D পৃষ্ঠা ৯
- English Word deed Bengali definition [ডীড্] (noun) (১) কার্য; ক্রীড়া: good deeds, bad deeds. (২) (আইন সম্বন্ধীয়) বিশেষত স্বত্ব বা অধিকারবিষয়ক লিখিত বা মুদ্রিত সংবিদ; দলিল; লেখপ্রমাণ: deed of conveyance, দানপত্র। deed of convenant, দ্রষ্টব্য convenant (১)। deedbox (noun) দলিলের বাক্স। deed poll (noun) একক ব্যক্তির সম্পন্ন দলিল; একক দলিল।
- English Word deem Bengali definition [ডীম্] (verb transitive) (আনুষ্ঠানিক) বিশ্বাস/বিবেচনা/মনে করা: She was deemed (to be) the winner.
- English Word deep 1 Bengali definition [ডীপ্] (adjective) (১) গভীর; অগাধ: a deep well/river. দ্রষ্টব্য shallow. deep sea, deep water, (attributively adjective) সাগরের গভীরতর অংশ সম্বন্ধে: deepsea fishing, গভীর সমুদ্রে মৎস্যশিকার। go (in) off the deep end, দ্রষ্টব্য end 1 (১)। in deep water(s) (লাক্ষণিক) মহাবিপদে। (২) উপরিভাগ বা প্রান্ত থেকে দূরগামী; গভীর; গাঢ়: a deep shelf; a deep wound; a deep chested athlete. (৩) (বিস্তারসূচক শব্দসহযোগে) পশ্চাৎ; ভিতর বা নিচ পর্যন্ত বিস্তৃত; গভীর: A hole five metres deep; hands deep in pockets; ankle deep in mud, গোড়ালি গভীর কাদায়; deep in debt, ঋণে নিমজ্জিত; a plot of land 200 feet deep, রাস্তা বা অন্য সীমানা থেকে ২০০ ফুট বিস্তৃত; The crowd stood forty deep to listen to the politician. (৪) (ধ্বনি) গম্ভীর; গভীর; মন্দ্র: in a deep voice. (৫) (নিদ্রা) গভীর; গাঢ়: in a deep sleep. (৬) (রং) ঘন; গাঢ়; উজ্জ্বল; তীব্র: a deep blue. (৭) অনেক নিচ থেকে উত্থিত; গাঢ়; দীর্ঘ; গভীর: a deep sight; deep feeling/sympathy. (৮) deep in নিমগ্ন; নিবিষ্ট; তন্ময়: deep in study/thought/a book. (৯) (লাক্ষণিক) বোঝা বা শেখা কঠিন; গভীর; দুর্ভেদ্য; দুরূহ; অতলস্পর্শ; প্রগাঢ়; গূঢ়: a deep mystery; a deep secret; (ব্যক্তি) যার সত্যিকার মনোভাব/অভিপ্রায় গুপ্ত থাকে; সুচতুর: He’s a deep one, গভীর জলের মাছ। (১০) (লাক্ষণিক) গভীরগামী; মর্মভেদী; বিদগ্ধ; অগাধ: deep learning; deep insight; a. deep thinker. deepen [ডীপান্] (verb transitive), (verb intransitive) গভীরতর করা বা হওয়া। deeply (adverb) গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর: I’m deeply interested in Philosophy. He was deeply affected by the incident. deepness (noun) গভীরতা; তীব্রতা; গাঢ়তা; ঘনতা।
- English Word deep 2 Bengali definition [ডীপ্] (adverb) গভীরে; অতলে; গভীরভাবে: The boat went deep into water. deep into the night, গভীর রাত পর্যন্ত। Still waters runs deep (প্রবাদ) সত্যিকার অনুভূতি, ভাবনা ইত্যাদি স্পষ্টভাবে প্রকাশিত হয় না এমন ব্যক্তি সম্বন্ধে প্রযোজ্য; শান্তজল গভীরগামী। deep freeze (verb transitive) (খাদ্য দীর্ঘদিন সংরক্ষণে) দ্রুত হিমায়িত করা: deep frozen fish, দ্রুত হিমায়িত মাছ। □ (noun) দ্রুত হিমায়নে ব্যবহৃত বিশেষ ধরনের হিমায়নযন্ত্র (কিংবা সাধারণ হিমায়নযন্ত্রের বিশেষ অংশ); গাঢ় হিমায়নযন্ত্র। deep laid (adjective) (ফন্দিফিকির) গোপনে; সতর্কভাবে; পরিকল্পিত; নিগূঢ়। deep mined (noun) (কয়লা) মামুলি খনি থেকে আহৃত (open-cast এর সঙ্গে বৈপরীত্যক্রমে; দ্রষ্টব্য open 1(১১)। deep rooted (adjective) সহজে অপসারিত হওয়ার নয়; দৃঢ়মূল; বদ্ধমূল: deep rooted hatred. deep seated (adjective) দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত; গভীরে প্রোথিত: The causes of his abnormal behavior are deep seated.
- English Word deep 3 Bengali definition [ডীপ্] (noun) (কাব্যিক) the deep সাগর; অতল।
- English Word Deepavali Bengali definition [দীপা:বোলি] (noun) [uncountable noun]= Diwali.
- English Word deer Bengali definition [ডিআ(র্)] (noun) (plural অপরিবর্তিত) হরিণ; মৃগ। deer skin হরিণের চামড়া। deerstalker (ক) চুপি চুপি কাছে গিয়ে হরিণ শিকার করে যে। (খ) সামনে ও পিছনে দুটো চূড়াযুক্ত টুপিবিশেষ। deerstalking (noun) চুপিসারে বা গুপ্তস্থান থেকে হরিণ শিকার করার খেলা।
- English Word deface Bengali definition [ডিফেইস্] (verb transitive) (উপরিভাগের ক্ষতিসাধন কিংবা রেখাস্থান দ্বারা) আকৃতিনাশ করা; বিকৃত/বিবর্ণ করা; (সমাধিফলক ইত্যাদির) উৎকীর্ণ লেখন অস্পষ্ট করে ফেলা। defacement (noun) [uncountable noun] বিকৃতিসাবন; আকৃতিনাশ; বিকৃতি; উচ্ছেদন; [countable noun] যা বিকৃতি সাধন করে।
- English Word defalcation Bengali definition [ডীফ্যাল্কেইশ্ন্] (noun) [uncountable noun] (আইন সম্বন্ধীয়) তহবিল-তছরুপ; অর্থ-আত্মসাৎ; [countable noun] তহবিল-তছরুপের ঘটনা; আত্মসাৎকৃত অর্থ।
- English Word defame Bengali definition [ডিফেইম্] (verb transitive) মানহানি করা; কুৎসা রটনা করা। defamation [ডেফামেইশ্ন্] (noun) [uncountable noun] মানহানি; অপবাদ; পরিবাদ। defamatory [ডিফ্যামাট্রি America(n) ডিফ্যামাটোরি] (adjective) মানহানিকর; মানহানিমূলক; অপবাদমূলক: defame statements.
- English Word default 1 Bengali definition [ডিফোল্ট্] (noun) [uncountable noun] অনুপ্রস্থান; অভাব: to win a case/game by default, অন্যপক্ষের অনুপ্রস্থানহেতু জয়লাভ। in default of (কিছুর) অভাব ঘটলে; (কিছু) না পেলে বা না ঘটলে; অনুপস্থানে।
- English Word default 2 Bengali definition [ডিফোল্ট্] (verb intransitive) (১) কর্তব্যপালনে/হাজিরা দিতে ব্যর্থ হওয়া (যেমন আদালতে); ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া। defaulter (noun) নিয়মলঙ্ঘী; ব্যত্যয়কারী। (২) সামরিক কোনো অপরাধে অভিযুক্ত সৈনিক; নিয়মলঙ্ঘী।
- English Word defeat Bengali definition [ডিফীট্] (verb transitive) (১) পরাজিত/পরাভূত/ব্যর্থ করা। (২) নির্মূল/নিষ্ফল করা: His hopes will not be defeated. □ (noun) [uncountable noun, countable noun] পরাজয়; পরাভব; হার; ব্যর্থতা। defeatism [ডিফীট্ইজাম্] (noun) পরাজিত মনোভাব। defeatist [ডিফীট্ইস্ট্] (noun) পরাজিতম্মন্য।
- English Word defecate Bengali definition [ডেফাকেইট্] (verb intransitive) (চিকিৎসাশাস্ত্র) মলত্যাগ করা। defecation [ডেফাকেইশ্ন্] (noun) মলত্যাগ।
- English Word defect 1 Bengali definition [ডীফেক্ট্] (noun) [countable noun] ত্রুটি; বিচ্যুতি; খুঁত; অভাব; দোষ।
- English Word defect 2 Bengali definition [ডিফেক্ট্] (verb transitive) defect (from) (to) স্বদেশ বা স্বপক্ষ পরিত্যাগ করা; বশ্যতা অস্বীকার করা: One of our spies has defected to the enemy. defector [ডিফেক্টা(র্)] (noun) স্বপক্ষত্যাগী; স্বদেশত্যাগী; দলত্যাগী; দলদ্রোহী: defectors from the Socialist Party.
- English Word defection Bengali definition [ডিফেক্শ্ন্] (noun) (১) [uncountable noun] রাজনৈতিক দল বা দলের নেতা, ধর্ম কিংবা কর্তব্যের প্রতি আনুগত্য পরিহার করে সরে যাওয়া; দলদ্রোহিতা; স্বপক্ষত্যাগ; [countable noun] দলত্যাগ, স্বপক্ষত্যাগ ইত্যাদির দৃষ্টান্ত: defection from the party. (২) (সাধারণত রাজনৈতিক মতপার্থক্যের কারণে স্থায়ীভাবে) দেশত্যাগ; [countable noun] উক্তরূপ দেশত্যাগের দৃষ্টান্ত। defections from a country.
- English Word defective Bengali definition [ডিফেক্টিভ] (adjective) ত্রুটিপূর্ণ; অপূর্ণ; অপক্ব: defective in workmanship/moral value; mentally defective, মানসিকভাবে অপরিপক্ব/অপরিণত: a defective verb, যে ক্রিয়াপদের সব কালের সব রূপ পাওয়া যায় না, যেমন must, অসম্পূর্ণ ক্রিয়াপদ। defectively (adverb) ত্রুটিপূর্ণভাবে। defectiveness (noun) ত্রুটিপূর্ণতা; অসম্পূর্ণতা; ন্যূনতা।
- English Word defence Bengali definition (America(n)= defense) [ডিফেন্স্] (noun) (১) [uncountable noun] প্রতিরক্ষা; আত্মরক্ষা; রক্ষণ: national defence. He faught in selfdefence. (২) [countable noun] আত্মরক্ষা বা প্রতিরক্ষার উপায়/উপকরণ: coastal defences, উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা; a strong wall as a defence against enemies. (৩) [countable noun, uncountable noun] (আইন সম্বন্ধীয়) আত্মপক্ষ সমর্থন; বিবাদির/আসামির কৈফিয়ত; বিবাদিপক্ষের উকিল(গণ): The defence pleaded for mercy. defenceless (adjective) অরক্ষিত; প্রতিরক্ষাহীন; নিঃশরণ। defencelessly (adverb) অরক্ষিতভাবে। defencelessness (noun) প্রতিরক্ষাহীনতা; অরক্ষণ।
- English Word defend Bengali definition [ডিফেন্ড্] (verb transitive) (১) defend (against) রক্ষা বা আত্মরক্ষা করা; নিরাপত্তাবিধান করা। (২) সমর্থনে বলা বা লেখা; সমর্থন/পক্ষাবলম্বন করা: defend (= uphold) a claim; defend (= contest) a law suit; to defend an idea. defender (noun) (১) সমর্থক; রক্ষক। (২) (ফুটবলে) রক্ষণভাগের খেলোয়াড়; রক্ষক; রক্ষী।
- English Word defendant Bengali definition [ডিফেন্ডান্ট্] (noun) প্রতিবাদী; বিবাদি। দ্রষ্টব্য plaintiff.
- English Word defense Bengali definition [ডিফেন্স্] (America(n)) দ্রষ্টব্য defence.
- English Word defensible Bengali definition [ডিফেন্সাব্ল্] (adjective) রক্ষণীয়; সমর্থনযোগ্য।
- English Word defensive Bengali definition [ডিফেন্সিভ্] (adjective) আত্মরক্ষামূলক; প্রতিরক্ষামূলক: defensive warfare/measures. □ (noun) (সাধারণত) be/act on the defensive আত্মরক্ষামূলক অবস্থানে থাকা; অবস্থান গ্রহণ করা। defensively (adverb) আত্মরক্ষামূলকভাবে।
- English Word defer 1 Bengali definition [ডিফা(র্)] (verb transitive), (deferred, deferring, defers) স্থগিত; মুলতবি রাখা; বিলম্বিত করা: a deferred telegram, দেরিতে সুলভ হারে প্রেরিত তারবার্তা; বিলম্বিত তারবার্তা; a deferred annuity, বিলম্বিত বর্ষলভ্য; to defer one’s departure; payments on deferred terms, কিস্তিতে মূল্য পরিশোধ। দ্রষ্টব্য hire-purchase. deferment (noun) বিলম্বন; স্থগিতকরণ।
- English Word defer 2 Bengali definition [ডিফা(র)] (verb intransitive) (deferred, deferring, defers) defer to (অনেক সময় সম্মান দেখাতে) নতি স্বীকার করা; বশ্যতা স্বীকার করা; মেনে নেওয়া: to defer one’s elders/to somebody’s opinions.
- English Word deference Bengali definition [ডেফারান্স্] (noun) [uncountable noun] অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; মান্যত্ব; বশবর্তিতা; সম্মান; শ্রদ্ধা: to treat somebody with deference; to show deference to a teacher. in deference to শ্রদ্ধাবশত। deferential [ডেফারেন্শ্ল্] (adjective) শ্রদ্ধাবান; শ্রদ্ধাপূর্ণ। deferentially [ডেফারেন্শালি] (adverb) শ্রদ্ধার সঙ্গে; সশ্রদ্ধভাবে।
- English Word defiance Bengali definition [ডিফাইআন্স্] (noun) [uncountable noun] প্রকাশ্যে অবাধ্যতা বা প্রতিরোধ; বিরুদ্ধাচরণ; স্পর্ধা; অবজ্ঞা। in defiance of অবজ্ঞা ভরে; উপেক্ষা করে; বিরুদ্ধাচরণপূর্বক: in defiance of orders.
- English Word defiant Bengali definition [ডিফাইআন্ট্] (adjective) স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য। defiantly (adverb) স্পর্ধাসহকারে; অবজ্ঞার সঙ্গে।
- English Word deficiency Bengali definition [ডিফিশ্ন্সি] (noun) (১) (plural deficiencies) [uncountable noun, countable noun] অভাব; ন্যূনতা; হীনতা: deficiency of food; deficiency diseases, অপুষ্টিজনিত রোগ। (২) [countable noun] প্রয়োজনের তুলনায় কোনোকিছু যে পরিমাণে ন্যূন; ন্যূনতা; অভাব; অল্পতা; কমতি: a deficiency of £ 7. (৩) [countable noun] ত্রুটি; অসম্পূর্ণতা; দোষ: Cosmetics do not always cover up deficiencies of nature.