □ (noun) উদ্বোধন ভাষণ।
  • English Word inaugurate Bengali definition [ইনোগিউরেইট্] (verb transitive) (১) অভিষিক্ত করা: inaugurate a president. (২) উদ্বোধন করা: inaugurate an exhibition. (৩) উদ্বোধন ঘটানো; সূচনা করা: inaugurate a new age. inauguration [ ইনোগিউরেইশ্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] অভিষেক; উদ্বোধন: the inauguration of the President.
  • English Word inauspicious Bengali definition [ইনোস্‌পিশাস্‌] (adjective) অশুভ; অকল্যাণসূচক; অননুকূলinauspiciously (adverb) অশুভ লগ্নে।