• Bengali Word involve English definition [ইন্‌ভল্‌ভ্] (verb transitive) ১ জড়িত/বিজড়িত করা; সংশ্লিষ্ট/সম্পৃক্ত করা: involved in debt, ঋণগ্রস্ত; involve oneself in unnecessary expense.
    (২) কোনোকিছুর অপরিহার্য পরিণামস্বরূপ থাকা, অন্তর্ভুক্ত করা: To complete the work properly involves his staying near the site, কাজটি যথাযথভাবে সম্পন্‌ করতে হলে তাকে কার্যস্তলের কাছেই থাকতে হবে। involved (adjective) (ক) জড়িত; অস্পষ্ট: an involved style/explanation. (খ) be/become/get involved in something/with somebody জটিল/সংশ্লিষ্ট/সম্পৃক্ত/সংসৃষ্ট হওয়া: get emotionally involved with somebody. involvement (noun) সংশ্লিষ্টতা; সম্পৃক্ততা; সংসৃষ্টতা।