I পৃষ্ঠা ৪
- English Word immeasurable Bengali definition [ইমেজারাব্ল্] (adjective) অমেয়; অপ্রমেয়; অপরিমেয়।
- English Word immediate Bengali definition [ইমীডিআট্] (adjective) (১) (স্থান ও কাল) অব্যবহিত; আসন্ন; নিকট; সন্নিহিত; উপস্থায়ী: two objectsin immediate contact; the immediate heir to the throne; our immediate neighbour; immediate information, প্রত্যক্ষ সংবাদ। (২) তাৎক্ষণিক; তাৎকালিক: an immediate answer; take immediate action. immediacy [ইমীডিআসি্] (noun) [uncountable noun] আনন্তর্য। immediately (adverb) (১) তৎক্ষণাৎ; অবিলম্বে; অচিরে। (২) অব্যবহিতভাবে; প্রত্যক্ষভাবে। □ (conjunction) যেইমাত্র: He will start immediately he receives the news, সংবাদ পাওয়ামাত্র সে রওনা হবে।
- English Word immemorial Bengali definition [ইমামোরিআল্] (adjective) স্মরণাতীত: The immemorial privileges of the House of Commons, লোকসভার অনাদিপরম্পরাগত বিশেষাধিকার। from time immemorial আবহমানকাল।
- English Word immense Bengali definition [ইমেন্স্] (adjective) বিশাল; সুবিশাল; বিপুল; অতিকায়; অপরিমেয়। immensely (adjective) বিপুলভাবে; (কথ্য) অত্যন্ত: We enjoyed ourselves immensely. immensity [ইমান্সাটি] (noun) [uncountable noun] বিশালতা; অপ্রমেয়তা; (plural immensities) প্ৰকাণ্ড/সুবিশাল বস্তু: A sense of the immensity of the world that lies beyond the realm of language.
- English Word immerse Bengali definition [ইমাস্] (verb transitive) immerse (in) (১) ডোবানো; নিমজ্জিত করা: one’s head in the water. (২) নিবিষ্ট/অভিনিবিষ্ট/মগ্ন করা: be immersed in a book/work/thought. immersion [ইমাশ্ন্ America(n) ইমাজ্ন্] (noun) নিমজ্জন; অবগাহন; (বিশেষত) সমগ্র শরীর জলে ডুবিয়ে ধর্মদীক্ষা (ব্যাপ্টিজম)। immerse heater জল গরম করার (সাধারণত গরম পানির চৌবাচ্চার তলদেশে দৃঢ়বদ্ধ) বৈদ্যুতিক যন্ত্রবিশেষ।
- English Word immigrate Bengali definition [ইমিগ্রেইট্] (verb intransitive) immigrate (to/into) (অন্যদেশে) বসতিস্থাপনের/অভিবাসনের জন্য আসা। immigrant [ইমিগ্রান্ট্] (noun) বহিরাগত; অভিবাসী। immigration [ইমিগ্রেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] অভিবাসন।
- English Word imminent Bengali definition [ইমিনান্ট্] (adjective) (ঘটনা, বিশেষত বিপদ-আপদ) আসন্ন; সমুপস্থিত; সমুপগত: imminent death; in the face of imminent danger. imminently (adverb) সমুপস্থিতরূপে। imminence [ইমিনান্স্] (noun) [uncountable noun] আসন্নতা; সন্নিকটবর্তিতা।
- English Word immitigable Bengali definition [ইমিটিগাব্ল্] (adjective) উপশম করা বা তীব্রতা কমানো যায় না এমন; অশমনীয়। immitigably (adverb) অশমনীয়রূপে।
- English Word immobile Bengali definition [ইমোউবাইল্ America(n) ইমোউব্ল্] (adjective) নিশ্চল; গতিহীন; স্থাপবর; স্থাণু। immobilize, immobilise [ইমোউবালাইজ্] (verb transitive) নিশ্চল করা; (সশস্ত্রবাহিনী, যানবাহন ইত্যাদি) বিকল/অচল করে দেওয়া; (পুঁজি, টাকাপয়সা) অচল করে দেওয়া। immobilization, immobilisation [ইমোউবালাইজেইশ্ন্ America(n) ইমোউব্লিজেইজেইশ্ন্] (noun) অচলীভবন; নিশ্চলীকরণ। immobility [ইমবিলাটি] (noun) [uncountable noun] নিশ্চলত্ব; স্থাবরত্ব; স্থাণুত্ব।
- English Word immoderate Bengali definition [ইমডারাট্] (adjective) অপরিমিত; অতিমাত্র; অমিত: immoderate eating and drinking. immoderately (adverb) অপরিমিতভাবে।
- English Word immodest Bengali definition [ইমডিস্ট্] (adjective) (১) দুর্বিনীত; অবিনয়ী; নির্লজ্জ; অশোভন; অশালীন: an immodest dress; immodest behaviour. (২) প্রগল্ভ্; ধৃষ্ট: immodest boats. immodestly (adverb) দুর্বিনীত; অবিনয়ী; নির্লজ্জ; অশোভন; অশালীন immodesty (noun) [uncountable noun] নির্লজ্জতা; প্রগলভতা; ধৃষ্টতা; [countable noun] (plural immodesties) নির্লজ্জ/ধৃষ্ট/প্রগল্ভ কার্যকলাপ বা মন্তব্য।
- English Word immolate Bengali definition [ইমালেইট্] (verb transitive) immolate (to) (আনুষ্ঠানিক) বলি দেওয়া; উৎসর্গ করা। immolation [ইমালেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] বলি; বলিদান, উৎসর্জন।
- English Word immoral Bengali definition [ইমরাল্ America(n) ইমোরাল্] (adjective) নীতিবিগর্হিত; অসাধু; পাপাত্মক; দুরাশয়; দুশ্চরিত্র; পাপপরায়ণ: immoral conduct; You immoral swindler! immorally [ইমরালি] (adverb) নীতিবিগর্হিতভাবে ইত্যাদি। immorality [ইমার্যালাটি] (noun) [uncountable noun] অধর্ম; দুশ্চরিত্রতা; পাপাচার; পাপাশয়তা; [countable noun] (plural immoralities) নীতিবিগর্হিত/অসাধু কার্যকলাপ; দুষ্কর্ম।
- English Word immortal Bengali definition [ইমোট্ল্] (adjective) অমর; অমর্ত্য; অজর; অক্ষয়; অবিনশ্বর; অবিনাশী; শাশ্বত; নিত্য: the immortal gods/soul; immortal poetry/music; immortal fame. □ (noun) অমর। the immortals প্রাচীন গ্রিস ও রোমের দেবকুল; অমরবৃন্দ। immortality [ইমোট্যালাটি] (noun) [uncountable noun] অনন্তজীবন; অমরত্ব; অবিনশ্বর যশ। immortalize, immortalise [ইমোটালাইজ্] (verb transitive) অমর করা; অমরত্বদান করা।
- English Word immovable Bengali definition [ইমূভাব্ল্] (adjective) (১) স্থাবর; নিশ্চল: immovable property. (২) অবিচল; স্থিরমনস্ক; দৃঢ়চিত্ত: immovable in purpose. immovably [ইমূভাব্লি্] (adverb) অবিচলিত্তে; স্থিরমনস্কভাবে; দৃঢ়চিত্তে।
- English Word immune Bengali definition [ইমিউন্] (adjective) immune (from/against/to) মুক্ত; নিরাপদ; অনাক্রম্য: immune from smallpox; immune to/against/poison/disease/infection/criticism/attack. immunity [ইমিউনাটি] (noun) [uncountable noun] (রোগব্যাধি থেকে) নিরাপত্তা/অনাক্রম্যতা; (কর, শুল্ক ইত্যাদি থেকে) রেহাই; মাফ: diplomatic immune. immunize, immunise [ইমিউনাইজ্] (verb transitive) immune (against) অনাক্রম্য করা; (রোগব্যাধির বিরুদ্ধে) প্রতিষেধক দেওয়া। immunization, immunisation [ইমিউনাইজেইশ্ন্ America(n) ইমিউনিজেইশ্ন্] (noun) [uncountable noun] প্রতিষেধক প্রদান। immunology [ইমিউনলাজি] (noun) [uncountable noun] প্রতিষেধকবিদ্যা; রোগপ্রতিরোধ বিজ্ঞান।
- English Word immure Bengali definition [ইমিউআ(র্)] (verb transitive) (আনুষ্ঠানিক) কারারুদ্ধ করা; নিরুদ্ধ করা; immured in a prison cell; immure oneself in one’s study to work undisturbed.
- English Word immutable Bengali definition [ইমিউটাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) অবিকার্য; অবিক্রিয়; নিত্য; অপরিবর্তনীয়। immutably [ইমিউটাব্লি] (adverb) অবিক্রিয়ভাবে। immutability [ইমিউটাবিলাটি] (noun) [uncountable noun] অবিকার্যতা; নিত্যতা।
- English Word imp Bengali definition [ইম্প্] (noun) শয়তানের ছানা; খুদে শয়তান; (কৌতুক) শয়তান ছেলে/মেয়ে।
- English Word impact Bengali definition [ইম্প্যাক্ট্] (noun) impact (on) (১) [countable noun] সংঘর্ষ। (২) [uncountable noun] সংঘর্ষকালে এক বস্তুর উপর অন্য বস্তুর অভিঘাত; সংঘাত: The impact of the crash had reduced the car to its half. (৩) (মানসিক) অভিঘাত; প্রভাব; ফল: the impact of new ideas. □ (verb transitive) [ইম্প্যাক্ট্] দৃঢ়ভাবে একত্র; প্রবিষ্ট বা সংবদ্ধ করা; অভিসংহত করা; ঠাসা: an impacted tooth, যে দাঁত মাড়ি থেকে নির্গত হতে পারে না; অভিসংহত দাঁত।
- English Word impair Bengali definition [ইমপেআ(র্)] (verb transitive) হানি/ক্ষতি করা; বিকল করা: impair one’s health by overwork. impairment (noun) হানি; বৈকল্য।
- English Word impala Bengali definition [ইম্পা:লা্] (noun) এক ধরনের আফ্রিকান হরিণ; ইমপালা।
- English Word impale Bengali definition [ইম্পেইল্] (verb transitive) বর্শাবিদ্ধ করা; শূলবিদ্ধ করা; শূলে ফুঁড়ানো। impalement (noun) শূলারোপণ।
- English Word impalpable Bengali definition [ইম্প্যাল্পাব্ল্] (adjective) (১) স্পর্শ বা অনুভব করা যায় না এমন; অস্পর্শনীয়; স্পর্শাতীত। (২) দুরভিগ্রহ; দুরবগম্য; দুরধিগম্য।
- English Word impanel Bengali definition [ইমপ্যান্ল্] = empanel.
- English Word imparity Bengali definition [ইম্প্যারিটি] (noun) অসাম্য; বৈষম্য। দ্রষ্টব্য disparity.
- English Word impartial Bengali definition [ইমপা:শ্ল্] (adjective) নিরপেক্ষ; পক্ষপাতহীন; সমদর্শী। impartially (adverb) নিরপেক্ষভাবে; পক্ষপাতশূন্যভাবে। impartiality [ইমপা:শিঅ্যালাটি] (noun) [uncountable noun] নিরপেক্ষতা; পক্ষপাতশূন্যতা; সমদর্শিতা।
- English Word impassable Bengali definition [ইম্পা:সাব্ল্ America(n) ইম্প্যাসাব্ল্] (adjective) অনতিক্রম্য; দুস্তর।
- English Word impasse Bengali definition [অ্যাম্পা:স্ America(n) ইমপ্যাস্] (noun) যে স্থান বা অবস্থান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই; কানাগলি; অচলাবস্থা।
- English Word impassive Bengali definition [ইমপ্যাসিভ্] (adjective) নির্বিকার; নিরাবেগ। impassively (adverb) নির্বিকারভাবে। impassiveness, impassivity [ইমপ্যাসিভাটি] (noun(s)) নির্বিকারত্ব।