I পৃষ্ঠা ১১
- English Word incomprehension Bengali definition [ইন্কম্প্রিহেনশ্ন্] (noun) [uncountable noun] উপলব্ধির অভাব; অনুপলব্ধি; অনবধারণ।
- English Word incompressible Bengali definition [ইন্কাম্প্রেসাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) চাপ দিয়ে সংকুচিত করা যায় না এমন; অসংকোচনীয়।
- English Word inconceivable Bengali definition [ইন্কান্সীভাব্ল্] (adjective) অভাবনীয়; অচিন্তনীয়; (কথ্য) অবিশ্বাস্য; অসামান্য; অদ্ভুত।
- English Word inconclusive Bengali definition [ইন্কান্ক্লূসিভ] (adjective) (সাক্ষ্যপ্রমাণ; যুক্তি, আলোচনা ও কার্যকলাপ) নিষ্পত্তিকারক বা নিশ্চয়জনক নয়; সুনির্দিষ্ট ফলোৎপাদক নয়; অপ্রামাণিক; অনিশ্চায়ক; অনির্ণায়ক। inconclusively (adverb) অনিশ্চায়কভাবে।
- English Word incondite Bengali definition [ইনকন্ডাইট্] (adjective) (রচনা ইত্যাদি) সুসম্বন্ধভাবে গ্রথিত নয়; অবিন্যস্ত; খাপছাড়া; এলোমেলো।
- English Word incongruous Bengali definition [ইন্কঙ্গ্রুআস্] (adjective) incongruous (with) অসমঞ্জস্য; সামঞ্জস্যহীন; সঙ্গতিবিহীন। incongruously (adverb) অসমঞ্জস্যরূপৈ ইত্যাদি। incongruity [ইন্কঙ্গ্রূআটি] (noun) [uncountable noun] অসামঞ্জস্য; অসম্বদ্ধতা; অসঙ্গতি; [countable noun] (plural incongruous ties) অসমঞ্জস্য/সামঞ্জস্যহীন কোনোকিছু।
- English Word inconsecutive Bengali definition [ইন্কান্সেকিউটিভ] (adjective) ধারাবাহিকতাহীন; অনানুপূর্বিক।
- English Word inconsequent Bengali definition [ইন্কন্সিকোয়ান্ট্] (adjective) (১) যা বলা বা করা হয়েছে তার থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত নয়; অসংলগ্ন; অসিদ্ধ; অযৌক্তিক; পূর্বাপরবিরুদ্ধ; যুক্তিবিরুদ্ধ; অবান্তর; পারম্পর্যহীন: an inconsequent remark. (২) (ব্যক্তি) কথায় বা কাজে পারম্পর্যহীন। inconsequently (adverb) inconsequential [ইন্কন্সিকোয়েনশ্ল্] (adjective) = inconsequent; অকিঞ্চিৎকর।
- English Word inconsiderable Bengali definition [ইন্কান্সিড্রাব্ল্] (adjective) বিবেচনার অযোগ্য; তুচ্ছ; সামান্য; স্বল্প; অত্যল্প।
- English Word inconsiderate Bengali definition [ইন্কান্সিডারাট্] (adjective) (ব্যক্তি ও তার কার্যকলাপ) অবিবেচক; অবিমৃশ্যকারী; অপরিণামদর্শী; অবিবেকী; বিবেচনাহীন; বিচারহীন; বিবেকহীন; অবিবেচনাপ্রসূত: inconsiderate children; inconsiderate remarks. inconsiderately (adverb) নির্বিচারে, বিবেচনাহীনভাবে।
- English Word inconsistent Bengali definition [ইন্কানসিস্টান্ট্] (adjective) inconsistent (with) (১) সঙ্গতিহীন; সামঞ্জস্যহীন; অসমঞ্জস: What the government says now is inconsistent with its election promises. (২) পরস্পরবিরুদ্ধ; পরস্পরবিরোধ; পূর্বাপরবিরুদ্ধ। inconsistently (adverb) সামঞ্জস্যহীনভাবে; পরস্পরবিরুদ্ধরূপে ইত্যাদি। inconsistency [ইন্কানটান্সি্] (noun) [uncountable noun, countable noun] সামঞ্জস্যহীনতা; অসামঞ্জস্য; পূর্বাপরবিরোধী; পরস্পরবিরোধিতা; অসঙ্গতি।
- English Word inconsolable Bengali definition [ইন্কান্সোউলাব্ল্] (adjective) সান্ত্বনা নেই এমন; অসান্ত্বনীয়: inconsolable grief, She was inconsolable when her husband died in an accident.
- English Word inconsonant Bengali definition [ইন্কন্সনান্ট্] (adjective) সঙ্গতিহীন; সামঞ্জস্যহীন: actions inconsonant with his principles. inconsonance (noun) বিসঙ্গতি; অসামঞ্জস্য।
- English Word inconspicuous Bengali definition [ইন্কান্স্পিকিউআস্] (adjective) সহজে চোখে পড়ে না এমন; অগোচর; অপ্রত্যক্ষ: After his defeat in the election he made himself inconspicuous. inconspicuous colours অনুগ্র রং। inconspicuously (adverb) অগোচরে; লোকচক্ষুর অন্তরালে।
- English Word inconstant Bengali definition [ইন্কন্স্টান্ট] (adjective) (আনুষ্ঠানিক) (ব্যক্তি) অনুভূতি, অভিপ্রায়, উদ্দেশ্য ইত্যাদি ব্যাপারে পরিবর্তনশীল; চপলচিত্ত; অস্থিরচিত্ত; তরলমতি; নিষ্ঠাহীন: an inconstant lover. inconstancy [ইন্কন্স্টান্সি] (noun) [uncountable noun, countable noun] চপলচিত্ততা; চলচিত্ততা; চিত্ততারল্য; চাপল্য।
- English Word incontestable Bengali definition [ইন্কান্টেস্টাব্ল্] (adjective) তর্কাতীত; অপ্রত্যাখোয়; অকাট্য।
- English Word incontinent Bengali definition [ইন্কন্টিনান্ট্] (adjective) অসংযতেন্দ্রিয়; অসংযত; সংযমহীন; অসংযমী; (চিকিৎসাশাস্ত্র) মল বা মূত্র নিয়ন্ত্রণে রাখতে অসমর্থ। incontinence [ইন্কন্টিনান্স্] (noun) অসংযম; অসংযতেন্দ্রিয়ত্ব।
- English Word incontrovertible Bengali definition [ইন্কন্ট্রাভাটাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) অপ্রত্যাখ্যেয়; অবিবদনীয়; অখণ্ডনীয়।
- English Word inconvenience Bengali definition [ইন্কান্ভানিআন্স্] (noun) [countable noun, uncountable noun] ক্লেশ; পীড়া; কষ্ট; আয়াস; বিড়ম্বনা; অসুবিধা; ক্লেশহেতু; পীড়াহেতু: I am loath to cause you any inconvenience. □ (verb transitive) ক্লেশ, পীড়া ইত্যাদির কারণ হওয়া; ক্লেশ/কষ্ট দেওয়া; ঝামেলায় ফেলা।
- English Word inconvenient Bengali definition [ইন্কান্ভানিআন্ট্] (adjective) ক্লেশকর; পীড়াদায়ক; বিড়ম্বনাকর; অসুবিধাজনক। inconveniently (adverb) ক্লেশকররূপে ইত্যাদি।
- English Word inconvertible Bengali definition [ইন্কান্ভাটাব্ল্] (adjective) (বদল করা যায় না এমন যেমন কাগজের টাকা যার বদলে সোনা নেওয়া যায় না); অপরিবর্তনযোগ্য; অপরিবর্তনীয়। inconvertibility [ইন্কান্ভাটাবিলাটি] (noun) অপরিবর্তনীয়তা; অপরিবর্তনযোগ্যতা।
- English Word incorporate 1 Bengali definition [ইন্কোপারাট্] (adjective) কর্পোরেশন বা সমষ্টিরূপে গঠিত; সমূহীভূত; একত্রীভূত।
- English Word incorporate 2 Bengali definition [ইন্কোপারেইট্] (verb transitive), (verb intransitive) incorporate (in/into/with) (১) একীভূত হওয়া; একত্র করা; সংযুক্ত/সংসৃষ্ট করা বা হওয়া: This town was recently incorporated into the kingdom. He was incorporated a member of the Academy. (আইন সম্বন্ধীয়) সমষ্টি বা কর্পোরেশনরূপে গঠন করা বা গঠিত হওয়া; নিগঠিত/নির্গমবদ্ধ করা। incorporated (adjective) একত্রীভূত। incorporation [ইন্করপোরেশন] (noun) একত্রীকরণ বা একত্রীভবন।
- English Word incorporeal Bengali definition [ইন্কোপোরিআল্] (adjective) (আনুষ্ঠানিক) অশরীরী; নিরবয়ব।
- English Word incorrect Bengali definition [ইন্কারেক্ট্] (adjective) অশুদ্ধ; অযথার্থ; অসত্য; (আচরণ; পোশাক-পরিচ্ছদ ইত্যাদি) অসঙ্গত; অসমীচীন; অশোভন। incorrectly (adverb) অশুদ্ধভাবে, অসঙ্গতভাবে ইত্যাদি। incorrectness (noun) অশুদ্ধতা; অসত্য; অযথার্থতা; অসঙ্গতি; অসমীচীনতা; অশোভনতা।
- English Word incorrigible Bengali definition [ইন্করিজাব্ল্ America(n) ইন্কোরিজাব্ল্] (adjective) (ব্যক্তি, তার দোষত্রুটি ইত্যাদি) অশোধনীয়; অশোধ্য; অপ্রতিকার্য: an incorrigible liar; incorrigible bad habits.
- English Word incorruptible Bengali definition [ইন্কারাপ্টাব্ল্] (adjective) অক্ষয়; অনশ্বর; বিশেষত ঘুষ দিয়ে দুর্নীতিগ্রস্ত করা যায় না এমন। incorruptibility [ইন্কাপটাবিলাটি] (noun) অক্ষয়তা; অনশ্বরতা; অদূষ্যতা; অবিকার্যতা।
- English Word increase 1 Bengali definition [ইঙ্ক্রীস্] (noun) [uncountable noun, countable noun] increase in বৃদ্ধি; প্রবৃদ্ধি; উপচয়; বাড়। on the increase বর্ধমান; ক্রমবর্ধমান: The population of the country is still on the increase.
- English Word increase 2 Bengali definition [ইঙ্ক্রীস্] (verb transitive), (verb intransitive) বৃদ্ধি করা বা পাওয়া; বাড়া বা বাড়ানো; বর্ধিত করা/হওয়া। increasingly [ইঙ্ক্রীসিঙ্লি] (adverb) উত্তরোত্তর ক্রমবর্ধমানভাবে।
- English Word incredible Bengali definition [ইনক্রেডাব্ল্] (adjective) অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়; (কথ্য) বিশ্বাস করা কঠিন; প্রত্যয়াতীত; বিস্ময়কর। incredibly [ইনক্রেডাব্লি] (adverb) অবিশ্বাস্যভাবে, প্রত্যয়াতীতভাবে ইত্যাদি। incredibility (noun) অবিশ্বাস্য; অপ্রতীতি; অপ্রত্যয়।