Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word indelicate Bengali definition [ইন্‌ডেলিকাট্] (adjective) (ব্যক্তি ও তার কথাবার্তা, আচরণ ইত্যাদি) অমার্জিত; স্থূল; অশিষ্ট; অপরিশীলিত; শিষ্টাচারবিরুদ্ধ: indelicate remarks. indelicacy [ইন্‌ডেলিকাসি্] (noun) [uncountable noun] স্থূলতা; অশিষ্টতা; অসৌকুমার্য; [countable noun] (plural indelicacies) স্থূল/অমার্জিত কার্যকলাপ, কথাবার্তা ইত্যাদি।
  • English Word indemnify Bengali definition [ইন্‌ডেম্‌নিফাই] (verb transitive) (past tense, past participle indemnified) (১) indemnify somebody (from/against) (আইন সম্বন্ধীয় বাণিজ্য) (কাউকে, নিজেকে) নিরাপদ করা; নিরাপত্তাবিধান করা: indemnify a person against harm. (২) indemnify somebody (for something) ক্ষতিপূরণ করাindemnification [ইন্‌ডেম্‌নিফিকেইশন্] (noun) [uncountable noun, countable noun] ক্ষতিপূরণ; খেসারত।
  • English Word indemnity Bengali definition [ইন্‌ডেম্‌নাটি] (noun) (plural indemnities) [uncountable noun, countable noun] (সম্ভাব্যক্ষতি বা লোকসানের বিরুদ্ধে) নিরাপত্তা; নিরাপত্তা-প্রতিবিধান; ক্ষতিপূরণ; খেসারত
  • English Word indent Bengali definition [ইনডেন্‌ট্] (verb transitive), (verb intransitive) (১) (দাঁত দিয়ে কাটার মতো) খাঁজ কাটা; দাঁতাল করা: an indented coastline, সভঙ্গ উপকূলরেখা। (২) ( লেখায় বা মুদ্রণে) প্রান্তভাগ থেকে অন্যান্য পঙ্‌ক্তির তুলনায় কিছুটা বেশি দূরত্ব রেখে শুরু করা; ছাড় দিয়ে শুরু করা: indent the first line of the paragraph. (৩) indent (on somebody) (for something) (বাণিজ্য.) (বিদেশ থেকে) ফরমাশ করা: The firm indents for all kinds of machinery. □ (noun) [ইনডেন্‌ট্] (বাণিজ্য) (পণ্য আমদানির জন্য) ফরমাশপত্র; পণ্যসংগ্রহের জন্য সরকারি ফরমাশ অধিযাচন। indentation [ইন্‌ডেন্‌টেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] ভঙ্গুরীকরণ; ফরমাশ প্রেরণ; (মুদ্রণ ইত্যাদিতে) অবচ্ছেদন(২) [countable noun] (উপকূলরেখার গভীর অবচ্ছেদ; খাঁজ; লেখা বা মুদ্রণে) ছাড়।
  • English Word indenture Bengali definition [ইন্‌ডেন্‌চা(র্)] (noun) বিশেষত শিক্ষানবিশ ও তার শিক্ষাদাতার মধ্যে সম্পাদিত চুক্তি; যার দুটি অনুলিপিপ্রস্তুত করা হয়; প্রতিজ্ঞাপত্রtake up one’s indentures (প্রশিক্ষণ শেষে) প্রতিজ্ঞাপত্র ফেরত নেওয়া। (verb transitive) (শিক্ষানবিশ রূপে) কাউকে প্রতিজ্ঞাবদ্ধ বা চুক্তিবদ্ধ করা।
  • English Word independence Bengali definition [ইন্‌ডিপেন্‌ডানস্‌] (noun) [uncountable noun] independence (from) স্বাতন্ত্র্য; স্বাধীনতা; স্বাধিকারIndependence day স্বাধীনতা দিবস।
  • English Word independent Bengali definition [ইনডিপেন্‌ডান্‌ট্‌] (adjective) (১) independent (of) স্বাধীন; অপরতন্ত্র; আত্মতন্ত্র; স্বতন্ত্র; স্বচ্ছন্দ; নির্ভরতামুক্ত: I have been trying to be independent of my parents by the time I reach the age of twenty five. independent means নিজস্ব উপায়; নিজ সামর্থ্য। (২) পরাধীনতামুক্ত; স্বাধীন: an independent country. (৩) নিজস্ব পন্থায় চিন্তা বা কাজ করে এমন; অন্যের দ্বারা অপ্রভাবিত; নিয়ন্ত্রণমুক্ত; নিরপেক্ষ; স্বাধীন; স্বচ্ছন্দবৃত্তি; স্বচ্ছন্দবুদ্ধি: an independent thinker; an independent witness; proof/research. □ (noun) (বিশেষত) রাজনৈতিক দলের সদস্য নন এমন সংসদ-সদস্য; প্রার্থী ইত্যাদি; স্বতন্ত্র সদস্য/প্রার্থী; স্বাতন্ত্রিক: Are you voting for the independent? independently (adverb) স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে।
  • English Word indescribable Bengali definition [ইন্‌ডিস্‌ক্রাইবাব্‌ল্] (adjective) অবর্ণনীয়; অনির্বচনীয়indescribably [[ইন্‌ডিস্‌ক্রাইবাব্‌লি] (adverb) অবর্ণনীয়রূপে।
  • English Word indestructible Bengali definition [ইন্‌ডিস্‌ট্রাক্‌টাব্‌ল্‌] (adjective) অবিনাশ্য; অবিনাশী; অবিনশ্বর; অক্ষয়: indestructible plastics. indestructibility [ইন্‌ডিস্‌ট্রাক্‌টাবিলাটি্] (noun) [uncountable noun] অনাশ্যতা; অবিনাশিতা; অবিনশ্বরতা; অক্ষয়তা।
  • English Word indeterminate Bengali definition [ইন্‌ডিটামিনাট্] (adjective) অনির্দিষ্ট; অনিয়ত; অস্পষ্ট; অনির্ণীত; (গণিত): an indeterminate quantity, যে রাশির কোনো নির্দিষ্ট মূল্য নেই; অনির্দিষ্ট রাশি। indeterminable [ইন্‌ডিটামিনাব্‌ল্] (adjective) অনির্ণেয়; অনবধার্য; (বিশেষত শিল্পসংক্রান্ত বিবাদ) অমীমাংস্য। indeterminably [ইন্‌ডিটামিনাব্‌লি] (adverb) অনির্ণেয়ভাবে; অনবধার্যরূপে; অমীমাংস্যরূপে। indeterminacy [ইন্‌ডিটামিনাসি] (noun) অনির্ণেয়তা; অমীমাংস্যতা; অনির্দেশ্যতা: the indeterminacy of small-scale physical events, ক্ষুদ্রাতিক্ষুদ্র ভৌত ঘটনাবলি আগে থেকে নির্ণয় করার অসম্ভাব্যতা।
  • English Word index Bengali definition [ইন্‌ডেক্‌স্‌] (noun) (plural indexes, কিংবা বিজ্ঞানে indices [ইন্‌ডিসীজ্‌]) (১) সূচক; দেশক; নির্দেশক: The per capita consumption of electricity is an index of a country’s development. the index finger তর্জনী। (২) গ্রন্থশেষে সন্নিবেশিত নাম, বিষয়বস্তু ইত্যাদির, বর্ণানুক্রমিক তালিকা; অনুক্রমণিকা; নির্ঘণ্ট; (গ্রন্থাকারে) কার্ডে লিপিবদ্ধ লেখক ও বইয়ের বর্ণানুক্রমিক তালিকা। (card index). the Index (ইতিহাস) রোমান ক্যাথলিক গির্জার সদস্যদের জন্য নিষিদ্ধ বইয়ের তালিকা, যেসব বই পড়তে গির্জার অনুমতি লাগত। (৩) index number/figure (আগের কোনো সময়ের জন্য) (১০০)-কে একক ধরে বিশেষ কোনো তারিখে মূল্য, পারিশ্রমিক ইত্যাদিরসূচক; সূচকসংখ্যা: the cost-of-living index; index linked/related, (পারিশ্রমিক, অবসরভাতা সম্বন্ধে) সূচক অনুযায়ী সমাযোজিত; সূচকসংশ্লিষ্ট। (৪) (বীজগণিত) সূচক। (verb transitive) নির্ঘণ্ট/অনুক্রমণিকা তৈরি করা; শব্দ; উল্লেখ ইত্যাদি নির্ঘণ্ট-ভুক্ত করা। indexer (noun) নির্ঘণ্টকার/নির্ঘণ্টকৃৎ।
  • English Word India Bengali definition [ইন্‌ডিআ] (noun) India paper (noun) অত্যন্ত পাতলা এক প্রকার কাগজ; ইন্ডিয়া-কাগজIndia-rubber (noun) [countable noun] পেনসিল বা কালির দাগ ঘষে তুলতে অত্যন্ত স্থিতিস্থাপক রাবার/ইন্ডিয়া রাবার।
  • English Word Indian Bengali definition [ইন্‌ডিআন্‌] (adjective), (noun) (১) ভারতীয়; হিন্দুস্তানি(২) American Indian আমেরিকার আদিবাসীদের একজন; মার্কিন ইন্ডিয়ানWest Indian পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ (West Indies) -সংক্রান্ত বা ঐ দ্বীপপুঞ্জের অধিবাসী; পশ্চিম ভারতীয়। (৩) (বিবিধ প্রয়োগ) Indian club ব্যায়ামের বোতলাকৃতি গদা; মুগুরIndian corn [uncountable noun] ভুট্টা। in Indian file একজনের পিছনে একজন করে সারিবদ্ধ। Indian hemp, hemp. দ্রষ্টব্য Indian ink (noun) চীন ও জাপানে তৈরি ঘন কালো কালিবিশেষ; চীনা কালি। Indian summer বিশেষত আমেরিকার উত্তরাঞ্চলে শরতের শেষে শান্ত; শুষ্ক, ধোঁয়াটে আবহাওয়ার কাল; (লাক্ষণিক) বৃদ্ধ বয়সে যৌবনের অনুভূতির পুনরুজ্জীবন; অকালযৌবন।
  • English Word Indian Ocean Bengali definition [ইনডিআন ওউশন] (noun) ভারত মহাসাগর। বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। এর মোট আয়তন ৭৩,৫৫৬,০০০ বর্গকিলোমিটার বা ২৮,৩৫০,০০০ বর্গমাইল। ভারত মহাসাগরই একমাত্র মহাসাগর যেটির নামকরণ কোনো দেশের নামানুসারে হয়েছে: The Indian Ocean bordered by Africa in the west, Asia in the north, and Australia in the east.
  • English Word Indic Bengali definition [ইন্‌ডিক্] (adjective) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর উপশাখা-বিশেষ-সংস্কৃতি, বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষা যার অন্তর্ভুক্ত; ইনডিক
  • English Word indicate Bengali definition [ইন্‌ডিকেইট্] (verb transitive) নির্দেশ করা; সূচিত করা; জানানো; জ্ঞাপন করা: The needle indicates pressure. His behaviour indicated nothing. indication [ইনডিকেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] সূচনা; নির্দেশনা(২) [countable noun, uncountable noun] লক্ষণ; পূর্ব লক্ষণ; ইঙ্গিত: I got an indicate of his displeasure.
  • English Word indicative Bengali definition [ইন্‌ডিকাটিভ্] (adjective) (১) (ব্যাকরণ) নির্দেশক/নির্ধারক: the indicative mood, নির্দেশক/নির্ধারক ভাব। (২) indicative of/that নির্দেশক; অভিব্যঞ্জক; জ্ঞাপক; সূচক: His rolling eyes are indicative of his anger.
  • English Word indicator Bengali definition [ইন্‌ডিকেইটা(র্‌)] (noun) সূচক; নির্দেশক; অনুসূচক; জ্ঞাপক traffic-indicator, মোটরগাড়িতে গতির পরিবর্তনজ্ঞাপক আলোর ঝলক বা অন্য কোনো কৌশল; চলাচলনির্দেশক; train indicator, ট্রেনের আসাযাওয়ার সময়; প্ল্যাটফর্ম নম্বর ইত্যাদি দেখাতে স্টেশনে রক্ষিত নির্দেশক; ট্রেননির্দেশক।
  • English Word indices Bengali definition [ইন্‌ডিসীজ্] index –এর plural
  • English Word indict Bengali definition [ইনডাইট্] (verb transitive) (আইন সম্বন্ধীয়) (কাউকে) অভিযুক্ত করা: indict somebody for riot/as a rioter/on a charge of rioting. indictable [ইনডাটাব্‌ল্] (adjective) অভিযোজ্য: indict able offences. indictment (noun) [countable noun] অভিযোগ; অভিযোগপত্র: bring an indictment against somebody; [uncountable noun] অভিযুক্তকরণ।
  • English Word indifference Bengali definition [ইন্‌ডিফ্‌রান্‌স্] (noun) [uncountable noun] indifference (to) ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য
  • English Word indifferent Bengali definition [ইন্‌ডিফরান্‌ট্] (adjective) (১) indifferent (to) নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক: He is indifferent to the sufferings of his parents. It is indifferent to him whether she-comes back or not. (২) মামুলি; বাজে; মাঝারি; চলনসই; an indifferent book; a very indifferent painter. indifferently (adverb) নিঃস্পৃহভাবে; নির্বিশেষে; নিরুৎসুকভাবে ইত্যাদি।
  • English Word indigenous Bengali definition [ইন্‌ডিজিনাস্] (adjective) indigenous to দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত; indigenous language. Giraffes are indigenous to Africa, আফ্রিকার নিজস্ব/স্বাভাবিক প্রাণী।
  • English Word indigent Bengali definition [ইনডিজান্‌ট্] (adjective) (আনুষ্ঠানিক) দরিদ্র, নির্ধন; অকিঞ্চনindigence [ইনডিজান্‌স্] (noun) [uncountable noun] দারিদ্র্য; নির্ধনতা; অকিঞ্চনত্ব।
  • English Word indigestible Bengali definition [ইন্‌ডিজাসটাব্‌ল্] (adjective) অপাচ্য; দুষ্পাচ্য
  • English Word indigestion Bengali definition [ইন্‌ডিজেস্‌চান্‌] (noun) [uncountable noun] অপরিপাক; অজীর্ণ; অজীর্ণতা; মন্দাগ্নি; অগ্নিমান্দা: suffer from indigestion; have an attack of indigestion.
  • English Word indignant Bengali definition [ইন্‌লডিগ্‌নান্‌ট] (adjective) বিশেষত অবিচার কিংবা অন্যায় অপবাদের কারণে ক্রুদ্ধ ও অবজ্ঞাপূর্ণ; রুষ্ট; ক্ষুব্ধ: at a false accusation; indignant with a treacherous friend. indignantly (adverb) সক্ষোভে ইত্যাদি।
  • English Word indignation Bengali definition [ইন্‌ডিগ্‌নেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] অবিচার, অসদাচরণ ইত্যাদি কারণে ক্রোধ, ক্ষোভ, কোপ বা রোষ:arouse the indignation of the people.
  • English Word indignity Bengali definition [ইনডিগ্‌নাটি] (noun) [uncountable noun, countable noun] অবমাননা; অপমান; অসম্মান; অমর্যাদা; অবজ্ঞা
  • English Word indigo Bengali definition [ইন্‌ডিগোউ] (noun) [uncountable noun] (উদ্ভিজ্জাত) নীলindigo (blue) ধূম্রনীল।