Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word ipso facto Bengali definition [ইপ্‌সোউ ফ্যাক্‌টোউ] (adverb) (phrase) (লাতিন) সেই কারণেই; ঠিক এই হেতু
  • English Word irascible Bengali definition [ইর‌্যাসাব্‌ল্] (adjective) (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটেirascibility [ইরাসাবিলাটি] (noun) ক্রোধিষ্টতা; স্বভাবকোপিত্ব; ক্রুদ্ধ আচরণ।
  • English Word irate Bengali definition [আইরেইট্] (adjective) (আনুষ্ঠানিক) ক্রুদ্ধ; কুপিতirately (adverb) ক্রুদ্ধভাবে।
  • English Word ire Bengali definition [আইআ(র্‌)] (noun) (কাব্যিক বা আনুষ্ঠানিক) ক্রোধ; রোষ; কোপ
  • English Word iridescent Bengali definition [ইরিডেস্‌ন্‌ট্‌] (adjective) (আনুষ্ঠানিক) (১) রংধনুর মতো রঙিন; রংধনু-রং; বিচিত্রবর্ণ; বর্ণাঢ্য(২) বিভিন্ন দিক থেকে আলোকসম্পতের সঙ্গে সঙ্গে রং বদলায় এমন, প্রভাতরল, চিত্রাভiridescence [ইরিডেস্‌ন্‌স্] (noun) [uncountable noun] বহুবর্ণিলতা; বর্ণাঢ্যতা; বিত্রাভা।
  • English Word iridium Bengali definition [ইরিডিআম্] (noun) [uncountable noun] কঠিন সাদা ধাতুবিশেষ (প্রতীক Ir); ইরিডিয়াম
  • English Word iris Bengali definition [আইআরিস] (noun) (১) চোখের তারার রঙিন অংশ; কনীনিকা; কনীনিকামণ্ডল(২) তলোয়ার আকৃতির পাতাবিশিষ্ট এক ধরনের ফুলের গাছ এবং ঐ গাছের ফুল; শ্বেতদূর্বা
  • English Word Irish Bengali definition [আইআরিশ্‌] (adjective) আইরিশ: The Irish Free state/the Irish Republic (অপিচ Eire [এআরা]), আয়ারল্যান্ডের ১৯২২ সালে স্বাধীনতাপ্রাপ্ত অংশ, আইরিশ প্রজাতন্ত্রIrish stew পিঁয়াজ ও অন্যান্য সবজিযোগে সিদ্ধ ভেড়ার মাংস, আইরিশ রসক। □ (noun) আইরিশ (ভাষা) (Irish Gaelic, দ্রষ্টব্য Gael). the Irish আইরিশ জাতি। Irishman [আইরিশ মান্‌] (noun) (plural Irishmen), Irishwoman [আইরিশ ওয়ুমান্‌] (noun) (plural Irishwomen) আইরিশ পুরুষ/নারী।
  • English Word irk Bengali definition [আক্] (verb transitive) বিরক্ত/উত্ত্যক্ত করা (প্রধানত): What irks me is the unexpectedness of their demands. irksome [আক্‌সাম্] (adjective) বিরক্তিকর; ক্লেশকর
  • English Word iron 1 Bengali definition [আইআন America(n) আইআরান্‌] (noun) (১) [uncountable noun] লৌহ; লোহা; আয়স (প্রতীক Fe) (দ্রষ্টব্য cast 1 ভুক্তিতে cast iron; wrought ভুক্তিতে wrought iron): iron ore, আকরিক লোহা; as hard as iron; (লাক্ষণিক) an iron will. rule with a rod of iron /with an iron hand লৌহকঠিন হাতে/নির্মমহস্তে শাসন করা। a man of iron কঠোর, অনমনীয় বা নির্মম লোক, লৌহমানব। an iron fist in a velvet glove আপাতশিষ্টতার আড়ালে লুকানো কঠোরতা ও দৃঢ়সংকলপ, মেঘের আড়ালে বজ্র। strike while the iron is hot সুযোগের সদ্ব্যবহার করা লোহা তপ্ত থাকতে থাকতে আঘাত হানা। The Iron Age (প্রাগৈতিহাসিক কালে) লৌহযুক্ত। iron curtain সংবাদ ও পণ্য বিনিময়ের প্রতিবন্ধকরূপে বিবেচিত সীমান্ত, লৌহযবনিকা। iron lung যান্ত্রিক চাপকালের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য মস্তক ছাড়া শরীরের বাকি অংশ আবৃত করে এমন যন্ত্রবিশেষ, লৌহফুসফুস। iron rations আপৎকালে সৈন্য, অভিযাত্রিক প্রভৃতির জন্য ব্যবহার্য খাদ্যভাণ্ডার, আপৎকালীন খাদ্যসম্ভার। (২) (বিশেষত যৌগশব্দে) লোহা দিয়ে তৈরি হাতিয়ার ইত্যাদি। (flat-) iron, ইস্ত্রি fire-irons, চুলা, অগ্নিকুণ্ড ইত্যাদি স্থানে ব্যবহৃত লোহার শলাকা, চিমটা ইতাদি, লোহার মুখটি লাগানো গলফ খেলার যষ্টি, উল্কি কাটার যন্ত্র; (plural) নিগড়; লৌহবন্ধ হাতকড়া: put somebody in irons, শৃঙ্খলিত করা। have too many irons in the fire একই সময়ে আশুপালনীয় বহু অঙ্গীকার। (৩) (যৌগশব্দ) iron-bar (noun) কুশিironclad (adjective) লৌহাবৃত। iron-filings (noun) (plural) লৌহচূর্ণ। iron-founder (noun) লোহা-ঢালাইকার; লৌহকার। iron-foundey (noun) লৌহ-ঢালাইখানা। iron-grey (adjective), (noun) সদ্য-ভাঙা ঢালাই লোহারমতে রং লৌহধূমল। ironmonger [মাঙ্‌গা(র্‌)] (noun) লৌহদ্রব্য। বিক্রেতা; লোহার কারবারি। iron-mongery [আইআন মাঙ্‌গারি] (noun) লোহার কারবার। ironmould (noun) লোহার মরিচার দাগ; লোহাকলঙ্ক। iron side (noun) অলিভার ত্রুমওয়েলের অশ্বারোহী বাহিনীর একজন (১৭ শতাব্দী); (লাক্ষণিক) বজ্রকঠিন দৃঢ়সংকল্প ব্যক্তিironware [আইআনওয়েআ(র্)] (noun) [uncountable noun] লৌহপণ্য। ironwork (noun) লৌহদ্রব্য, যেমন গরাদের শিক, পরিক্ষেপ ইত্যাদি। ironworks (noun) (সাধারণত singular verb-সহ) লোহার কারখানা।
  • English Word iron 2 Bengali definition [আইআন America(n) আইআর্‌ন্] (verb transitive), (verb intransitive) ইস্ত্রি করা: iron a shirt. iron out ইস্ত্রি করে দূর করা: iron out wrinkles; (লাক্ষণিক) অপনোদন/নিরাকরণ করা: iron out misunderstandings/points of disagreements. ironing-board (noun) ইস্ত্রির ফলক।
  • English Word ironic Bengali definition [আইরনিক্], ironical [আইরনিক্‌ল্‌] (adjective(s)) বক্রাঘাতমূলক (irony দ্রষ্টব্য); শ্লেষপূর্ণ/শ্লেষপটু; an ironic smile/remark/person. ironically [আইরনিক্‌লি] (adverb) বক্রাঘাতপূর্বক সশ্লেষে।
  • English Word irony Bengali definition [আইআরানি] (noun) (১) [uncountable noun] বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণ; বক্রাঘাত(২) [countable noun] (plural ironies) যেসব ঘটনা, অবস্থা ইত্যাদি এমনিতে কাম্য হলেও পরিস্থিতির দরুন মূল্যহীন বা অকিঞ্চিৎকর হয়ে পড়ে এবং সে কারণে দুর্দৈব নির্ধারিত বলে প্রতীয়মান হয়, বিড়ম্বনা: the irony of fate/circumstances.
  • English Word irradiate Bengali definition [ইরেইডিএইট্‌] (verb transitive) (আনুষ্ঠানিক) (১) কিছুর উপর রশ্মিপাত/কিরণবর্ষণ করা(২) সূর্যকিরণ, অতিবেগুনি রশ্মি বা তেজনিস্ক্রয়তার অধীন করা(৩) (লাক্ষণিক) কোনো বিষয়ের উপর আলোকপাত করা; দীপিত করা(৪) উদ্ভাসিত করা: faces irradiated with joy. irradiation (noun) রশ্মিপাত; কিরণসম্পাত; উজ্জ্বলন।
  • English Word Irrational Bengali definition [ইর‌্যানশান্‌ল্] (adjective) (১) বিচারশক্তিহীন; বিচারবুদ্ধিরহিত: an Irrational child. (২) বিচারবুদ্ধির দ্বারা পরিচালিত নয় এমন, অযৌক্তিক, যুক্তিহীন: Irrational fears/behaviour. Irrationally [ইর‌্যাশ্‌নালি] (adverb) বিচারবুদ্ধিহীনভাবে, অযৌক্তিকভাবে।
  • English Word irreclaimable Bengali definition [ইরিক্লেইমাব্‌ল্] (adjective) (১) (আনুষ্ঠানিক) পুনরুদ্ধার বা প্রতিকারের অসাধ্য
  • English Word irreconcilable Bengali definition [ইরেকান্‌সাইলাব্‌ল্] (adjective) (আনুষ্ঠানিক) (ব্যক্তি) মেলানো/খাপ খাওয়ানো যায় না এমন; (ভাব, কার্য ইত্যাদি) বিসংহত, অসদৃশ; পরস্পর পরাহত।
  • English Word irrecoverable Bengali definition [ইরিকাভারাব্‌ল্‌] (adjective) পুনরুদ্ধার করা বা বাঁচানো যায় না এমন, অপ্রতিকার্য, অপূরণীয়: an irrecoverable loss/misfortune.
  • English Word irredeemable Bengali definition [ইরিডীমাব্‌ল্‌] (adjective) (১) (কাগজের টাকা) মুদ্রার সঙ্গে বিনিময়যোগ্য নয় এমন, (সরকার কর্তৃক দেয় বার্ষিক ভাতাদি) অর্থ পরিশোধের মাধ্যমে অবমান করা যায় না এমন, অপরিক্রেয়(২) পুনরুদ্ধারের/সংশোধনের অস্যধ্য; অনুর্দ্ধায্য; অসংশোধনীয়irreclaimably (adverb) অনুদ্ধার্যরূপে; অসংশোধনীয়রূপে।
  • English Word irreducible Bengali definition [ইরিডিঊসাব্‌ল্‌ America(n) ইরিডূসাব্‌ল্‌] (adjective) irreducible (to) (আনুষ্ঠানিক) (১) কমানো বা গ্রাস করার অসাধ্য, ন্যূনতম; the irreducible minimum. (২) (কোনো অভীষ্ট অবস্থায়) পরিণত করা যায় না এমন
  • English Word irrefutable Bengali definition [ইরিফিঊটাব্‌ল্‌] (adjective) মিথ্যা প্রমাণ করা যায় না এমন; অখণ্ডনীয়; অকাট্য; অনিরসনীয়: an irrefutable argument/case.
  • English Word irregular Bengali definition [ইরেগিউলা(র্‌)] (adjective) অবৈধিক; বিধিবিরুদ্ধ; নিয়মবহির্ভূত; অনিয়মিত: an irregular marriage/proceeding; irregular troops; be irregular in school. (২) অসম; বিষম: irregular lines and figures; irregular fever, বিষমজ্বর। (৩) (ব্যাকরণ) সাধারণ নিয়মের বিরুদ্ধ; নিপতিত: an irregular plural (যেমন cow থেকে kive). □ (noun) (সাধারণত plural) অনিয়মিত সেনাদলের সদস্য। irregularly (adverb) নিয়মবহির্ভূতভাবে; অসমভাবে ইত্যাদি। irregularity [ইরেগিউল্যারাটি] (noun) (plural irregularities) [uncountable noun] অবিধিতা; নিয়মবিরুদ্ধতা; অনিয়ম; বিধিবিরুদ্ধতা; অসমতা; বিষমতা; নিপাতন: [countable noun] অনিয়মবিরুদ্ধ/অনিয়মিত/অসম কোনো কিছু: allegations of financial irregularities. ব্যভিচার; অনাচার: the irregularities of a coast-line.
  • English Word irrelevant Bengali definition [ইরেলাভান্‌ট্‌] (adjective) irrelevant (to) অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন: irrelevant remarks/evidence. irrelevance [ইরেলাভান্‌স্], irrelevancy [ইরেলাভান্‌সি্] (noun(s)) (plural irrelevances, irrelevancies) [uncountable noun] অপ্রাসঙ্গিকতা; অসম্বন্ধ; অবিষয়ত্ব; [countable noun] অপ্রাসঙ্গিক/অবান্তর মন্তব্য/প্রশ্ন ইত্যাদি: Don’t waste your time on such irrelevancies.
  • English Word irreligious Bengali definition [ইরিলিজাস্] (adjective) ধর্মবিরোধী; ধর্মহীন; অধার্মিক: irreligious acts/persons.
  • English Word irremediable Bengali definition [ইরিমীডিআব্‌ল্‌] (adjective) প্রতিকারের অসাধ্য; অপ্রতিকার্য; অচিকিৎস্য; irremediable acts/faults.
  • English Word irreparable Bengali definition [ইরিপারাব্‌ল্‌] (noun) (adjective) অপূরণীয়: irreparable loss.
  • English Word irrepressible Bengali definition [ইরিপ্লেইসাব্‌ল্‌] (adjective) ক্ষতিপূরণ হওয়ার নয় এমন বস্তুসংক্রান্ত; বদলি মেলে না এমন; অপ্রতিকল্পনীয়
  • English Word irreproachable Bengali definition [ইরিপ্রোউচাব্‌ল্] (adjective) অনিন্দ্য; অনবদ্য; নিষ্কলঙ্ক: irreproachable conduct.
  • English Word irresistible Bengali definition [ইরিজিস্‌টাব্‌ল্‌] (adjective) অপ্রতিরোধ্য; দুর্নিবার; অপ্রতিহত: irresistible desires/temptations.
  • English Word irresolute Bengali definition [ইরেজালূট] (adjective) অস্থিরমতি; চলচিত্ত; অস্থিরমনস্ক; অনবস্থিতirresolution [ইরেজালূশ্‌ন্‌] (noun) [uncountable noun] অস্থিররমতিত্ব; চলচিত্ততা; অনবস্থিতি।