I পৃষ্ঠা ৬
- English Word impinge Bengali definition [ইমপিন্জ্] (verb transitive) impinge on/upon (আনুষ্ঠানিক) অভিঘাত সৃষ্টি করা; আঘাত হানা। impingement (noun) অভ্যাঘাত।
- English Word impish Bengali definition [ইম্পিশ্] (adjective) শয়তানের বাচ্চা বা খুদে শয়তানের মতো; দুষ্টামিপূর্ণ; দুর্জনোচিত। impishly (adverb) দুর্জনোচিতরূপে impishness (noun) শয়তানি; দুষ্টামি; দুষ্টশীলতা।
- English Word implacable Bengali definition [ইম্প্ল্যাকাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) শান্ত করা যায় না এমন; অপ্রশম্য; নিষ্করুণ; কৃপাহীন: an implacable enemy; implacable hatred/love.
- English Word implant Bengali definition [ইম্প্লা:ন্ট্ America(n) পল্যান্ট্] (verb transitive) implant in (ভাব, অনুভূতি, ধারণা ইত্যাদি) উপ্ত/প্রোথিত করা: deeply implanted hatred; implant sound principles in the minds of children.
- English Word implement 1 Bengali definition [ইম্পলিমান্ট্] (noun) হাতিয়ার; অস্ত্র: farm implements; stone and bronze implements of primitive man.
- English Word implement 2 Bengali definition [ইম্পলিমান্ট্] (verb transitive) কার্যে পরিণত করা; বাস্তবায়িত করা: implement a scheme. implementation [ইম্প্লিমেন্টেইশ্ন্] (noun) নিষ্পাদন; বাস্তবায়ন।
- English Word implicate Bengali definition [ইম্প্লিকেইট্] (verb transitive) implicate (in) (আনুষ্ঠানিক) (অপরাধ ইত্যাদির সঙ্গে) জড়িত বলে দেখানো; জড়িত/বিজড়িত/সংসৃষ্ট করা: implicate officials in a bribery scandal. দ্রষ্টব্য involve.
- English Word implication Bengali definition [ইম্প্লিকেইশ্ন্] (noun) (আনুষ্ঠানিক) (১) [uncountable noun] (অপরাধ ইত্যাদির সঙ্গে) সংসৃষ্টকরণ; জড়ানো। (২) [countable noun] ব্যঞ্জনার্থ; নিহিত্যার্থ; উপলক্ষ্য: The implications of the statement are quite clear.
- English Word implicit Bengali definition [ইম্প্লিসিট্] (adjective) (আনুষ্ঠানিক) (১) implicit (in) ইশারাইঙ্গিতে প্রকাশিত; নিহিত; চাপা: an implicit threat; implicit in the contract. দ্রষ্টব্য explicit. (২) অবিতর্কিত; অখণ্ড; অসংশয়: implicit belief. implicitly (adverb) ইঙ্গিতে; নিহিতভাবে।
- English Word implore Bengali definition [ইম্প্লো(র্)] (verb transitive) implore (for) করজোড়ে প্রার্থনা করা; ভিক্ষা চাওয়া; কাকুতিমিনতি/অনুনয় করা: implore a judge for mercy; implore a friend to help one; an imploring glance, মিনতিপূর্ণ দৃষ্টি। imploringly (adverb) সানুনয়ে; সকাতরে।
- English Word implosion Bengali definition [ইম্প্লোউজ্ন্] (noun) [uncountable noun, countable noun] বাইরের চাপে ভিতরের দিকে স্ফোটন; অন্তঃস্ফোটন। দ্রষ্টব্য emplosion.
- English Word imply Bengali definition [ইম্প্লাই] (verb transitive) (past tense, past participle implied) ইঙ্গিত করা; সূচিত করা: an implied rebuke; নিহিত তিরস্কার: implied meaning, ফলিতার্থ।
- English Word impolite Bengali definition [ইম্পালাইট্] (adjective) (আনুষ্ঠানিক) (১) (ব্যক্তি) অনীতিজ্ঞ; অবিজ্ঞ; অবিবেচক; অকোবিদ। (২) (কার্য, উদযোগ ইত্যাদি) অনুপযোগী; অনর্থকর; অহিতকর; অযুক্তিযুক্ত; অসমীক্ষাপ্রসূত।
- English Word imponderable Bengali definition [ইম্পন্ডারাব্ল্] (adjective) (১) (পদার্থবিদ্যা) যা ওজন বা পরিমাপ করা যায় না; অগুরু; নির্ভার। (২) আগেভাগে পরিণাম সম্বন্ধে ধারণা করা যায় না এমন; অজ্ঞেয়পরিণাম। □ (noun) অজ্ঞেয়পরিণাম বস্তু; (বিশেষত plural) যেসব গুণ; আবেগ ইত্যাদির পরিণাম সম্বন্ধে পূর্ব থেকে কিছু আঁচ করা যায় না; অজ্ঞেয়পরিণাম বিষয়।
- English Word import Bengali definition [ইম্পোট্] (verb transitive) (১) import from (into) আমদানি করা। (আনুষ্ঠানিক) সূচিত করা: What does this import? এর মানে/তাৎপর্য কী? □ (noun) [ইম্পোট্] (১) (সাধারণত plural) আমদানি পণ্য: food imports, খাদ্য আমদানি। (২) [uncountable noun] আমদানি। (৩) [uncountable noun] অ্যর্থ; তাৎপর্য; বিবক্ষা: Do you understanding the import of what he said? (৪) [uncountable noun] (আনুষ্ঠানিক) গুরুত্ব; তাৎপর্য: questions of great import. importer (noun) আমদানিকারক। importation [ইম্পোটেইশ্ন্] (noun) [uncountable noun] আমদানি [countable noun] আমদানিকৃত পণ্য।
- English Word important Bengali definition [ইম্পোট্ন্ট্] (adjective) (১) গুরুত্বপূর্ণ; গুরুতর; তাৎপর্যপূর্ণ। (২) (ব্যক্তি) গুরুত্বপূর্ণ; প্রভাবশালী। importantly (adverb) গুরুত্বসহকারে; তাৎপর্যপূর্ণভাবে। importance [ইম্পোট্ন্স্] (noun) [uncountable noun] গুরুত্ব; তাৎপর্য; প্রতিপত্তি।
- English Word importunate Bengali definition [ইম্পোচুনাট্] (adjective) (আনুষ্ঠানিক) (১) (ব্যক্তি) নির্বন্ধশীল; নাছোড়বান্দা; নেই আঁকড়া: an importunate beggar. (২) কাজ করাবার) জরুরি; সনির্বন্ধ: importunate demands/claims. importunately (adverb) সনির্বন্ধভাবে; নির্বন্ধসহকারে। importunity [ইম্পটিউনাটি America(n) ইম্পটূউনাটি] (noun) [uncountable noun] নির্বন্ধ; নির্বন্ধাতিশয্য; (plural importunities) পীড়াপীড়ি।
- English Word importune Bengali definition [ইম্পাটিঊন্] (verb transitive) importune (for) (আনুষ্ঠানিক) (১) পীড়াপীড়ি করা; সনির্বন্ধ অনুরোধ করা; কিছু চেয়ে অতিষ্ঠ করা: The beggar importuned the passers-by for alms. (২) (বারনারী সম্বন্ধে) দেহদানের জন্য উপযাচিকা হওয়া: importuned উপযাচিত।
- English Word impose Bengali definition [ইমপোউজ্] (verb transitive), (verb intransitive) (১) impose on (কর, দায়িত্ব ইত্যাদি) আরোপ করা; চাপানো। (২) impose on somebody চাপিয়ে দেওয়া: He imposed himself/his company on the organizers of the party. (৩) impose upon something সুযোগ নেওয়া: impose upon somebody’s good nature. imposing (adjective) আকার, প্রকার, চেহারা ইত্যাদির দরুন মনে দাগ কাটে এমন; জবরদস্ত; জমকালো; বিস্ময়কর; চিত্তচমৎকারী: an imposing old lady; an imposing display of knowledge. imposingly (adverb) জবরদস্তরূপে, বিস্ময়করভাবে ইত্যাদি।
- English Word imposition Bengali definition [ইম্পাজিশ্ন্] (noun) (১) [uncountable noun] আরোপ; আরোপণ: imposition of new takes. [countable noun] আরোপিত কোনোকিছু, যেমন কর; বোঝা, দণ্ড, অবাঞ্ছিত অতিথি।
- English Word impossible Bengali definition [ইম্পসাব্ল্] (adjective) (১) অসম্ভব; অসাধ্য; সাধ্যাতীত: an impossible scheme/story. the impossible অসম্ভব কিছু: He asked me to do the impossible. (২) অসহ্য; দুঃসহ; অসহনীয়: an impossible situation; an impossible person. impossibly [ইম্পসাব্লি] (adverb) অসম্ভব রকম। impossibility [ইম্পসাবিলাটি] (noun) [uncountable noun] অসম্ভব পরিস্থিতি; অসম্ভব; [countable noun] (plural impossibilities) অসম্ভব কাজ, দায়িত্ব ইত্যাদি।
- English Word impostor Bengali definition [ইম্পস্টা(র্)] (noun) কাপটিক; ভণ্ড; ধর্মধ্বজী; ছদ্মতাপস।
- English Word imposture Bengali definition [ইম্পস্চা(র্)] (noun) [countable noun] ভণ্ড/ছদ্মতাপসের প্রতারণা; ভণ্ডামি; বিপ্রলম্ভ; কৈতব: [uncountable noun] জুয়াচুরি; ছলচাতুরী।
- English Word impotent Bengali definition [ইম্পাটান্ট্] (adjective) অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ। impotently (adverb) অক্ষমভাবে ইত্যাদি। impotence [ইম্পাটান্স্] (noun) অক্ষমতা; নিবীর্যতা; ক্লীবত্ব; নপুংসকতা; ধ্বজভঙ্গ।
- English Word impound Bengali definition [ইম্পা:উন্ড্] (verb transitive) (১) আইন বা ক্ষমতাবলে দখল করা; আটক/ক্রোক করা। (২) (আগেকার দিনে) খোঁয়াড়ে দেওয়া/ভরা। দ্রষ্টব্য pound.
- English Word impoverish Bengali definition [ইম্পভারিশ্] (verb transitive) (আনুষ্ঠানিক) দরিদ্র/নিঃস্ব করা; সদ্গুণাবলি লুপ্ত হওয়া। impoverished (adjective) দরিদ্রীকৃত; দরিদ্র হয়ে পড়েছে এমন: impoverished soil; impoverished rubber, যে-রাবারের স্থিতিস্থাপকতাগুণ নষ্ট হয়েছে। impoverishment (noun) [uncountable noun] দরিদ্রীকরণ; দরিদ্রীভবন।
- English Word impracticable Bengali definition [ইম্প্র্যাক্টিকাব্ল্] (adjective) (১) যা কার্যকর করা সম্ভব নয়; অসাধ্য; অসাধনীয়; অসম্ভব: an impracticable scheme. (২) (যাতায়াতের পথ) অগম্য; দুস্তর। impracticability [ইম্প্র্যাক্টিকাবিলাটি], impracticableness (noun(s)) অসাধ্যতা; অসাধনীয়তা; অগম্যতা।
- English Word impractical Bengali definition [ইম্প্র্র্যাক্টিক্ল্] (adjective) ব্যবহারানুপযোগী; অব্যবহার্য; অব্যবহারিক; অবাস্তব; বাস্তবজ্ঞানবর্জিত; সংসারানভিজ্ঞ।
- English Word imprecation Bengali definition [ইম্প্রিকেইশ্ন্] (noun) [countable noun] (আনুষ্ঠানিক) অভিসম্পাত; ধিক্কার।
- English Word imprecise Bengali definition [ইম্প্রিসাইস্] (adjective) অযথার্থ; অতথ্য; অযাথার্থিক: imprecise measurements; imprecise statements. imprecisely (adverb) অযথাযথভাবে; অযথার্থরূপে।