Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word incipient Bengali definition [ইন্‌সিপিআন্‌ট্] (adjective) আদ্য; প্রাথমিক স্তরবর্তী; উপক্রমিক: incipient decay of the teeth.
  • English Word incise Bengali definition [ইন্‌সাইজ্] (verb transitive) ছেদন/বিচ্ছিন্ন করা; খোদাই করাincision [ইন্সিজ্‌ন্‌] (noun) [uncountable noun] ছেদন; কর্তন; [countable noun] চেরা (যেমন অস্ত্রোপচারকালে)।
  • English Word incisive Bengali definition [ইন্‌সাইসিভ] (adjective) (১) ছেদকর; তীক্ষ্ণ(২) (মন ও মন্তব্য) তীক্ষ্ণ; তীক্ষ্ণবুদ্ধি; কুশাগ্রবুদ্ধি; তীক্ষ্ণধী; সূক্ষ্মবুদ্ধি; কাটা-কাটা: incisive criticism. incisively (adverb) তীক্ষ্ণভাবে ইত্যাদি।
  • English Word incisor Bengali definition [ইন্‌সাইজা(র্)] (noun) (মানুষের ক্ষেত্রে) উপরের ও নিচের মাড়িতে চারটি করে মোট আটটি ধারালো দাঁতের যেকোনো একটি; ছেদকদন্ত
  • English Word incite Bengali definition [ইন্‌সাইট্] (verb transitive) incite somebody (to something/to do something) প্ররোচিত/উত্তেজিত করা; খ্যাপানো; উস্কানি দেওয়া; উদ্দীপ্ত করা: He was found guilty of inciting his comrades to rebel against the government.
  • English Word incivility Bengali definition [ইন্‌সিভিলাটি] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] অশিষ্টতা; অসভ্যতা; অভব্যতা; [countable noun] (plural incivilities) অশিষ্ট কার্যকলাপ, মন্তব্য ইত্যাদি।
  • English Word inclement Bengali definition [ইনক্লেমান্‌ট্] (adjective) (আনুষ্ঠানিক) (আবহাওয়া বা জলবায়ু সম্বন্ধে) কঠোর, রুক্ষ, নির্মম; ঠাণ্ডা ও ঝোড়োinclemency [ইনক্লেমান্‌সি] (noun) [uncountable noun] কঠোরতা; রুক্ষতা; নির্মমতা।
  • English Word inclination Bengali definition [ইন্‌ক্লিনেইশ্‌ন্] (noun) (১) [countable noun] নতি; আনতি; নম্রতা; ঢাল; উৎসঙ্গ: an inclination of the head, শিরঃপ্রণতি; মস্তক-আনমন; an inclination of the body, সম্মুখে আনমন। (২) [countable noun, uncountable noun] inclination (to something/to do something) প্রবণতা; ঝোঁক; প্রবৃত্তি; ইচ্ছা-অভিলাষ; আকাঙ্ক্ষা: She is not free to follow her own inclinations, even in the matter of marriage.
  • English Word incline 1 Bengali definition [ইন্‌ক্লাইন্] (verb transitive), (verb intransitive) (১) নত/আনত/অবনত হওয়া বা করা; বাঁকা বা বাঁকানো; ঝোঁকা বা ঝোঁকানো; নোয়া বা নোয়ানো; incline head in prayer. (২) (সাহিত্যিক) বিনিয়ত করা; প্রবর্তিত/প্রবত্ত করা; প্রবৃত্তি দেওয়া(৩) (সাধারণত passive) মনকে কোনো বিশেষ দিকে পরিচালিত করা; কারো মনে প্রবৃত্তি; প্রবণতা বা ইচ্ছা উদ্রেক করা; প্রবৃত্ত করা; Do you feel inclined to witness the match? তাগিদ বোধ করছেন কি? inclined to be lazy, আলস্য প্রবণ; I am inclined to believe that he is dilly-dallying on purpose, বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে(৪) প্রবণ/ইচ্ছুক হওয়া: I incline to believe his words. incline to/towards something শারীরিক ও মানসিক প্রবণতা থাকা: He inclines towards atheism.
  • English Word incline 2 Bengali definition [ইনক্লাইন্] (noun) ঢাল; উৎরাই: descend a steep incline. gradient.
  • English Word inclose, inclosure Bengali definition [ইন্‌ক্লোউজ্, ইন্‌ক্লোউজা(র্)] = enclose, enclosure.
  • English Word include Bengali definition [ইনক্লূড্] (verb transitive) অন্তর্ভুক্ত/অন্তর্গত/অন্তর্বর্তী করা: The book comprises 300 pages including charts and diagrams,-সহ;-সমেত; His duties ~d opening the mail, তার দায়িত্বের অন্তর্ভুক্তinclusion [ইন্‌ক্লূজ্‌ন্‌] (noun) [uncountable noun] অন্তর্ভুক্তি।
  • English Word inclusive Bengali definition [ইনক্লূসিভ] (adjective) inclusive (of) (১) -সমেত; -সহ; ব্যাপী: £ 20 inclusive of service; from 2 5 June to 5 July inclusive. দ্রষ্টব্য (America(n) Through 2 (৪) (২) অনেক কিছু বা সব কিছু সমেত; সামুদয়িক: inclusive terms (হোটেল ইত্যাদিতে) কোনো অতিরিক্ত ব্যয় ছাড়া; সামুদয়িক শর্ত। inclusively (adverb) সামুদয়িকভাবে; সাকল্যে।
  • English Word incognito Bengali definition [ইন্‌কগ্‌নীটোউ] (adjective) ছদ্মবেশী; ছদ্মরূপী: a king incognito □ (adverb) ছদ্মবেশে; ছদ্মরূপে; প্রচ্ছন্নরূপে।
  • English Word incognizable Bengali definition [ইন্‌কাগ্‌নাইজাব্‌ল্] (adjective) অজ্ঞেয়; অলক্ষ্যincognizant (noun) জানে না এমন; অজ্ঞতা।
  • English Word incoherent Bengali definition [ইন্‌কোউহিআরান্‌ট্‌] (adjective) অসম্বন্ধ; অসংলগ্ন: so drunk as to be quite incoherently (adverb) incoherence [ইন্‌কোউহিআরান্‌স্] (noun) অসম্বন্ধতা; অসংলগ্নতা।
  • English Word incohesive Bengali definition [ইন্‌কোউহীসিভ্] (adjective) পরস্পর লেগে থাকে না এমন; অসংযুক্ত
  • English Word incombustible Bengali definition [ইনকামস্‌টাব্‌ল্‌] (adjective) (আনুষ্ঠানিক) অদাহ্য
  • English Word income Bengali definition [ইঙ্‌কাম্‌] (noun) আয়; আগম; অর্থাগমincome-tax [ইঙ্‌কাম্ ট্যাক্‌স্‌] (noun) আয়কর।
  • English Word incoming Bengali definition [ইন্‌কামিঙ্] (adjective) আসছে; আসন্ন; প্রত্যাসন্ন; আগম্যমান: the incoming tide/tenant.
  • English Word incommensurate Bengali definition [ইন্‌কামেন্‌সারাট্] (adjective) incommensurate (to/with) (১) আকারপরিমাণে তুলনীয় নয়; তুলনায় অযোগ্য; অননুরূপ; অতুল্যপরিমাণ; অসঙ্গতিপূর্ণ: His qualifications are incommensurate with the office he holds. (২) তুলনা করা যায় না এমন; অসম; বিসদৃশ; বিষম
  • English Word incommode Bengali definition [ইন্‌কামোউড্] (verb transitive) (আনুষ্ঠানিক) ক্লেশ বা পীড়া দেওযা; অসুবিধা বা বিঘ্ন সৃষ্টি করা: I hope it will not incommode you if you lend me your camera for a couple of days.
  • English Word incommunicable Bengali definition [ইন্‌কামিউ্যনিকাব্‌ল্] (adjective) অপরকে জানানোর বা প্রদানের অযোগ্য; অনিবেদ্য; অদেয়
  • English Word incommunicado Bengali definition [ইন্‌কামিউ্যনিকা:ডোউ] (adjective) (অবরুদ্ধ ব্যক্তি) বাইরের কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার অনুমতিবিরহিত; যোগাযোগবিচ্ছিন্ন
  • English Word incompact Bengali definition [ইন্‌কাম্‌প্যাকট্] (adjective) অসংহত; অসম্বন্ধ
  • English Word incomparable Bengali definition [ইন্‌কম্‌প্রাব্‌ল্] (adjective) incomparable (to/with) তুলনীয় নয়; অতুল্য; অতুলনীয়; অনুপম; নিরূপম; অপ্রতিম; অনুপমেয়: her incomparable beauty. incomparably [ইন্‌কম্‌প্রারাব্‌লি] (adverb) অতুলনীয়রূপে, অতুল্যরূপে ইত্যাদি।
  • English Word incompatible Bengali definition [ইন্‌কাম্‌প্যাটাব্‌ল্‌] (adjective) incompatible with সঙ্গতিপূর্ণ নয়; সঙ্গতিহীন; সামঞ্জস্যহীন, পরস্পরবিরুদ্ধ; বিসঙ্গত: Indolence is incompatible with prosperity. The couple proved to be sexually incompatible. incompatibility [ইন্‌কাম্‌প্যাটাবিলাটি] (noun) [uncountable noun] বিসঙ্গতি; বৈলক্ষণ্য; বৈপরীত্য।
  • English Word incompetent Bengali definition [ইন্‌কম্‌পিটান্‌ট্‌] (adjective) অযোগ্য; যোগ্যতাহীন; অনুপযুক্ত; অনধিকারীincompetently (adverb) incompetence [ইন্‌কম্‌পিটান্‌স্‌], incompetence [ইন্‌কম্‌পিটান্‌সি] (noun(s)) [uncountable noun] অযোগ্যতা; যোগ্যতাহীনতা।
  • English Word incomplete Bengali definition [ইন্‌কাম্‌প্লীট্] (adjective) অসম্পূর্ণ; অসম্পন্ন; অসমাপ্ত; খণ্ডিত; অপরিপূর্ণincompletely (adverb) অসম্পূর্ণভাবে ইত্যাদি।
  • English Word incomprehensible Bengali definition [ইন্‌কম্‌প্রিহেন্‌সাব্‌ল্] (আনুষ্ঠানিক) অবোধগম্য; অভাবনীয়; অচিন্তনীয়; অচিন্ত্য; বোধাতীত(adjective) incomprehensibility [ইনকম্‌প্রিহেন্‌সাবিলাটি] (noun) [uncountable noun] অজ্ঞেয়তা; অবোধগম্যতা।