• Bengali Word pound 1 English definition [পাউন্‌ড্‌] (noun) (দ্রষ্টব্য পরি. ৫) ১ ওজনের একক; ১৬ আউন্স; পাউন্ড।
      (৫)) (১) ওজনের একক; ১৬ আউন্স; পাউন্ড। (২) pound (sterling) ব্রিটিশ মুদ্রার একক; পাউন্ড: a five-pound note. penny wise, pound foolish; in for a penny, in for a pound, দ্রষ্টব্য penny. (৩) অন্য আরো কিছু দেশের মুদ্রার একক।
    • Bengali Word pound 2 English definition [পাউন্‌ড্‌] (noun) ১ (আগেকার দিনে ইতস্তত ভ্রাম্যমাণ গৃহপালিত পশুকে আটকে রাখার জন্য) খোঁয়াড়।
      (২) (আধুনিক প্রয়োগ) (ইতস্তত ভ্রাম্যমাণ কুকুর-বিড়াল এবং নিষিদ্ধ স্থানে রক্ষিত গাড়ি আটক রাখার জন্য) খোঁয়াড়।
    • Bengali Word pound 3 English definition [পাউন্‌ড্‌] (verb transitive) pound (away) (at/on) ১ অনবরত ভারী গোলাবর্ষণ করা; মারাত্মকভাবে আঘাত করা; পেটানো; বাড়ি মারা; থপথপ/ধপধপ করা: The enemy warships pounded (away at) the port installations. Who is pounding at the door. His heart was pounding as he approached the queen.
      Who is pounding at the door. His heart was pounding as he approached the queen. (২) চূর্ণবিচূর্ণ/চূর্ণিত/অবচূর্ণিত/অবধ্বস্ত/গুঁড়া গুঁড়া করা; গুঁড়িয়ে দেওয়া: pound crystals in a mortar; cake made of pounded rice and honey. (৩) থপথপ করে চলা/দৌড়ানো: to pound along the road.
    • Bengali Word poundage English definition [পাউন্‌ডিজ্‌] (noun) [Uncountable noun] পাউন্ড (£) প্রতি দেয় বা প্রাপ্য দস্তুরি বা পারিতোষিক (যেমন ৫ পেনি); পাউন্ড (lb) প্রতি দেয় বা প্রাপ্য কর/শুল্ক (যেমন ৩ আউন্স)।
    • Bengali Word pounder English definition [পাউন্‌ডা(র্‌)] (noun) (সাধারণত যৌগশব্দে) নির্দিষ্ট পাউন্ড ওজনের বস্তু: a three-pounder (যেমন ৩ পাউন্ড ওজনের মাছ); নির্দিষ্ট পাউন্ড ওজনের গোলানিক্ষেপক কামান: a twelve-pounder, বারো পাউন্ডের কামান।