Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word indirect Bengali definition [ইন্‌ডিরেক্‌ট] (adjective) (১) অসরল; বক্র; কুটিল; বাঁকা; তির্যক; অপ্রত্যক্ষ: an indirect road make an indirect reference to somebody; an indirect answer to a question, পরোক্ষ জবাব; indirect lighting, প্রতিফলিত আলো; তির্যক আলো। (২) (কর সম্বন্ধে) পরোক্ষ। (৩) indirect object গৌণ কর্ম যেমন ‘I gave him a book’ বাক্যে him গৌণকর্মindirect question পরোক্ষ উক্তিতে প্রশ্ন; পরোক্ষ প্রশ্ন। (৪) সরাসরিভাবে উদ্দিষ্ট নয় এমন; পরোক্ষ: an indirect result. indirectly (adverb) পরোক্ষতা; অপ্রত্যক্ষতা; অসারল্য; বক্রতা। indirectness (noun)
  • English Word indiscernible Bengali definition [ইন্‌ডিসানাব্‌ল্] (adjective) অপ্রত্যক্ষ; অলক্ষ্য; অদৃশ্য; আলোকনীয়
  • English Word indiscipline Bengali definition [ইন্‌ডিসিপ্লিন্] (noun) [uncountable noun] বিশৃঙ্খলা, অব্যবস্থা; অনিয়ম; উচ্ছৃঙ্খলতা
  • English Word indiscreet Bengali definition [ইন্‌ডিস্‌ক্রীট্] (adjective) অসতর্ক; অসাবধান; অবিচক্ষণ; অবিবেচকindiscreetly (adverb) অসতর্কভাবে, অসাবধানে ইত্যাদি। indiscretion [ইন্‌ডিস্‌ক্রেশ্‌ন্‌] (noun) [uncountable noun] অসাবধান/অসতর্ক আচরণ; অসতর্কতা; অসাবধানতা; অবৈচক্ষণ্য; অবিচারণা; [countable noun] অসতর্ক/অসাবধান মন্তব্য বা কার্যকলাপ; শিষ্টাচারবিরুদ্ধ কথা বা কাজ; অশিষ্টাচার; অভব্যতা।
  • English Word indiscrete Bengali definition [ইন্‌ডিস্‌ক্রিট্] (adjective) পৃথক পৃথক অংশের সমবায়ে গঠিত নয় এমন; অবিচ্ছিন্ন
  • English Word indiscriminate Bengali definition [ইন্‌ডিস্‌ক্রিমিনাট্] (adjective) বাছবিচারহীন; নির্বিশেষ; ভেদবুদ্ধিহীন indiscriminate in making friends; give indiscriminate praise, নির্বিচার প্রশংসা; deal out indiscriminate blows, indiscriminately (adverb) নির্বিচারে; নির্বিশেষে ইত্যাদি।
  • English Word indispensable Bengali definition [ইন্‌ডিস্‌পেন্‌সাব্‌ল্] ১ অসুস্থ(২) (adjective) indispensable to অপরিহার্য; অপরিহরণীয়indispensability [ইনডিস্‌পেন্‌সাবিলাটি] (noun) [uncountable noun] অপরিহার্যতা; আবশ্যকত্ব।
  • English Word indisposed Bengali definition [ইনডিসপোউজ্‌ড্] (adjective) (১) অসুস্থ(২) indisposed for/to do something অনিচ্ছুক; পরাঙমুখ; বিমুখ: I am not indisposed to help you.
  • English Word indisposition Bengali definition [ইনডিসপাজি্শ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] (১) অসুস্থতা(২) indisposition for/top do something বিরাগ; অনিচ্ছা; অনীহা; পরাঙমুখতা; অস্পৃহা; বিমুখতা; অপ্রবৃত্তি
  • English Word indisputable Bengali definition [ইন্‌ডিস্‌পিউটাব্‌ল্] (adjective) অবিসংবাদী; অবির্তনীয়; তর্কাতীত
  • English Word indissoluble Bengali definition [ইন্‌ডিসলিউব্‌ল্‌] (adjective) (আনুষ্ঠানিক) অচ্ছেদ্য; অখণ্ডনীয়; সুদৃঢ়; অলঙ্ঘ্য: the indissoluble bonds of friendship.
  • English Word indistinct Bengali definition [ইনডিস্‌টিঙ্‌ক্‌ট্‌] (adjective) অস্ফুট; অস্পষ্ট; অব্যক্ত; অপরিস্ফুট: indistinct speech; indistinct sounds/memories. indistinctly (adverb) অস্পষ্টভাবে; অস্ফুটভাবে ইত্যাদি। indistinctness (noun) অব্যক্ততা; অস্পষ্টতা; অস্ফুটতা।
  • English Word indistinguishable Bengali definition [ইনডিস্‌টিঙ্‌গোয়িশাব্‌ল্‌] (adjective) অব্যক্ত; অপরিস্ফুট; অপরিচ্ছেদনীয়; অলক্ষ্য
  • English Word indite Bengali definition [ইনডাইট] (verb transitive) [uncountable noun] ট্রানজিস্টর তৈরিতে ব্যবহৃত নরম ধাতব মৌলবিশেষ, (প্রতীক In), ইন্ডিয়াম
  • English Word individual Bengali definition [ইন্‌ডিভিজুআল্] (adjective) (১) (general –এর বিপরীত) বিশেষভাবে এক ব্যক্তি বা বস্তুর জন্য; পৃথক: As a teacher he tries to give individual attention to his pupils. (২) ব্যক্তিক; ব্যক্তিগত; প্রাতিম্বিক; স্বতন্ত্র; বিশিষ্ট: an individual style of speaking/dressing. □ (noun) (১) ব্যক্তি: the right of an individual. (২) (কথ্য) লোক; মানুষ; জন: He is a queer sort of individual. individually [ইন্‌ডিভিজুআলি] (adverb) পৃথক পৃথক; আলাদা আলাদাভাবে; এক এক করে: Speak to each student individually.
  • English Word individualism Bengali definition [ইন্‌ডিভিজুআলিজাম্] (noun) [uncountable noun] (১) সামাজিক তত্ত্ববিশেষ, যা রাষ্ট্রের আধিপত্যের চেয়ে ব্যক্তির স্বাধীন কর্মতৎপরতা এবং তার বিশ্বাসের পূর্ণ স্বাধীনতাকে অধিক গুরুত্ব দেয়; ব্যক্তিতন্ত্রতা; ব্যক্তিবাদ; ব্যক্তিস্বাতন্ত্র্য(২) নিজের ব্যক্তিগত স্বার্থকে সব কিছুর উপরে স্থান দেয় এমন ব্যক্তির অনুভূতি বা আচরণ; আত্মকেন্দ্রিকতা; স্বার্থপরতা individualistic [ইন্‌ডিভিজুআলিস্‌টিক্] (adjective) ব্যক্তিতান্ত্রিক
  • English Word individuality Bengali definition [ইন্‌ডিভিজুঅ্যালাটি] (noun) (plural - individualities) (১) [uncountable noun] একজন নিজস্ব বৈশিষ্ট্যসমূহ; ব্যক্তিতা; প্রাতিস্বিকতা; a man of marked individuality. (plural) ব্যক্তিগত রুচি ইত্যাদি; ব্যক্তিস্বভাব।
  • English Word individualize, individualise Bengali definition [ইনডিভিজুআলাইজ্‌] (verb transitive) (১) প্রাতিস্বিক বা বিশিষ্ট চরিত্র দান করা; প্রাতিস্বিকতা বা বৈশিষ্ট্যমণ্ডিত করা: His peculiar way of looking at things individuals his work. (২) নির্দিষ্ট করা; পৃথকভাবে সবিস্তারে আলোচনা বা পরিচর্যা করা: individualized service, ব্যক্তিনিষ্ঠ সেবা। indivisible [ ইন্‌ডিভিজাব্‌ল্] (adjective) অবিভাজ্য; অবিচ্ছেদ্য।
  • English Word Indo- Bengali definition [ইনডোউ] (prefix) (যৌগশব্দে): Indian. Indo-Anglian [ইন্‌ডোউঅ্যাঙ্‌লিয়ান্‌] (adjective) (সেকেলে) (সাহিত্যিক) ভারতীয়দের লেখকদের লেখা ইংরেজিIndo-Aryan [ইন্‌ডোউ এআরিআন] (noun) (১) [uncountable noun] ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্যতম শাখা,; ইন্দো-আর্য(২) [countable noun] ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষায় কথা বলেন এমন ব্যক্তি(adjective) (১) ইন্দো-আর্য ভাষাসম্পর্কিত(২) ইন্দো-ইউরোপীয়Indo-European Indo-Gangetic [ইন্‌ডোউ গ্যাঙ্‌গেটিক্] (adjective) গঙ্গা ও সিন্ধু নদীর মধ্যবর্তী এলাকাসম্পর্কিত: the Indo-Gangetic plain. Indo-Iranian [ইন্‌ডোউ ইরানিআন্‌] (adjective) ইন্দোইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত শাখা, যে শাখার ভাষাসমূহ ভারত ও ইরানে প্রচলিত। Indology [ইন্‌ডোউলোজি] (adjective) বিশেষভাবে প্রাচীন ভারতীয় ভাষা, সাহিত্য, দর্শন, সংস্কৃতিবিষয়ক বিদ্যা; ভারতবিদ্যা। Indological [ইন্‌ডোউলোজিক্যাল্] (adjective) প্রাচীন ভারতীয় ভাষা, সাহিত্য, দর্শন, সংস্কৃতিবিষয়ক বিদ্যাবিষয়ক; ভারতবিদ্যাবিষয়ক। Indologist [ইনডোউলোজিস্‌ট্‌] (noun) প্রাচীন ভারতীয় ভাষা, সাহিত্য, দর্শন, সংস্কৃতিবিষয়ক বিদ্যায় পণ্ডিত ব্যক্তি; ভারতবিদ্যাবিশারদ। Indophile [ইন্‌ডোউলোফাইল] (noun) ভারত ও ভারতীয়দের প্রতি বন্ধুভাবাপন্ন অভারতীয় ব্যক্তি।
  • English Word indocile Bengali definition [ইন্‌ডোউসাইল্‌ America(n) ইন্‌ডস্‌ল্] (adjective) সহজে শিক্ষা গ্রহণ করে না বা বশ মানে না এমন; অবাধ্য; অবিনেয়; দুর্দান্তindocility [ইনডোউসাইলাটি] (noun) অবিনয়; অবাধ্যতা।
  • English Word indoctrinate Bengali definition [ইন্‌ডক্‌ট্রিনেইট্] (verb transitive) indoctrinate somebody with বিশেষ বিশেষ ভাব বা বিশ্বাসে কারো মনকে পূর্ণ করা; মন্ত্র দেওয়াindoctrination [ইন্‌ডক্‌ট্রিনেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] অনুশাসন; প্রতিবোধন।
  • English Word indolent Bengali definition [ইন্‌ডালান্‌ট] (adjective) অলস; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিরুদ্যোগী; পরিশ্রমবিমুখindolently (adverb) অলসভাবে; নিশ্চেষ্টভাবে ইত্যাদি। indolence [ইন্‌ডালান্‌স্‌] (noun) [uncountable noun] আলসা; শ্রমবিমুখতা।
  • English Word Indology Bengali definition [ইনডোউলাজি] (noun) ভারতীয় ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি বিষয়ক বিদ্যা; ভারতবিদ্যা
  • English Word indomitable Bengali definition [ইন্ডমিটাব্‌ল্] (adjective) অদম্য; দুর্দম, দুর্দমনীয়: indomitable courage; an indomitable will.
  • English Word indoor Bengali definition [ইন্‌ডো(র্‌))] (adjective) (কেবল attributive(ly)) ভবনের অভ্যন্তরস্থ; ভবনের অভ্যন্তরে সম্পন্ন; আভ্যন্তরীণ; গৃহস্থিত; indoor games/photography; an indoor swimming bath.
  • English Word indoors Bengali definition [ইন্‌ডোজ] (adjective) গৃহাভ্যন্তরে; ঘরের ভিতর: go/stay indoors; kept indoors by bad weather.
  • English Word indorse Bengali definition [ইন্‌ডোস্] = endorse.
  • English Word Indra Bengali definition [ইন্‌দ্রো] (noun) হিন্দুশাস্ত্র অনুসারে দেবতাদের রাজা; ইন্দ্র
  • English Word indrawn Bengali definition [ইন্‌ডোন] (adjective) ভিতরের দিকে টানা: an indrawn breath, নিশ্বাস।
  • English Word indubitable Bengali definition [ইন্‌ডিউবিটাব্‌ল্ America(n) ইন্‌ডূউবিটাব্‌ল্] (adjective) (আনুষ্ঠানিক) নিঃসংশয়; নিঃসন্দিগ্ধ; সন্দেহাতীত; সুনিশ্চিতindubitably (adverb) নিঃসন্দিগ্ধভাবে ইত্যাদি।