I পৃষ্ঠা ৩১
- English Word irrespective Bengali definition [ইরিস্পেক্টিভ্] (adjective) irrespective of হিসাবের মধ্যে আসে না বা বিবেচনা করে না এমন; নির্বিশেষে; নিরপেক্ষভাবে: They demanded equal pay irrespective of age or sex.
- English Word irresponsible Bengali definition [ইরিস্পন্সাব্ল্] (adjective) (১) আচরণের জন্য দায়ী নয়; দায়িত্বহীন: an irresponsible child. (২) দায়িত্ব-জ্ঞানহীন/শূন্য বেপরোয়া: irresponsible behaviour; irresponsible teenagers. irresponsibility [ইরিস্পন্সাবিলাটি] (noun) [uncountable noun] দায়িত্বহীনতা; দায়মুক্ততা; দায়িত্বজ্ঞানহীনতা; দায়িত্বজ্ঞানশূন্যতা।
- English Word irresponsive Bengali definition [ইরিস্পন্সিভ্] (adjective) সাড়া দেয় না এমন; নিঃসাড়; প্রতিক্রিয়াহীন।
- English Word irretrievable Bengali definition [ইরিট্রীভাব্ল্] (adjective) অপূরণীয়; অপ্রতিকার্য: an irretrievable loss.
- English Word irreverent Bengali definition [ইরেভারান্ট্] (adjective) (ধর্মীয়/পবিত্র বস্তু বা বিষয়ের প্রতি) শ্রদ্ধাহীন; অশ্রদ্ধ। irreverently (adverb) শ্রদ্ধাহীনভাবে। irreverence [ইরেভারান্স্] (noun) [uncountable noun] অশ্রদ্ধা; শ্রদ্ধাহীনতা।
- English Word irreversible Bengali definition [ইরিভাসাব্ল্] (adjective) উলটানো বা প্রত্যাহার করা যায় না এমন; অপরিবর্তনীয়; অনিবর্তনীয়: an irreversible process.
- English Word irrevocable Bengali definition [ইরেভাকাব্ল্] (adjective) প্রত্যাহার করা যায় না এমন; চূড়ান্ত এবং অপরিবর্তনীয়; অপারবর্ত্য; an irrevocable decision/judgement; an irrevocable letter of credit.
- English Word irrigate Bengali definition [ইরিগেইট্] (verb transitive) (১) (নদী, খাল, উপরিস্থিত নল ইত্যাদির সাহায্যে জমিতে/শস্যে) জল সরবরাহ করা; জলসেচ করা: irrigate cropland. (২) (ক্ষেতে) জল সরবরাহ করতে জলাধার; খাল ইত্যাদি নির্মাণ বা খনন করা; জলসেচের ব্যবস্থা করা। (৩) (ক্ষতস্থান) নিরন্তর তরলপদার্থ ঢেলে পরিষ্কার করা; সিক্ত/অবসিক্ত। irrigation [ইরিগেইশ্ন্] (noun) [uncountable noun] জলসেচ; সেচ; সেচন; অবসেচন: (attributive(ly)) an irrigation project; irrigation canals.
- English Word irritable Bengali definition [ইরিটাব্ল্] (adjective) সহজে রেগে যায়, উত্তেজিত/বিরক্ত হয় এমন; শীঘ্রকোপী; খিটখিটে; কোপিষ্ঠ; সুলভকোপ। irritably [ইরিটাব্লি] (adverb) কুপিতভাবে, বিরক্তির সঙ্গে। irritability [ইরিটাবিলাটি] (noun) [uncountable noun] শীঘ্রকোপিত্ব; সুক্রোধনীয়তা।
- English Word irritant Bengali definition [ইরিটান্ট্] (adjective) অস্বস্তিকর; জ্বালাতনকর; উত্তাপক; কোপজনক। □ (noun) (১) অস্বস্তিকর/দাহজনক বস্তু যেমন নাকের ভিতর ধুলা বা লংকার গুঁড়া। (২) (মনের পক্ষে) উত্তেজনাকর/সন্তাপজনক বিষয়; কণ্টক।
- English Word irritate Bengali definition [ইরিটেইট] (verb transitive) (১) বিরক্ত/রুষ্ট/কুপিত/উত্ত্যক্ত করা; রাগানো: irritated by the delay. (২) (শরীরের অংশবিশেষে) অস্বস্তি/জ্বালাপোড়া/দাহ সৃষ্টি করা: The solution may irritate the skin. irritation [ইরিটেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] প্রকোপন; বিরক্তি; রোষ; উত্তেজনা; দাহ; চুলকানি; জ্বালাপোড়া।
- English Word irruption Bengali definition [ইরাপ্শ্ন্] (noun) হঠাৎ সবেগে প্রবেশ; অভ্যুৎপাত। is, দ্রষ্টব্য be 1.
- English Word ischaemia Bengali definition [ইস্কীমিআ] (noun) (চিকিৎসাশাস্ত্র) শরীরের কোনো অংশে, বিশেষত হৃদযন্ত্রে রক্তসরবরাহে বাধা; রক্তসংরোধ। ischaemic (adjective) রক্তসংরোধজনিত: ischaemic heart disease.
- English Word ISDN Bengali definition [আইএসডিএন] (noun) আইএসডিএন এর পূর্ণরূপ হচ্ছে ইনটিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। একটি সাধারণ বাহকের মাধ্যমে একই সঙ্গে উপাত্ত, কথা, ছবি প্রভৃতি আদান-প্রদানের লক্ষ্যে এই ডিজিটাল নেটওয়ার্ক তৈরি: Send material via e-mail or ISDN and have it turned around at the click of a mouse.
- English Word isinglass Bengali definition [আইজিঙ্গ্লা:স্ America(n) আইজিঙ্গ্ল্যাস্] (noun) [uncountable noun] স্বাদুজলের কোনো-কোনো মাছের বায়ুথলি থেকে তৈরি স্বচ্ছ সাদা জেলিবিশেষ যাতে ভালো আঁঠা তৈরি হয়; আইজিংগ্লাস: She threw the isinglass in the air at the precise moment the flashlight shone through, reflecting a strange shape on the wall.
- English Word Islam Bengali definition [ইজলা:ম America(n) ইস্লা:ম] (noun) ইসলাম; মুসলিম জগৎ। Islamic [ইজল্যামিক America(n) ইসল্য:মিক্] (adjective) ইসলামি: A new Islam state is emerging on the globe.
- English Word island Bengali definition [আইলান্ড্] (noun) দ্বীপ। islander (adjective) দ্বীপবাসী
- English Word isle Bengali definition [আইল্] (noun) দ্বীপ (গদ্যে স্থান-নাম ছাড়া অন্যত্র ব্যবহার বিরল): the British Isles. islet [আইলিট্] (noun) ক্ষুদ্রদ্বীপ।
- English Word ism Bengali definition [ইজাম্] (noun) বিশিষ্ট মতবাদ বা আচার; বাদ: We live in a century of isms. isn’t দ্রষ্টব্য be 1.
- English Word isobar Bengali definition [আইসাবা:(র্)] (noun) (বিশেষত আবহাওয়ার) মানচিত্রে একটি নির্দিষ্ট সময়ে একই বায়ুচাপ বিরাজ করে এমন সব স্থানের সংযোগকারী রেখা; সমপ্রেষরেখা।
- English Word isolate Bengali definition [আইসালেইট্] (verb transitive) isolate (from) (১) পৃথক/বিচ্ছিন্ন করা: isolated from one’s near and dear ones. (২) (রসায়ন) ( কোনো পদার্থ, রোগজীবাণু ইত্যাদি) বিশ্লিষ্ট/বিযুক্ত করা।
- English Word isolation Bengali definition [আইসালেইশ্ন্] (noun) [uncountable noun] isolation (from) বিচ্ছিন্নকরণ; পৃথককরণ; বিচ্ছিন্নতা; অন্তরণ। in isolation এককভাবে; বিচ্ছিন্নভাবে: people living in isolation and proverty. isolation hospital/ward সংক্রামক রোগীর জন্য অন্তরণ হাসপাতাল/ বিভাগ। isolationism [আইসালেইজাম্] (noun) (আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে) পররাষ্ট্রের ব্যাপারে অংশগ্রহণ না-করার নীতি; স্বাতন্ত্র্যবাদ। isolationist আইসালেইস্ট্] (noun) স্বাতন্ত্র্যবাদী।
- English Word isometric Bengali definition [আহসামেট্রিক] (adjective) সমমাপের; সমমান।
- English Word isosceles Bengali definition [আইসসালীজ্] (adjective) (ত্রিভুজ সম্বন্ধে) সমদ্বিবাহু।
- English Word isotherm Bengali definition [আইসাথাম্] (noun) মানচিত্রে একই গড় তাপমাত্রা বিশিষ্ট স্থানসমূহের সংযোগকারী রেখা: All data points in the adsorption isotherm represent an average of three experiments.
- English Word isotope Bengali definition [আইসাটোউপ্] (noun) কোনো মৌল পদার্থের যেমন ভারী হাইড্রোজেনের পরমাণুবিশেষ; বা রাসায়নিকভাবে ঐ পদার্থের অন্যান্য পরমাণু থেকে অভিন্ন হলেও কেন্দ্রীয় ভরের হিসেবে ভিন্ন; আইসোটোপ; সমস্থানিক: radio-active isotopes, চিকিৎসাবিজ্ঞান ও শিল্পে ব্যবহৃত ভঙ্গুর আইসোটোপ।
- English Word issue Bengali definition [ইশূ] (verb transitive), (verb intransitive) (১) issue (out/forth) (from) নির্গত/নিঃসৃত/বিনির্গত/নিষ্ক্রান্ত/প্রস্তুত হওয়া: The smell issuing from the kitchen. (২) issue (something to somebody); issue (somebody with something) ব্যবহার বা ভোগের জন্য বর্জন করা; বিতরণ করা: issue books to the members of a library. (৩) issue (to) (বই ইত্যাদি) প্রকাশ করা; (ডাকটিকিট, কাগজের টাকা, শেয়ার ইত্যাদি) বাজারে ছাড়া/চালু করা। □ (noun) (১) [uncountable noun, countable noun] নিঃসরণ; বিনির্গম; নির্গমন; নিষ্ক্রমণ; নির্গম: the issue of a journal; new issues of banknotes, ৩ [countable noun] (আলোচ্য) প্রশ্ন; বিচার্যবিষয়: Political issues; debate an issue. join/take issue with somebody (on/about something) বিতর্কে লিপ্ত হওয়া। the point/matter at issue আলোচ্য বিষয়/প্রসঙ্গ/প্রশ্ন। (৪) [countable noun] ফল; পরিণাম; গতি: happy issue, সদ্গতি; expectation of a favourable issue. শুভফলাকাঙ্ক্ষা; successful issue. (৫) [uncountable noun] (আইন সম্বন্ধীয়) সন্তানসন্ততি; বংশধর; অপত্য: die without issue, নিঃসন্তান অবস্থায় মারা যাওয়া।
- English Word isthmus Bengali definition [ইস্মাস্] (noun) (plural isthmuses [ইস্মাসিজ্]) দুটি বৃহৎ ভূখণ্ডের সংযোগসাধক সংকীর্ণ ভূখণ্ড ; যোজক: It is really two islands linked by a narrow isthmus of sand dunes called The Neck.
- English Word it Bengali definition [ইট্] (pronoun) (plural they) [দেই]; them ( [দাম্; জোরালো রূপ: দেম]) (১) অচেতন বস্তু, প্রাণী (লিঙ্গ অজ্ঞাত বা গুরুত্বহীন হলে) এবং শিশু (লিঙ্গ জানা না-থাকলে বা বিবেচনার বিষয় না-হলে সম্বন্ধে প্রযোজ্য) এ, ও , সে: Have you seen our new car? It is beautiful. (২) (পরবর্তী একগুচ্ছ শব্দের প্রতি ইঙ্গিতদানে ব্যবহৃত হয়। এই শব্দগুচ্ছই বাক্যের ব্যাকরণিক উদ্দেশ্য। এই শব্দগুচ্ছ চার প্রকার হতে পারে): (ক) কোনো infinitive phrase: It is useful to learn a foreign language. (খ) for, কোনো বিশেষ্য/সর্বনাম বা to-infinitive: It is difficult for me to walk such a long distance. (গ) কোনো gerundial phrase: It is no use your repeating the same story again and again.(ঘ) কোনো উপবাক্য: It seems unlikely that he will come to help you. (৩) (ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করতে সামনে বা পিছনে নির্দেশদানের জন্য ব্যবহৃত হয়। লক্ষণীয়; কোনো ব্যক্তির পরিচয় আগেই জানা থাকলে it ব্যবহৃত হয় না) : Who is in? It is me. (৪) (উদ্দেশ্যের অভাবপূরণের জন্য নিছক রূপগত বা অর্থহীন শব্দরূপে ব্যবহৃত হয়)। (ক) আবহাওয়া প্রসঙ্গে: It is raining; It is warm/cold. (খ) সময় প্রসঙ্গে: It is ten o’clock. (গ) দূরত্ব প্রসঙ্গে: It is five miles to Leeds. (ঘ) অস্পষ্টভাবে সাধারণ পরিস্থিতি নির্দেশে কিংবা প্রসঙ্গ থেকে অনুমান করা যায় এমন কিছু নির্দেশ করতে: So it seems; you’ve had it, তোমার যা পাওয়ার পেয়ে গেছ; keep at it, যা করছ করে যাও; It can’t be helped, উপায় নেই; You’ve got what it takes, (এই পদ, পরিস্থিতি ইত্যাদির জন্য) যা যা প্রয়োজন সবই তোমার আছে; Go it! চেষ্টা চালিয়ে যাও; That’s the best/ worst of it! এর সবচেয়ে মজার/বাজে দিক! Now you’ve done it! এই সেরেছে; Now you will catch it! এবার বুঝবে ঠেলা! (৫) বাক্যের এক অংশের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। (ক) উদ্দেশ্য: It was my father’s illness that prevented me from joining you. (খ) ক্রিয়ার কর্ম: It was the younger of the two that I saw yesterday. (গ) preposition(al) –এর কর্ম: It was Jane that I sent the boy to, not Edith. (ঘ) adverbial adjunct: It was in school that I met him, not in the market. its [ইট্স্] (possessive) (adjective) এর, ওর; তার: Look at this canvas- its composition is masterly. itself [ইট্সেল্ফ্] (reflexive) (pronoun); নিজে; স্বয়ং: The child fell and hurt itself. □ emph (pronoun): I want to see the letter itself. by it self (ক) নিজে নিজে; নিজের থেকে; স্বয়ংক্রিয়ভাবে: An office does not run by itself. (খ) একা; নিঃসঙ্গ: The boat stood by itself on the sea.
- English Word It bag Bengali definition [ইট্ ব্যাগ্] (noun) ইট ব্যাগ; স্বীকৃত ব্রান্ডের খুব দামি ব্যাগ, যা ফ্যাশন সচেতনদের কাছে the bag ‘of the moment’: The company is renting out the It bags.