• Bengali Word hop 1 English definition [হপ্] (noun) [countable noun] থোকা থোকা ফুলবিশিষ্ট; দীর্ঘ লতানো উদ্ভিদবিশেষ; (plural) উক্ত উদ্ভিদের মোচাকার ফল (বীজাধার) যা শুকিয়ে বিয়ার ইত্যাদির সঙ্গে মিশিয়ে তিক্ত স্বাদযুক্ত করা হয়।
    hop-garden/-field (noun(s)) উক্ত ফলের বাগান। hoppole (noun) এরূপ উদ্ভিদের লতাটানা তারের উপর এলিয়ে দেওয়ার জন্য ঐ তারের আলম্ব হিসেবে ব্যবহৃত দীর্ঘ খুঁটি। hop-picker, hopper (noun(s)) এরূপ উদ্ভিদ চয়নের জন্য নিযুক্ত শ্রমিক ও যন্ত্র।