• Bengali Word bottom English definition [বটাম্‌] (noun) ১ তলদেশ; নিম্নদেশ: There is some water at the bottom of the well.
    Footnotes are given at the bottom of the page; পাদদেশ: Trees grow at the bottom of mountains. (২) দূর প্রান্ত; পিছনের দিক; কম গুরুত্বপূর্ণ অংশ: We grow vegetables at the bottom. (৩) সাগর বা নদীর তলদেশ। (৪) চেয়ারের সিট; নিতম্ব; পাছা। (৫) পানির তলায় জাহাজের যে অংশ ডুবে থাকে। (৬) মূল কারণ; ভিত্তি: You can’t solve the problem unless you get to the bottom of it. at bottom প্রকৃতপক্ষে; মূলত: He is a good man at bottom. (৭) (লাক্ষণিক): The bottom has fallen in the market; বাজারে খাদ্যদ্রব্যের দাম হঠাৎ পড়ে গেছে। from the bottom of my heart হৃদয়ের অন্তঃস্তল থেকে। (৮) (attributive(ly)) নিম্নতম: Tell me your bottom price. bottom up উলটানো অবস্থা: The ship was floating bottom up. bottoms up! (British/Britain অনানুষ্ঠানিক) মদের পাত্র শূন্য করা: Bottoms up! I’ll buy you another drink. rock bottom (দ্রব্যমূল্য) নিম্নতম সীমা: Things are selling at rock bottom prices. □(Verb intransitive) bottom out (অর্থ.) নিম্ন পর্যায়ে চলে আসা এবং সে অবস্থায় থাকা। bottomless (adjective) অতল; অগাধ; তলাহীন: a bottomless pit. bottomless bread basket তলাবিহীন ঝুড়ি; (লাক্ষণিক) যে ব্যক্তি বা দেশের চাহিদা কখনো পূর্ণ হয় না।